Motivational Speech

Motivational Speech Trainer and Motivational Speaker

26/01/2025
26/01/2025

"তুমি যতই ভালো হও না কেন, সবার কাছে প্রিয় হতে পারবে না। কারণ, মানুষের বিচারক হতে লাগে মৃত্যু। জীবিত অবস্থায় তোমার মূল্যায়ন করবে না কেউ।

তাই ভালো সাজতে চাওয়ার প্রয়োজন নেই, কৃতজ্ঞতার প্রত্যাশাও বৃথা। নিজের মন আর আল্লাহর কাছে সৎ থাকো। সেখানেই আছে প্রকৃত শান্তি, যা কোনো মানুষের স্বীকৃতি দিতে পারে না।

তোমার সততাই তোমার পরিচয়, আর তোমার নিয়তই তোমার আত্মার শান্তি।"

— স্বপ্নদ্রষ্টা (মোঃ শেখ সাদী)

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খ...
25/12/2024

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
#সংগৃহীত ❤️

ইয়া আল্লাহ এখন যে "আমিন'''লেখবে তুমি তার মনের সকল আশা পূরন করে দিও মাবুদ🤲 🤲আমিন🤲
16/12/2024

ইয়া আল্লাহ এখন যে "আমিন'''লেখবে তুমি তার মনের সকল আশা পূরন করে দিও মাবুদ🤲
🤲আমিন🤲

15/12/2024

_স্বপ্ন মানে শুধু চোখ বন্ধ করে দেখা কল্পনা নয়, স্বপ্ন মানে সেই লক্ষ্য, যা তোমার প্রতিটি শ্বাসে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। যে স্বপ্ন তোমাকে থামতে দেয় না, বরং প্রতিটি মুহূর্তে সামনে এগিয়ে যেতে বাধ্য করে।_

"নিজের লক্ষ্যকে এতটাই ভালোবাসো যে, অলসতা তোমার সামনে দাঁড়ানোর সাহস না পায়।"

_"শেখ সাদী

সফলতার ১৫ সূত্রঃ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের স...
27/11/2024

সফলতার ১৫ সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.
৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পরে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল। কোন আকষ্মিক ঘটনা না।
১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
চেষ্টাই নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্নপুরণে শুধু আবেগ নয় বেগ দরকার। সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা দরকার।

মূল্যবান কিছু কথা,,,!🥀❤️Motivational Speech
03/11/2024

মূল্যবান কিছু কথা,,,!🥀❤️

Motivational Speech

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার এক...
25/10/2024

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে।

প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো, তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসা...নোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মার‌তে হলো না।

সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে।

তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো,'তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে।

কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচড় পরে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

ভালো কিছু পেতে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন
👇
Motivational Speech

25/10/2024

মাঝে মাঝে মনে হয় ইশশ! কেউ একজন যদি থাকতো পাশে। কেউ একজন যদি সবসময় সাহস দিতো। বলতো, তোমাকে ছেড়ে কোনোদিন যাবো না। যত যাই কিছু হউক না কেনো তোমার পাশেই থাকবো।তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। তোমাকে বড্ড বেশী ভালোবাসি যে!
কিন্তু চারপাশের ধোঁকার খেলা দেখতে দেখতে এই ইচ্ছেটাও মরে যায়।মনে ভয় হয় কিন্তু এক কোণে কেনো জানি আশাটুকুও জেগে থাকে।
মানুষ তো জেগে থাকে আশায়, আর বেঁচে থাকে ভালোবাসায়!😊❤️

কমেন্ট থেকে কালেক্টেড

নিজের উন্নতি দেখতে পাচ্ছ? কমেন্টস করে জানাও👇                                           Motivational Speech
24/10/2024

নিজের উন্নতি দেখতে পাচ্ছ? কমেন্টস করে জানাও👇


Motivational Speech

"অন্যের পথে বাধা সৃষ্টি করে নিজেকে এগিয়ে নেওয়া যায় না, হিংসা শুধু নিজের অগ্রগতির পথটাই রুদ্ধ করে।" __❐ লেখা || শেখ সা...
22/10/2024

