BIJEM TV News Presentation Course

BIJEM TV News Presentation Course BIJEM is country’s first media institute in the private sector.

BIJEM's objectives are to create skilled workforce through degrees and effective training in print & electronic media , journalism, traditional media, new media, social media, public relations, film, editing and publishing, advertising, information technology and so on.

টেলিভিশন সাংবাদিক হওয়ার জন্য মেডিকেল, বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরী না। আত্মবিশ্বাস থাকলে আপনিও হতে পারেন টেলিভ...
19/12/2024

টেলিভিশন সাংবাদিক হওয়ার জন্য মেডিকেল, বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরী না। আত্মবিশ্বাস থাকলে আপনিও হতে পারেন টেলিভিশন সেলিব্রিটি।

টেলিভিশন সাংবাদিক হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। সঠিক গাইড লাইন আর সুযোগের অভাবে সে স্বপ্ন অধরাই থেকে যায়। দেশের সেরা সেরা টেলিভিশন সাংবাদিক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে সাংবাদিকতা শেখার সুযোগ দিচ্ছে বিজেম।

✅কোর্সের মেয়াদ ২ মাস
✅ক্লাস: শুক্রবার
✅সময়: বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত

** কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট দেয়া হয়।
** জব/অডিশনের জন্য সব ধরণের সহযোগিতা করা হয়।

ক্যাম্পাসের ঠিকানা: এফ হক টাওয়ার, ১০৭ বীর ‍উত্তম সি আর দত্ত রোড, ঢাকা-১২০৫ (কাওরান বাজার সুন্দরবন হোটেলের পাশে)

💢 ভর্তির জন্য যোগাযোগ: 013 1234 1313💢

বিজেম'র শিক্ষার্থী সাহেদুজ্জামান সাকিব 'একাত্তর' টিভিতে এবং জুবায়ের প্রধান ও মিয়া আমিরুল ইসলাম সিয়াম 'এখন' টিভিতে রিপোর্...
19/12/2024

বিজেম'র শিক্ষার্থী সাহেদুজ্জামান সাকিব 'একাত্তর' টিভিতে এবং জুবায়ের প্রধান ও মিয়া আমিরুল ইসলাম সিয়াম 'এখন' টিভিতে রিপোর্টার হিসেবে জয়েন করায় বিজেম'র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। পেশা জীবনে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

05/12/2024

৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০ টা থেকে নিউজ প্রেজেন্টেশন কোর্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে

05/12/2024

🎓 সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান! 🎉

বাংলাদেশ ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (BIJEM)-এর "নিউজ প্রেজেন্টেশন ব্যাচের" সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে।

📅 তারিখ: ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
🕒 সময়: দুপুর ৩টা
📍 স্থান: ৫ একে টাওয়ার, ১০৭ সোনারগাঁও রোড, ঢাকা-১২১৫

🔖 বিশেষ অতিথি:
শফিক আহমেদ
হেড অফ নিউজ অ্যান্ড অপারেশন, একাত্তর টিভি

আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে। আসুন, আমাদের নতুন প্রজন্মের দক্ষ সংবাদ উপস্থাপনকারীদের অনুপ্রাণিত করি।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি স্বপ্ন সম্ভাবনাময়।প্রতিবন্ধিতা কোনো দুর্বলতা নয়, এটি এক...
03/12/2024

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪
প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি স্বপ্ন সম্ভাবনাময়।

প্রতিবন্ধিতা কোনো দুর্বলতা নয়, এটি একটি অনন্য ক্ষমতা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আমাদের মনে করিয়ে দেয়, সমাজের প্রতিটি মানুষ সমানভাবে মূল্যবান। এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা।

আমরা যদি একসাথে কাজ করি, পৃথিবী হবে আরও অন্তর্ভুক্তিমূলক। প্রতিটি প্রতিবন্ধী মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ও সৃজনশীলতাকে আমরা উৎসাহিত করতে পারি। তাদের স্বপ্নগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে আমাদের সচেতনতা এবং সহানুভূতির প্রয়োজন।

এই দিনটি পালনে আমরা কী করতে পারি:
🔹 প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
🔹 সচেতনতা কর্মসূচি আয়োজন করে সমাজে ইতিবাচক মনোভাব গড়ে তোলা।
🔹 প্রতিবন্ধীদের জন্য স্থাপত্যগত এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা।

উদ্যোগ আমাদের, দায়িত্বও আমাদের।
একটি সুন্দর, সমতা এবং অন্তর্ভুক্তির সমাজ গড়তে আসুন আমরা সবাই একসাথে কাজ করি।
কেননা, "প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি স্বপ্ন সম্ভাবনাময়।"

