Nurunnabi Sarker

Nurunnabi Sarker Hi
I am Nurunnabi Sarker, IT Consultant at PeopleNTech Bangladesh Branch.

মনে আছে কি আপনার??? সিটি কলেজ থেকে মোহাম্মদপুর বাস স্টান্ড এই সাতমসজিদ রোডে কত বড় বড় গাছ ছিল এবং সবুজের সমারোহ ছিল।নগর ...
22/04/2024

মনে আছে কি আপনার???
সিটি কলেজ থেকে মোহাম্মদপুর বাস স্টান্ড এই সাতমসজিদ রোডে কত বড় বড় গাছ ছিল এবং সবুজের সমারোহ ছিল।

নগর আধুনিকায়ন এর নামে ভণ্ডামি, অদক্ষ এবং অযোগ্য প্লানিং এর ফল আজ আমরা রাজধানীবাসী উপভোগ করছি।

প্রযুক্তির উন্নয়নে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছি তার সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণ। আর...
06/03/2024

প্রযুক্তির উন্নয়নে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছি তার সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণ। আর তাই কম্পিউটার বা ডিভাইস, ডাটা সিকিউর, নেটওয়ার্ক, অবৈধ ভাবে সিস্টেমে প্রবেশ করে ডাটা নষ্ট ইত্যাদি এগুলোর বাইরেও প্রচুর অন্যান্য ধরণের cyber crime রয়েছে যেগুলো ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। তাই সাইবার সিকিউরিটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
📍 তাই পিপলএনটেকে শীঘ্রই শুরু হতে যাচ্ছে Spring Session এর দুটি সিডিউলে ক্লাস।
⌚ প্রথম সিডিউলের সময়ঃ সন্ধ্যা ০৬ঃ০০ থেকে রাত ১০ঃ০০ টা (শুক্রবার এবং শনিবার)
⌚ দ্বিতীয় সিডিউলের সময়ঃ সন্ধ্যা ০৭ঃ০০ থেকে রাত ১০ঃ০০ টা (রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার)
👉 আমাদের এই ১ বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স গুলো শেষ করে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যের দিকে এবং সফলতা অর্জনের পথে।
🔰 কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারেঃ -
০১৯২৯ ৫৫৪৪৯৯
০১৩২৪ ৭৬৩৫৯০
🔰 এছাড়া আপনারা আমাদের সাথে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

🎉পিপলএনটেক থেকে যারা CCNA কোর্স শেষ করেছেন, তাদের জন্য ৫০% ডিস্কাউন্টে Red Hat Linux কোর্স করার সুযোগ। 👉রেজিস্ট্রেশন করু...
04/02/2024

🎉পিপলএনটেক থেকে যারা CCNA কোর্স শেষ করেছেন, তাদের জন্য ৫০% ডিস্কাউন্টে Red Hat Linux কোর্স করার সুযোগ।
👉রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কেঃ https://forms.gle/6egdN2mBCRjKK2D16
🔰আপনি কি সার্ভার নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান? হতে চান সার্ভার সিস্টেম এডমিনিস্ট্রেটর? জানতে চান সার্ভার অপারেটিং সিস্টেম নিয়ে কীভাবে কাজ করতে হয়?
🔰সিসিএনএ কোর্স কমপ্লিট করে নেটওয়ার্কিং নিয়ে কাজ করার সময়/পাশাপাশি সার্ভার নিয়ে কাজ করতে বা ক্যারিয়ার তৈরি করতে অনেকে বেশ আগ্রহ প্রকাশ করে।
🔰 আর সার্ভার নিয়ে আপনাদের অদম্য কৌতূহলকে বাস্তবে রূপ দিতে হলে জানতে হবে “Red Hat Linux ” সম্পর্কে। বর্তমানে এটি কর্পোরেট জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত ও স্ট্যান্ডার্ড সার্ভার।
⭕️সার্ভার সম্পর্কে জানতে এবং ক্যারিয়ার তৈরি করতে #পিপলএনটেকে “ Red Hat Linux ” কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে।
⭕️৯ই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হলে পাবেন ৫০% ডিস্কাউন্ট। তাই দেরি না করে ভর্তি হতে যোগাযোগ করুন আমাদের সাথে।
👉ক্লাস সময়কালঃ শনিবার, সোমবার এবং বুধবার ( বিকাল ৩.০০টা – সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত )
👉বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন - +৮৮০ ১৯২৯-৫৫৪৪৯৯

আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

⏩দেশে এবং দেশের বাহিরে আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য ভালো জব প্রত্যাশিদের সব চেয়ে পছন্দের কোর্স ১ বছরের Post Graduation Dip...
24/01/2024

⏩দেশে এবং দেশের বাহিরে আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য ভালো জব প্রত্যাশিদের সব চেয়ে পছন্দের কোর্স ১ বছরের Post Graduation Diploma in Network System Administration.

⏩বর্তমানে একটি ডিমান্ডেবল সেক্টর হচ্ছে আইটি। টেকনিক্যাল ও ননটেকনিক্যাল ছাত্রছাত্রীদের আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজন একটি আপডেটেড মডিউল, উপযুক্ত গাইডলাইন, একজন দক্ষ প্রশিক্ষক এবং জব প্লেসমেন্ট সহায়তা। আপনার এই আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য সবগুলো রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করবে আমাদের এই ১ বছরের Post Graduation Diploma in Network System Administration কোর্স।

এছাড়াও সাথে পাচ্ছেন, আমেরিকান ইউনিভার্সিটি Washington University of Science and Technology (WUST) এর পার্টনারশীপ সার্টিফিকেট‼️

👉ফ্রি ক্লাসে জয়েন করতে অথবা আমাদের প্রশিক্ষকের সাথে সরাসরি কথা বলতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/Gt1MDsdqmPnbMuv5A
👉এই কোর্সের আপডেটেড মডিউল দেখতে ক্লিক করুন এই লিংকে:
https://piit.com.bd/.../post-graduate-diploma-in-network...

*** চলছে ৪০% ডিস্কাঊন্টের মাধ্যমে ভর্তির সুযোগ।

👉বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন -
০১৯২৯ ৫৫৪৪৯৯
০১৩২৪ ৭৬৩৫৯০
আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

20/01/2024

Microsoft Web Application Development using C #, Asp.net নতুন ব্যাচ এর ক্লাস শুরু আজ সন্ধ্যা ৭ টায়।
ডটনেট নিয়ে আগ্রহী থাকলে একটা ডেমো ক্লাস করে দেখতে পারেন আজ সন্ধ্যা ৭ টায়।

First time in cricket history Bangladesh beat New Zealand in New Zealand. Congratulations Bangladesh Cricket : The Tiger...
23/12/2023

First time in cricket history Bangladesh beat New Zealand in New Zealand.

Congratulations Bangladesh Cricket : The Tigers

𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 শিখে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 আজ শুরু করেছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এর আরও একটি নতুন ব্যাচ। অসংখ্য শিক্ষার্থ...
23/12/2023

𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 শিখে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 আজ শুরু করেছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এর আরও একটি নতুন ব্যাচ। অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহনে পরিপূর্ণ ছিল ক্লাসটি।

➡️ একটি ওপেন সোর্স এবং দ্রুততম ওয়েব ফ্রেমওয়ার্ক হচ্ছে 𝐀𝐒𝐏.𝐍𝐄𝐓, যা মাইক্রোসফটের সর্বশেষ রিলিজ হওয়া 𝐌𝐕𝐂. এটি যেকোন 𝐰𝐞𝐛-𝐛𝐚𝐬𝐞𝐝 সলিউশন তৈরির মাধ্যমকে সহজ করে তোলে। বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓, এই কারণে 𝐀𝐒𝐏.𝐍𝐄𝐓 ডেভলপারদের চাহিদা ও ব্যাপক হারে বাড়ছে। অধিক চাহিদা সম্পন্ন এই 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 ডেভলপারদের যেমন রয়েছে চাকুরীর সুযোগ, তেমনি বৃদ্ধি পাচ্ছে তাদের বাৎসরিক আয়ের সম্ভাবনা।