"অন্যের পথে বাধা সৃষ্টি করে নিজেকে এগিয়ে নেওয়া যায় না, হিংসা শুধু নিজের অগ্রগতির পথটাই রুদ্ধ করে।"

__❐ লেখা || শেখ সাদী”࿐

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Motivational Speech

12/10/2024

"যারা প্রকৃত যোগ্য, তারা উচ্চতায় পৌঁছে আরও নম্র হয়, কারণ তারা জানে পরিশ্রমের মূল্য। আর যারা যোগ্যতা ছাড়াই উচ্চতায় ওঠে, তারা অহংকারে ডুবে যায়, কারণ তারা বুঝতে পারে না সেই জায়গার সত্যিকারের মুল্য।"

Motivational Speech || Shaikh Sadi

জীবনে কষ্ট আসবেই, তবে সেই কষ্টের মধ্যে ডুবে থাকলে চলবে না। মনে রেখো, পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, যেমন ঝড়ের পরেও রোদ ওঠে,...
12/10/2024

জীবনে কষ্ট আসবেই, তবে সেই কষ্টের মধ্যে ডুবে থাকলে চলবে না। মনে রেখো, পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, যেমন ঝড়ের পরেও রোদ ওঠে, তেমনি দুঃখের পরেও সুখ আসে।

যদি কোনো দিন এমন সময় আসে, যখন মনে হবে সব কিছুই হারিয়ে গেছে, তখন মাথা ঠাণ্ডা রেখে নিজের ভেতরে শান্তির খোঁজ করো। যে বাতাসে গাছের পাতা ঝরে যায়, সেই বাতাসেই আবার নতুন পাতা জন্ম নেয়। ভাঙার মধ্যে সব সময় নতুন কিছু গড়ার সুযোগ থাকে। তাই কষ্ট পেয়ে থেমে যেও না, বরং সেই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করো।

কষ্টের কথা কারও সাথে শেয়ার করতে ইচ্ছে করলেও, সব সময় তা না বলাই ভালো। কারণ, সবাই যে তোমার কথা বুঝবে, তা নয়। অনেকেই তোমার কষ্টের কথা শুনে নিজের জন্য উপভোগ খুঁজে নেবে। তাই যখন মন ভেঙে যাবে, তখন নিজেকে শান্ত করে ভেতর থেকে নতুন করে উঠে দাঁড়াও। নিজের মনের সেই গোপন শক্তিটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে।

কখনও ভুলে যেও না, আলো সব সময় অন্ধকারের ভেতরেই থাকে। যে মানুষ নিজের অন্ধকার থেকে আলো খুঁজে বের করতে পারে, সেই আসলেই জীবনের যোদ্ধা।

লেখা: শেখ সাদী Motivational Speech

সঠিক উচ্চারণ-ছয় ঋতু - গ্রীষ্ম (গ্রিশশোঁ) বর্ষা (বরশা) শরৎ (শরোৎ) হেমন্ত (হেমোনতো) শীত  বসন্ত (বশোনতো)সাতদিন - শনিবার (শ...
24/08/2024

সঠিক উচ্চারণ-

ছয় ঋতু - গ্রীষ্ম (গ্রিশশোঁ) বর্ষা (বরশা) শরৎ (শরোৎ) হেমন্ত (হেমোনতো) শীত বসন্ত (বশোনতো)

সাতদিন -
শনিবার (শোনিবার)

রবিবার (রোবিবার)

সোমবার (শোমবার)

মঙ্গলবার (মঙ্গলবার)

বুধবার (বুধবার)

বৃহস্পতিবার (বৃহোশপতিবার)

শুক্রবার (শুকক্রোবার)

বাংলা বারো মাসের নাম-

বৈশাখ (বোইশাখ)

জ্যৈষ্ঠ (জোইশঠো)

আষাঢ়

শ্রাবণ ( শ্রাবোন)

ভাদ্র (ভাদদ্রো)

আশ্বিন (আশশিন)

কার্তিক (কারতিক)

অগ্রহায়ণ (অগগোহায়োন)

পৌষ (পৌঊশ)

মাছ (মাঘ)

ফাল্গুন

চৈত্র (চোইতত্রো)

