Safayet

Safayet হালকা বিনোদন 😁

11/12/2024

মানুষের ক্ষ'তি করাটাও এক প্রকারের ঋণ। প্রকৃতির নিয়মে ফেরত আসবেই।

পাশে থাকলেইসবাই আপন হয়ে যায় না,,নবাবের পাশেওমীর জাফর ছিলো
10/12/2024

পাশে থাকলেই
সবাই আপন হয়ে যায় না,,নবাবের পাশেও
মীর জাফর ছিলো

মারা*ত্মক সুন্দর
09/12/2024

মারা*ত্মক সুন্দর

28/11/2024

অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই! হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে। তবে ক্ষতি হবেই, কারণ.. প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়!!!

27/11/2024

সবাই নানির জন্য দোয়া করবেন

26/11/2024

আহ কি ডান্স গো 🙈

মাত্র ২০০ টাকার জন্য জীবনের এই অপূর্ণ ইচ্ছাটা বাকি রাখতে চাই না!
26/11/2024

মাত্র ২০০ টাকার জন্য জীবনের এই অপূর্ণ ইচ্ছাটা বাকি রাখতে চাই না!

23/11/2024

গ্রামের মেয়েদের নাচ অনেক সুন্দর
না দেখলে মিস করবেন 😁🙈

23/11/2024

বড় নেতা হওয়ার চেয়ে,
নিজ গ্রামে, নিজ সমাজে, একজন ভালো ব্যক্তি হওয়া, অনেক উত্তম।।

21/11/2024

যে মানুষ নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতিতে লিপ্ত থাকে। সে মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না।

21/11/2024

বেশিরভাগ বাবা-মায়ের ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে। উনারা হয় অসুস্থ হয়ে যান, নাহয় দুনিয়া ছেড়ে চলে যান!"

20/11/2024

শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি জীবনে যাদের উপকার করবেন, তারাই এক সময় আপনার শত্রু হবে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।

04/11/2024

কথা কোনদিন চাপা থাকে না, কোন না কোন ভাবে প্রকাশ হয়ে যায় ঠকালে ঠকিতে হবে এইটা নিশ্চিত ধরে রাখুন, আল্লাহ এক দিন সব দেখাবেন, 🤲

22/10/2024

উপহার পেতে কার না ভালো না লাগে

19/10/2024

ইউ এস বাংলা এয়ারলাইনস বিমান এর নমুনা স্বরূপ

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ ...
19/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

মো: সাফায়েত উল্লাহ

18/10/2024

US-Bangla Airlines

17/10/2024

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম !
টিভির শোরুমের সামনে বাংলাদেশের খেলা দেখে একটু দাড়াঁলাম , কে জানি পিছন থেকে ছবি তুলে ক্যাপশন দিছে সাধ আছে সাধ‍্য নাই ! কেমনটা লাগে ?🙂

Address

Dhaka

Telephone

+8801725150363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safayet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safayet:

Videos

Share

Nearby media companies