➡️ 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এ ক্যারিয়ার গড়তে চলে আসুন 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐨𝐟 𝐈𝐓 তে।
👉 ASP. NET কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন - 01929 554499

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃ www.peoplentech.com.bd
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/peoplentechbd

নেটওয়ার্কিং সেক্টরে সফল ক্যারিয়ার আপনিও গড়তে পারেন!!!➡️ বর্তমানে সকল ধরনের 𝐨𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 এ রয়েছে নেটওয়ার্কিং Infrast...
21/12/2023

নেটওয়ার্কিং সেক্টরে সফল ক্যারিয়ার আপনিও গড়তে পারেন!!!
➡️ বর্তমানে সকল ধরনের 𝐨𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 এ রয়েছে নেটওয়ার্কিং Infrastructure. নেটওয়ার্ক Infrastructure মেনটেইনের কারণে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে। এই নেটওয়ার্কিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে MikroTik এবং CISCO. নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আপনি MikroTik এবং CISCO এর উপর প্রাকটিক্যাল কাজের দক্ষতা অর্জন করে, আপনি আপনার ক্যারিয়ার প্রসারিত করতে পারবেন।
➡️ তাই 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 নিয়ে এসেছে 𝐂𝐂𝐍𝐀 𝟐𝟎𝟎-𝟑𝟎𝟏 & 𝐌𝐢𝐤𝐫𝐨𝐓𝐢𝐤 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 এর 𝐂𝐨𝐦𝐛𝐨 𝐎𝐟𝐟𝐞𝐫. এই কোর্সের মাধ্যমে আপনার ক্যারিয়ারের পথপ্রদর্শক হবে এবং নেটওয়ার্কিং সেক্টরে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে বিশেষ একটি ভূমিকা রাখবে।
👉রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/aeTYogjk8oxcKPtk8
👉কোর্স সমন্ধে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারেঃ-
০১৯২৯৫৫৪৪৯৯
০১৩২৪৭৬৩৫৯০
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃhttps://www.piit.com.bd/?fbclid=IwAR2k8HyPJ0nX0RmbL9N5XidxMSL5TxWt7T6H7sO7DGE8vm9fGGC8Q8IDGFc
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/pgdpeoplentech

19/12/2023
Congratulations team Bangladesh Cricket : The Tigersএকদিন তোমাদের হাত ধরে আমরা চ্যাম্পিয়ন হবো বিশ্বমঞ্চে।
17/12/2023

Congratulations team Bangladesh Cricket : The Tigers
একদিন তোমাদের হাত ধরে আমরা চ্যাম্পিয়ন হবো বিশ্বমঞ্চে।

PeopleNTech এ আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ASP.NET Core এর বিশেষ ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে অংশগ...
12/12/2023

PeopleNTech এ আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ASP.NET Core এর বিশেষ ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে আপনি একটি পূর্ণাঙ্গ ধারনা পাবেন Web Application Development-এর উপর, এবং আমাদের ট্রেইনার হাতে কলমে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেখাবেন। পাশাপাশি ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকলেই পাচ্ছেন PeopleNTech এর পক্ষ থেকে সার্টিফিকেট।
👉রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/NQvoJc87mD7ewXCz8
ওয়ার্কশপ সমন্ধে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন -
০১৯২৯৫৫৪৪৯৯
০১৩২৪৭৬৩৫৯০
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃhttps://www.piit.com.bd/
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/pgdpeoplentech

22/11/2023
প্রযুক্তি নির্ভর এই বিশ্বে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে  সাইবার ক্রাইম।  সাইবার হামলার  সংখ্যা বাড়তে থাকায় এবং প্রযু...
21/10/2023

