City News

City News Most Popular Bangla Multimedia portal

রোনালদোকে এভাবে দেখার অপেক্ষায় আছেন তার মুসলিম ফ্যানরা...
20/12/2024

রোনালদোকে এভাবে দেখার অপেক্ষায় আছেন তার মুসলিম ফ্যানরা...

ঢাকা বিমানবন্দরের পাশে রিকশা চালান হৃদয়। প্রতিদিন মাথার উপর দিয়ে বিমান ও হেলিকপ্টার উড়তে দেখে তার জীবনের স্বপ্ন জাগে হেল...
19/12/2024

ঢাকা বিমানবন্দরের পাশে রিকশা চালান হৃদয়। প্রতিদিন মাথার উপর দিয়ে বিমান ও হেলিকপ্টার উড়তে দেখে তার জীবনের স্বপ্ন জাগে হেলিকপ্টারে উড়ার। কিন্তু এতো টাকা কীভাবে জোগাড় করবেন? এমন খবর শোনার পর সম্পূর্ণ ফ্রিতে তার সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসে Probashir Helicopter । আজ (১৯ ডিসেম্বর) হৃদয়কে হেলিকপ্টারে ঢাকা শহর ঘুরিয়ে দেখানো হয়। নিজের স্বপ্ন পুরন করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন হৃদয়।

The history of   began with the discovery of two critical principles: The first is camera obscura image projection, the ...
19/12/2024

The history of
began with the discovery of two critical principles: The first is camera obscura image projection, the second is the discovery that some substances are visibly altered by exposure to light[2]. There are no artifacts or descriptions that indicate any attempt to capture images with light sensitive materials prior to the 18th century.
View from the Window at Le Gras 1826 or 1827, believed to be the earliest surviving camera photograph.[1] Original (left) and colorized reoriented enhancement (right).
Around 1717, Johann Heinrich Schulze used a light-sensitive slurry to capture images of cut-out letters on a bottle. However, he did not pursue making these results permanent. Around 1800, Thomas Wedgwood made the first reliably documented, although unsuccessful attempt at capturing camera images in permanent form. His experiments did produce detailed photograms, but Wedgwood and his associate Humphry Davy found no way to fix these images.
In 1826, Nicéphore Niépce first managed to fix an image that was captured with a camera, but at least eight hours or even several days of exposure in the camera were required and the earliest results were very crude. Niépce's associate Louis Daguerre went on to develop the daguerreotype process, the first publicly announced and commercially viable photographic process. The daguerreotype required only minutes of exposure in the camera, and produced clear, finely detailed results. On August 2, 1839 Daguerre demonstrated the details of the process to the Chamber of Peers in Paris. On August 19 the technical details were made public in a meeting of the Academy of Sciences and the Academy of Fine Arts in the Palace of Institute. (For granting the rights of the inventions to the public, Daguerre and Niépce were awarded generous annuities for life.)[3][4][5] When the metal based daguerreotype process was demonstrated formally to the public, the competitor approach of paper-based calotype negative and salt print proce
এর ইতিহাস
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ মুদ্রণ প্রসের প্রতিযোগী দৃষ্টিভঙ্গি

আসমান থেকে পৃথিবীর যেই স্থানে শান্তি নাজিল হয়
18/12/2024

আসমান থেকে পৃথিবীর যেই স্থানে শান্তি নাজিল হয়

দরদি ও আবেগঘন কণ্ঠে কুরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত ড. শায়খ আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি। যিনি খুব শৈ...
18/12/2024

দরদি ও আবেগঘন কণ্ঠে কুরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত ড. শায়খ আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি। যিনি খুব শৈশবকাল থেকেই নিষ্কুলুষ জীবন-যাপনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

