The Founder

The Founder This is the page created especially for tech lovers. Basically focused on how to get information technology tech tips and tricks.

"The Founder" everything on this page Mahfuzur Rahman Raju delivers all reviews bangla, Lifechanging Video.

06/06/2024

বাজারে এলো, Asus ExpertBook 12th gen and 13th gen দিয়ে, 8GB Ram, 512GB Nvme SSD, Type C fast চার্জিং সহ, ৩ বছরের ওয়ারেন্টি, (ব্যাটারি এবং এডাপ্টার সহ), উরা ধুরা প্রাইস।
Product Web Link: https://www.globalbrand.com.bd/asus-expertbook

ASUS Global Brand Pvt Limited The Founder

প্রথম কমেন্টে বিস্তারিত...
21/05/2024

প্রথম কমেন্টে বিস্তারিত...

20/05/2024

Yamaha fzs v2। বাই সাইকেল বিক্রি করে কেন আমি Yamaha বাইক কিনলাম।


Yutube : https://www.youtube.com/The Founder

28/02/2024

Sent Martin Tour, 2024/ সূর্যস্নান রিসোর্ট

23/02/2024

সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রের পানিতে প্লাংক্টুন দেখা গেল...

Upcoming intel processor...
06/02/2024

Upcoming intel processor...

03/02/2024

Asus ExpertBook সিরিজের ল্যাপটপ কিনে ঠকছেন না তো?

ExpertBook B1402CVA Laptop Full Review in Bangla
asus ExpertBook 13th gen Laptop price in BD
Asus ExpertBook 13th gen cori5 Latop

Product Details:
ASUS EXPERTBOOK B1, B1402CVA-EB0074, STAR BLACK, 13TH GEN. INTEL® CORE™ i5-1335U PROCESSOR (1.30GHz Upto 4.60GHz, 12M CACHE, 10 CORES, 12 THREADS), 14" FHD (1920 x 1080p) 16:9 LED BACKLIT, 250NITS, ANTI-GLARE WV IPS DISPLAY,8GB (8G*1) DDR4 3200MHz (OB),512GB M.2 2280 NVMe™ PCIe® 4.0 SSD,INTEL® UHD GFX,BACKLIT KEYBOARD,NUMPAD,720P HD CMOS WEBCAM WITH SHUTTER,WI-FI 6 (GIB+)(802.11AX)+BT 5.2 (DUAL BRAND) 2*2, 3 CELL 42WHR,TYPE-C 65W ADAPTER,BACKPACK,FREE DOS,US MIL-STD 810H,3YEARS WARRANTY,
Price: BDT 93,000/=

Special Thanks to TachMan Parvez


Follow me at page: https://www.facebook.com/mahfuzur.rahman1432
Follow me at You Tube : https://www.youtube.com/
Follow me at Facebook: https://www.facebook.com/thefounder22/
Follow me at Instagram : mahfuzurrahman.raju

24/10/2023

কেইস স্টাডি :
Work hard Now, Play hard later.
কারিনের বয়স মাত্র ২৩।
সে যেহেতু গাড়ী পছন্দ করে, সে গাড়ীতে স্প্রে রঙ করার কাজ শুরু করে। প্রথমদিকে তার বেতন ছিল মাসে মাত্র ৪০০ পাউন্ড। এখন সে বছরে আয় করে ৭০ লাখ। সে এখন বাড়ি কিনবে। তার স্বপ্ন তার নিজের একটা বডি সপ হবে। কিভাবে, সে এত কম বয়সে ,এত সফল হলো।

১. ক্যারিয়ারের শুরুর দিকে কতটাকা বেতন তা নিয়ে মাথা ঘামাবেন না।

২. যে কাজ আপনি করতে ভালবাসেন, সে লাইনে কাজ শিখুন।

৩. যেখানে কাজ করবেন, বস্ যাতে ভাল হয়।

৪. আপনার উপরে যে থাকবে, তাকে সম্মান করুন, কাজ শিখুন।

৫. কঠিন কাজ বা বেশী কাজ দিলেও মাথা নিচু করে করুন।

৬. কিন্তু কাজ শিখে গেলে, উপযুক্ত বেতন দাবী করুন।

৭. যে লাইনে কাজ শিখেছেন, সে লাইনে এবার প্রফেসনাল সার্টিফিকেট নিন।

৮. টাকা জমান, লোন এড়িয়ে চলুন। মানুষকে দেখানোর জন্য দামী জিনিস কিনবেন না।

৯. কম বয়সে বাড়ী করুন।

১০. জীবনের ক্যারিয়ারের ছক্ আকুন।

১১. চাকরী থেকে ব্যবসায় ট্রান্সফারের সঠিক সময় খুজুন, প্রস্তুতি নিন। যেটার জন্য টাকা ও জমাবেন আবার কাজে দক্ষতা ও অর্জন করবেন।

১২. কম বয়সে ভাল মেয়ে বিয়ে করুন। যার চাহিদা কম কিন্তু হাসিখুশি থাকে।

১৩.বিয়ে করুন আপনার চাইতে ২ ডিগ্রি নিচের লেভেলের পরিবার থেকে।













12/10/2023

টেন মিনিট স্কুলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৭৮ কোটি টাকায়।

04/10/2023

বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবন) শুরু হল সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩। আর সেখানে থাকছে অনেক চমৎকার সব আয়োজন। আপনার পরিবার নিয়ে চলে আসুন।

মেলা চলবে ২ থেকে ৭ই অক্টোবর,২০২৩ইং পর্যন্ত
#

04/10/2023

Mega 2023/ Opening ceremony Program
speech by Mr. Jashim Uddin Khondaker Honorable Director of Brand Pvt. Ltd

24/08/2023


Upcoming soon
Stay connected

17/08/2023

MRT । #থাইল্যান্ড #মেট্রোরেল ।। Travel
to use the , How to use the MRT in Bangkok, How to around Bangkok, How to use the MRT in , Bangkok Thailand new MRT line, Thailand tour , Thailand Metro train tour guide, Bangkok Metro rail,

Follow me at page: https://www.facebook.com/mahfuzur.rahman1432

Follow me at You Tube : https://www.youtube.com/

Follow me at Facebook: https://www.facebook.com/thefounder22/

Follow me at Instagram : mahfuzurrahman.raju

খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে হাজির থাকছি...
28/07/2023

খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে হাজির থাকছি...

Shohag360 ভাই এর সাথে যখন একই ফ্লাইটে, থাইল্যান্ডের উদ্দেশ্যে... বিস্তারিত আসছে....
23/07/2023

Shohag360 ভাই এর সাথে যখন একই ফ্লাইটে, থাইল্যান্ডের উদ্দেশ্যে...
বিস্তারিত আসছে....

এই গ্রাফিতি দেখে ভাবছিলাম বিবেক কোথায়?  পরে দেখি ছবির মধ্যেই উত্তর আছে। কোনো ধারণা? কী হতে পারে উত্তর?
14/07/2023

এই গ্রাফিতি দেখে ভাবছিলাম বিবেক কোথায়? পরে দেখি ছবির মধ্যেই উত্তর আছে। কোনো ধারণা? কী হতে পারে উত্তর?

প্রতিদিন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবো। এই কাজের জন্য নাকি আমাকে সিলেক্ট করেছে। কি কর...
13/07/2023

প্রতিদিন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবো। এই কাজের জন্য নাকি আমাকে সিলেক্ট করেছে।
কি করবো এখন?
কেউ লোভী থাকলে এবং প্রতারিত হতে চাইলে যোগাযোগ করতে পারেন 🙃

ক্যাশ লেস দুনিয়াতে আপনাকে স্বাগতম...
13/06/2023

ক্যাশ লেস দুনিয়াতে আপনাকে স্বাগতম...

ছাপা টাকা ব্যবহারের বদলে ‘ক্যাশলেস’ লেনদেন নিশ্চিত করতে পারলে প্রতি বছর অন্তত ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভ...

পুরনো ল্যাপটপ আমদানি নিষিদ্ধ পণ্যআমদানি নীতি-২০২২ এ যে ২১ ক্যাটাগরির পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে রিকন্...
08/06/2023

পুরনো ল্যাপটপ আমদানি নিষিদ্ধ পণ্য
আমদানি নীতি-২০২২ এ যে ২১ ক্যাটাগরির পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে রিকন্ডিশন্ড অফিস ইক্যুইপমেন্ট (ফটোকপিয়ার, টাইপরাইটার, টেলেক্স, ফোন, ফ্যাক্স, পুরনো কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী ও পুরনো ইলেকট্রনিকস সামগ্রী)।লাইফ টাইম শেষ হলেও এসব ল্যাপটপ চলে তবে, সেগুলো থেকে কার্বণ নিঃসরণের ঝুঁকি রয়েছে। পুরনো ব্যাটারি, চিপ স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়।

পুরনো ল্যাপটপ, কম্পিউটার আমদানি করা নিষেধ। এরপরও পুরনো ল্যাপটপ দেদারসে দেশে আসছে। হাতে হাতে, লাগেজে, কন্টেইনারে .....

এক নজরে AI টুলস...
09/04/2023

এক নজরে AI টুলস...

Ollyo একটি ওয়েব এপ্লিকেশন সফট্ ডেভেলপমেন্ট কোম্পানি। শুরু টা ২০১১ এর উদ্দ্যোক্তার বেডরুম থেকে হলেও এখন এটির স্ট্রাকচারাল...
23/03/2023

Ollyo একটি ওয়েব এপ্লিকেশন সফট্ ডেভেলপমেন্ট কোম্পানি। শুরু টা ২০১১ এর উদ্দ্যোক্তার বেডরুম থেকে হলেও এখন এটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলুন, নান্দনিকতায়, স্মার্ট কর্পোরেট এনভায়রনমেন্ট, সেলারি স্ট্রাকচার কিংবা এমপ্লয়ি এনগেজমেন্ট যাই বলুন না কেন, Ollyo কে বাংলাদেশের নামি-দামি এমএনসি কোম্পানি সহ অনেকের চাইতে এগিয়ে রাখতে পারেন।
এত অল্প সময়ে এতটা সাফল্যের পেছনের মানুষ কোম্পানির উদ্দ্যোক্তা কাউসার আহমেদ, তিনি আর দশটা কোম্পানির মত করে আসলে ভাবতে যান নি। গাধার কাজ গরু কে আর গরুর কাজ গাধা কে দিয়ে না করিয়ে দিন শেষে আসল কাজটাকে উনি ঠিকই বের করে নিয়ে এসেছেন এপ্রুপিয়েট রিসোর্স এর মাধ্যমে। এমপ্লয় এনগেজমেন্ট বাড়িয়েছেন এমপ্লয়ি এনভায়রনমেন্ট, বেনিফিটস আর তাদের স্কিলড দিয়ে। অথচ বেশিরভাগ কোম্পানিগুলোই ভাবে কিভাবে অল্প তেল এ মচমচে ভাজতে হয়। অপেক্ষাকৃত তরুণ তুর্কী এই উদ্দ্যোক্তা অন্য সবার মতো বস না হয়ে প্রথমে একজন কর্মী এবং পরে সবার সহকর্মী হওয়ার চেষ্টা করেছেন। বিনিময়ে সহকর্মী রা উজার করে দিয়েছেন মানুষটার জন্য। তারা তাদের বাসায় সময় কাটানোর সময় টুকু অফিসে কাটাতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেছে হয়তো।
একদিন বাংলাদেশ এ তো বটেই, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোর কাতারে থাকবে Ollyo.

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিট...
19/02/2023

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’। ২৬ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত রাজধানীর শ্যামলী মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

তথ্যপ্রযুক্তি খাতের ১৬টি দলের অংশগ্রহণে আকর্ষণীয় এই টুর্নামেন্টটি উপভোগ করতে আপনি আমন্ত্রিত।

দেশের সুন্দরতম শহর কি রাজশাহী?রাজশাহীর সুনাম অনেক শুনেছি! আমার কাছে সবচেয়ে সুন্দর শহর ছিল রংপুর। স্মৃতির শহর। রাস্তার দু...
09/02/2023

দেশের সুন্দরতম শহর কি রাজশাহী?

রাজশাহীর সুনাম অনেক শুনেছি! আমার কাছে সবচেয়ে সুন্দর শহর ছিল রংপুর। স্মৃতির শহর। রাস্তার দুধারে টিনে ছাওয়া বাংলা ধরনের বাড়ি, প্রতিটা বাড়ির সামনে বাগান, দরজায় মাধবীলতার ঝাড়; বাগানে পাতাবাহারের গুচ্ছ দিয়ে লেখা বাড়ির নাম, চামেলিবাগ, ছায়াবীথি, আর প্রতিটা বাড়ি ছিল নানা রঙে বর্ণদার। সেই রংপুর আর নেই। দূর থেকে রাজশাহীর সুনাম শুনেছি। এইটাই নাকি দেশের সবচেয়ে সুন্দর শহর!

