IB TV

IB TV An Official page of IB TV (info Bangla.tv) Media. IB TV brings all kinds of news to the masses people. News related page

We are always engaged in the service of the country.

11/02/2024
06/02/2024

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয় তলায় এক শিশু আটকে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসায়।

06/10/2023

টানা ভারি বৃষ্টিপাতে আবারও তলিয়ে গেছে রাজধানী ঢাকা

07/09/2023

পদ্মা রেল সংযোগ প্রকল্প উদ্বোধন হবে আগামী ১০ অক্টোবর। তার আগে কর্মব্যস্ত কর্মীরা। ছুটে চলছে কাজের সাইটে।

16/07/2023

৫৬ বছর পর আল আকসা মসজিদের
গেইটের চাবি ফিরিয়ে দিল ইহুদি সেনারা।
আলহামদুলিল্লাহ 💚

18/02/2023

ঋতুস্রাবকালে নারী কর্মীদের ছুটি

ঋতুস্রাব চলাকালীন যেসব নারী কর্মী গুরুতর অসুস্থতায় ভোগেন, তাঁদের সবেতন ছুটি দিতে আইন পাস করেছে স্পেন। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী কর্মীদের ঋতুস্রাব চলাকালীন ছুটি দিতে আইন করল স্পেন।
স্পেনে এখন বামপন্থী সরকার ক্ষমতায়। নারী কর্মীদের ঋতুস্রাবকালে অসুস্থতায় ভোগার বিষয়টিকে যেন গুরুত্ব দেওয়া হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়। বিলের পক্ষে ভোট দেন ১৮৫ জন আইনপ্রণেতা, আর বিপক্ষে ভোট দেন ১৫৪ জন।

বিশ্বের অল্প কয়েকটি দেশে নারী কর্মীদের ঋতুস্রাবকালে ছুটি দেওয়া হয়ে থাকে। এবার জাপান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়ার সঙ্গে এ তালিকায় নাম উঠল স্পেনের।

স্পেনে সমতার বিষয়টি দেখভালের জন্য একটি মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী এখন ইরিন মন্টেরো। পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পর টুইটারে তিনি লিখেছেন, ‘নারীবাদের অগ্রগতির জন্য এটা একটা ঐতিহাসিক দিন।’ একই সঙ্গে এতে ‘নিষিদ্ধ বিষয়’ হয়ে থাকা ঋতুস্রাবের বিষয়টি প্রকাশে বাধা কেটে যাবে।

গত বছরের মে মাসে স্পেনের মন্ত্রিসভা এই আইন প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছিল। মন্ত্রিসভার অনুমোদনের পর মন্ত্রী ইরিন মন্টেরো তখন বলেছিলেন, ‘ঋতুস্রাব আর কোনো “নিষিদ্ধ বিষয়” নয়। ঋতুস্রাবকালে ব্যথা নিয়ে কাউকে আর অফিসে যেতে হবে না। এ জন্য ওষুধ সেবন বা বিষয়টি গোপন করতে হবে না।’

নতুন আইনে বলা হয়েছে, যেসব নারী কর্মী ঋতুস্রাবের সময় খুব ব্যথা বা অসুস্থতায় ভোগেন, তাঁরা যত দিন প্রয়োজন ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে নিয়োগকারী অর্থাৎ একজন নারী যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠান তাঁর ঋতুস্রাবকালীন ছুটি সাধারণ অসুস্থতাজনিত ছুটি হিসেবে হিসাব করতে পারবে না। তবে শারীরিক অসুস্থতাজনিত অন্য কোনো কারণে ছুটি এর আওতায় পড়বে না। এসব ক্ষেত্রে ছুটি নিতে চাইলে কর্মীদের চিকিৎসকের পরামর্শপত্র (প্রেসক্রিপশন) দেখাতে হবে। তবে প্রতিবছর একজন কর্মী শারীরিক অসুস্থতার কারণে কত দিন ছুটি পাবেন, সে বিষয়ে অবশ্য নতুন এই আইনে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

স্পেনের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস সোসাইটির হিসাবে, ঋতুস্রাবের সময় দেশটির নারীদের তিন ভাগের এক ভাগ প্রচণ্ড ব্যথাজনিত অসুস্থতায় ভোগেন।

পবিত্র শবে মেরাজ আজযথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন কর...
18/02/2023

পবিত্র শবে মেরাজ আজ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শবে মেরাজ রাতটি বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে অতিবাহিত করেন। এই দিনে অনেকে নফল রোজাও রাখেন।

এদিকে পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে শনিবার দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’র গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিতের আয়োজন রয়েছে।

ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

এজন্য মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আাশায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে, বাড়িতে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবেন।

উল্লেখ্য, ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা:) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো— এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

17/02/2023

আজ জুমাবার
১৭ ফেব্রুয়ারি ২০২৩
২৫ রজব ১৪৪৪
০৪ ফাল্গুন ১৪২৯ বাংলা
-------------------------
ফজর- ৫:১৭ মিনিট
জোহর- ১২:১৬ মিনিট
আসর- ৪:১৬ মিনিট
মাগরিব- ৫:৫৮ মিনিট
ইশা- ৭:১১ মিনিট
--------------------------
সূর্যোদয়- ৬:৩০ মিনিট
সূর্যাস্ত- ৫:৫৫ মিনিট

16/02/2023

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IB TV:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All