01/12/2024
আজ এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।ফলাফল দেখার জন্য নিচের লিংকে তথ্য দিয়ে বিস্তারিত ফলাফল দেখতে পার...
15/10/2024

আজ এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল দেখার জন্য নিচের লিংকে তথ্য দিয়ে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।

http://www.educationboardresults.gov.bd/

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আসুন জে...
10/10/2024

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আসুন জেনে নিই মানসিক স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি উপায়—

১. নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে।
২. রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।
৩. শরীরচর্চায় দেহ-মন উৎফুল্ল থাকে। নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৪. দিনের কিছুটা সময় (সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে) সূর্যের আলো গায়ে লাগাবেন।
৫. অহেতুক দুশ্চিন্তা করবেন না।
৬. পরিবারের মানুষ, প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করুন।
৭. নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে।
৮. দুশ্চিন্তা কমাতে যেসব কাজ করতে ভালো লাগে, সেগুলো খুঁজে বের করুন। যেমন গান শোনা, শরীরচর্চা করা, সিনেমা দেখা বা গভীরভাবে শ্বাস নেওয়া ইত্যাদি।
৯. দিনের কিছুটা সময় সম্পূর্ণ নিজের জন্য রাখুন।
১০. মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠুন।
১১. আন্তরিকভাবে ও যতটুকু পারেন গুছিয়ে কাজ করার চেষ্টা করুন। এ জন্য রুটিন তৈরি করে নিতে পারেন।
১২. যেকোনো কিছু নিয়ে ভুল হলে সাময়িকভাবে মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু অপরাধবোধ ও লজ্জাবোধে ভুগবেন না।
১৩. মাঝেমধ্যে ব্যস্ততার মধ্যেও দূরে কোথাও ঘুরে আসুন। কাজের মাঝে বিরতি নিন।
১৪. মনের কথা নিজের মধ্যে চেপে না রেখে প্রিয়জন এবং বিশ্বস্ত মানুষের সঙ্গে শেয়ার করুন।
১৫. মাঝেমধ্যে ভালো লাগার বিষয়গুলোর কথা ভাবুন বা অতীত কোনো সুখস্মৃতির কথা মনে করুন।
১৬. অপরকে সাহায্য করুন। অন্যকে খুশি করতে পারলে নিজেরও ভালো লাগা কাজ করে।
১৭. নতুন কোনো বিষয়ে দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন।
১৮. বর্তমান সময়ে মনোযোগ দিন, অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা করবেন না।
১৯. কিছু সময় মুঠোফোন, টিভি, কম্পিউটারসহ বিভিন্ন রকম ডিজিটাল যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।
২০. মানসিকভাবে অসুস্থ বোধ করলে এবং যদি তা আপনার দৈনন্দিন কাজকে ব্যাহত করে, তাহলে মনোরোগ–বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

09/10/2024

"Dream of becoming a News Presenter? Bijem is here to help you achieve that! 🎤
Our new batch starts on October 18th!

Enroll today and take the first step toward a bright career.
Limited seats available, so don’t wait—register now!"

07/10/2024

নিজেকে প্রেজেন্টেবল করে গড়ে তুলতে চলে আসুন বিজেমে। আগামী ১৮ অক্টোবর শুরু হতে যাচ্ছে নিউজ প্রেজেন্টেশন কোর্সের নতুন ব্যাচ।

শিক্ষক– যাঁদের আলোয় জীবনের সমস্ত স্বপ্ন উজ্জ্বল হয়ে ওঠে! যাঁদের স্পর্শে আমাদের জীবনের পথ আলোকিত হয়!শিক্ষা জাতির মেরুদন্ড...
05/10/2024

শিক্ষক– যাঁদের আলোয় জীবনের সমস্ত স্বপ্ন উজ্জ্বল হয়ে ওঠে!
যাঁদের স্পর্শে আমাদের জীবনের পথ আলোকিত হয়!

শিক্ষা জাতির মেরুদন্ড হলে, শিক্ষক জাতির মেরুদন্ড গঠনের কারিগর। জাতির চালিকা শক্তি ঠিক রাখার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে একজন শিক্ষক মূখ্য ভূমিকা পালন করে থকেন।

তাঁদের হাত ধরেই আমরা প্রথমে অন্ধকার থেকে আলোর পথে পা রাখি। আজকের দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান মানুষদের, যাঁরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং জীবনের সাফল্যের চাবিকাঠি হাতে তুলে দিয়েছেন।

আজ শিক্ষক দিবসে আপনাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।❤️

30/09/2024
30/09/2024

ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন।

Address

F Hoque Tower(8th Floor), 107 Bir Uttam CR Datta Road, Kawran Bazar
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801312341313

Alerts

Be the first to know and let us send you an email when BIJEM TV News Presentation Course posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIJEM TV News Presentation Course:

Videos

Share

Category