City News

City News Most Popular Bangla Multimedia portal

সঙ্গীর খোজে ৩টি মহাসাগর পারি দিয়েছিলো এই পুরুষ তিমি বিজ্ঞানিরা এক্সপেরিমেন্ট করছে, যে আমরা মানুষদের যেমন কাছের মানুষ হার...
14/01/2025

সঙ্গীর খোজে ৩টি মহাসাগর পারি দিয়েছিলো এই পুরুষ তিমি বিজ্ঞানিরা এক্সপেরিমেন্ট করছে, যে আমরা মানুষদের যেমন কাছের মানুষ হারিয়ে ফেললে কষ্ট পাই। তেমনই তিমি মাছের ও কি কষ্ট হয় কি না, আর এই এক্সপেরিমেন্ট করার একটাই কারন, যে পৃথিবীতে সকল প্রানির মধ্যে তিমির বুদ্ধি বেশি, এমনকি মানুষের চাইতেও বেশি। তাই মহিলা তিমিকে বন্দি করে পুরুষ তিমির গায়ে জিপিএস ট্র্যাকার লাগায় বিজ্ঞানিরা। এতে দেখা যায় যে পুরুষ তিমিটা ১৫২ দিন কোনো জায়গায় না থেমে ৩ টি মহাসাগর অতিক্রম করে। তারপর তীরে এসে মারা যায়, আর তীরে আসার একটাই কারন, যে তীমি যখন মৃত্যুবরন করে জোরে একটা ডাইভ (লাফ)দেয় তীরে এসে। তারপর মারা জাওয়ার পর এক্সপেরিমেন্ট করে জানা জায় যে তিমিটা মূলত দির্ঘদিন অনাহারে থাকার কারনে মারা গেছে। তো এতে বোঝা গেল যে তীমি আর মানুষের মধ্যে বেশি একটা পার্থক্য নেই। আর তীমি মাছের শুধু বুদ্ধিই দিছে। সৃষ্টিকর্তা তাদেরকে সেই বুদ্ধিটা প্রকাশ করার জন্য ভাষা বা হাত কোনোটিই দেন নি। সত্যিই আল্লাহর সৃষ্টি বড়ই মনোমুগ্ধকর, আলহামদুলিল্লাহ

CP

14/01/2025

বন্ধুকে খু*নের এই ঘটনা সিনেমাকেও হার মানালো | PBI | Police | City News

09/01/2025

বিমানবন্দরে প্রবাসী র*ক্তা ক্ত, সর্বশেষ যা জানা গেল | Dhaka Airport | City News

08/01/2025

পিলখানা হ*ত্যাকাণ্ডের ভ*য়াবহতা যেমন ছিলো | BDR | Pilkhana Tragedy | City News

08/01/2025

বছরের সেরা অফার!
এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখুন প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter এ
★ ভ্রমণের তারিখ-১৩ জানুয়ারি-২০২৫ইং।
★ সময় দুপুর ১২টা (আবহাওয়ার উপর নির্ভরশীল)
★ জনপ্রতি ভাড়া ৫,৫০০/-
★ এই অফার নির্ধারিত তারিখ ও নির্ধারিত রুটের জন্য প্রযোজ্য।
★ দুই বছরের অধিক বয়সের জন্য টিকিট প্রযোজ্য।
★ উড্ডয়ন এবং অবতরণ ৩০০ফিট ফারুক মার্কেট।

এছাড়াও আমাদের ৫ হাজার টাকার অফার রুটের মধ্যে রয়েছে:
> ১০ জানুয়ারি চাঁদপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১০ জানুয়ারি চাঁদপুর টু কুমিল্লা ৫ হাজার টাকা।
> ১০ জানুয়ারি কুমিল্লা টু চাঁদপুর ৫ হাজার টাকা।
> ১৩ জানুয়ারি ঢাকা বাণিজ্য মেলা ফান রাইড-৫৫০০ টাকা।
> ১৩ জানুয়ারি ঢাকা এয়ারপোর্ট টু ৩০০ফিট রাইড ৬০০০ টাকা।
> ১৩ জানুয়ারি বাণিজ্য মেলা টু এয়ারপোর্ট ৬ হাজার টাকা।
> ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি ঢাকা টু কিশোরগঞ্জ ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি কিশোরগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি মাদারীপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২ ফেব্রুয়ারি টাঙ্গাইল টু ঢাকা ৫ হাজার টাকা।
★ ভাড়া জনপ্রতি।
★ এই অফার নির্ধারিত তারিখ ও নির্ধারিত রুটের জন্য প্রযোজ্য।
★ দুই বছরের অধিক বয়সের জন্য টিকিট প্রযোজ্য।
দেশের সবচেয়ে কম টাকায় বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার
+8801797-577533 অথবা 01849-920409
আপনার বিয়ে, জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া নিতে যোগাযোগ করুন আমাদের সাথে।
---------------------------------------------------------------------
নোট:
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন, আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি-
* জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি। সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
* এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
* যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে আপনিও বিভ্রান্ত হবেন, কষ্ট পাবেন এবং আমাদের ভুল বুঝবেন। অফারগুলো ভালো করে পড়ার অনুরোধ রইলো।

