Not For Sale Club

Not For Sale Club বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন‌্য নয়) বই সংগ্রহের অংশীদার ক্লাব।
(280)

পৃথিবীর সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!

🐞স্মৃতিকথা🐞শুরু করলাম এক-তিন-চার শেষ করার কাজ;কতদিন লাগবে?সপ্তাহে ৩ দিন করে ৩২ সপ্তাহ!!বেঁচে থাকলে দেখা হবে প্রকল্পিত সম...
08/01/2025

🐞স্মৃতিকথা🐞

শুরু করলাম
এক-তিন-চার শেষ করার কাজ;
কতদিন লাগবে?

সপ্তাহে ৩ দিন করে
৩২ সপ্তাহ!!

বেঁচে থাকলে দেখা হবে
প্রকল্পিত সময়ে!!

https://www.facebook.com/100050917032164/posts/1165570455150178/

20/12/2024

NFSC (ভবিষ্যতে ভবিতব্য)

* Not For Sale Club-এর ভবিষ্যত কী?
* স্থায়ী এবং অতিথি সদস্য হবার পার্থক্য কোথায়?
* স্থায়ী সদস্য হবার কি কোনো উপায় নেই?
* পরিচালকদের লাখ টাকা লগ্নীর কী হবে?
* সদস্যদের মধ্যে শেয়ার বন্টনের কি হলো?
* ওয়েব বা এ্যাপের খবর কি?
* ভবিষ্যতের জন্য ক্লাবের ভবিতব্য কী?
* ক্লাব পদক এবং ক্লাবের ফ্লাটেরই বা খবর কী?
* কারও কাছে ক্লাব সভাপতির কোনো মায়া বা জবাবদিহি নেই কেনো?
* ক্লাব সভাপতি কি একনায়ক এবং স্ক্যামার?
* ৩০ জুন ২০২০ থেকে এতদিনে কী কী ফেলতে পেরেছে ক্লাব?

কি বা কী হচ্ছে বা হতে পারে ক্লাব নিয়ে? কী বা কোনো কিছু হচ্ছে না ৪ বছর পার হবার পরেও? সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ক্লাবের জন্য নির্ধারিত উৎসব দিবস ২০ ডিসেম্বর, রাত ৯.৩০ মিনিট থেকে!

ক্লাবের সকল সদস্য, পরিচালক, লেখক, অনুবাদক, সমালোচক, আলোচক এবং পেজের সকল ফলোয়ারদের আমন্ত্রণ থাকলো ভবিতব্যের আলোচনায় এসে বিরক্ত হবার জন্য!!

NFSC (ভবিষ্যতে ভবিতব্য)* Not For Sale Club-এর ভবিষ্যত কী?* স্থায়ী এবং অতিথি সদস্য হবার পার্থক্য কোথায়?* স্থায়ী সদস্য হবা...
17/12/2024

NFSC (ভবিষ্যতে ভবিতব্য)

* Not For Sale Club-এর ভবিষ্যত কী?
* স্থায়ী এবং অতিথি সদস্য হবার পার্থক্য কোথায়?
* স্থায়ী সদস্য হবার কি কোনো উপায় নেই?
* পরিচালকদের লাখ টাকা লগ্নীর কী হবে?
* সদস্যদের মধ্যে শেয়ার বন্টনের কি হলো?
* ওয়েব বা এ্যাপের খবর কি?
* ভবিষ্যতের জন্য ক্লাবের ভবিতব্য কী?
* ক্লাব পদক এবং ক্লাবের ফ্লাটেরই বা খবর কী?
* কারও কাছে ক্লাব সভাপতির কোনো মায়া বা জবাবদিহি নেই কেনো?
* ক্লাব সভাপতি কি একনায়ক এবং স্ক্যামার?
* ৩০ জুন ২০২০ থেকে এতদিনে কী কী ফেলতে পেরেছে ক্লাব?

কি বা কী হচ্ছে বা হতে পারে ক্লাব নিয়ে? কী বা কোনো কিছু হচ্ছে না ৪ বছর পার হবার পরেও? সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ক্লাবের জন্য নির্ধারিত উৎসব দিবস ২০ ডিসেম্বর, রাত ৯.৩০ মিনিট থেকে!

ক্লাবের সকল সদস্য, পরিচালক, লেখক, অনুবাদক, সমালোচক, আলোচক এবং পেজের সকল ফলোয়ারদের আমন্ত্রণ থাকলো ভবিতব্যের আলোচনায় এসে বিরক্ত হবার জন্য!!

