Nursing School

Nursing School Helpful
Self-defence

03/05/2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর 🔥🔥

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

প্রশ্ন : বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

প্রশ্ন : বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।

প্রশ্ন : বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

প্রশ্ন : বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

প্রশ্ন : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।

প্রশ্ন : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

প্রশ্ন : ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।

প্রশ্ন : ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

প্রশ্ন : যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।

প্রশ্ন : বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

প্রশ্ন : ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

প্রশ্ন : বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

প্রশ্ন : আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

প্রশ্ন : কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব

প্রশ্ন : ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন

প্রশ্ন : ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

প্রশ্ন : কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

প্রশ্ন : বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

প্রশ্ন : বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।

প্রশ্ন : বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

প্রশ্ন : বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

প্রশ্ন : ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

প্রশ্ন : বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

প্রশ্ন : বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল।

প্রশ্ন : বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে।

03/05/2024

বাংলাদেশ বিষয়াবলীঃ
-------------------------------
১) ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় – ৬ জুলাই ২০১৮
২) বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস – ৮ জুলাই ২০১৮
৩) বর্তমান অর্থ সচিব – আবদুর রউফ তালুকদার
৪) বর্তমান মহা হিসাব নিরীক্ষক – মোহাম্মদ মুসলিম চৌধুরী, ১২ তম
৫) DMP ‘ র বর্তমান থানার সংখ্যা – ৫০ টি
৬) DMP ‘র ৫০ তম থানা – হাতিরঝিল, ৭ জুলাই ২০১৮ থেকে কার্যক্রম
৭) বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -২৩১ জন
৮) আবহাওয়া বিল ২০১৮ পাস হয় – ৪ জুলাই ২০১৮
৯) বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা – ৫৮ টি
১০) দেশের ৫৮ তম তফসিলিভুক্ত ব্যাংকের নাম – প্রবাসী কল্যান ব্যাংক
১১) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা – ৯ টি
১২) ২০১৮ সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান – ১১৫ তম
১৩) অভ্যন্তরীন মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৩য়
১৪) চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৫ম
১৫) বাংলাদেশ বিশ্বের ই পাসপোর্টের যুগে – ১১৯ তম দেশ
১৬) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ২ টি জাহাজের নাম – এমভি বাংলার জয়যাত্রা ও এমভি বাংলার সমৃদ্ধি
১৭) বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা – ১,১২৯ টি
১৮) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী – ২৬ মার্চ ২০২১ সালে
১৯) বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী – ১৬ ডিসেম্বর ২০২১ সালে
২০) ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয় – ৩,৬৬৬.৮১ কোটি মা.ডলার
২১) ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি – ৫.৮১%
২২) ২০১৭-১৮ অর্থ বছরে সর্বাধিক রপ্তানি করা হয় – যুক্তরাষ্ট্রে
২৩) ২০১৭-১৮ অর্থবছরের পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাত – তৈরি পোশাক
২৪) রোহিঙ্গাদের ওপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – “ A Pair of Sandal “
২৫) ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নির্মিতব্য চলচ্চিত্র – “ গাঙ্গচিল”
২৬) কাঁকন বিবির জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নাম – “ কাঁকন বিবি “ অভিনেত্রী – সিমলা
২৭) বর্তমান বিশ্বে নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ২য় স্থানে – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২৮) হলি আর্টিজানে নিহিত পুলিশ সদস্যদের স্মরনে গুলশান পুরনো মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম – “ দৃপ্ত শপথ, ভাস্কর – মৃণাল হক