07/01/2025

২৯ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা দেখা যাচ্ছে |Trade Fair 2025 | City News

06/01/2025

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা | Passport | City News

06/01/2025

প্রবাসীরা আমাদের দেশের রত্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা | Police verification | Passport | City News

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্যদীর্ঘদিন আড়ালে থাকার পর বীর মুক্তিযোদ্ধা...
06/01/2025

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

দীর্ঘদিন আড়ালে থাকার পর বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম) অবশেষে প্রকাশ্যে এলেন। রোববার (৫ জানুয়ারি) রাতে এক লাইভ অনুষ্ঠানে তিনি অংশ নেন, যেখানে আলোচনা করেন শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে।

ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি নানা ঐতিহাসিক ঘটনা এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

শেখ মুজিবের মৃত্যু ও সেনা অভ্যুত্থান

মেজর ডালিম বলেন, "শেখ মুজিব মারা যাননি, তিনি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশালের পতনের পর দেশের লাখো মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করেছে।" তার মতে, শেখ মুজিবের শাসন ছিল অত্যন্ত কঠোর এবং স্বৈরাচারী, যার কারণে মানুষ তার জুলুম থেকে মুক্তি চেয়েছিল।

মুক্তিযুদ্ধ এবং জিয়াউর রহমানের ভূমিকা

মেজর ডালিম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বলেন, "পাকিস্তান বাহিনী যখন বাঙালিদের ওপর চড়াও হয়েছিল, তখন নেতারা নিরাপত্তার খোঁজে ভারত চলে যান। নেতৃত্বহীন অবস্থায় যখন মানুষ বিভ্রান্ত, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আমাদের প্রেরণা জুগিয়েছিল। আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। তার সেই সাহসী ঘোষণার পরই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাই।"

স্বাধীনতার স্বপ্ন এবং ভারতের প্রভাব

মেজর ডালিম আরও বলেন, ৭১-এর যুদ্ধের সময় ভারতের সঙ্গে সাত দফা চুক্তি যখন করা হয়, তখনই বোঝা গিয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা অন্য কোনো স্বার্থে ব্যবহৃত হতে পারে। তিনি দাবি করেন, "এই চুক্তির ফলে ক্রমান্বয়ে আমাদের দেশ ভারতের করদরাজ্যে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।"

তিনি ২৪ সালের গণআন্দোলনের নায়ক ছাত্র-জনতাকে সতর্ক করে বলেন, "ভারতের সম্প্রসারণবাদী নীতি থেকে বেরিয়ে এসে ৭১-এর মতো আরেকটি স্বাধীনতা সংগ্রাম করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।"

জাতীয় সঙ্গীত ইস্যু

বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে গিয়ে মেজর ডালিম বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের গান নয়, বরং কাজী নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের গান জাতীয় সঙ্গীত হতে পারত। ভিনদেশি কবির লেখা গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল।"

প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter  এ চলছে ধামাকা অফার।  আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ৩০০ফিট থেকে আমরা আয়োজন...
06/01/2025

প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter এ চলছে ধামাকা অফার।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ৩০০ফিট থেকে আমরা আয়োজন করছি হেলিকপ্টার ফান রাইড। এতে জনপ্রতি মাত্র সাড়ে ৫হাজার টাকায় হেলিকপ্টারে ভ্রমণ করতে পারবেন।
এছাড়াও আমাদের অফার রুটের মধ্যে রয়েছে:
> ১০ জানুয়ারি ঢাকা টু চাঁদপুর ৫ হাজার টাকা।
> ১০ জানুয়ারি চাঁদপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১২ জানুয়ারি বি বাড়িয়া টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১৩ জানুয়ারি ঢাকা বাণিজ্য মেলা ফান রাইড-৫৫০০ টাকা।
> ২৯ জানুয়ারি ঢাকা টু কিশোরগঞ্জ ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি কিশোরগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি মাদারীপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
★ ভাড়া জনপ্রতি।
★ এই অফার নির্ধারিত তারিখ ও নির্ধারিত রুটের জন্য প্রযোজ্য।
★ দুই বছরের অধিক বয়সের জন্য টিকিট প্রযোজ্য।
দেশের সবচেয়ে কম টাকায় বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার
+8801797-577533 অথবা 01849-920409
আপনার বিয়ে, জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া নিতে যোগাযোগ করুন আমাদের সাথে।
---------------------------------------------------------------------
নোট:
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন, আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি-
* জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি। সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
* এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
* যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে আপনিও বিভ্রান্ত হবেন, কষ্ট পাবেন এবং আমাদের ভুল বুঝবেন। অফারগুলো ভালো করে পড়ার অনুরোধ রইলো।