জেলার নাম-

কিশোরগঞ্জ (কিশোরগনজ)

গাজীপুর (গাজিপুর)

গোপালগঞ্জ (গোপালগনজ)

জামালপুর (জামালপুর)

টাঙ্গাইল (টাঙগাইল)

ঢাকা (ঢাকা)

নরসিংদী (নরশিঙদি)

নারায়নগঞ্জ (নারায়নগনজ)

নেত্রকোণা (নেতত্রোকোনা)

ফরিদপুর (ফোরিদপুর)

ময়মনসিংহ (ময়মনশিঙহো)

মাদারীপুর (মাদারিপুর)

মানিকগঞ্জ (মানিকগনজ)

মুন্সিগঞ্জ (মুনশিগনজ)

রাজবাড়ী (রাজবাড়ি)

শেরপুর (শেরপুর)

কুষ্টিয়া (কুশটিয়া)

খুলনা (খুলনা)

চুয়াডাঙ্গা (চুয়াডাঙগা)

ঝালকাঠি (ঝালোকাঠি)

ঝিনাইদহ (ঝিনাইদহো)

নড়াইল (নড়াইল)

পটুয়াখালি (পোটুয়াখালি)

পিরোজপুর (পিরোজপুর)

বরগুনা (বরগুনা)

বরিশাল (বোরিশাল)

বাগেরহাট (বাগেরহাট)

ভোলা (ভোলা)

মাগুরা (মাগুরা)

মেহেরপুর (মেহেরপুর)

যশোর (জশোর)

সাতক্ষীরা (শাতক্ষিরা)

কক্সবাজার (ককসবাজার)

কুমিল্লা (কুমিললা )

খাগড়াছড়ি (খাগড়া ছোড়ি)

চট্টগ্রাম (চটটোগগ্রাম)

চাঁদপুর (চাঁদপুর)

নোয়াখালী (নোয়াখালি)

ফেনী (ফেনি)

বান্দরবন (বানদোরবোন)

ব্রাহ্মণবাড়িয়া (ব্রামহোনবাড়িয়া)

মৌলভীবাজার (মোউলোভিবাজার)

রাঙামাটি (রাঙগামাটি)

লক্ষ্মীপুর (লোকখিপুর)

সিলেট (সিলেট)

লালমনিরহাট ( লালমোনিরহাট)

সিরাজগঞ্জ (শিরাজগনজ)

কুড়িগ্রাম (কুড়িগগ্রাম)

গাইবান্ধা (গাইবানধা)

জয়পুরহাট (জয়পুরহাট)

ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও)

নওয়াবগঞ্জ (নওয়াবগঞ্জ)

নাটোর (নাটোর)

নীলফামারী (নিলফামারি)

পঞ্চগড় (পনচোগড়)

পাবনা (পাবনা)

বগুড়া (বোওড়া)

রংপুর (রঙপুর)

রাজশাহী (রাজশাহি)

দিনাজপুর (দিনাজপুর)

নওগাঁ (নওগাঁ)

সুনামগঞ্জ (শুনামগনজ)

হবিগঞ্জ (হোবিগনজ)

বিদায়-বেলায়
- কাজী নজরুল ইসলাম---ছায়ানট
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হুহু করে বুক।
চলার তোমার বাকী পথটুকু-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়
কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

অনুষ্ঠান উপস্থাপনার আগের কাজ -অনুষ্ঠানসংশ্লিষ্ট তথ্য, স্মরনিকা ও শ্লোগান ইত্যাদি সংগ্রহ করা।অনুষ্ঠানসূচী অনুযায়ী স্ক্রিপ...
24/08/2024

