Shuvo Bangladesh

Shuvo Bangladesh সব কথাই কি বলে গণমাধ্যম?
যা বলার দরকার ?

আবারো স্মরন করানো হলো,,২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল। লুতফুজ্জ...
17/04/2025

আবারো স্মরন করানো হলো,,

২০২৮ সাল পর্যন্ত আ’লীগ থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল।

লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী।

কথা বলতে না পারার গ্লানি নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াইতাম।

শিক্ষার্থীরা আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আপনাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের অবদানের কোনো দাম নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই।

কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না আমরা। অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..

দেশ ভালো চলছে, মানুষ সুখে আছে, রিজার্ভ বাড়ছে, দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে, হচ্ছে সংস্কার- এসব থোরাই কেয়ার।

এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)

৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া ব...
03/04/2025

৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!

যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বদলে গেছে, লি কুয়ান ইউ-এর হাতে সিঙ্গাপুর হয়ে উঠেছে এশিয়ার টাইগার, তখন আমরা অপেক্ষায় ছিলাম... একজন যোগ্য নেতা, যিনি সত্যিকারের দেশকে বদলে দিতে পারবেন!

আজ, ড. মুহাম্মদ ইউনূস মাত্র ৭ মাসে প্রমাণ করেছেন— যোগ্য নেতৃত্ব থাকলে ৭ মাসেই যে উন্নয়ন সম্ভব, তা ৭ বছরেও অন্য কেউ করতে পারেনি, পারবেনা !

🚀 ১ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ
🚀 খারাপ সময়েও ২৫ বিলিয়ন ডলারের রিজার্ভ
🚀 বাংলাদেশের নতুন মহাসাগরীয় বাণিজ্য জাহাজ
🚀 চীনের সঙ্গে বিনাশুল্ক বাণিজ্য সুবিধা
🚀 তিস্তা ব্যারেজ বাস্তবায়ন চূড়ান্ত

এটাই কি সেই সময়, যখন বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? খেলা মাত্র শুরু!

আমাদের রাজনৈতিক দল গুলোর যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে দেশ ও দেশের মানুষের জন্য ড.ইউনুস এর হাতকে স্থানীয়ভাবে শক্তিশালী করতে সহায়তায় এগিয়ে আসার অনুরোধ রইল। ভারত কি করল, কি বলল তাতে কি আসে যায়! এভাবে আগামী ৫ বছরে যদি ড. ইউনূস রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী সুপার পাওয়ার! 🇧🇩🔥

➡️ আপনি কি বিশ্বাস করেন? মন্তব্যে জানান!

#বাংলাদেশ #ডইউনূস #নতুনবাংলাদেশ #উন্নয়ন #নেতৃত্ব #বাংলাদেশ

"স্যার ৫ বছর", "স্যার ৫ বছর", "ইউনূস সরকার বারবার দরকার" বলে চিৎকার করতে থাকে নামাজের পর ঈদগাহের মাঠে। লক্ষ লক্ষ মানুষ ড...
31/03/2025

"স্যার ৫ বছর", "স্যার ৫ বছর", "ইউনূস সরকার বারবার দরকার" বলে চিৎকার করতে থাকে নামাজের পর ঈদগাহের মাঠে।

লক্ষ লক্ষ মানুষ ডক্টর ইউনূস স্যারকে ঘিরে ধরেন। তিনিও বিনয়ের সাথে সবার সাথে হ্যান্ডশেক করেন।
কোন রাষ্ট্র প্রধান কখনো সাধারণ মানুষের সাথে এভাবে মিশতো কিনা জানা নাই।তিনি মিশতে পারছে কারণ তিনি জনতার সরকার ক্ষমতার না।

এর চেয়ে সুন্দর দৃশ্য বাংলাদেশের ইতিহাসের আর ঘটেছে কিনা জানা নেই। আসলে ,সৎ ও যোগ্য মানুষদের প্রতি মানুষের ভালোবাসা এমনি হয়।

যে সরকার প্রধান পূর্ব পুরুষের কবর জিয়ারত করাকে গুরুত্ব দেন, গ্রামে গিয়ে বাচ্চাদের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে বলেন, সবে কদরের নামাজের কথা বলে ,তাকে আমি মুসলিম মানি, হ্যাঁ তাকে বেশ একজন বাঙালি মুসলিম হিসেবেও ঠিক ঠিক চিনে নেয়া যায়।কারণ এদেশের ৮০%+ মুসলিম দেশে এমন চিন্তাভাবনাই সরকার প্রধানই আমরা আশা করেছিলাম।

আবারও মনে করে দিতে চাই স্যারের সেই বক্তব্যটি।
"আত্মীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নিবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন"।

জনগণ প্রমাণ করে দিলো, তারা ইউনূসকে ভালোবাসে ইউনূসের নেতৃত্ব আরো দেখতে চায়।কেউ যদি নিঃস্বার্থ ইউনূরের মতো সরকারে আসে তাহলে মানুষ ভালোবাসবে।তা না হয় তরুণ প্রজম্ম ফুদিয়ে উড়িয়ে দিবে।

এতোদিন জানতাম, ইউনূস আসলে ইউরোপ আমেরিকার লোক। ঐ হিসেবে চীন রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কথা। অথচ আজ জানলাম, প্রফেস...
28/03/2025

এতোদিন জানতাম, ইউনূস আসলে ইউরোপ আমেরিকার লোক। ঐ হিসেবে চীন রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কথা।

অথচ আজ জানলাম, প্রফেসর সাহেব চীনের কাছের লোকই নন, উনি হাইনান প্রদেশের উপদেষ্টা হিসেবে কাজ পর্যন্ত করেছেন।

মানে,চিন্তা করেন। এই দেশে কেউ সামান্য একটা সভাপতি হলে তার হম্বিতম্বিতে থাকা যায় না। অথচ এই লোক চীন সরকারের এডভাইজার ছিলেন,ঐটা আমরা আজ জানলাম। তাও শফিক ভাইয়ের কথাতে। উনি নিজে কখনোই এসব প্রচার করেন নাই।

আমার এক প্রফেসর বলেছিলো, উনি জাপানে পিএইচডি করার সময় ইউনূস একবার জাপান ভিজিট করেন। জাপানিজরা সাধারণত ছুটি দিতে চায় না। অথচ ঐদিন উইলিংলিই ছুটি দিয়ে বলেছিলো, এতো বড় একজন মানুষ আসতেছে, অবশ্যই তোমার দেখতে যাওয়া উচিত।

দিনশেনে বিএনপির ফজলুর কথাই ঠিক।
ডক্টর ইউনূসকে আমরা যত বড় ভাবি, উনি ততটা বড় মানুষ না। উনি আসলে আমাদের ভাবনার চাইতেও বড় মানুষ।

এবং এই জেমটাকে আমেরিকা,ইউরোপ, চীন, রাশিয়া ইভেন আফ্রিকা পর্যন্ত কাজে লাগাইছে। অথচ কী পোড়া কপাল জাতি আমরা, আমরাই এই মানুষটাকে নিজেদের জন্য কাজে লাগাতে পারি নাই।

- সাদিকুর রহমান খান

Address

200 Santiniketan, Boro Moghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo Bangladesh:

Share

সব কথাই কি বলে গণমাধ্যম? যা বলার দরকার আমরা বলবো...

আমাদের দেশ হোক শুভময়, শুভ বাংলাদেশ...