বর্তমানে তিনি মুসলিম উম্মাহর দুই পবিত্রতম স্থান মসজিদ আল-হারাম (কাবা শরিফ) ও মসজিদে নববি’র (মদিনা) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। যা মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় প্রভাব রাখবে-
> তার পূর্ণাঙ্গ নাম : আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস –সুদাইস।
> জন্ম : ১০ ফেব্রুয়ারি ১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। তিনি ‘আনাজ কালন’ আরব উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। তার পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম ফাহদা রউফ।
> কুরআন হিফজ : ১২ বছর বয়সেই তিনি পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন।
> শিক্ষাগত যোগ্যতা-
- ১৯৭৯ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
- ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন।
- ১৯৮৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পড়াশোনা সম্পন্ন করেন।
- ১৯৯৫ সালে তিনি ‘ইসলামি শরিয়াহ’ বিষয়ে (পিএইচডি) ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
> কর্মজীবন : তিনি পড়াশোনা শেষে নিজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তারপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
> ইমামে দায়িত্ব : ১৯৮৪ সালে তিনি কাবা শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হন। একই বছর জুলাই মাসে তিনি প্রথম পবিত্র কাবা শরীফে জুমআর খোতবা দেন। তখন তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
> সেরা ইসলামিক ব্যক্তিত্ব : ২০০৫ সালে বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে ‘ইসলামিক পারসনালিটি অব দ্য ইয়ার’ (Islamic Personality Of the Year) নির্বাচিত হন। বিশ্বব্যাপী তিনি ইসলাম বিদ্বেষীদের সামনে সন্ত্রাসবাদ ও বোমা হামলা বিষয়ে ভুল ধারণা নিরসন এবং ইসলামের শান্তিপূর্ণ অবস্থানের কথা স্পষ্ট করেন।
> মক্কা ও মদিনার দায়িত্ব ও মন্ত্রীর পদমর্যাদা লাভ : ২০১২ সালে মন্ত্রীর পদমর্যাদায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন।
উল্লেখ্য যে, শায়খ সুদাইসি বিশ্বাস করেন যে, তার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম হিসেবে কবুল করেছেন। কারণ ছোট বেলায় তার মা এ বলে দোয়া করেছিলেন যে, ‘আল্লাহ তোমাকে হারামাইনের ইমাম বানিয়ে দিন।’

আজ (১৭ ডিসেম্বর) বাবা মায়ের স্বপ্ন পূরণে Probashir Helicopter   নিয়ে বাড়ি গেলেন রেমিট্যান্স যোদ্ধা সোহেল রানা সাহেব। দেশ...
17/12/2024

আজ (১৭ ডিসেম্বর) বাবা মায়ের স্বপ্ন পূরণে Probashir Helicopter নিয়ে বাড়ি গেলেন রেমিট্যান্স যোদ্ধা সোহেল রানা সাহেব।

দেশের সবচেয়ে কম টাকায় বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার
01797-577533 অথবা +8801849920409
বিজয়ের মাসে আমাদের ৫ হাজার টাকার অফার রুটের মধ্যে রয়েছে:
> ১৯ ডিসেম্বর দোহার টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ টু ফরিদপুর (নগরকান্দা) ৫হাজার টাকা।
> ২০ ডিসেম্বর মাদারিপুর টু নারায়ণগঞ্জ ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর ঢাকা টু নারায়ণগঞ্জ ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২২ ডিসেম্বর ঢাকা টু মাদারীপুর ৫ হাজার টাকা।
> ২২ ডিসেম্বর মাদারীপুর ঢাকা ৫ হাজার টাকা।
> ২৪ ডিসেম্বর ঢাকা টু কুমিল্লা হাজার টাকা।
> ২৪ ডিসেম্বর কুমিল্লা টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৭ ডিসেম্বর ঢাকা টু মাগুরা ৫ হাজার টাকা।
> ২৭ ডিসেম্বর মাগুরা টু ঢাকা ৫ হাজার টাকা।
> ৩০ ডিসেম্বর ঢাকা টু সিলেট ৭০ হাজার টাকা।
> ১২ জানুয়ারি বি বাড়িয়া টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি মাদারীপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
ভাড়া জনপ্রতি।
★ এই অফার নির্ধারিত তারিখ ও নির্ধারিত রুটের জন্য প্রযোজ্য।
★ দুই বছরের অধিক বয়সের জন্য টিকিট প্রযোজ্য।
আপনার বিয়ে, জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া নিতে যোগাযোগ করুন আমাদের সাথে।
---------------------------------------------------------------------
নোট:
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন, আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি-
* জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি। সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
* এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
* যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে আপনিও বিভ্রান্ত হবেন, কষ্ট পাবেন এবং আমাদের ভুল বুঝবেন। অফারগুলো ভালো করে পড়ার অনুরোধ রইলো।
#প্রবাসীর_হেলিকপ্টার #

আসসালামু আলাইকুম। শুভ সকাল🌹
17/12/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল🌹

আজ মহান বিজয় দিবসের সবচেয়ে বড় কনসার্ট দেখুন সরাসরি...
16/12/2024

আজ মহান বিজয় দিবসের সবচেয়ে বড় কনসার্ট দেখুন সরাসরি...