05/01/2025

অব্যাহতিপ্রাপ্ত ৩২১ এসআই এর সচিবালয়ের সামনে অবস্থান | Police | Sub-Inspector | City News

04/01/2025

সাদপন্থীদের নিয়ে নতুন করে যা বলছে জোবায়েরপন্থী | Bangla News | City News

02/01/2025

হঠাৎ কাকে সাবধান হতে বললেন জি এম কাদের? | Jatiya Party | GM Kader | City News

আজ থেকে যেসব ওমানি রিয়াল অকার্যকর হচ্ছে ...বিস্তারিত দেখুন- https://probashtime.net/news/102528/
01/01/2025

আজ থেকে যেসব ওমানি রিয়াল অকার্যকর হচ্ছে ...
বিস্তারিত দেখুন- https://probashtime.net/news/102528/

01/01/2025

বিক্রির জন্য উপযোগী আমাদের আরেকটি ফ্ল্যাট। বিশেষ ছাড়ে বনশ্রীর সন্নিকটে দৃষ্টিনন্দন ডেকোরেশনকৃত শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রি করবে Probashir City
বিস্তারিত:
✅ ৩টি বেড রুম।
✅ ৩টি ব্যালকনি।
✅ ড্রয়িং কাম ডাইনিং।
✅ জিপসাম ও দৃষ্টিনন্দন ইন্ট্ররিয়র ডিজাইন।
✅ ৩ টি বাথরুম।
✅ কেবিনেট করা কিচেনহুডসহ রান্নাঘর।
✅ ২টি লিফট।
✅ কমিউনিটি সেন্টার (মালিকানা থাকবে)।
✅ জেনারেটর সুবিধা।
✅ ৬০০ ফিট ডিপ পানির পাম্প।
✅ ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যাবস্থা।
✅ ১০ তলা ভবন।
✅ ফ্ল্যাটের সাইজ ১৩০০ স্কয়ার ফিট।
✅ ১২ বছরের গ্যারান্টিযুক্ত উন্নত মানের ফিটিংস।
✅ রেজিস্ট্রিসহ প্যাকেজ মূল্য- ৯০ লাখ টাকা।
✅ ফ্ল্যাটের অবস্থান- চতুর্থ তলা।
✅ চমৎকার বিশাল ছাঁদবাগান, চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ।
✅ ২৭ অযুতাংশ জায়গা পাওয়া যাবে।
✅ প্রবাসীদের জন্য বিশেষ ছাড় থাকবে।
লোকেশন: বনশ্রী, ত্রিমোহনী বাসস্ট্যান্ড (মেইন রোড থেকে পায়ে হেটে দুই মিনিটের দূরত্ব)
গুগল লোকেশন: https://www.google.com/.../data=!3m1!1e3!4m14!1m7!3m6...
ফ্ল্যাট ভিজিট / বুকিং করতে যোগাযোগ করুন
+8801897999981
+8801797-577533
+8801849920409
,
,
,
,
,
,
,
,
,
,
,
#ফ্লাট_বিক্রি
#জমি_কেনা_বেচা
#ফ্ল্যাট

মাত্র এক সপ্তাহে পাঁচটি প্লেন ক্র্যাশ🥹বিমান দুর্ঘটনার একটি হৃদয়বিদারক সিরিজ।১. আজারবাইজান এয়ারলাইনস ফ্লাইট 28243 - এমব...
01/01/2025