আমার আমৃত্যু সময় ক্লাবের জন্য বরাদ্দ রেখেছি,সেহেতু এই ক্লাব;দ্রুতপাতকারীদের জন্য নয়!এই ক্লাব আমার উপলব্ধির সন্তান,এবং সে...
07/12/2024

আমার আমৃত্যু সময়
ক্লাবের জন্য বরাদ্দ রেখেছি,
সেহেতু এই ক্লাব;
দ্রুতপাতকারীদের জন্য নয়!

এই ক্লাব আমার উপলব্ধির সন্তান,
এবং সে অবশ্যই আমার
উত্তরাধিকারী হবে!💝

🌀গিলগামেশ🌀[যে গিলগামেশ বাংলাদেশ পড়েনি]বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! ...
02/12/2024

🌀গিলগামেশ🌀
[যে গিলগামেশ বাংলাদেশ পড়েনি]

বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!

কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই এটা নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!

মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!

কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!

বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!

🌀গিলগামেশ🌀গিলগামেশে থাকা মহাপ্লাবনের অনুরুপ বর্ণনা খুঁজে পাওয়া যায় পৃথিবীর প্রায় ৪০টি জাতিগোষ্ঠীর মধ্যে! (৬টি বর্ণনার ধা...
27/11/2024

🌀গিলগামেশ🌀

গিলগামেশে থাকা মহাপ্লাবনের অনুরুপ বর্ণনা খুঁজে পাওয়া যায় পৃথিবীর প্রায় ৪০টি জাতিগোষ্ঠীর মধ্যে! (৬টি বর্ণনার ধারণা পাবেন ছবিতে)

প্রশ্ন:
কোনটা আগে রচিত হয়েছে?
সত্যিই কি মহাপ্লাবন ঘটেছিলো?

বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!

কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই এটা নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!

মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!

কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!

বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!

🌀গিলগামেশ🌀হে টিম সম্পাদনা অনুবাদআর সাত দিন পরেই পাবেনচেখে দেখার স্বাদ!বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneifo...
25/11/2024

🌀গিলগামেশ🌀

হে টিম সম্পাদনা অনুবাদ
আর সাত দিন পরেই পাবেন
চেখে দেখার স্বাদ!

বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!

কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই এটা নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!

মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!

কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!

বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!

🌀গিলগামেশ🌀শোনে হে পাতক!অভিযোগ উত্থাপন সহজ,কার্য সম্পাদনা সহজ নহে!বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform S...
24/11/2024

🌀গিলগামেশ🌀

শোনে হে পাতক!
অভিযোগ উত্থাপন সহজ,
কার্য সম্পাদনা সহজ নহে!

বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!

কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই এটা নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!

মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!

কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!

বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!

গিলগামেশ :১৮+(কামসূত্র সংস্করণ)বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি...
21/11/2024

গিলগামেশ :১৮+
(কামসূত্র সংস্করণ)

বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!

কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!

মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!

কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!

বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!

বিচ্ছিন্নতা ফলদায়ক!দ্বিতীয় খণ্ডের কাজ চলমান; প্রথম খণ্ড সংগ্রহ করতে পারেন NFSC-এর পেজে থাকা ষ্টিকি পোস্টের নিয়ম মেনে!অতি...
28/07/2024

বিচ্ছিন্নতা ফলদায়ক!

দ্বিতীয় খণ্ডের কাজ চলমান;
প্রথম খণ্ড সংগ্রহ করতে পারেন
NFSC-এর পেজে থাকা ষ্টিকি পোস্টের নিয়ম মেনে!

অতিথি সদস‌্যপদ-সহ
প‌্রথম খণ্ডের সংগ্রহ মূল‌্য: ৩০০০/- টাকা

NFSC...(মরবে না)যতদিন জীবিতততদিন মরবো না;ক্লাব কারও রাগ চাপ কষ্ট অভিমান প্রতিদান প্রতিশোধের নিমিত্তে নতজানু হবে না;কেবল...
08/07/2024

NFSC...(মরবে না)

যতদিন জীবিত
ততদিন মরবো না;

ক্লাব কারও
রাগ চাপ কষ্ট অভিমান প্রতিদান
প্রতিশোধের নিমিত্তে নতজানু হবে না;
কেবল ভবিষ্যতবাণী এটাই:

একদিন এখানে
পঙ্গপালের মত মানুষ আসবে;

জেনে রাখুন:
যতদিন বেঁচে আছি,
ঠিক ততদিন...
ঝুকেগা নেহি শালা!