অনুষ্ঠান উপস্থাপনার আগের কাজ -

অনুষ্ঠানসংশ্লিষ্ট তথ্য, স্মরনিকা ও শ্লোগান ইত্যাদি সংগ্রহ করা।
অনুষ্ঠানসূচী অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করা।
স্ক্রিপ্ট প্রস্তুতের পর সংশ্লিষ্ট আয়োজকদের তা দেখানো এবং পরামর্শ নেয়া।
সকল সম্মানিত অতিথির নাম, পদবী সম্পর্কে নিশ্চিত হওয়া এবং ক্রম অনুযায়ী ধারাবাহিকতায় তাদের নাম সন্নিবেশ করা।
বেশ কয়েকবার স্ক্রপ্টটি জোরে জোরে পড়া এবং কন্ঠ অনুশীলন করা।
সম্ভব হলে অনুষ্ঠানের আগের দিন মিলনায়তন কিংবা মঞ্চে গিয়ে উপস্থাপকের আসনব্যবস্থা, মাইকের ধরন ইত্যাদিন সম্পর্কে অবগত হওয়া।

অনুষ্ঠান উপস্থাপনার দিন -
যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়া
উপস্থাপকের আসনব্যবস্থা নিশ্চিত করা
উপস্থাপনার সময় ব্যবহারের জন্য অনুষ্ঠানসূচী, কলম, প্যাড ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকা।
সাউন্ডসিস্টেম ঠিক আছে কিনা তা আগে থেকেই পরীক্ষা করা।
তালিকা অনুযায়ী সম্মানিত অতিথিগণ উপস্থিত আছে কি না তা নিশ্চিত হওয়া এবং প্রয়োজনে কোনো পরিবর্তন হলে কাটছাট করা।
ডায়াসের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করা এবং যেকোনো পরিবর্তন সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য সরবরাহের জন্য আগে থেকেই কাউকে দায়িত্ব প্রদান এবং পরিবর্তিত তথ্যের সাথে সামঞ্জস্য রেখে উপস্থাপনা করা।

অনুষ্ঠান চলাকালীন যে সকল বিষয় লক্ষ্য রাখবেন -
অনুষ্ঠান চলাকালীন যদি কোনো অতিথি এসে হাজির হয় তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে --
প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্টানের বিশেষ অতিথি অমুক এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি বা বরন করে নিচ্ছি।

আপনার পোশাক ও সাজসজ্জা যেন অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য পূর্ন হয়।
সবসময় হাসিমুখে থাকবেন। ভেতরে চাপ থাকলেও তা হাসিমুখে নিয়ন্ত্রণ করবেন।
উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে চেষ্টা করবেন।
অনুষ্ঠান চলাকালীন অনেক বিষয়ে তৎক্ষনাৎ ঘোষণা দিতে হতে পারে। এই বিষয়ে সদাপ্রস্তুত থাকবেন।
বিব্রতকর কোন পরিস্থিতির সৃষ্টি হলে মাথা ঠান্ডা রেখে অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য ধরে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

আপনার সাথে খাবার পানি রাখবেন এবং ছোটখাটো বিস্কুটের প্যাকেট রাখতে পারেন। কারন পেটে খিদে থাকলে পারফরম্যান্সে কিন্তু প্রভাব পড়তে পারে।

যেকোন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন।

*উপস্থাপনা বিষয়টা সম্পুর্ণ ব্যবহারিক একটা বিষয়। ভাল উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উপস্থাপনা দেখতে হবে। বিভিন্ন টিভি অনুষ্ঠানের উপস্থাপনাও দেখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার সুযোগ নিজেই বাগিয়ে নিতে হবে। উপস্থাপনা করতে করতেই আপনি একজন ভালো উপস্থাপক হয়ে উঠবেন।

বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কোনো অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের শুরুটা কিভাবে করতে হবে এই বিষয়ে আজ আপনাদের ধারনা দেবো যাতে উপস্থাপনার শুরুর বিষয় নিয়ে আপনাদের আর সমস্যা না হয়।

আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিন, ১৬ ডিসেম্বরে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। ... বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের শেষে ৩০ লাখ শহীদের রক্ত, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা।

আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন– স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ ৪৯ বছর।

অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

জীবন থেকে মুছে যাক বিগত বছরের ব্যর্থতার গ্লানি, দূর হয়ে যাক পুরাতন বছরের হতাশা-আবর্জনা। কবির ভাষায় “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।” সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে, আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে সূচি করে তুলতেই প্রকৃতিতে আবার এসেছে পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ।

Address

Dhaka
1216

Telephone

+12014222730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivational Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivational Speech:

Videos

Share