২৯) বাংলাদেশে চরম দারিদ্র্যের লোক সংখ্যা – ১ কোটি ৬৭ লক্ষ, মোট জনসংখ্যার -১০.৫%
৩০) এটলাস পদ্ধিতিতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় – ১,৪৭০ মা. ডলার ( বিশ্বব্যাংক)
৩১) বৈশ্বিক দাসত্ব সূচকে ১৬৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান – ৯২ তম
৩২) বাংলাদেশে দাসত্ব ভূক্ত জনসংখ্যা – ৫,৯২,০০০ জন, হাজারে -৩.৬৭ জন
৩৩) বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে – ২৫ ধরনের
৩৪) বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা – ১,৩৩, ৯০১ টি, সরকারি – ৩৮,৫৬৯ টি
৩৫) “ বিহঙ্গ দ্বীপ “ অবস্থিত – বলেশ্বর নদের বুকে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় , ১৫০ কি.মি
৩৬) “ বিহঙ্গ দ্বীপের “ স্থানীয় নাম – “ ধানসির চর
৩৭) বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র – ঢাকায়
৩৮) ২০১৭-১৮ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পন্য রপ্তানি হয় – ১০২.৫৫ কোটি ডলারের
৩৯) বাংলাদেশে মোট যতটি পন্যের মান বাধ্যতামূলক করেছে BSTI – ১৯৪ টি
৪০)সংবিধানের ১৭ তম সংশোধনীততে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে – ২৫ বছর
৪১) নজরুল পদক ২০১৮ পেয়েছেন – শাহীন সামাদ ও সুমন চৌধুরী
৪২) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এ আজীবন সম্মাননা পেয়েছেন – ববিতা ও ফারুক
৪৩) ৫৯ তম আন্তর্জাদিক গনিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সোনা জয় করেন – আহমেদ জাওয়াদ চৌধুরী
৪৪) ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র – হালদা
৪৫) বাংলাদেশ নারী ক্রিকেটদল প্রথমবারের মতো টি ২০ সিরিজ জিতে – আয়ারল্যান্ডের বিরুদ্ধে
৪৬) ৭ম নারী এশিয়া কাপ টি ২০ ক্রিকেট চ্যাম্পিয়ন – বাংলাদেশ
৪৭) ২০১৮ সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার – ঔষধ
৪৮) গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ – ১৩৫ তম
৪৯) দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে – ২০৪১ সালের মধ্যে
৫০) নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস – “ দ্য টু আওয়ার জব ডটকম”
৫১) নতুন দুদক চেয়ারম্যান – মো.মোজাম্মেল হক খান
৫২) বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র – “ অজ্ঞাতনামা”
৫৩) বর্তমানে দেশে সেবা খাত রয়েছে – ২১ টি
৫৪) নারী আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন – ফাহিমা খাতুন
৫৫) নিউইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল – সাদিয়া ফয়জুননেসা
৫৬) কানাডায় প্রথম বাংলাদেশি বা নারী এমপি – ডলি
৫৭) ফ্রান্সের এক পৌরসভায় প্রথম বাংলাদেশী নারী মেয়র – শারমিন হক আবদুল্লাহ
৫৮) অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় – ১৭৫২ মা.ডলার
৫৯) দেশের ১০ম টেস্ট অধিনায়ক – মাহমুদুল্লাহ রিয়াদ
৬০) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ – স্টিভ রোডস ( ইংল্যান্ড)
৬১) একুশে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করে – অস্ট্রেলিয়া
৬২) দেশে ফোর জি সেবা চালু হয় – ১৮ ফেব্রুয়ারি ২০১৮
৬৩) বিশ্বের পূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ – ৯২ তম
৬৪) ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষনা করা হয়েছে – ওয়াশিংটনে
৬৫) বায়ু দূষণে ঢাকা – ২য়
৬৬) সুখী দেশের তালিকায় বাংলাদেশ – ১১০ তম
৬৭) বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা – ৭২ তম
৬৮) ইউরোপে পোষাক রপ্তানিতে বাংলাদেশ – ২য়
৬৯) সামরিক পাওয়ার সূচকে বিশ্বে বাংলাদেশ – ৫৭ তম
৭০) টানা ৩ বার বিশ্ব সেরা NGO বাংলাদেশের – ব্র্যাক
৭১) দ্রুত সম্পসারনশীল শহরের তালিকায় ঢাকা – ১৯ তম
৭২) নতুন করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়েছে – ৩৮ জনকে
৭৩) দেশে HIV+ লোকের সংখ্যা – ৪,৬৬২ জন
৭৪) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর শ্রেষ্ঠ অভিনেতা – চঞ্চল চৌধুরী
৭৫) ২০১৭-১৮ অর্থ বছরের গড় মূল্যস্ফীতি ছিল – ৫.৭৮%
৭৬) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে “ হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট “ চালু করেছে – বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়
৭৭) দেশে বর্তমানে প্রতি ১০০ পরিবারের মধ্যে নারী প্রধান পরিবারের সংখ্যা -১৪ টি ( বিবিএস)
৭৮) বাংলাদেশ ভারত মৈত্রী ভবন – রাজশাহীতে
৭৯) পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ – ৭৫০ মিটার
৮০) ৩২ তম আন্তর্জাতিক ইন্টারনেট বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে – ঢাকায়
৮১) বাংলাদেশের ৫ম কৃষি শুমারী শুরু হয় – ১৭ জুলাই ২০১৮ থেকে