🤩 রাজকপাল 🤩এই ক্লাবের পরিচালক রাজকপাল নিয়ে জন্মেছে! ছেড়ে যাওয়া সকলেই ভাবে লাখ লাখ টাকা মেরে খাচ্ছি; অথচ বই রাখার ঘর ভাড়া...
03/07/2024

🤩 রাজকপাল 🤩

এই ক্লাবের পরিচালক রাজকপাল নিয়ে জন্মেছে! ছেড়ে যাওয়া সকলেই ভাবে লাখ লাখ টাকা মেরে খাচ্ছি; অথচ বই রাখার ঘর ভাড়া বাকি ১ লাখ ২০ হাজার! তবে, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করা; যতদিনই লাগুক; ক্লাবকে কিছু একটা তৈরি না করে মরবো না!

কেউ সাথে থাকুক অথবা না থাকুক..!!

নিজের জন্য শুভকামনা
(প্রসব ব্যথায় স্বাগতম)

মূল: কিতাব আল্-মাগাযীরচয়িতা: মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী অনুবাদক: শাকীর মুনঈম"আল্লাহ্‌র রাসূ্ল আসরের নামায শেষ করে সাহা...
01/06/2024

মূল: কিতাব আল্-মাগাযী
রচয়িতা: মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী
অনুবাদক: শাকীর মুনঈম

"আল্লাহ্‌র রাসূ্ল আসরের নামায শেষ করে সাহাবীদের নিয়ে বসেছিলেন, এ সময় মুক্তদাস কাওসার ছুটতে ছুটতে আল্লাহ্‌র রাসূ্লের কাছে এলেন। আল্লাহ্‌র রাসূ্ল দূর থেকে তাকে দেখতে পেয়েই বলে উঠলেন, “সে এমন এক মানুষ, যে এখন আতঙ্কিত।” কাওসার রাসূ্লের কাছে আসলে রাসূ্ল তাকে জিজ্ঞেস করলেন, “তোমার কি হয়েছে?” তিনি বললেন, “আপনার সঙ্গী আমার সঙ্গীকে হত্যা করেছেন। আমি তার কাছ থেকে পালিয়ে এসেছি আর আমি এ রকম খুব কমই করেছি।” আবু বাশীর রাসূ্লের কাছে না আসা পর্যন্ত কাওসার সেখান থেকে নড়েন নি। এরমধ্যে আবু বাশীর লুণ্ঠিত উটের পিঠে চড়ে মসজিদের দরজায় এলে উটটিকে হাঁটুগেড়ে বসান এবং তিনি উট থেকে নেমে লুণ্ঠিত সামগ্রী ও খুনাইস ইবনু জাবীর আল্-আমীরীর তরবারি হাতে নিয়ে আল্লাহ্‌র রাসূ্লের কাছে এসে বললেন, “আপনার সুরক্ষা শেষ হয়েছে, আল্লাহ্ এটা আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। আপনি শত্রুদের হাতে আমাকে তুলে দিয়েছেন আর আমি তাদের বাঁধা থেকে আমার ধর্মকে রক্ষা করেছি। আপনি কি চান যে, আমি সত্য সম্বন্ধে মিথ্যা বলি?” আল্লাহ্‌র রাসূ্ল বললেন, “হায়! তার মা! তার সাথে আরো লোক থাকলে তো তিনি যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতেন।” আবু বাশীর খুনাইসের থেকে লুট করে আনা তরবারি এবং অন্যান্য যা ছিল সেগুলোর জন্যে রাসূ্লকে বললেন, “এর এক পঞ্চমাংশ আল্লাহ্‌র রাসূ্লের জন্যে।” রাসূ্ল বললেন, “যদি আমি এখান থেকে এক পঞ্চমাংশ নেই, তাহলে তারা মনে করবে যে, আমি তাদের সাথে করা চুক্তির শর্ত পালন করিনি। এই সম্পদ আপনার আর আপনার সঙ্গীর।”
আল্লাহ্র রাসূল কাওসারকে বললেন, “তুমি আবু বাশীরকে নিয়ে তোমার সঙ্গীদের কাছে ফিরে যাও।” উত্তরে কাওসার বললেন, “হে মুহম্মদ, আমি তাকে ভয় পাচ্ছি, তাকে রুখবার সামর্থ্য বা শক্তি ও সাহায্য আমার কাছে নেই।” তখন আল্লাহ্‌র রাসূ্ল আবু বাশীরকে বললেন, “আপনি আপনার ইচ্ছে মত যেখানে ইচ্ছে যেতে পারেন।” আবু বাশীর তখন সেখান থেকে যাত্রা করে আল্-ইস’ এ এসে পৌঁছেন। তিনি একাই সেখানে ঘাঁটি গাড়েন। এটা ছিল সমুদ্র উপকূ্লবর্তী অঞ্চল আর এ পথ দিয়েই মক্কার কুরাইশরা আল্-শামে বাণিজ্য কাফেলা নিয়ে যাতায়াত করেন। আবু বাশীর বলেন, “আমি আমার সাথে মাত্র এক মুষ্টি খেজুর নিয়ে যাত্রা করি আর পরবর্তী তিনদিন আমি সেগুলোই খেয়েছি। আমি একাই সেই সমুদ্র উপকূ্লবর্তী অঞ্চলে ছিলাম এবং সমুদ্র থেকে উঠে আসা মাছ খেয়ে ক্ষুধা নিবারণ করতাম।”
--- কিতাব আল্‌-মাগাযী

