NFSC (ভবিষ্যতে ভবিতব্য)
NFSC (ভবিষ্যতে ভবিতব্য)
* Not For Sale Club-এর ভবিষ্যত কী?
* স্থায়ী এবং অতিথি সদস্য হবার পার্থক্য কোথায়?
* স্থায়ী সদস্য হবার কি কোনো উপায় নেই?
* পরিচালকদের লাখ টাকা লগ্নীর কী হবে?
* সদস্যদের মধ্যে শেয়ার বন্টনের কি হলো?
* ওয়েব বা এ্যাপের খবর কি?
* ভবিষ্যতের জন্য ক্লাবের ভবিতব্য কী?
* ক্লাব পদক এবং ক্লাবের ফ্লাটেরই বা খবর কী?
* কারও কাছে ক্লাব সভাপতির কোনো মায়া বা জবাবদিহি নেই কেনো?
* ক্লাব সভাপতি কি একনায়ক এবং স্ক্যামার?
* ৩০ জুন ২০২০ থেকে এতদিনে কী কী ফেলতে পেরেছে ক্লাব?
কি বা কী হচ্ছে বা হতে পারে ক্লাব নিয়ে? কী বা কোনো কিছু হচ্ছে না ৪ বছর পার হবার পরেও? সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ক্লাবের জন্য নির্ধারিত উৎসব দিবস ২০ ডিসেম্বর, রাত ৯.৩০ মিনিট থেকে!
ক্লাবের সকল সদস্য, পরিচালক, লেখক, অনুবাদক, সমালোচক, আলোচক এবং পেজের সকল ফলোয়ারদের আমন্ত্রণ থাকলো ভবিতব্যের আলোচনায় এসে বিরক্ত হবার জন্য!!
৩১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর!