M. Foyjur Razzak

M. Foyjur Razzak আধুনিক ছাদ কৃষি I was in the garment business for 17 years. Now I am a blogger and digital creator.

কচি লাউ/কুমড়া পচে যাওয়া কিভাবে বন্ধ করা যায়? উত্তরঃ (১) পুরুষ ফুল ছিড়ে স্ত্রী ফুলে হাত পরাগায়ন করে দিতে হবে। (২) ছএাকনাশ...
09/12/2024

কচি লাউ/কুমড়া পচে যাওয়া কিভাবে বন্ধ করা যায়? উত্তরঃ (১) পুরুষ ফুল ছিড়ে স্ত্রী ফুলে হাত পরাগায়ন করে দিতে হবে। (২) ছএাকনাশক ষ্প্রে করতে হবে। (৩) মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ অথবা হলুদ বোর্ড লাগাতে হবে। (৪) বোরন সার, ক্যালসিয়াম সার, পটাশ সার দিতে হবে।

08/12/2024

অবাক হওয়ার কিছু নেই। মাছ চাষে খাদ্য হিসেবে ঘাস ও ভাত দেওয়া হয়।

07/12/2024

আমার কাছে যা হাস্যকর, অন্যের কাছে সেটাই খুবই দরকারী হতে পারে।

লেবুর লাল মরিচা রোগ হলে আক্রান্ত ডাল পালা কেটে ফেলে দিতে হবে এবং ২ গ্রাম কুপ্রাভিট অথবা বোর্দো মিক্সার প্রতি ১ লিটার পান...
07/12/2024

লেবুর লাল মরিচা রোগ হলে আক্রান্ত ডাল পালা কেটে ফেলে দিতে হবে এবং ২ গ্রাম কুপ্রাভিট অথবা বোর্দো মিক্সার প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে সম্পূর্ন গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। ১৫ দিন পর দ্বিতীয় বার স্প্রে করতে হবে।

06/12/2024

কেউ ভুল করলে ভদ্রভাবে বুঝিয়ে বলো। মনে রেখো- তুমিও মানুষ! তুমিও ভুল করো।

লাউ গাছের পোকা দমন
03/12/2024

লাউ গাছের পোকা দমন

02/12/2024

চাল ধোয়া পানিতে আছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস। গাছের স্বাস্থ্য ভালো রাখতে এই উপাদান গুলো গুরুত্বপূর্ণ।

29/11/2024

এপসম সল্ট, বোরন, হিউমিক এসিড ゚

28/11/2024

আম গাছে প্রচুর মুকুল আসবে ゚

25/11/2024

আমের মুকুল ফুলে পরিণত হওয়ার পর গাছে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করি না

25/11/2024

এই পেইজটিতে শুক্র ও শনিবার লাইভে পরামর্শ দেয়ার জন্য একজন কৃষিবিদ লাগবে। বেতন আলোচনা সাপেক্ষে।

22/11/2024

ড্রাগন ফল চাষ ゚

তিনটি পাকা কলার খোসা অথবা এক মুঠো পেঁয়াজ খোসা ২-৩ দিন হাফ লিটার পানিতে ভিজিয়ে রেখে দিলে ভালো পটাশ সার তৈরি হবে। এক গ্ল...
21/11/2024

তিনটি পাকা কলার খোসা অথবা এক মুঠো পেঁয়াজ খোসা ২-৩ দিন হাফ লিটার পানিতে ভিজিয়ে রেখে দিলে ভালো পটাশ সার তৈরি হবে। এক গ্লাস করে সপ্তাহে একবার গাছের মাটিতে দেয়া যাবে। পটাশ সার গাছে ফুল আনতে সাহায্য করে।

21/11/2024

পেঁয়াজের খোসায় আছে সালফার। এটি একই একইসঙ্গে ছত্রাক নাশক ও পটাশ সার।

21/11/2024

ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হবে ゚

20/11/2024

মাটিতে বোরণের অভাবে গাছের ফুল ফল ঝরে যায়

20/11/2024

গাছে ফুল আসার সময় ইউরিয়া সার দিলে গাছের বৃদ্ধি হবে কিন্তু ফুল কম আসবে

19/11/2024

নভেম্বর মাসে আম গাছে জিংক, বোরণ ও অনু খাদ্য দিতে হবে। ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।

Address

Mohammadpur
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when M. Foyjur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies