Our Binodon

Our Binodon A Complete Binodon magazine

13/12/2024

আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ “মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠান

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।[১] নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।[২] এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ জড়ো হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
''চন্দ্র ভ্রমণ'' লাগজারিয়াস হাউস বোর্ড এ বিজয়ের আনন্দে, সকাল ৯ টা থেকে রাত বারোটা পর্যন্ত আনন্দ উল্লাস ও বারবিকিউ পার্টি চলবে |
''চন্দ্র ভ্রমণ'' লাগজারিয়াস হাউস বোর্ড এ বিজয়ের আনন্দে, সকাল ৯ টা থেকে রাত বারোটা পর্যন্ত আনন্দ উল্লাস ও বারবিকিউ পার্টি চলবে |
টিকিট মূল্য ২ হাজার টাকা মাত্র|
যোগাযোগ করুন :-০১৮৮০০৮৮২০০

02/07/2024
14/06/2024
25/03/2024

আসসালামু আলাইকুম,
প্রিয় ঢাকা বাসি আপনাদের জন্য চন্দ্র ভ্রমণ হাউজবোট পবিত্র মাহে রমজানের বিশাল ডিসকাউন্ট নিয়ে, বর্তমানে রামপুরা বনশ্রী মেরাদিয়া ঘাটে অবস্থান করছে |এই ডিসকাউন্ট চলবে চাঁদ রাত পর্যন্ত, তো আর দেরি না করে আজই চলে আসুন রামপুরা বনশ্রী মেরাদিয়া ঘাটে আপনাদের জন্য অপেক্ষায় আছে চন্দ্র ভ্রমণ লাক্সারিয়াস হাউস বোর্ড যা বর্তমানে হাউজবোর্ড ইতিহাসের অনন্য| সুবিশাল ছয়টি আধুনিক মানের কেবিন ও বিশাল লাক্সারিয়াস রেস্ট রুম বা লবি, এখানে একসাথে ২০ জন বসে আড্ডা দেওয়া যাবে ও ৫০ জনের রূপ টপ সেটিং অ্যারাইজমেন্ট |আরো পাচ্ছেন লাইভ সং এর সুবিধা,জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব চৌধুরী ও তার দল আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে, চাইলে কারাওকে মাধ্যমে আপনিও নিজেকে শিল্পী হিসেবে পরিচিতি করাতে পারবেন| আমাদের এক ঝাঁক প্রশিক্ষিত কর্মী রয়েছে ও 20 বছরের অভিজ্ঞ সেফ বা বাবুর্চি আপনার রুচি অনুযায়ী খাবার পরিবেশন করবেন|প্রতিদিন তিন বেলা খাবার সহ আরো 8 থেকে 10 বেলা খাবার পরিবেশন করবেন সাথে চা ও কফি থাকবে আনলিমিটেড ও আমাদের ওয়েলকাম ড্রিংসের কথা নাই বললাম এটা আমাদের সেফ বা বাবুর্চির এক অনন্য আবিষ্কার যা আপনাকে নিমেষে চাঙ্গা করে দিবে,তো আর দেরি কেন আজই চলে আসুন ঢাকার অদূরে পূর্বাচল ৩০০ ফিট নিলা মার্কেট ও বালু নদীর সৌন্দর্য দেখার জন্য |ঈদের দিনসহ দশ দিন আমাদের বিশেষ প্যাকেট চালু রয়েছে আগে আসলে আগে বুকিং পাবেন এই চিন্তা করে চলে আসুন দেরি করলে মিস করবেন |

03/01/2024

এই শীতের আমেজে ঘুরে বেড়ান পদ্মা নদীর বুকে আমাদের চন্দ্র ভ্রমণ হাউজবোটে করে।

এই হাউজবোটে আছে রুফটপ লাউঞ্জ, কেবিন এবং ঘুরে দেখা যাবে পদ্মা ব্রিজ সহ পদ্মা নদীর বুকে জেগে উঠা চর ডুবোচড় ও ভাগ্যকূল বাজার এবং বিভিন্ন স্পটও! তাই ঘুরে আসুন এই মৌসুমে পদ্মা নদীতে আমাদের সাথে।আপনার পছন্দ মতো প্যাকেজ নিয়ে উপভোগ করতে পারবেন Day Long Picnic থেকে শুরু করে Staycation সহ আরও অনেক ভ্যারাইটি।