আন্তর্জাতিক বিষয়াবলীঃ
----------------------------------
৮২) যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ হয় – ৬ জুলাই ২০১৮ সালে
৮৩) ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তি হয় – ৯ জুলাই ২০১৮
৮৪) জাতিসংঘের অভিবাসন চুক্তি হয় – ১৩ জুলাই ২০১৮
৮৫) ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় – ১৬ জুলাই ২০১৮, হেলসিঙ্কি, ফিনল্যান্ডে
৮৬) বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি করে জাপান ইইউ – ১৭ জুলাই ২০১৮
৮৭) ইসরায়েরলকে “ ইহুদি জনগনের রাষ্ট্র “ ঘোষণা করে সংসদে বিল পাস করে দেশটি – ১৯ জুলাই ২০১৮
৮৮) শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় – ২৭ জুলাই ২০১৮
৮৯) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব – কুমি নাইডু
৯০) প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট – মারিও আব্দো বেনিয়েজ
৯১) মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট – আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডর
৯২) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর নতুন মহাপরিচালক – আন্তোনিও ভিটোরিনো ( পর্তুগাল)
৯৩) COMESA’র নতুন মহাসচিব – চিলিসে এমপুন্ডু কাপওয়াপে ( জাম্বিয়া)
৯৪) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা OECDএর বর্তমান সদস্য দেশ – ৩৬ টি, সর্বশেষ- লিথুনিয়া
৯৫) OPEC এর বর্তমান সদস্য দেশ – ১৫ টি, সর্বশেষ – কঙ্গো প্রজাতন্ত্র
৯৬) COMESA’র বর্তমান সদস্য দেশ – ৩৬ টি, সর্বশেষ -সুদান
৯৭) ৪র্থ BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – কাঠমান্ডু, নেপালে, ৩০ -৩১ আগস্ট, ২০১৮
৯৮) ২২ তম আন্তর্জাতিক AIDS সম্মেলন অনুষ্ঠিত হয় – আমস্টারডাম, নেদারল্যান্ড, ২৩-২৭ জুলাই, ২০১৮
৯৯) ১০ ম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – জোহানেসবার্গ, দ. আফ্রিকা, ২৫-২৭ জুলাই ২০১৮
১০০) ২০১৮ সালের ই গভর্নমেন্ট ডেভেলপেমেন্ট সূচকে শীর্ষ দেশ – ডেনমার্ক
১০১) সূচকে সর্বনিম্ন দেশ – সোমালিয়া
১০২) বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ – চীন
১০৩) স্বর্ণ মজুদে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
১০৪) বর্তমানে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ – মেক্সিকো
১০৫) অভ্যন্তরীন মাছ উৎপাদনে শীর্ষ দেশ – চীন
১০৫) চাষকৃত মাছ উৎপাদনে শীর্ষ দেশ – চীন
১০৬) মাছ রপ্তানিতে শীর্ষ দেশ – চীন
১০৭) ২০১৮ সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন – মাইকেল ওন্দাৎজ
১০৮) যে উপন্যাসের জন্য এই পুরস্কার পান – “ The English Patient “
১০৯) ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় – ফ্রান্স
১১০) ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন – হ্যারি কেন ( ইংল্যান্ড)
১১১) ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন – লুকা মডরিচ ( ক্রোয়েশিয়া)
১১২) যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী – জেরেমি হান্ট
১১৩) যুক্তরাজ্যের বর্তমান ব্রেক্সিট মন্ত্রী – ডমিনিক রাব
১১৪) ২৯ তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – ব্রাসেলস, বেলজিয়াম, ১১-১২ জুলাই, ২০১৮
১১৫) বর্তমানে UNESCO ‘র বিশ্ব ঐতিহ্যের সংখ্যা – ১,০৯২ টি স্থান রয়েছে
১১৬) বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য – ৮৪৫ টি
১১৭) বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য – ২০৯ টি
১১৮) ফিফা বিশ্বকাপ ২০১৮ তে সেরা গোল রক্ষকের পুরস্কার পান – থিবো কোর্তোয়া ( বেলজিয়াম)
১১৯) ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন – কিলিয়ান এমবাপ্পে ( ফ্রান্স)
১২০) ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে – ২১ নভেম্বর -১৮ ডিসেম্বর ২০২২, কাতারে
১২১) ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে -১০-২৫ সেপ্টেম্বর, ২০১৮, হাংঝু, চীনে