Live 🔴 | মহান বিজয় দিবসের কনসার্ট | Victory Day Concert | সবার আগে বাংলাদেশ | Probash Time "Probash...

পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ স...
16/12/2024

পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে কুরআন তেলাওয়াত করে একাত্তরের শহীদদের জন্য দোয়া করেছে কওমি মাদরাসা ছাত্ররা।
16/12/2024

বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে কুরআন তেলাওয়াত করে একাত্তরের শহীদদের জন্য দোয়া করেছে কওমি মাদরাসা ছাত্ররা।

নামমাত্র দামে বনশ্রীর সন্নিকটে দৃষ্টিনন্দন ডেকোরেশনকৃত শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রি করবে Probashir City  বিস্তারিত: ✅ ৩টি ব...
15/12/2024

নামমাত্র দামে বনশ্রীর সন্নিকটে দৃষ্টিনন্দন ডেকোরেশনকৃত শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রি করবে Probashir City

বিস্তারিত:
✅ ৩টি বেড রুম।
✅ ৩টি ব্যালকনি।
✅ ড্রয়িং কাম ডাইনিং।
✅ জিপসাম ও দৃষ্টিনন্দন ইন্ট্ররিয়র ডিজাইন।
✅ ৩ টি বাথরুম।
✅ কেবিনেট করা কিচেনহুডসহ রান্নাঘর।
✅ ২টি লিফট।
✅ কমিউনিটি সেন্টার (মালিকানা থাকবে)।
✅ জেনারেটর সুবিধা।
✅ ৬০০ ফিট ডিপ পানির পাম্প।
✅ ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যাবস্থা।
✅ ১০ তলা ভবন।
✅ ফ্ল্যাটের সাইজ ১৩০০ স্কয়ার ফিট।
✅ ১২ বছরের গ্যারান্টিযুক্ত উন্নত মানের ফিটিংস।
✅ রেজিস্ট্রিসহ প্যাকেজ মূল্য- ৯০ লাখ টাকা।
✅ ফ্ল্যাটের অবস্থান- চতুর্থ তলা।
✅ চমৎকার বিশাল ছাঁদবাগান, চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ।
লোকেশন: বনশ্রী, ত্রিমোহনী বাসস্ট্যান্ড (মেইন রোড থেকে পায়ে হেটে দুই মিনিটের দূরত্ব)
ফ্ল্যাট ভিজিট / বুকিং করতে যোগাযোগ করুন
+8801897999981
+8801797-577533
+8801849920409

,
,
,
,
,
,
,
,
,
,
,
#ফ্লাট_বিক্রি
#জমি_কেনা_বেচা
#ফ্ল্যাট

আপনি কি জানেন? ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে ...
14/12/2024

আপনি কি জানেন? ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নাড়াচাড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয়। কীডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা।
আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে। আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন..?তাই সর্বাবস্থায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন।🤲আলহামদুলিল্লাহ

এটি ইউরোপের দৃশ্য নয়, বাংলাদেশের শ্রীমঙ্গলের দৃশ্য......
14/12/2024

এটি ইউরোপের দৃশ্য নয়, বাংলাদেশের শ্রীমঙ্গলের দৃশ্য......

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহ...
14/12/2024

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা এ শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
প্রধান উপদেষ্টা বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে গুম ও হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লা কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বী, আবদুল আলীম চৌধুরী, সিরাজুদ্দীন হোসেন, সেলিনা পারভীন এবং ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাসহ আরও অনেকে।
বাঙালি জাতিকে মেধাশূন্য করাই হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ছবি: সিএ প্রেস উইং

