গ্রন্থ বাজার

গ্রন্থ বাজার বইয়ের খনিতে আপনাকে স্বাগতম। ইসলাম ও সাহিত্যজগতের যেকোনো বই আমাদের কাছে পাবেন অতি সূলভ মূল্যে।
(1)

ভালোবাসার কথা মুখ ফুটে বলতে হয় না,  টের পাওয়া যায়!____ হুমায়ূন আহমেদ (হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম)
27/12/2024

ভালোবাসার কথা মুখ ফুটে বলতে হয় না, টের পাওয়া যায়!
____ হুমায়ূন আহমেদ

(হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম)

27/12/2024

রাত কত বীনু জানে না। তার ঘড়িতে আটটা বেজে আছে। তবে রাত যে অনেক এ ব্যাপারে সে নিশ্চিত। সে এখন মনিকাদের ছাদের একটা বাথরুমে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। জীবনে এত সুন্দর বাথরুম সে দেখেনি। কোনদিন হয়তো দেখবেও না। ধবধবে শাদা বিশাল একটা ঘর। সেই ঘরে নীল বাথটাব, নীল কমোড, নীল বেসিন। বাথরুমে নানান মাপের তোয়ালে। সেগুলোর রঙও নীল। আর কি বিশাল একটা আয়না। নিজেকে পুরোপুরি দেখতে হলে এরকম একটা আয়না লাগে।
__________________
গল্প: জলকন্যা
লেখা: হুমায়ূন আহমেদ
অলংকরণ: আশরাফুল ইসলাম

পীর-এ কামিলের সম্ভাব্য সবচেয়ে সুন্দর প্রচ্ছদ হতে যাচ্ছে এটা (অনুবাদ)। উপকথার প্রডাকশন ভালো হবে সে ভরসা আছেই, আশা করি অনু...
27/12/2024

পীর-এ কামিলের সম্ভাব্য সবচেয়ে সুন্দর প্রচ্ছদ হতে যাচ্ছে এটা (অনুবাদ)।
উপকথার প্রডাকশন ভালো হবে সে ভরসা আছেই, আশা করি অনুবাদটাও ভালো হবে।
প্রি-অর্ডার করলে পাবেন ৫০% ডিসকাউন্ট
৫০০৳

বইপ্রেমীরা সাধারণত চা-প্রেমীও হয়ে থাকে!আজকের এই পোস্টে তাদের জন্য ☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️☕ চিনি দিয়ে চা খাওয়া...
27/12/2024

বইপ্রেমীরা সাধারণত চা-প্রেমীও হয়ে থাকে!

আজকের এই পোস্টে তাদের জন্য ☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️

☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।

☕ এলাচ,লবঙ্গ,দারচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেঁতো করে তবেই ব্যবহার করুন।এতে আরও ভাল গন্ধ পাওয়া যায়।

☕ চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়,কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন।খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদ না লাগে কৌটোতে।

☕ রং চা বানানোর ক্ষেত্রে,পানি আর চা পাতা কিন্তু কখনই একসঙ্গে ফোটাবেন না।এতে গ্যাস নষ্ট,সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনও রকম স্বাদও পাওয়া যায় না।যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন।এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে ছেঁকে নিন।

☕ দুধ চা আর লিকার চা বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা।যে চায়ের পাতায় ভাল লিকার হয়,সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না।এক্ষেত্রে দানা চা ( CTC Tea) ব্যবহার করুন।ভাল রং পাবেন।

☕ আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেট করে প্রথমে গরম পানির মধ্যে দিন।তাতে দু-একটা তুলসি পাতা,তিন থেকে চারটে লবঙ্গ,গোলমরিচ ফেলে দিতে পারেন।এই পানি ভাল ভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন।দুকাপ চা হলে এক চা চামচ চা পাতা দিন।এই অনুপাতে চায়ের পাতা ব্যবহার করবেন।অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে,এই ধারনা একেবারে ভুল।

☕ লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন।খুব ভাল করে শুকনো হলে সেই খোসা গুঁড়ো করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন।

27/12/2024

সব জায়গায় বড়লোক আত্মীয়স্বজনের পরিচয় দেয়ার আগে ভেবে দেখুন বড়লোক আত্মীয়রা আপনাকে আত্মীয় মনে করে কিনা।

26/12/2024

ঘুমাচ্ছেন না কেনো?