১২২) ২০ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে – ১৮ সেপ্টেম্বর -৩ অক্টোবর ২০১৮, নাগোয়া, জাপান
১২৩) বিশ্বের ক্ষমতাধর নারী রাষ্ট্রপ্রধান – অ্যাঙ্গেলা মারকেল, জার্মানি
১২৪) বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ ও নারী হলেন – বিল গেটস ও অ্যাঞ্জেলিনা জোলি
১২৫) বর্তমান বিশ্বে চরম দারিদ্যের দেশের শীর্ষে – নাইজেরিয়া
১২৬) বিশ্ব ব্যাংকে হিসেবে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – সুইজারল্যান্ড, ৮০, ৫০০ মা.ড
১২৭) বর্তমান বিশ্বে আধুনিক দাসত্বে শীর্ষ দেশ – উ. কোরিয়া
১২৮) বর্তমান বিশ্বে মানব পাচারে শীর্ষ দেশ – মিয়ানমার
১২৯) CPTPP চুক্তি হয় – ১১ দেশের মধ্যে
১৩০) ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে – ইরিত্রিয়া, ২৪ মে ১৯৯৩ সালে
১৩১) ইথিওপিয়ার প্রধানমন্ত্রী – আবি আহমেদ
১৩২) ইরিত্রিয়ার রাজধানীর নাম – আসমারা
১৩৩) ইরিত্রিয়ার প্রেসিডেন্ট – ইজাইয়াস আফেরকি
১৩৪) মাত্র ২৫ বছর বয়সে মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ মন্ত্রী হন – সাদিক সাইদ আবদুল রহমান
১৩৫) বর্তমান বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ – ভারত
১৩৬) UNESCO’র বিশ্ব ঐহিত্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে – ১৯ টি
১৩৭) আজারবাইজানের রাজধানী – বাকু
১৩৮) বিশ্বের উচ্চতম রেলসেতু তৈরি হচ্ছে – ভারতে, ৩৩০০ মিটার
১৩৯) বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম চালু করে – জাপান
১৪০) পাকিস্তানের ইতিহাসে প্রথম অন্ধ বিচারক নিয়োগ পেলেন – ইউসুফ সালিম, ১ জুলাই ২০১৮ থেকে
১৪১) কলকাতায় নারীদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশের বিশেষ নারী বাহিনীর নাম – “ দ্য উইনার্স”
১৪২) হরমুজ প্রণালি অবস্থিত – ইরান ও ওমানের মাঝে
১৪৩) যুক্তরাষ্ট্র নিজ দেশের বাইরে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্ধোধন করে – দ. কোরিয়ায়
১৪৪) থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলাররা যে গুহায় আটকা পড়ে – থাম লয়াং
১৪৫) ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের নাম – গ্রাবার কিতারোভিচ
১৪৬) ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে – ভারতে
১৪৭) এশিয়ার শীর্ষ ধনী – মুকেশ আম্বানি ( ভারত)
১৪৮) ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে যে বল দিয়ে খেলা হয় সেটার নাম – টেলস্টার ১৮
১৪৯) বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানা স্থাপিত হয়েছে – ভারতের দিল্লিতে, স্যামসাং
১৫০) তুরস্কের আইনসভার বর্তমান আসন -৬০০ টি
১৫১) বর্তমান বিশ্বের ব্যয়বহুল শহর – হংকং
১৫২) বর্তমান বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ – ভারত
১৫৩) বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ – যুক্তরাষ্ট্র, ২য়_চীন,৩য়- জাপান
১৫৪) মোসাদ যে দেশের গোয়েন্দা সংস্থা – ইসরায়েল
১৫৫) চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে – ৩.৯%
১৫৬) বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা – ৭৯ টি
১৫৭) প্রথম মানুষ হিসেবে ২০৩৩ সালে মঙ্গল গ্রহে পা রাখবেন যুক্তরাষ্ট্রের – ১৭ বছর বয়সী আইসা কার্সন নামের এক কিশোরী, ৩৩ সালে তার বয়স হবে ৩২ বছর
১৫৮) ৩৪৬ জন সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবার গঠন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ইউক্রেনের ৮৭ বছর বয়সী – পাভেল সিমিনইয়ুক
১৫৯) আকাশে উড়ন্ত ট্রেন তৈরি করতে যাচ্ছে – রাশিয়া
১৬০) শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতবেগে চলতে সক্ষম বাণিজ্যিক বিমান তৈরি করতে যাচ্ছে – যুক্তরাষ্ট্র,
১৬১) মৃদু বাতাসের সংস্পর্শে এলেই চার্জ হবে এমন ফোন আগস্টে বাজারে আনছে – স্যামসাং, মূল্য -৫০ হাজার টাকা।
১৬২) বর্তমানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেশি কোন দেশে - ভারতে

