তুই - Tui

তুই - Tui তুই বলে একটা কিছু থাকুক জীবনে💝 ALAAQ Media It is a personal Page,ALAAQ Media Islamic songs Creator, poems, mahfils, as well as Islamic content.

Every video on this channel is from ALAAQ Media, thanks

03/10/2024
14/09/2024

জার্নাল ১৯৭১
কবি- মোহাম্মদ মনিরুজ্জামান

আবার বুকের রক্তে বাংলার শ্যামল প্লাবিত,
যেন কোনো সবুজাভা নেই আর, সকল সবুজে
ছোপ ছোপ লাল রক্ত, আর সেই
সবুজের বক্ষদীর্ণ রক্তের গোলকে
সোনার বাংলার ছবি
মুহূর্তে পতাকা হয়ে দোদুল বাতাসে:
হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, ব্যাংক,
মুদির দোকান,
বাংলার সকল ভবনে, কুঁড়েঘরে,
জনতার হাতে হাতে
সাত কোটি বাঙালির বুকের শোনিত আঁকা
উড্ডীন পতাকা।
কারফিউ, বেয়নেট, বুলেট, মেশিনগান
আর কত রক্ত নেবে বল! সব রক্তধারা
এই বাংলার সবুজ পটে
বিপুল প্রগাঢ় এক লাল বৃত্তে
হয়ে যায়, হয়ে যাচ্ছে যাবে;
শত নদনদী ধৌত উর্বর শ্যামল বাংলা
ক্রমে ক্রমে প্রতিরোধে জমাট দুর্জয়;
সাত কোটি ব্যারিকেড
রক্তাক্ত তরুণ সূর্য
দুর্ভেদ্য অজেয়।
বাংলার বুকে উদ্যত বেয়নেট
ঘরে ঘরে তাই প্রস্তুত প্রতিরোধ;
চির দুর্মম সাত কোটি ব্যারিকেড
রক্তের ঋণ রক্তেই হবে শোধ।
দৃঢ়প্রতিজ্ঞা নাড়া দেয় জনতাকে;
জাগে প্রত্যয় প্রতিটি শহরে গ্রামে
সব সংশয় উত্তরণের ডাকে
বাঙালি শোণিত প্রস্তুত সংগ্রামে।
কোনোখানে কেউ বিমর্ষ নয় শোকে
মৃত্যুর ভয়ে বিচলিত কেউ নয়,
জনতার জয় সে কার সাধ্য রোখে
মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যূঞ্জয়।

ঘাতকের চোখে আড়াল নেই তো কোনো
অত্যাচারীর মুখোশ পড়েছে খুলে;
শেষ যুদ্ধের বন্ধুরা আজ শোনো,
শাণিত শপথ ঋজু হাতে নাও তুলে।
অন্ধকার তো ঘোচে না অন্ধকারে
সূর্যপ্রখর দীপ্তির প্রয়োজন
তাই তো মশাল জ্বেলেছি প্রাণের স্বরে
স্লোগানে দীর্ণ কারফিউ তর্জন
ব্যর্থ সকল সন্ত্রাসী গর্জন
কাঁপায় না আর জনতার চিত্তকে
করবেই জানি শোষিতেরা অর্জন
মুক্তিপ্রতিম রক্তিম বৃত্তকে
আস্ফালকের পালাতক পদরেখা
বুকের শোণিতে করেছি সুচিহ্নিত
কোথায় পালাবে মুছে সে রক্ত-লেখা
এবার যে তার বিনাশ সুনিশ্চিত।

11/09/2024
ক্লান্তিরাও সুন্দর যেখানে...
17/08/2024

ক্লান্তিরাও সুন্দর যেখানে...

17/08/2024
16/08/2024

ভালো থাকিস প্রিয় আমার
ভালো থাকিস তুই,
আমার চোখের বৃষ্টি কণায়
ভিজবে এবার জুঁই।

আমি বরং গায়ের চাদর, তোমার যেদিন দারুণ জ্বর। #তুই  #তুইtui  ゚viralシ
14/07/2024

আমি বরং গায়ের চাদর, তোমার যেদিন দারুণ জ্বর।

#তুই #তুইtui ゚viralシ

ভালবাসা সুন্দর ফুলের মত।
07/07/2024

ভালবাসা সুন্দর ফুলের মত।

In Huaibei City in eastern China, humanity seems to be achieving a harmonious coexistence with nature, and the power of ...
06/07/2024

In Huaibei City in eastern China, humanity seems to be achieving a harmonious coexistence with nature, and the power of restoration and renewal is shining a light on the city's journey of transformation. Nanhu Wetland Park, once a desolate coal mine subsidence area, has been reborn as a vibrant sanctuary for wildlife. This thriving haven not only welcomes diverse wildlife but also embraces a brighter, eco-friendly future for all.

তুই এমন, আমি চাই যেমন!
02/07/2024

তুই এমন,
আমি চাই যেমন!

30/06/2024

প্রেম,
পাওয়ার আগে মনে হবে
পেতেই হবে!
আর পেয়ে গেলে মনে হবে
পেলাম কেন?

তোর মতই....
30/06/2024

তোর মতই....

তুমি সুন্দর, তাই চেয়ে থাকি...
28/06/2024

তুমি সুন্দর, তাই চেয়ে থাকি...

27/06/2024

যে লোভী,
সে কোনো দিন
ভালো মানুষ
হতে পারে না।

তোর মত কে আছে আর...
27/06/2024

তোর মত কে আছে আর...

তুই ছুয়ে দিলে...
26/06/2024

তুই ছুয়ে দিলে...

তোমার ভালোবাসা আমার কাছে অভিসাপের মতো।এই বিষাক্ততা আমাকে জীর্ণ গাছের মতো বোবা করে রাখে।তোমার প্রতিশ্রুতির তীর বিদীর্ণ কর...
18/05/2024

তোমার ভালোবাসা আমার কাছে অভিসাপের মতো।
এই বিষাক্ততা আমাকে জীর্ণ গাছের
মতো বোবা করে রাখে।
তোমার প্রতিশ্রুতির তীর বিদীর্ণ করেছে
আমার বিশ্বাসকে-
ভাঙা কাঁচ হয়ে পড়ে রয়েছি
সপ্তর্ষীমণ্ডলের নিচে।
আগের মতো আকাশগঙ্গায় আর
শুক্র গ্রহকে দেখতে পাই না।
অভিশপ্ত শামুক হয়ে জড়িয়ে ধরি না কাউকে।
এখন ভয় হয় যদি আবার-
আমার বুকের বাম পাশে কান রাখলে
পলাশীর যুদ্ধ শোনা যায়।
ভালোবাসা যুদ্ধের চেয়েও ভয়ংকর--
কেন না....
যুদ্ধে গোলাবারুদের শব্দে সতর্ক হওয়া যায়।
কিন্তু, ভালোবাসা নিঃশব্দে সকলকে শেষ করে দেয়।

কৃষ্ণচূড়া 💓
13/05/2024

কৃষ্ণচূড়া 💓

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when তুই - Tui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুই - Tui:

Videos

Share

Category