26/12/2024

বেশি মানুষের মাঝে গেলে আমার আর‌ও বেশি একা লাগে।

26/12/2024

একসময় ভাতে কালো চুল পেতাম! আজ পেলাম কাঁচা পাকা! যেদিন খাবারে আর চুল পাবো না, সেদিন বোধহয় খাবারে স্বাদও পাবো না! কিভাবে যে দিন ফুরায়! মায়ের বয়স বাড়ে! প্রতিষ্ঠিত হতে নাকি বাড়ি ছাড়া লাগে? মাকে ছাড়া লাগে! যে অর্জন মায়ের থেকে সন্তানরে অনেক দূরে রাখে, সেই অর্জনে অর্জন কই?

এটা হয়তো বছরের অন্যতম চমকপ্রদ প্রি-অর্ডার! প্রি-অর্ডারে ৫০% ডিসকাউন্ট সাথে ফ্রী ডেলিভারি চার্জ! শুধু এখানেই শেষ নয় থাকবে...
26/12/2024

এটা হয়তো বছরের অন্যতম চমকপ্রদ প্রি-অর্ডার!

প্রি-অর্ডারে ৫০% ডিসকাউন্ট সাথে ফ্রী ডেলিভারি চার্জ! শুধু এখানেই শেষ নয় থাকবে বিশেষ উপহার!

পীর-এ-কামিল অখন্ড পূর্ণাঙ্গ অনুবাদ শুধুমাত্র উপকথা প্রকাশনী তে।পাঠকদের জন্য অন্যতম সেরা সুযোগ।

~ বই: পীর-এ-কামিল অখন্ড
~ লেখক: উমেরা আহমেদ
~ অনুবাদক: রুসমিতা বিনতে মেহেদী
~ জনরা: সমকালীন উপন্যাস
~ প্রকাশনী: উপকথা
~ পৃষ্ঠা: ৬৪০
~ মলাটামূল্য: ১০০০৳
~ অফার মূল্য: ৫০০৳