03/05/2024

সাধারণ জ্ঞানঃ

বাংলাদেশ বিষয়াবলীঃ Part - 1
-------------------------------------------

✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।

✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।

✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।

✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।

✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।

✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।

✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।

✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।

✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।

✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।

✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।

✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ণ দাস।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তর: ৪টি।

✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।

✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।

✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।

28/04/2024

নার্সিং ভর্তি পরিক্ষায় ১ টা আসতে পারে।
#পড়া শেষে done লিখ।

প্রশ্ন – জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম মুসলিম কোনটি ?
উত্তর: ইন্দোনেশিয়া ।

প্রশ্ন – পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই ?
উত্তর: মালদ্বীপ

প্রশ্ন – বাংলাদেশের দীঘর্তম সমুদ্রসৈকত কোনটি ?
উত্তর: কক্সবাজার (১২০কিলোমিটার) ।

প্রশ্ন – সিন্ধু নদ কোথায় অবস্থিত ?
উত্তর: পাকিস্তানে ।

প্রশ্ন – বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি ?
উত্তর: তৈগা বনভূমি (সাইবেরিয়া, রাশিয়া) ।

প্রশ্ন – কোন দেশে পাগল বেশি ?
উত্তর: বার্মায় ।

প্রশ্ন – পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে ?
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে ।

প্রশ্ন – কোন দেশে মাটি ছাড়াই আলু উৎপাদন করে ?
উত্তর: চীন দেশে ।

প্রশ্ন – চীনের দুঃখ কোন নদী ?
উত্তর: হোয়াংহো ।

প্রশ্ন – নদীমাতৃক দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।

প্রশ্ন – সাদা হাতির দেশ কোনটি ?
উত্তর: থাইল্যান্ড ।

প্রশ্ন – সূর্যোদয়ের দেশ কোনটি ?
উত্তর: জাপান ।

প্রশ্ন – আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
উত্তর: নেদারল্যান্ডসে ।

প্রশ্ন – বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন – পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি ?
উত্তর: মসকোর ঘণ্টা ।

প্রশ্ন – আইপেল টাওয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিসে।

প্রশ্ন – গুয়ানতানোম বান্দরশাল কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা ।

প্রশ্ন – বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি ?
উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস ।

প্রশ্ন – বিশ্বের কোন দেশে নারী বেশি ?
উত্তর: রাশিয়ায় ।

প্রশ্ন – কোন দেশের লোকেরা কাঠির সাহায্য ভাত খায় ?
উত্তর: চীন দেশের লোকেরা ।

প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় বই কোনটি ?
উত্তর: জার্মান প্রিন্স এটলাস, ওজন ৬৭ মন ।

প্রশ্ন – নীল-নদ কোথায় অবস্থিত ?
উত্তর: মিশরে অবস্থিত ।

প্রশ্ন – কোন দেশের একটি গ্রামের নাম ‘রুপসী বাংলা’ বলা হয় ?
উত্তর: আইভরি কোস্ট ।

প্রশ্ন – মিসিসিপি নদী কোথায় অবস্থিত ?
উত্তর: আমেরিকা ।

প্রশ্ন – আফ্রিকার জনবহুল দেশ কোনটি ?
উত্তর: নাইজেরিয়া ।

প্রশ্ন – বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি ?
উত্তর: চীনদেশ ।

