মাত্র ৭৫ টাকায় ডিম ও ভর্তা দিয়ে পোলাও চালের খুদের ভাত
মাত্র ৭৫ টাকায় ডিম ও ভর্তা দিয়ে পোলাও চালের খুদের ভাত
এইরকম ভাবে কাকে কাকে ধরতে ধাওয়া দিতে চান তাকে ম্যানশন দিন তাড়াতাড়ি 🤣
কার কার বন্ধুবী দুঃখ পেয়েছে তাদের ম্যানশন 😂
আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়নের পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবে বন্যার্ত ভাই-বোনদের মুখে খাবার।
আমরা শুধু চেষ্টা করেছি বাকি কিছুর অবদান আপনাদের। আমরা এই আহার প্রজেক্ট নিয়মিত করতে চাচ্ছি। চাইলে আপনারা চাল,ডাল,আলু,ডিম সহ মিষ্টি প্রয়োজনীয় জিনিস অথবা নগদ অর্থ দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারে।
যোগাযোগ করতে কল দিতে পারেন অথবা সাহায্য করার জন্য এই নাম্বার 01316684774
আলহামদুলিল্লাহ পানি কিছুটা কমতে শুরু করেছে। যারা আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে ফিরছে। এরই মধ্যে তীব্র খাদ্য সংকটের অভাব দেখা যাচ্ছে। বিশেষ করে ভারী খাবারের।
এবার আমরা চাচ্ছি তাদের মুখে খাবার দিতে। অন্ততপক্ষে এক বেলা দুপুরের খাবার। এবং চাল ডাল, আলু, পেয়াশ উপহার দিতে।যাতে করে দুই তিন দিন তাদের পরিবার খাদ্যের যোগান পায়।
নিছু অংশে সবার মোটামুটি নজর আছে
কিন্তু অসহায় হযে পড়েছে উচু অংশ নামের পানীবন্ধি মানুষগুলো
লোকেশন :
১। শিহর হাসপাতের পাশের বাড়িগুলো
২। চিয়ড়া দেওয়ানবাড়ি থেকে শুরু করে মধ্যম পাড়া হয়ে দক্ষিণ পাড়া পর্যন্ত।
৩। চান্দলা উরকুটির রেইল লাইনের পশ্চিম পাশ
৪। পৌশাই ৪০/৫০ টা পরিবার এবং দুপাচ্চরের কিছু অংশ
৫। মকিমপুর
৬। মোগরা দক্ষিন পাড়া।
৭। বেরলার কিছু অংশ
৮। মন্নারা পশ্চিম পাড়া।
৯। বেরলার সাথে পৌছির থেকে আসা বাড়িগুলো
উপরোক্ত অঞ্চল গুলোতে
বেঁচে থাকার জন্য একটু পানি দরকার শুধু বিশুদ্ধ পানি দরকার এমনটিই বলছিলো আমার এক ভাই।
আপনারা যারা ঢাকা থেকে বন্যার্ত এলাকাতে আসতে চাচ্ছেন।একটু গ্রামের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। ওইখানের মানুষগুলো খুবই অসহায় হয়ে আছে। খুবই অসহায়। আর দয়া করে বিশুদ্ধ পানি যত বেশি সম্ভব নিয়ে আসেন। সাথে মশার কয়েল, মোমবাতি, গ্যাস লাইট, এইসব জিনিস মাস্ট নিয়ে আসবেন। তারপর সামর্থ্য অনুযায়ী যে যা পারেন।
আগামী শুক্রবার আমাদের পরিকল্পনা ২০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা। তা নিয়মিত করার চেষ্টা করব। তাই আপনাদের সাহায্য সহযোগিতা খুব করে দরকার 🙏
যেকোনো সাহায্য সহযোগিতা করতে চাইলে এই নাম্বারে কল করতে পারেন। 01316684774
২০১৮ সাল থেকে ২৪ পযন্ত যতগুলো যৌক্তিক আনন্দোলন ছিলো তার প্রতিটাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ছিলাম। যা অনেকই জানেন,
কি নাহ করেছি এই স্বাধীনতার জন্য???
শুধু একটা কথাই বলবো এখন ২০২৪ সাল হাজারো মিনহাজ তৈরি হয়ে গেছে। অন্যায় দেখলে এখন সবাই প্রতিবাদ করতে পারে
প্রিয় দেশবাসী।আপনারা নিজ নিজ উদ্যোগে নিজ নিজ জেলা শহর পরিষ্কার ট্রাফিকের দায়িত্ব যতদিন পর্যন্ত না আসছে কারো আপনারা নিজে নিন। দেশটা আমাদের আমাদের মত করে আমরা গুছাবো। আমরা এমন একটা দেশ চাই যে দেশে থাকবে না কোন অন্যায়, অবিচার, জুলুম, টেন্ডার বাজি, চাঁদাবাজি,
ইতিমধ্যেই আপনারা অবগত আছেন ছাত্র সমাজের উদ্যোগে ইতিমধ্যে কেরানীগঞ্জ এর ট্রাফিক এর দায়িত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করা হয়েছে। এবং এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কোটাবিরোধী আন্দোলনে আমরা কেরানীগঞ্জবাসী শহীদের প্রতি কৃতজ্ঞ।
আজ ০৭/৮/২০২৪ কদমতলী গোল চত্তরে শহীদদের স্মরণে তাদের জন্য মাগফেরাতের বিশেষ দুয়া অনুষ্ঠান আয়োজন । এবং মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষনা করছি।
সময় : রাত ৯ ঘটিকা
স্থান : কদমতলী গোলচক্কর
কেরানীগঞ্জ এর সকল শ্রেনী পেশার সবার উপস্থিতি কামনা করছি
সবাই সতর্ক হোন।
এই মধ্যরাতে মোহম্মদপুরে মসজিদের মাইকে ঘোষণা করে এলাকাবাসীকে সাবধান করছেন মসজিদের ইমাম সাহেব।
সেনাদের সাথে যোগাযোগ করার অওর উনারা বলছে যে ২/১ দিন নিজেরাই সামাল দিতে এক হয়ে
কারণ বিভিন্ন জায়গায় লুট-পাট, হ*ত্যা ভাংচুর হচ্ছে।।
শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন।
এবার ছাত্রদের পক্ষে রিকশাওয়ালারা কি বললো শুনুন ।