ফ্ল্যাপঃ

‘পীর-এ-কামিল এমন একজন, যিনি হৃদয় থেকে আল্লাহর ইবাদত করেন। পরহেজগার ও তাকওয়াশীল। যার প্রতিটি দোয়া কবুল হয়, যতটুকু আল্লাহ চান। তার কথায় তাসির থাকে। তিনি মানুষকে হেদায়তের পথ দেখান। কিন্তু তার মাঝে ইলহাম থাকে না, বিজদান থাকে। ওহি নাজিল হয় তার ওপর এবং ওহি কোনো সাধারণ মানুষের ওপর নাজিল হয় না। কেবল নবীদের ওপর নাজিল হয়। এক লাখ চব্বিশ হাজার নবীর সকলেই কামিল ছিলেন। তবে পীর-এ-কামিল হচ্ছে কেবলই তিনি, যার মাধ্যমে এই নবুওয়াতের ধারাবাহিকতা শেষ হয়েছে।’
‘জাভেরিয়ার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে আমি যেন মুসলমান হয়ে যাই। মুসলমান হয়ে যাই...?’ এক অদ্ভুত দোটানার মাঝে ছিল ও। ‘তাহলে কি আমি মুসলমান না? আমার বেস্টফ্রেন্ডও আমাকে মুসলমান মনে করে না? এসব কি শুধু সেই প্রোপাগান্ডার কারণে, যা আমাদের নিয়ে ছড়ানো হয়েছে? কেন শুধু আমাদের ব্যাপারেই এসব বলা হয়? আমরা সত্যিই কি তবে ভুল কিছু করছি? ভুল কোনো আকিদা কবুল করে নিয়েছি?
‘And what is next to Hell?’ এবার নীরবে একদৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে থাকে ইমামা। ‘What is next to Hell?’ সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে। ‘তুমি ভয় পাও না?’ অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শোনে সালার। ‘কী?’ জিজ্ঞেস করল। ‘দোজখকে…যে স্থানের আগে বলতে কিছু নেই, সবকিছু এর পেছনেই শেষ হয়ে যায়। লাঞ্চিত ও গর্হিত হওয়ার পর মানুষের জন্য কী বাকি থাকে, যা জানার প্রতি তোমার এত আগ্রহ?’ ইমামা খানিক আফসোসের সুরে বলল। ‘তোমার কথা বুঝলাম না আমি। সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে।’ সালার গা-ছাড়া ভঙ্গিতে বলল। ‘চিন্তা করো না, বুঝে যাবে। একটা সময় আসবে, যখন সবকিছু বুঝতে পারবে। তোমার এই হাসি বিলীন হয়ে যাবে। তখন ভয় পাবে মৃত্যুকেও, দোজখকেও। আল্লাহ সবকিছু দেখাবেন এবং বুঝিয়ে দেবেন তোমাকে। তখন আর কাউকে জিজ্ঞেস করবে না, What is next to ecstasy?’ ইমামা বেশ ধীরভাবে বলল।
ইমামা-সালার কে? ওদের মাঝে পীর-এ-কামিলের কাজ কী? এই গল্প কী শুধু দুইজন চরিত্রের মাঝে সীমাবদ্ধ? নাকি নিজের জীবনেও পীর-এ-কামিল খোঁজার যাত্রার মতো? ইমামা হাশিম কি পরিবারের বিরুদ্ধে গিয়েও মুসলমান হতে পারবে? সালার সিকান্দার কি উত্তর পাবে What is next to ecstasy এর? হারিয়ে গিয়েও আবার কীভাবে এক হবে ওরা? পীর-এ-কামিলের এই যাত্রার আদতে শেষ কোথায়?

বইটির এ টু জেড এ ওয়ান ক্যাটাগরির প্রোডাকশনে হবে৷ প্রি-অর্ডারকারী প্রত্যেকেই উপহার পাবেন এই বুকমার্কগুলো।

"আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলের মাঝে কেন হল মিলন?কেনো কালো অন্তরে ছড়িয়...
25/12/2024

"আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলের মাঝে কেন হল মিলন?কেনো কালো অন্তরে ছড়িয়ে ছিলো ফুলের সুভাস?আমাকে ধ্বংস করার জন্য কি অন্য অস্ত্র ছিলো না?"

বইঃ পদ্মজা
লেখকঃ ইলমা বেহরোজ

রেগুলার এডিশনঃ ৬০০৳

📩অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

25/12/2024

দেব দা-র উচিৎ সবার স্ট্যাটাস গুলোর স্ক্রিনশট নিয়ে স্টোরি লাগানো! 🙂

🔥 Limited Pre-booking 🔥ঘনাদা সমগ্র (১-৩ খন্ড)প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট  প্রী-বুকিং প্রাইস - ১১৫০ টাকা📨অর্ডার করতে ইনবক্...
25/12/2024

🔥 Limited Pre-booking 🔥

ঘনাদা সমগ্র (১-৩ খন্ড)
প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট

প্রী-বুকিং প্রাইস - ১১৫০ টাকা

📨অর্ডার করতে ইনবক্স করুন।

হেলাল হাফিজের দুটি বই।বেদনাকে বলেছি কেঁদো না যে জলে আগুন জ্বলে
25/12/2024

হেলাল হাফিজের দুটি বই।

বেদনাকে বলেছি কেঁদো না
যে জলে আগুন জ্বলে

বিয়ের পানি গায়ে লাগলে সব মেয়েদেরকেই সুন্দর লাগে৷
25/12/2024

বিয়ের পানি গায়ে লাগলে সব মেয়েদেরকেই সুন্দর লাগে৷

এক্সক্লুসিভ প্রি-অর্ডারে ৬১% ডিসকাউন্ট! "দ্য চাইন্ড ফ্রম দ্য সিক্রেট সিটি" বক্স সেট পাচ্ছেন একদম সূলভ মূল্যে!⚡মুদ্রিত মূ...
25/12/2024

এক্সক্লুসিভ প্রি-অর্ডারে ৬১% ডিসকাউন্ট!