✦ ঢাকা থেকে চন্দ্রভ্রমণ হাউসবোটে করে পদ্মা মাওয়া প্রান্ত থেকে আমাদের ট্রিপ রুটঃ
✦ পদ্মা মাওয়া প্রান্ত – ভাগ্যকুল- পদ্মা মাওয়া প্রান্ত
✦আমাদের ভ্রমনের স্থানঃ
১. পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত ।
২. পদ্মা ব্রিজ জাজিরা প্রান্ত ।
৩. রহস্যময় দ্বীপ। ।
৪. ভাগ্যকুল ।
৫. ডুবো চর।
✦ খাবারঃ ব্রেকফাস্ট-স্ন্যাক্স-লাঞ্চ-বিকালে ক্যাম্পফায়ার ও বার্বিকিউ। নাইটস্টে গেস্টদের জন্য ডিনার-সকালের নাশতা ও পরের দিনের লাঞ্চ করে ফেরার সুযোগ। পুরো সময় চন্দ্রভ্রমণ এর রান্নাঘরে প্রস্তুত হতে থাকবে দারুণ সব ট্রেডিশনাল খাবার। বিশেষ করে পদ্মার ইলিশ এবং ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা থাকবে সর্বোচ্চ।
রিভার ক্রজের সাথে উপভোগ করবেন চরে ক্যাম্পফায়ার, বিচ ফুটবল ও ভলিবল, ইনডোর গেইমস এবং সুযোগ থাকবে নদীতে ছিপ ফেলে মাছ ধরার!

✦ প্রপার সেইফটি ইকুইপমেন্ট রয়েছে আমাদের হাউসবোটে লাইফ জ্যাকেট , বয়া, ফায়ারফাইটিং ইকুইপমেন্ট এবং ফার্স্ট এইড বক্স। আমাদের প্রশিক্ষিত স্টাফ ও সিকিউরিটি আপনার যাত্রাকে করবে আনন্দময় এবং টেনশন বিহীন

✦নির্ধারিত দিনে ঢাকা থেকে মাওয়াগামী বাসে বা ট্রেনে করে খান বাড়ি স্টেশনে নামতে হবে, এখান থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে পুরান ঘাটে সকাল ৮ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে হাউজবোটে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। হাউজবোটে ভাগ্যকুল পৌঁছানোর পূর্বে পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত কবুতর খোলা ও ছোট বড় অনেক গুলো চর দেখা যাবে। দুপুর ১১ টা থেকে ১২:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল পৌছাবো।
ভাগ্যকুল আমরা গত 200 বছরে পুরনো ঐতিহ্যবাহী ঘোল খাবো ও ঐতিহ্যবাহী মার্কেটটি পরিদর্শন করব এবং ১:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল থেকে ফিরে দুপুরের লাঞ্চ করব।
লাঞ্চ করে আমরা পদ্মা ব্রিজ জাজিরা প্রান্তর দিকে রওনা করবো পূর্বে আমরা ছোট-বড় অনেকগুলো চর দেখতে পাব ও আমাদের একটি নির্দিষ্ট চরে আমরা নামবো, সেখানে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো, মন চাইলে সবাই এখানে পদ্মায় গোসল করে নিতে পারবেন বিকাল ৪ টায় ভয়ংকর সুন্দর আমাদের ট্যুরের সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ আমরা দেখতে পাবো। বিকাল ৫ নাগাদ হাউজবোটে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে হাউজবোটে রাত্রি যাপন।
সকালের নাস্তা খেয়ে বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।
জোয়ার ভাটার কারনে ১/২ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।

✦ ওপেনিং অফারে খরচ (জনপ্রতি)
ডে-ট্রিপের জন্যঃ
- ৪,৯৯৯.০০
এক দিন এক রাতের জন্যঃ
- ৬,৯৯৯.০০
✦ নৌকার অন্যান্য সুবিধাসমূহঃ
* ০৮টি সুসজ্জিত ডিলাক্স রিভার ভিউ রুম ও সুবিশাল লাউঞ্জ, টপার বেড এবং হোটেল পিলো, কম্ফোর্টার ও প্রতিটি রুমের সাথেই এটাচড টয়লেট।
* প্রতিটি রুমে লাগেজ স্পেস
* ডোর লক সিস্টেম
* আরামদায়ক রিমোট অপারেটেড বক্স সিলিং ফ্যান/এয়ার সার্কুলেটর
* আধুনিক বাথরুম ফিচারস/ফিটিংস, প্রেসারাইজড পানির সংযোগ
* পরিষ্কার তোয়ালে, রুম এমিনিটিজ/টয়লেট্রিজ
* অন রিকোয়েস্ট রুম সার্ভিস
* সর্বোচ্চ সময় জেনারেটর/আইপিএস সুবিধা
* আনলিমিটেড চা, বিশুদ্ধ পানি
* বুফে খাবার ও ডাইনিং (ছাদে এবং লাউঞ্জে)
* সুসজ্জিত এবং সুবিশাল গ্রাস টার্ফ ছাদ
* জুসবার ও রুফটপ ওপেন কিচেন
* ওঠানামার বিশেষ সিড়ি
* প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেট, বয়া/বাচ্চাদের জন্য চাইল্ড সাইজড লাইফ জ্যাকেট
* পর্যাপ্ত অগ্নি নির্বাপক (ABC, Foam Type এবং CO2 Type) ও ফার্স্ট এইড বক্স

আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
Mob: +8801880088266
Mob: +8801880088211
Mob: +8801880088221
Mob: +8801880088222

Address

House#14, Road#8, Block#M, Banasree, Rampura
Dhaka
1219

Telephone

+8801880088211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Binodon:

Videos

Share