প্রযুক্তি নির্ভর এই বিশ্বে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার হামলার সংখ্যা বাড়তে থাকায় এবং প্রযুক্তি ও নেটওয়ার্কের জটিলতা বাড়তে থাকায় প্রতিষ্ঠানগুলো ও সাইবার নিরাপত্তা ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে।
👉প্রতিনিয়ত বিভিন্ন অফিসে নানা রকম তথ্য এবং গুরুত্বপূর্ণ সব ডাটা আদান প্রদান হচ্ছে। আর এই কাজে যদি কখনো একটু সতর্কতার অভাব হয় তাহলে হয়ে ফাঁস হয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
👉আমাদের দেশের সকল প্রতিষ্ঠানে সব সময় সতর্ক থাকতে হয় বিভিন্ন হ্যাকিং কিংবা Malware Attack থেকে। এছাড়াও বিভিন্ন রকম রেনসম অ্যাটাক থেকে নিজের এবং নিজের প্রতিষ্ঠানকে রক্ষা করতে প্রয়োজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। 👉সুতরাং বুজতেই পারছেন যে, প্রতিটি কর্পোরেটে সাইবার হুমকি থেকে বাঁচতে প্রয়োজন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের। আর আপনাকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে PeopleNTech Institute of IT এর রয়েছে সাইবার সিকিউরিটির উপর বিশেষ কোর্স।
👉এই কোর্স সম্পর্কিত যেকোন তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন -
০১৩২৪৭৬৩৫৯০
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃ https://piit.com.bd
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/pgdpeoplentech


17/10/2023

প্রযুক্তি নির্ভর এই বিশ্বে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার হামলার সংখ্যা বাড়তে থাকায় এবং প্রযুক্তি ও নেটওয়ার্কের জটিলতা বাড়তে থাকায় প্রতিষ্ঠানগুলো ও সাইবার নিরাপত্তা ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে। আর এই সাইবার ক্রাইম থেকে রক্ষা করার উদ্দেশে আপনার জানা থাকা প্রয়োজন Cyber Security.
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন -
০১৩২৪ ৭৪৩৫৯০
🟦 পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫
ভিজিট করুনঃ https://piit.com.bd
🟦 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ
page: https://facebook.com/pgdpeoplentech/
Facebook Group: https://facebook.com/groups/peoplentechbd/

07/10/2023

নেটওয়ার্ক ও সার্ভার স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার কে বেছে নিতে PeopleNTech Insitute of IT নিয়ে এসেছে Post Graduate Diploma in Network System Administration এর ১ বছরের বিশেষ কোর্স।
যেখানে, ১ টি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি ও নিজেকে দক্ষ করে তুলতে পারবেন নেটওয়ার্কিং ও সার্ভার সেক্টরে।
বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন -
০১৩২৪ ৭৪৩৫৯০
০১৯২৯ ৪৪০০৯৯
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫
👉ভিজিট করুনঃ https://piit.com.bd
👉নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ
YouTube: https://www.youtube.com/c/PeopleNTechBangladesh
page: https://facebook.com/pgdpeoplentech/
Facebook Group: https://facebook.com/groups/peoplentechbd/

প্রফেশনাল স্কিল এবং এক্সপেরিয়েন্স এর অভাবে জব পাচ্ছে না হাজারো শিক্ষার্থী। তাই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে এবং হাত...
17/09/2023

প্রফেশনাল স্কিল এবং এক্সপেরিয়েন্স এর অভাবে জব পাচ্ছে না হাজারো শিক্ষার্থী। তাই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে এবং হাতে-কলমে সকল বিষয় শেখাতে PeopleNTech Institute of IT নিয়ে এসেছে Network System Administration এর এক বছরের Post Graduation Diploma কোর্স।
এই কোর্সটি সরাসরি পরিচালিত হচ্ছে Washington University of Science and Technology এর তত্ত্বাবধানে।

গত , ১৬ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে Network System Administration ,7th Batch এর Orientation Class , এই Post Graduation Diploma কোর্সটির মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন একজন Network Engineer হিসেবে।

