Bedouin

Bedouin Last page of the book.

EiD Mubarak to planet earth.Bedouin is Wishing all of you the greetings of Eid-Ul-FitarNawrid Sharmin apu Mhu Moni vai
21/04/2023

EiD Mubarak to planet earth.
Bedouin is Wishing all of you the greetings of Eid-Ul-Fitar

Nawrid Sharmin apu
Mhu Moni vai

14/04/2023

Welcome bangla New year 1430
শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ

আমার কখনো হিংসে হয়না, শুধু ইচ্ছে হয়।স্থান: বান্দরবান , বাংলাদেশ।
22/03/2023

আমার কখনো হিংসে হয়না, শুধু ইচ্ছে হয়।

স্থান: বান্দরবান , বাংলাদেশ।

21/03/2023

Thank you Embassy of the Netherlands in Bangladesh and Center for Environmental and Geographic Information Services (CEGIS) to giving us " Bedouin " the opportunity to work on this important and impactful topic.

Water is the only thing that matters to our life. Without water no one can imagine a single living creature on earth.
In or out, water matters the most.

On this " World Water Day 2023 " we must keep our water safety measures to our first priority.

Happy World Water Day to you all.

Regards,
Bangladesh.

© Embassy of the Netherlands in Bangladesh 2023 All Rights Reserved.

13/02/2023

Story: Liquid Gold.

Don't wait for someone to bring you flowers. Plant your own garden and decorate your own soul. Cause God Almighty gift us with Spring.

Happy Spring to everyone.

গত শীতের মূর্চ্ছনায় জানাই বসন্তের অভ্যর্থনা। খেজুর রস আর মিষ্টি ফাগুনের মত হোক পিঠেপুলির ভালবাসা....

© Bedouin

Youtube: https://youtu.be/zS6pqkDyeLI

Coming Soon....
28/01/2023

Coming Soon....

: The New Dawn, Uprising of a new era. :___________________________________নতুন ভোর, নবপ্রজন্মের সূচনা। ----------------...
25/01/2023

: The New Dawn, Uprising of a new era. :
___________________________________

নতুন ভোর, নবপ্রজন্মের সূচনা।
-------------------------

যোগ - বিয়োগ, গুণ - ভাগ, দক্ষতা - অপারগতা, নৈপুণ্য - অবহেলা, যোগ্যতা - মুর্খতা , ধর্ম - অধর্ম, বিশ্বাসী অবিশ্বাসী, প্রাকৃতিক বা কৃত্রিম।
মহাবিশ্বে এমন কোন বস্তু নেই যার বিপরীত নেই। আর আপনাকে দেয়া হয়েছে বিবেক।
সুখের মাঝে যদি শুধু হাসিই থাকতো, মানুষ হাসার আনন্দই ভূলে যেতো। তাই মানুষ অতি-সুখেও কাঁদে।

মানুষের জীবনে কোনো ঘটনাই দূর্ঘটনা নয়। যা ঘটছে, যা ঘটবে কিংবা যা ঘটতে চলেছে, প্রতিটি মুহূর্তই নির্ধারণ করে আসন্ন ভবিষ্যৎ।
পৃথিবীতে রাত আর দিনের তফাৎ না থাকলে। নিন্দ্রা নামক শব্দের উৎপত্তি কখনই হত না। ঠিক যেমন পানি না থাকলে "তৃপ্তি"।

ভারসাম্যহীন পৃথিবী দেখার আকাঙ্ক্ষা-ই বা কিভাবে করে মানুষ ? যেখানে সামান্য কটা সংখ্যা খচিত কাগজ যে বানিয়েছে , খোদ তারই ক্ষুধা নিবারণে সে ব্যর্থ !

আপনি/আমি উভয়ই জানি হারানোর কষ্ট কি ! শুধু আপনি আপনার টা হারিয়েছেন। আমি আমার।
আমরা উভয়ই অতিসাধারণ। পার্থক্য শুধু - খুঁজছি নিজের কষ্টের প্রতিকার। তাই পরষ্পরকে বলছি স্বার্থপর। আর এখান থেকেই জন্ম নিচ্ছে ঘৃণা।
যথার্থ অর্থে মানুষ কখনই একে অপরকে বুঝবে না। কারণ স্বার্থপরতা নয়।
কারণ ? :- সমঝোতার এই ফারাক খুঁজে যে ব্যক্তিটি ব্যবসা করে চলেছে তার বিক্রির ক্ষমতা।
আর সে বিক্রেতার প্রতিদ্বন্দ্বী ?

: বেদুঈন আসছে....

ছবির স্থানঃ পাকুড়িয়ার চড়, সারিয়াকান্দি, বগুড়া।
বাংলাদেশ।
তারিখঃ ২৩-০১-২৩ ইংঃ

© Copyright :Law: 2023 By Bedouin.inc All Rights reserved.

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ সবাইক...
09/07/2022

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল
ধর্মপ্রাণ সবাইকে কে জানাই ঈদ মোবারক। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলের কুরবানিকে কবুল করেন। আমিন।

,

01/07/2022
কিছু ভালো সময় গুলো সেদিন ক্যামেরা বন্দি হয়েছিলো ।
08/05/2022

কিছু ভালো সময় গুলো সেদিন ক্যামেরা বন্দি হয়েছিলো ।

04/05/2022
14/04/2022

পদ্মাপাড়ের সু-প্রাচীন সভ্যতা বাংলা।
আর সে বাংলার ইতিহাসের এক বিশাল অধ্যায় জুড়ে আছে বাংলার সালতানাত।

আর সে সালতানাতের হাত ধরে ইরাক থেকে এসেছিল মসলিন।

কালের পরিক্রমায় হারিয়ে গেলেও ফিরে এসেছে আবার।

ফিরে এসেছে আবার সালতানাতের রাজকীয় অলংকার মসলিন আর তারই হাত ধরে চিরকাল বাঙালীর অঙ্গে জোরে রয়েগেছে জামদানী।

শুভ নববর্ষ।
For better view please watch on Youtube: https://www.youtube.com/watch?v=9a4Ne4C5deY

Address

23 Eskatan Garden Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bedouin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share