13/12/2024

কুয়াশায় মোড়ানো আকাশে ভ্রমণ করুন প্রবাসীর হেলিকপ্টারে।
বিজয়ের মাসে আমাদের ৫ হাজার টাকার অফার রুটের মধ্যে রয়েছে:
> ১৭ ডিসেম্বর টাঙ্গাইল টু ঢাকা ৫ হাজার টাকা।
> ১৯ ডিসেম্বর দোহার টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ টু ফরিদপুর (নগরকান্দা) ৫হাজার টাকা।
> ২০ ডিসেম্বর মাদারিপুর টু নারায়ণগঞ্জ ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর ঢাকা টু নারায়ণগঞ্জ ৫ হাজার টাকা।
> ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৭ ডিসেম্বর ঢাকা টু মাগুরা ৫ হাজার টাকা।
> ২৭ ডিসেম্বর মাগুরা টু ঢাকা ৫ হাজার টাকা।
> ৩০ ডিসেম্বর ঢাকা টু সিলেট ৭০ হাজার টাকা।
> ১২ জানুয়ারি বি বাড়িয়া টু ঢাকা ৫ হাজার টাকা।
> ২৯ জানুয়ারি মাদারীপুর টু ঢাকা ৫ হাজার টাকা।
ভাড়া জনপ্রতি।
★ এই অফার নির্ধারিত তারিখ ও নির্ধারিত রুটের জন্য প্রযোজ্য।
★ দুই বছরের অধিক বয়সের জন্য টিকিট প্রযোজ্য।
আপনার বিয়ে, জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। +8801797577533 অথবা +8801849 920409
---------------------------------------------------------------------
নোট:
প্রবাসীর হেলিকপ্টারের সম্মানিত যাত্রীগন, আমরা অত্যন্ত সুনাম এবং সম্মানের সাথে আপনাদের সেবা দেয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার ভ্রমনে- অফার এবং রেট নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনাদের জন্য বলছি-
* জনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার টাকায় আমরা হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রেখেছি। সেটি অবশ্যই আমাদের পোস্ট করা অফারে যে গন্তব্য, দিন, তারিখ সময় উল্লেখ থাকে- তার সাথে আপনার মিলতে হবে।
* এছাড়া আমাদের অন্যান্য অফারগুলোতেও আমাদের দেয়া গন্তব্য, ফ্লাইং এরিয়া, দূরত্ব প্রযোজ্য।
* যারা রিজার্ভ নিয়ে গন্তব্যে যান তাদের জন্য, হেলিকপ্টার এভেইলেবল থাকা, দূরত্ব, সময়, দিন, তারিখ, আবহাওয়া এবং কয় সিটের কপ্টার নিচ্ছেন ইত্যাদি হিসেব করে রেট দেয়া হয়।
সুতরাং একটি অফারের সাথে আরেকটি গুলিয়ে ফেললে আপনিও বিভ্রান্ত হবেন, কষ্ট পাবেন এবং আমাদের ভুল বুঝবেন। অফারগুলো ভালো করে পড়ার অনুরোধ রইলো।

#প্রবাসীর_হেলিকপ্টার #

12/12/2024

'ওবায়দুল কাদের মা*রা গেছেন' ? যা জানা গেল

বিস্তারিত দেখুন- https://probashtime.net/news/100890/

12/12/2024

গু'ম খু'নের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি| City News | Rab

এই ছবিটি তার বাস্তব উদাহরণ!!                                  বাড়ি, গাড়ি,সুন্দর চেহারা, স্বাস্থ্য,চিরদিন থাকেনা, একটা ...
11/12/2024

এই ছবিটি তার বাস্তব উদাহরণ!! বাড়ি, গাড়ি,সুন্দর চেহারা, স্বাস্থ্য,চিরদিন থাকেনা, একটা সময় ফুরিয়ে যায়,, অহংকার করো না,
তোমার চেয়ে শক্তিশালী লোকেরা বেঁচে নেই।
তোমার চেয়ে টাকার মালিক যারা বেঁচে নেই,
তোমার চেয়ে সম্মানী ব্যক্তি ও বেঁচে নেই,
এমনও লোক দেখেছি যার আঙ্গুলের ইশারায় একটি সম্রাজ্য উঠতো আর বসতো
তিনিও বেঁচে নেই।
থেমে যাও এখানেই একটি মাটির কবর ছাড়া একদিন অহংকার করার মত কিছু থাকবে না.....

#প্রবাসীর_হেলিকপ্টার

Address

Office 389/B, 7th Floor, DIT Road, West Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when City News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City News:

Share