Orientation Class টিতে উপস্থিত ছিলেন আগ্রহী সকল শিক্ষার্থী এবং দক্ষ প্রশিক্ষক কাজী মাহমুদুল হক স্যার, যার Networking Sector এ রয়েছে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা।আর কোর্স শেষে থাকছে Job Placement এর সুবিধা।
এই Course সম্পর্কে বিস্তারিত জানতে এবং সাপ্তাহিক সকল সেমিনার অংশগ্রহন করতে আমাদের ইনবক্স করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন-
01324763590
01929440099

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃ www.peoplentech.com.bd
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/peoplentechbd

Network & System Administration সেক্টরে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার গড়তে চাইলে PeopleNTech এর ১ বছর মেয়াদ...
12/09/2023

Network & System Administration সেক্টরে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার গড়তে চাইলে PeopleNTech এর ১ বছর মেয়াদী Post Graduate Diploma Network System Administration কোর্সটি আপনার জন্য।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +8801324763590

হার্ডওয়্যার (CompTIA A+), নেটওয়ার্ক (Cisco & MikroTik), সার্ভার(Linux & Windows) এবং ক্লাউড(AWS) এর সমন্বয়ে গঠিত মূলত Post Graduate Diploma Network System Administration কোর্সটি।

কেনো আপনি এই কোর্স টি করবেন:
১) Washington University of Science and Technology, USA এর তত্ত্বাবধানে কোর্সটি সরাসরি পরিচালিত হচ্ছে।
২) PeopleNTech Institute of IT আপনাকে দিচ্ছে সম্পূর্ণ হাতেকলমে প্রশিক্ষণ এবং ১০০% ক্যারিয়ার এর নিশ্চয়তা।

কি কি থাকছে এই কোর্স জানতে হলে ক্লিক করুন এই লিংকে:
https://www.peoplentech.com.bd/en/course/77/post-graduate-diploma-in-network-system-admin

প্রশিক্ষণ চলাকালীন কি সুবিধা থাকছে আপনার জন্য:
১) আধুনিক ল্যাব
২) আপডেট সব কোর্স মডিউল
৩) অভিজ্ঞতা সম্পর্ন এক্সপার্ট
৪) সিভি তৈরি করা
৫) ইন্টারভিউ এর পূর্ব প্রস্তুতি
৬) ইন্টার্নশীপ অথবা জবপ্লেসমেন্ট এর সুযোগ।

অফিসের ঠিকানা:
১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

লাইফে প্রচুর মোটিভেশন দরকার, তাই মোটিভেশনাল স্পিকার হাসান মাহমুদ ভাইয়ের সাথে।
10/09/2023

লাইফে প্রচুর মোটিভেশন দরকার, তাই মোটিভেশনাল স্পিকার হাসান মাহমুদ ভাইয়ের সাথে।

02/09/2023

Web Design & Development এর ওপর ১বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স করে Successful ক্যারিয়ার নিশ্চিত করুন৷

বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01324-763590

🔰জব সার্কুলার গুলোর ডিসক্রিপশন গুলো একটু খেয়াল করুন তো, কোন কোন বিষয়ের উপরে দক্ষতা দরকার সেখানে কাজ করার জন্য, তারা কি চাচ্ছে আপনার কাছে ?

🔰শর্ট টার্ম কোর্সগুলো করে আপনি হয়তো বা একটা চাকরি পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে আপনার লক্ষ্যে পৌঁছাইতে আপনাকে আরো এক থেকে দুই বছর সেখানে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি যদি নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে ইন্ডাস্ট্রিতে আসেন তাহলে ডেফিনেটলি শুরুতে আপনি একটা ভালো পজিশন পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

🔰PeopleNTech Institute of IT এবং Washington University of Science & Technology সমন্বয়ে যৌথভাবে শুরু করতে যাচ্ছে ১বছর মেয়াদী পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা অন ওয়েব টেকনোলজির।
কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন।

🔰অফিসের ঠিকানা:
PeopleNTech Institute of IT
151/7 Good Luck Center, 7&8th Floor, Green Road, Dhaka-1205.