গত ৫ আর ৬ ফেব্রুয়ারি ২০২৩ রাজশাহীর মাটিতে পা রাখার সৌভাগ্য হলো। চক্ষু-কর্ণের বিবাদভঞ্জনও হলো। এখন, নিজের চোখে দেখে এসে বলতে পারি, রাজশাহী হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর।

রাজপথগুলো ঝকঝক করছে। একটা কাগজের টুকরা কোনো রাস্তায় পড়ে নেই। আমাদের গাড়িতে করে ঘোরালেন আরাফাত রুবেল। তিনি নিজেই একটা উপন্যাসের চরিত্র। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। এখনো দেশে-বিদেশের প্রদর্শনীতে নিজের আঁকা ছবি পাঠান। কিন্তু এখন তিনি একজন অভিনব উদ্যোক্তা। তাঁর ফেসবুক পেজে সওদাগর অ্যাগ্রোতে ঢুকলে আপনি দেখবেন, গরুকে তিনি বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন। না। ভুল পড়েননি। তিনি নিজে বাঁশি বাজাচ্ছেন। আর তা শুনছে একটা গরু। তিনি গরুর প্রজাতি উন্নয়ন করেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু আবাদ করেন। আর গোখাদ্য উৎপাদন ও বিপণন করেন। এই সৃজন-উন্মাদ আম দিয়ে জিলাপি আর মিষ্টি বানিয়েছিলেন। এমন বিক্রি হওয়া শুরু হয়েছিল যে দেশের প্রতাপশালীরা পর্যন্ত তাঁর কাছে এক রাতে মণকে মণ আমের জিলাপির অর্ডার দিতে শুরু করল। তিনি ভাবলেন, যথেষ্ট হয়েছে। আর না।

এই আরাফাত রুবেল নিজে গাড়ি চালাচ্ছেন। আর আমাদের রাজশাহীর রাস্তাঘাট, বিভিন্ন এলাকা দেখাচ্ছেন। তিনি জানালেন, সিটি করপোরেশন বাড়ি বাড়ি বিন দিয়ে এসেছে। সবাই বিনে ময়লা ফেলেন। সেই ময়লা সংগ্রহ করে নিয়ে যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। প্রতিদিন দুই বেলা করে রাস্তা ঝাড়ু দেওয়া হয়।

ফলে নগরবাসীও এখন কেউ রাস্তায় ময়লা ফেলেন না। বেশির ভাগ রাস্তার মধ্যে সড়ক বিভাজক। খুবই সুন্দর নকশা সেসবের। আর সেই বিভাজকে সুন্দর সুন্দর গাছ। পাম ট্রি আছে, পাতাবাহার আছে, আছে ফুলের গাছও। সড়ক বিভাজক ধরে সারি সারি আলোকস্তম্ভ। বিভিন্ন শৌখিন বাতি ঝুলছে রাস্তায়। পথের দুধারের দেয়ালগুলোতে চমৎকার নকশা আঁকা। এমন পরিপাটি রাস্তা কি আর কোনো শহরে আছে?

আমরা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গেলাম পদ্মা নদীর পার। তালাইমারীর এই জায়গাটা একাত্তরের শহীদদের স্মৃতিবিজড়িত। এটা ছিল পাকিস্তান সেনাবাহিনীর বধ্যভূমি। এখানেই প্রথম আলো ট্রাস্টের আলোর পাঠশালা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল। এই স্কুলের মাঠেও এক টুকরা কাগজ বা ময়লা পড়ে নেই। রাজশাহীর প্রথম আলো প্রতিবেদক আবুল কালাম আজাদ নদীর ধারে স্কুলমাঠে বটগাছ পুঁতে দিয়েছেন। তাঁর আশা, গাছটা বড় হলে শিক্ষার্থীরা প্রাণভরে গাইবে, কী আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে।

২০১৬ সালে বিলাতের কাগজ গার্ডিয়ান প্রতিবেদন প্রকাশ করেছিল। কীভাবে রাজশাহী শহর বায়ুদূষণ কমিয়ে ফেলতে পেরেছে। শহরে কোনো খোলা ধুলার জায়গা থাকবে না। সড়ক দ্বীপ ও বিভাজকগুলো গাছে ও ঘাসে ঢাকা। রাজশাহী শহরের রাস্তায় ধুলা বা কাগজ পড়ে নেই। তবে বায়ুদূষণ কিন্তু আবারও বেড়ে গেছে। ৮ ফেব্রুয়ারিতে বায়ুদূষণের সূচক ১৬১। পিএম ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার ১৫.৫ গুণ। এর কারণ, আমার মনে হলো, অনেক রাস্তায় এখন মেরামতের কাজ চলছে। সেসব জায়গা থেকে ধুলো উড়ছে। রাজশাহী সিটি করপোরেশনের আবারও বায়ুদূষণের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে।