"দ্য চাইন্ড ফ্রম দ্য সিক্রেট সিটি" বক্স সেট পাচ্ছেন একদম সূলভ মূল্যে!

⚡মুদ্রিত মূল্য-৯০০৳
⚡অফাত মূল্য-৩৫০৳

~শয়তান লুসিফারের পুত্র
~সাবধান লুসিফার
~মুখোমুখি শয়তান লুসিফার

অফার পেতে দ্রুত অর্ডার কনফার্ম করুন!

📚✨ Discover Premium Hardcover Books at Unbelievable Prices! ✨📚Treat yourself to the joy of reading with our handpicked c...
25/12/2024

📚✨ Discover Premium Hardcover Books at Unbelievable Prices! ✨📚

Treat yourself to the joy of reading with our handpicked collection of bestsellers and classics! Perfect for your personal library or as thoughtful gifts, each book comes with a touch of elegance at the best prices!

🌟 Our Collection 🌟

1. The Vegetarian – 160 TK
2. The Bookseller at The End of The World – 190 TK
3. Animal Farm – 120 TK
4. 1984 – 250 TK
5. Peer-E-Kamil – 250 TK
6. Forty Rules of Love – 250 TK
7. I Don’t Love You Anymore – 150 TK
8. When Things Don’t Go Your Way – 180 TK
9. The Things You Can See Only – 160 TK
10. Coffee Series (5 Books) – 650 TK
11. Warmth – 170 TK
12. Old Man and the Sea – 110 TK
13. The Alchemist – 140 TK
14. The Stationary Shop in Tehran – 210 TK
15. Twisted Series (4 Books) – 850 TK
16. It Starts with Us – 190 TK
17. It Ends with Us – 190 TK
18. A December to remember — 250 TK
19. NEXUS - 299 TK
20. SAPIENS -350 TK
21. 21 Lessons - 299 TK
22. Ikigai — 150 TK
23. The Ikigai Journey — 150 TK
24. Kaizen — 199 TK
25. Norwegian Wood — 199 TK
26. Metmorphesis — 120 TK
27. Man Search for Meaning — 150 TK
28. Lemon Trees Grow — 199 TK
29. The Phycology of Money - 170 TK
30. The Prophet - 130 TK
31. Love For Imperfect Things - 170 TK

📎 Quality: Premium Hardcover.
📎 Paper: 65 GSM Off-white paper.
📎 The best quality at the most affordable price.

💸 Prices Start at Just 110 TK! 💸

📬 Order Now – Limited Stock Available! Send us a message and grab your favorites before they’re gone.

🎁 Experience the Magic of Books at the Best Price – Perfect for cozy nights, thoughtful gifts, and building your dream library! 🌈✨

25/12/2024

একদিন বাহার ভাই দোকানদার কে বলতেছে: ''বউয়ের জন্যে স্যান্ডেল কিনব। হালকা ও তুলার মতো নরম, তুলতুলে বেশ কিছু লেডিস স্যান্ডেল দেখান তো!

দোকানদারের চোখের কোণে পানি, ভেজা-ভেজা স্বরে বলল, 'বসেন ভাই, বুঝছি!'

বুঝলাম না, দোকানদার কেঁন্দে দিলো ক্যান?

বই : প্রেমোত্তাপ
লেখিকা: মমসাহা

Address

Bangla-Bazar
Dhaka

Telephone

+8801881864097

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থ বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রন্থ বাজার:

Videos

Share