মাত্র এক সপ্তাহে পাঁচটি প্লেন ক্র্যাশ🥹
বিমান দুর্ঘটনার একটি হৃদয়বিদারক সিরিজ।
১. আজারবাইজান এয়ারলাইনস ফ্লাইট 28243 - এমব্রার ইআরজে-190AR, বিমানটি বিধ্বস্ত, সন্দেহভাজনভাবে গুলিবিদ্ধ, ৩৮ জন
২। জেজু এয়ার ফ্লাইট 2216 - বোয়িং 737-800, ক্র্যাশ ল্যান্ডিং, ল্যান্ডিং গিয়ার ত্রুটি, ল্যান্ডিং গিয়ারের ত্রুটি, ল্যান্ডিং গিয়ারের মধ্যে আটকে থাকা একটি পাখি কারণে - 179 জন প্রাণহানি।
৩। কেএলএম ফ্লাইট 1204 - বোয়িং 737-800, অসলোতে উড্ডয়নের পরে কিছুক্ষণের মধ্যেই স্কিড হয়ে গেছে, হাইড্রলিক ব্যর্থতা, কোন মৃত্যু নেই।
৪. এয়ার কানাডা 2259 - ড্যাশ 8-400, একটি জরুরী অবতরণের সময় আগুন ধরেছিল, তার ল্যান্ডিং গিয়ার ত্রুটিপূর্ণ হওয়ার পর, শনিবার রাতে নোভা স্কটিয়াতে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে রানওয়ে বরাবর স্কিডিং, শনিবার রাতে, কোন প্রাণহানি হয়নি।
৫। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে জাজিরাহ এভিয়েশন ক্লাবের একটি হালকা বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। দুঃখজনকভাবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট ও কো-পাইলট।

মধ্যপ্রাচ্যে দেশ আরব আমিরাতের দুবাইয়ে ড্রাইভার পদে  প্রবাসীদের চাকরির সুযোগ...চাকরির বিস্তারিত দেখুন 👉🏻 https://wp.me/pg...
31/12/2024

মধ্যপ্রাচ্যে দেশ আরব আমিরাতের দুবাইয়ে ড্রাইভার পদে প্রবাসীদের চাকরির সুযোগ...
চাকরির বিস্তারিত দেখুন 👉🏻 https://wp.me/pg7SRa-3ga

বিঃদ্রঃ - শুধুমাত্র প্রবাসে অবস্থানরত প্রবাসীদের জন্য এ চাকরি প্রযোজ্য।

সতর্কবার্তাঃ অনুগ্রহ করে প্রবাসীরা মনে রাখবেন, আমরা কখনোই চাকরির বিনিময়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করি না। যদি কেউ আপনার কাছে টাকা চায়, তাহলে তা একটি প্রতারণা বলে মনে করবেন।

যেভাবে যোগাযোগ করবেনঃ ওমান এবং বিশ্বের অন্যান্য প্রান্তে থাকা প্রবাসী ভাইয়েরা লিঙ্ক এ ক্লিক করলে সাইট এ যোগাযোগের জন্য ঠিকানা ও নাম্বার পাবেন...

দয়া করে কল না দিয়ে হোয়াটসঅ্যাপ এ ডকুমেন্টস পাঠান, যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে লিংকে ক্লিক করুন...

ছবিটি আয়েশা (রাযি.)-এর ঘরের অনুচিত্র। ডানপাশে কবরের মতো যে অংশগুলো দেখছেন, এগুলো নবীজি ﷺ, তাঁর প্রিয় সাথিদ্বয় আবু বকর সি...
31/12/2024

ছবিটি আয়েশা (রাযি.)-এর ঘরের অনুচিত্র। ডানপাশে কবরের মতো যে অংশগুলো দেখছেন, এগুলো নবীজি ﷺ, তাঁর প্রিয় সাথিদ্বয় আবু বকর সিদ্দিক এবং উমর ইবনুল খাত্তাব (রাযি.)-গণের কবর।

এখানে যে অরিয়েন্টেশনে সাজানো, বাস্তবে কবরগুলো ঠিক সেভাবেই আছে। পাশের বিছানাটায় আমাদের মা আয়েশা (রাযি.) থাকতেন। আল্লাহর রাসূল ﷺ এবং তাঁর পিতা আবু বকরকে কবর দেওয়ার পরও।

আয়েশা (রাযি.) বলেন:
‘আমার যে ঘরে আল্লাহর রাসূল ﷺ এবং আমার বাবা আবু বকর (রাযি.)-কে দাফন করা হয়েছে, আমি সেই ঘরে প্রবেশ করতাম। পর্দা ছাড়াই প্রবেশ করতাম এবং নিজেকে বলতাম, এখানে শুধু আমার স্বামী আর বাবা আছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন উমার (রাযি.)-কেও এখানে দাফন করা হলো, আল্লাহর কসম, আমি পর্দা ছাড়া একদিনও প্রবেশ করিনি। আর এটা ছিল উমারের প্রতি আমার লজ্জা।’

এই বানানো অনুচিত্রটি মদিনায় দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। সত্যিকার ছবি পাওয়া দুর্লভ। কারণ, আয়েশা (রাযি.)-এর ঘরের অনেকগুলো দেয়ালে চারদিক ঘিরে রাখা হয়েছে।

সংগৃহীত

Address

Office 389/B, 7th Floor, DIT Road, West Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City News:

Videos

Share