আরেকটা সমস্যার কথা জানালেন স্থানীয় নাগরিকেরা। সুন্দর বাস টার্মিনাল বানানো হয়েছে। কিন্তু বাসগুলো টার্মিনাল ব্যবহার করতে চায় না। গাড়ি রাখে রাস্তার ওপরে।
রাজশাহীর উপশহর এলাকায় রাতের বেলা আমরা খেতে গেলাম কালাইয়ের রুটি। কালাই হাউস নামের একটা রেস্তোরাঁয় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের ছবি দেখা গেল, তিনি এখানে নিজ হাতে রুটি বানাচ্ছেন তার ছবি টানানো আছে। হাঁসের মাংস, বট, বেগুন ভর্তা, মরিচ-পেঁয়াজ ভর্তা সহযোগে আমরা খেলাম স্পেশাল কালাইয়ের রুটি। রুটির দাম ত্রিশ টাকা। এই রাস্তায় এ রকম বেশ কটা ছাপড়া ধরনের রেস্তোরাঁ। রাস্তায় চেয়ার বিছিয়েও খাওয়া যায়।

কালাই-রুটির নৈশভোজ সেরে আমরা চললাম সিঅ্যান্ডবি এলাকায়। গরম-গরম রসগোল্লা খাব। সেখানে দেখা গেল বেশ ভিড়। সত্যি সত্যি গরম-গরম রসগোল্লা বিক্রি হচ্ছে। ভেবেছিলাম একটা খাব। কিন্তু একাই তিনটা বড় বড় মিষ্টি সাবাড় করে দিলাম। এই মিষ্টি এখানে দাঁড়িয়েই খাবেন। খাওয়ার পর যদি এটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রসগোল্লা মনে না হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

রাজশাহী পুরোনো শহর। এখানে এখনো ঐতিহ্যবাহী ভবন আছে। ব্রিটিশ আমলের স্থাপত্য রীতি আছে। যেমন রাজশাহী কলেজ কিংবা বরেন্দ্র একাডেমি। প্রথম আলোর জিপিএ শিক্ষার্থী সংবর্ধনা হলো ৬ ফেব্রুয়ারি, জিয়া পার্কে। ছেলেমেয়ে সব চৌকস। তাদের প্রশ্ন এবং উত্তর শুনে আমরা মুগ্ধ।

রাজশাহী শিক্ষার শহর। অনেক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান আছে এখানে। এটা চিকিৎসারও শহর। রেশমের এলাকা। আমের এলাকা। একটা শহর কীভাবে পরিষ্কার রাখা যায়, তা দেখিয়ে দিয়েছেন রাজশাহীবাসী। রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনও প্রশংসা পাবেন। তবে, বাতাসের ভাসমান কণা কীভাবে কমানো যায়, এই নিয়ে আবার আদাজল খেয়ে নামতে হবে সিটি করপোরেশনকে।

আমার বিবেচনায় রাজশাহীই বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর। আগে চট্টগ্রামও খুব সুন্দর ছিল। চট্টগ্রামের সৌন্দর্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। রাজশাহীর ল্যান্ডস্কেপ এখনো সুন্দর রয়ে গেছে। আপনি কি আমার সঙ্গে একমত? আপনি নিজেই বাংলাদেশের সেরা ৫টা শহরের তালিকা করে ফেলুন না!

আনিসুল হক, লেখক ও সাহিত্যিক

শেষ হল প্রায় ৫৫ তলা ভবনের সমান উচু বা ১৭৫ মিটার উচু রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউটিনেটের কুলিং টাওয়ারের নির...
05/02/2023

শেষ হল প্রায় ৫৫ তলা ভবনের সমান উচু বা ১৭৫ মিটার উচু রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউটিনেটের কুলিং টাওয়ারের নির্মাণ কাজ।
সম্ভবত এত উচু স্থাপনা উত্তরবঙ্গে আর নেই।

ShopUp আবার ৩০ মিলিয়ন ডলার ডেবট ফাইন্যান্সিং নিয়েছে! এর আগে ৬৫ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছিলো! সবমিলিয়ে মেবি ২৩২ মিলিয়...
02/02/2023

ShopUp আবার ৩০ মিলিয়ন ডলার ডেবট ফাইন্যান্সিং নিয়েছে! এর আগে ৬৫ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছিলো! সবমিলিয়ে মেবি ২৩২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে শপআপ এখন পর্যন্ত জানলাম!

Address

Agargaon
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Founder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Founder:

Share


Other Digital creator in Dhaka

Show All