প্রশ্ন – পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি ?
উত্তর: হিমালয় পর্বতমালা ।

প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি ?
উত্তর: সাহারা মরুভূমি ।

প্রশ্ন – কোন দেশকে নীল নদের দেশ বলা হয় ?
উত্তর: মিশরকে ।

নার্সিং এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ (MCQ) দেওয়া হয়।

21/04/2024

প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।
প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
উত্তর : ট্যাকোমিটার।
প্রশ্ন : এনজিও প্লাষ্টি হচ্ছে
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
প্রশ্ন : কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য
উত্তর : লৌহ।
প্রশ্ন : কম্পিউটার আবিষ্কার করেন
উত্তর : হাওয়ার্ড এইকিন।
প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা
উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।
প্রশ্ন : কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে
উত্তর : পেট্রোল ইঞ্জিনে।
প্রশ্ন : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসাবে।
প্রশ্ন : ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম
উত্তর : ডলি।
প্রশ্ন : ‘গ্যালিলিও’ হলো
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
প্রশ্ন : গ্লিসারিন দ্রবীভূত হয় না
উত্তর : পানিতে।
প্রশ্ন : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ
উত্তর : চাঁদে বায়ুমণ্ডল নেই।
প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক
উত্তর : বায়ু কুঠুরী থাকে।
প্রশ্ন : জোয়ার ভাটার তেজকটাল হয়
উত্তর : অমাবস্যায়।
প্রশ্ন : টুথপেষ্টের প্রধান উপাদান
উত্তর : সাবান ও পাউডার।
প্রশ্ন : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
উত্তর : সিলিকন চিপ।
প্রশ্ন : তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
উত্তর : দস্তা (জিঙ্ক)।
প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায়।
প্রশ্ন : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ
উত্তর : আলোর প্রতিসরণ।
প্রশ্ন : ‌‌‘পিসি কালচার’ বলতে বুঝায়
উত্তর : মৎস্য চাষ।
প্রশ্ন : বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের
উত্তর : প্রতিধ্বনি শুনে।
প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর
উত্তর : ৫ জুন।
প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি
উত্তর : টাংষ্টেন।
প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তর : সিসমোগ্রাফ।
প্রশ্ন : মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান
উত্তর : ভাইকিং।
প্রশ্ন : মাছ অক্সিজেন নেয়
উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
প্রশ্ন : মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর
উত্তর : মেলানিন।
প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।
প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়
উত্তর : সূর্য গ্রহণ।
প্রশ্ন : যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে
উত্তর : ভিটামিন ‘K’।
প্রশ্ন : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
উত্তর : দর্পণ।
প্রশ্ন : যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়
উত্তর : ইনসুলিন।
প্রশ্ন : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়
উত্তর : গামা রশ্মি।
প্রশ্ন : রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ
উত্তর : ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।
প্রশ্ন : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
উত্তর : অডিও মিটার।
প্রশ্ন : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
উত্তর : ১০ নিউটন।
প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা
উত্তর : ফ্যাদোমিটার।
প্রশ্ন : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়
উত্তর : সবুজ আলোতে।
প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়
উত্তর : অবতল।
প্রশ্ন : CNG -এর অর্থ কমপ্রেস করা
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন : অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উত্তর : ১৯৮১ সালে
প্রশ্ন : অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : লাল করে
প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন ?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর : মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
প্রশ্ন : আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড
প্রশ্ন : আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : চার্লস ব্যাবেজ
প্রশ্ন : আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : সালিক অ্যাসিড
প্রশ্ন : আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : অক্সালিক অ্যাসিড
প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তর : পেপসিন
প্রশ্ন : আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর : সিলভারের
প্রশ্ন : আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : কঠিন অবস্থায়
প্রশ্ন : আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তর : কয়লা
প্রশ্ন : আলোর গতির আবিস্কারক কে ?
উত্তর : এ মাইকেলসন
প্রশ্ন : ইউরোসিল কোথায় থাকে?
উত্তর : RNA তে।
প্রশ্ন : ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তর : অগ্নাশয়ে
প্রশ্ন : ইন্টারফেরন কি?
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রশ্ন : ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তর : জন থম্পসন
প্রশ্ন : ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর : কার্বন
প্রশ্ন : ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর : ০.১৫ – ১.৫ %
প্রশ্ন : উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : মাংশ
