কলি ফ্যাশন - Koly Fashion

কলি ফ্যাশন - Koly Fashion We are completely uncompromising in terms of product quality. Stay with us with likes and messages to take the path of "কলি ফ্যাশন" one step further.

14/01/2025

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ৩:০০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৮০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

ড. তপন দা লিখেছেন এই বাস্তবতা

নোয়াখালীর প্রত্যন্ত গ্রামের নাপিত অপু। ছোটবেলায় বাবা-মায়ের ডিভোর্স হয়ে গেলে নানার বাড়ি বড় হয়।  নূরানী কাওমী মাদ্রাসায় ১০...
14/01/2025

নোয়াখালীর প্রত্যন্ত গ্রামের নাপিত অপু। ছোটবেলায় বাবা-মায়ের ডিভোর্স হয়ে গেলে নানার বাড়ি বড় হয়। নূরানী কাওমী মাদ্রাসায় ১০ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। অভাব অনটনের কারণে বেশিদূর পড়ালেখা করতে পারেনি। কিছুদিন কাজ শিখে করে মোবাইল ও টিভি মেকানিকের কাজ। এরপর কাজ করে সোনাইমুড়ি বাজার ও জেলা শহরের বিভিন্ন সেলুন দোকানে।

এক সময় শুরু করে টিকটক। ভাইরাল হয়ে গেলে শুরু হয় সারা দুনিয়াব্যাপী ট্রল। তাকে মারধর করা হয়, এরেস্ট হয়ে জেলেও গিয়েছে, বিচারকের আদেশে চুলও কেটে দিয়েছে। তবুও সে টিকটক করা থামায় নি।

নোয়াখালীর সেই নাপিত কাওমী মাদ্রাসার অপু এখন দুবাই তে স্যাটেল, বিরাট ব্রান্ড প্রমোটর। লিভ ইন করতেছে হট seক্সি এক ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার কে।

So don’t loss your hope. Always follow your dream and passion.

——Tazkia Isaba——

05/01/2025

কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতেআমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবনধোঁয়া ও...
04/01/2025

কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

❤️

গাছ পাকা পেঁপে
30/12/2024

গাছ পাকা পেঁপে

30/12/2024
31/08/2024

এটা আমি টাইমলাইনে রেখে দিতে চাই।

Vedio Credit - Sam Jin

Send a message to learn more

31/08/2024

টাইমলাইনে রেখে দেওয়া মত ভিডিও

আমার আত্মা যেখানে পড়ে থাকে।
10/01/2024

আমার আত্মা যেখানে পড়ে থাকে।

10/01/2024

এই শীতে ফজর নামাজ যাদের মিস হয়না তাদের জান্নাতও মিস হবে না।
আমার বিশ্বাস

03/11/2023

আসসালামু আলাইকুম।
"কলি ফ্যাশন" পেজ এ আপনাকে স্বাগতম। 🌹🌹
১.👉 "কলি ফ্যাশন"🌹 পেজ থেকে অর্ডার করতে যে পণ্য নিবেন সেটা সম্পর্কে ভালোভাবে পড়ে জেনে,ছবি অথবা নাম, আপনার পুরো নাম, ঠিকানা, ফোন নাম্বার, যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সে নাম্বার ইনবক্সে দিতে হবে অথবা কল করুন এই 01773-967640নম্বরে।
২.ঢাকার বাহিরে সম্পূর্ণ বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেয়া হয়।
৩. 👉শুধুমাত্র ঢাকাতে হোম ডেলিভারি দেয়া হয়, সেক্ষেত্রে ডেলিভারি ম্যান এর সামনে পণ্য ভালোভাবে চেক করে নেবেন, কোনো সমস্যা থাকলে সেটি ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ সহ পণ্য ফেরত দেবেন।
ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ করলে সেটি গ্রহণযোগ্য হবেনা।😑
৪. 🚛 ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ঢাকার বাহিরে ১০০ টাকা।
আমরা স্বল্প দামে, সীমিত লাভে আপনার সাধ্যের মধ্যে আপনারই পছন্দের পণ্যটি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।
"কলি ফ্যাশন🌹🌹 "পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো ❤❤️

😍মেগা অফার মেগা অফার ❤️ chameli Crush calf❤️জামা সুইস কটনের উপরে চুনরি প্রিন্ট করা। সালোয়ার বাটার সিল্ক দেয়া।জামা ফুল ...
09/09/2022

😍মেগা অফার মেগা অফার
❤️ chameli Crush calf❤️
জামা সুইস কটনের উপরে চুনরি প্রিন্ট করা।
সালোয়ার বাটার সিল্ক দেয়া।
জামা ফুল কমপ্লিট করা।
জামা ঘের ১১০ ইঞ্চি।
বডি সাইজ ৪২/৪৪ ।
সালোয়ার কমপ্লিট করা।
ফ্রি সাইজ।

Address

New Market
Dhaka
1205

Telephone

+8801798996292

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলি ফ্যাশন - Koly Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলি ফ্যাশন - Koly Fashion:

Videos

Share