বিঃদ্রঃ
NFSC কর্তৃপক্ষ ২০২১ থেকে এই ঐতিহাসিক রচনার অনুবাদ ধরেছিলো! ৩ বছর পর এটির অনুবাদ শেষ হয়ে সম্পাদনার পর্ব চলমান আছে! প্রসঙ্গত: ক্লাব 'তাবাকাত ইবনে সাদ' এবং 'হিষ্টোরি অব তাবারি(৪০ খণ্ড)' অনুবাদে হাত দিয়েছে!

সময় এবং অপেক্ষা নিয়ে সাথে থাকতে হবে; মনে রাখবেন কোনো ঐতিহাসিকতাই পরীক্ষা এবং কষ্ট ছাড়া জন্ম নেয় না!!💖

BCBআর কত সময় নেবেন?৩ বছর ধরে এক বইয়ের কাজ চলছে!১২ গিগাবাইট ফাইল সাইজ হয়ে আছে!!ডিসেম্বরের আগে কি পাবো সব?
30/05/2024

BCB

আর কত সময় নেবেন?
৩ বছর ধরে এক বইয়ের কাজ চলছে!
১২ গিগাবাইট ফাইল সাইজ হয়ে আছে!!
ডিসেম্বরের আগে কি পাবো সব?

জরুরী ঘোষণা!ক্লাবের একাধিক বোর্ড অব ডিরেক্টর থেকে প্রায় কোটি টাকার প্রতারণা এবং বাংলাদেশের সংবিধান বিরোধী কর্মকাণ্ডে জড়ি...
23/05/2024

জরুরী ঘোষণা!

ক্লাবের একাধিক বোর্ড অব ডিরেক্টর থেকে প্রায় কোটি টাকার প্রতারণা এবং বাংলাদেশের সংবিধান বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে বিদেশ পলায়নের কারণে একজন প্রাক্তন সদস্যকে ক্লাবের সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে! ভুক্তভোগীগণ ইতিমধ্যে আইন ও মামলা সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং নিচ্ছেন!

ক্লাবের সকল সদস্যকে ক্লাব, ক্লাব ডিরেক্টর এবং পরিচালক সংক্রান্ত মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হইল!

ঘোষণায়:
পরিচালনা পর্ষদ!

NFSC পাগলে কয়:একদিনে কি হিমালয় হয়!💝NDA থাকার কারণে কিছু তথ্য ঢেকে রাখা হয়েছে!আমরা গর্বিত এই প্রতিষ্ঠানের সেবা সংযুক্ত কর...
06/05/2024

NFSC পাগলে কয়:
একদিনে কি হিমালয় হয়!💝

NDA থাকার কারণে
কিছু তথ্য ঢেকে রাখা হয়েছে!

আমরা গর্বিত
এই প্রতিষ্ঠানের সেবা সংযুক্ত করতে পেরে!💝💝

NFSC কমিউনিটি!!💖ব্ল্যাক থিম করলাম কিন্তু?স্ক্রীণশটটি কমন থিমের, এটিকে বাতিল করা হয়েছে! অপেক্ষায় থাকুন আমৃত্যু, দমের খেলা...
02/05/2024

NFSC কমিউনিটি!!💖
ব্ল্যাক থিম করলাম কিন্তু?

স্ক্রীণশটটি কমন থিমের, এটিকে বাতিল করা হয়েছে! অপেক্ষায় থাকুন আমৃত্যু, দমের খেলা চলছে...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Not For Sale Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Not For Sale Club:

Videos

Share