  We are participants from PeopleNTech Institute of IT.
30/08/2023


We are participants from PeopleNTech Institute of IT.

28/08/2023

কম্পিউটার ব্যাবহার করতে আমরা অনেক সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আপনি কিভাবে আপনার কম্পিউটারের সমস্যাগুলো খুঁজে বের করবেন এবং তার সমাধান কিভাবে করবেন এই বিষয়গুলোর উপর PeopleNTech Institute of IT আয়োজন করতে যাচ্ছে১ম এবং ২য় সেপ্টেম্বর দুই দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপ।
যুক্ত হতে কল করুনঃ 01324763590

ফ্রী কোনো কিছু আপনার জন্য পর্যাপ্ত না।
28/08/2023

ফ্রী কোনো কিছু আপনার জন্য পর্যাপ্ত না।

23/08/2023

🔰কেন আপনি ক্যারিয়ার হিসেবে নেটওয়ার্ক এবং সার্ভার এডমিনিস্ট্রেশনকে বেছে নেবেন?

🔰নেটওয়ার্ক এবং সার্ভার এডমিনিস্ট্রেশনের জবগুলো সবসময়ই খুবই প্রেস্টিজিয়াস এবং ক্যারিয়ারের ওরিয়েন্ডেড হয়ে থাকে। আপনি যদি আপনার দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রির সমস্ত রিকোয়ারমেন্ট ফিলআপ করতে পারেন আপনি অবশ্যই সেখানে সুযোগ পাবেন ক্যারিয়ার গড়ার।

কখনো কি এনালাইসিস করেছেন,
🔹নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কি ব্যবহার করে?
🔹কোন ডিভাইস গুলো ব্যবহার করা হয়?
🔹অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোন সার্ভার ব্যবহার করা হয়?

🔰ইন্ডাস্ট্রি এনালাইসিস করে PeopleNTech Institute of IT এবং Washington University of Science and Technology যৌথ উদ্যোগে শুরু করতে যাচ্ছে এক বছর মেয়াদী "পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন" কোর্স।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে: 01798-924466.

🔰অফিসের ঠিকানা:
PeopleNTech Institute of IT
151/7 Good Luck Center, 7&8th Floor, Green Road, Dhaka-1205.

আপনি যদি নেটওয়ার্কিং-এ  আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান, তাহলে আপনার জন্য  PeopleNTech Institute of IT  শুরু করছে  ...
22/08/2023

আপনি যদি নেটওয়ার্কিং-এ আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান, তাহলে আপনার জন্য PeopleNTech Institute of IT শুরু করছে CCNA এর নতুন ব্যাচ।
⌚সময় - শুক্রবার দুপুর ২ঃ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ঃ৩০
👉রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/QhDtuBFUYf5Zv5tZA
👉কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে আইএসপি, মোবাইল কোম্পানি, ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, শেয়ার মার্কেট, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজে অর্থাৎ যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই রয়েছে চাকরির সুযোগ!!!!! দিনে দিনে এই চাকরির বাজারটি আরো বড় হচ্ছে।
👉রিয়েল লাইফে কাজ করার জন্য Cisco এর অফিসিয়াল সিলেবাসই যথেষ্ট না, এর বাইরেও আপনাকে অনেক কিছু বিষয়ে জানতে হবে যা মূলত ইন্ডাস্ট্রিতে ব্যাবহার করে যেমন:
➡️Routing Protocol BGP
➡️IP Telephony System
➡️ASA Next Gen Firewall
➡️Project base Automation সহ আরও অনেক কিছু।
বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুনঃ
01799446655
01885981250
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

17/08/2023

আপনার নেটওয়ার্কিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধশালী করতে এবং নিজেকে এন্টারপ্রাইজ লেভেলের জন্য প্রস্তুত করতে কোর্স করুন CCNP.
বিস্তারিত জানাতে যোগাযোগ করুন এই নাম্বারে: 01798-924466

অফিসের ঠিকানা:
151/7 Good Luck Center, 7&8th Floor, Green Road, Dhaka-1205.

07/08/2023

🔰সারা বিশ্বে পাইথন প্রোগামিং এর অপর্চুনিটি বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। যে কারণে কম্পিউটার সাইন্স এর শিক্ষার্থীদের পাশাপাশি নন-আইটি শিক্ষার্থীরা পাইথন প্রোগামিং এর ওপর ক্যারিয়ার গড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে।

🔰সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার রোডম্যাপ কেমন হবে, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট এবং অপরচুনিটি সম্পর্কে জানতে হবে।
PeopleNTech Institute of IT আয়োজন করেছে Python প্রোগ্রামিং এর ওপর অনলাইন সেমিনার।

সেমিনারে অংশগ্রহণ করতে কল করুন এই নাম্বারে: 01324763590.

05/08/2023

নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়ার আগে জেনে নিন ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট, ক্যারিয়ার পাত।

১১ই আগস্ট সন্ধ্যা ৬ টায় Network and System Administration এর ওপর অফলাইন সেমিনার৷
সেমিনারে যুক্ত হতে কল করুন:01324763590

East West University  এর EEE  ডিপার্টমেন্টের সাথে অনুষ্ঠিত হলো Career as Network System Administrator এর ওপর সেমিনার। সে...
02/08/2023

East West University এর EEE ডিপার্টমেন্টের সাথে অনুষ্ঠিত হলো Career as Network System Administrator এর ওপর সেমিনার।
সেমিনারে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট, কর্মসংস্থান অপরচুনিটি, ক্যারিয়ার পাত নিয়ে আলোচনা করা হয়।

ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয় যদি একসাথে একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা চলাক...
16/07/2023

ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয় যদি একসাথে একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সময়েই ধারণা পাবে ইন্ডাস্ট্রি সম্পর্কে।
বর্তমান সময়ে মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা, কিভাবে সাকসেসফুল ক্যারিয়ার করা যায় তার ওপর একটা বিশেষ ওয়ার্কশপ আয়োজন করেছে PeopleNTech Institute of IT.
উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ASA University Bangladesh (ASAUB) শিক্ষার্থীরা।

✅প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে যুক্ত হোন PeopleNTech এর সাথে। রেজিষ্ট্রেশন করুন এই লিংকে:https:...
13/07/2023

✅প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে যুক্ত হোন PeopleNTech এর সাথে।
রেজিষ্ট্রেশন করুন এই লিংকে:https://forms.gle/XwRUkDeyeJTKQeP39
✅আপনার নেটওয়ার্কিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধশালী করতে এবং পরবর্তীতে লেভেলে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে CCNP কোর্সটি করতে হবে।
✅আপনি যখনই এন্টারপ্রাইজ লেভেলের কথা চিন্তা করবেন এবং অপরচুনিটি সন্ধান করবেন তার পূর্বে অবশ্যই
👉Network Architecture
👉Advance Routing, VPN, VLAN Routing,
👉Analyze WLAN Design, Cisco SD-WAN
👉Route Redistribution, EIGRP, OSPF, BGP
👉Data Traffic Engineering,
👉ACL,NAT, Filtering, Map, Forwarding,Voice
এর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আপনার কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তাছাড়া একটা এন্টারপ্রাইজ লেভেলের অর্গানিজেশন কেন আপনাকে হায়ার করার কথা চিন্তা করবে। উপরোক্ত সকল বিষয়গুলো আপনি CCNP কোর্সের ভিতরে শিখবেন।
✅Up coming Batch:
প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৬ টা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01324-763590
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
PeopleNTech Institute of IT
151/7 Good Luck Center,
7&8 floor, Green Road, Dhaka-1205.

Address

West Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Nurunnabi Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurunnabi Sarker:

Videos

Share