প্রশ্ন : উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর : গ্রাফাইট
প্রশ্ন : ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তর : মিথাইল এলকোহল
প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর : ট্যাকমিটার
প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
উত্তর : থিও ফ্রাসটাস
প্রশ্ন : উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তর : Cycas .
প্রশ্ন : উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তর : ফুল
প্রশ্ন : একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর : ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
প্রশ্ন : এটম বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : অটোহ্যান
প্রশ্ন : এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
উত্তর : আমাশয়
প্রশ্ন : এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
উত্তর : ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
উত্তর : ক্যালসিয়াম অক্্রলিক
প্রশ্ন : কচু শাকে কি বেশি থাকে ?
উত্তর : লৌহ
প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিবহন পদ্ধতিতে
প্রশ্ন : কফিতে কোন উপাদান থাকে ?
উত্তর : ক্যাফেইন
প্রশ্ন : কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তর : এসকরবিক অ্যাসিড
প্রশ্ন : কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : বাড়ে
প্রশ্ন : কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : হাওয়ার্ড এইকিন
প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর : ৩ টি
প্রশ্ন : কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর : করপিক্রিন
প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তর : বালি
প্রশ্ন : কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর : ইন্টারফেরণ প্রয়োগ
প্রশ্ন : কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উত্তর : সিনকোনা
প্রশ্ন : কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার
প্রশ্ন : কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর : বেটসন ( ১৯০৮ সালে।
প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর : ত্বকের
প্রশ্ন : কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তর : গ্রাফাইট
প্রশ্ন : কোন উদ্ভিদ আমিষ
উত্তর : ডাল
প্রশ্ন : কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর : লাইগেজ।
প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর : এবি গ্রুপ কে
প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর : ও গ্রুপ
প্রশ্ন : কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তর : গরুর
প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর : শুশুক .
প্রশ্ন : কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর : তামা
প্রশ্ন : কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর : পুরুষ
প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর : কঠিন মাধ্যমে
প্রশ্ন : কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : ব্রোমিন
প্রশ্ন : কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : পারদ
প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর : কালো
প্রশ্ন : কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর : প্লাটিপাস
প্রশ্ন : কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর : পরমানুর প্রোটন সংখ্যা
প্রশ্ন : কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর : নিউক্লিয়াস
প্রশ্ন : ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উত্তর : নিউটন
প্রশ্ন : ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উত্তর : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
প্রশ্ন : ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ?
উত্তর : ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
প্রশ্ন : ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তর : ডলি .
প্রশ্ন : ক্লোনিং কত প্রকার?
উত্তর : ৩ প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।
প্রশ্ন : ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : গ্যাসীয় অবস্থায়
প্রশ্ন : ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-কে
প্রশ্ন : ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : নীল করে
প্রশ্ন : খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
উত্তর : শুটকি মাছে
প্রশ্ন : খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড
প্রশ্ন : গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর : আয়োডিনের অভাবে
প্রশ্ন : গ্যাভানাইজিং কী ?
উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ
প্রশ্ন : গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর : সাদা
প্রশ্ন : চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তর : বাতাস নেই বলে
প্রশ্ন : চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উত্তর : অ্যাপোলো -১১
প্রশ্ন : চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উত্তর : নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
প্রশ্ন : চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উত্তর : ২১ জুলাই , ১৯৬৯ সালে
প্রশ্ন : চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তর : থিন
প্রশ্ন : চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তর : মেরু বিন্দুতে
প্রশ্ন : জীনের রাসায়নিক গঠন কী ?
উত্তর : ডি এন এ
প্রশ্ন : জীব RNA কোষে কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার। rRNA, mRNA, tRNA.
প্রশ্ন : জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?
উত্তর : জীন
প্রশ্ন : জীব দেহের শক্তির উত্স কী ?
উত্তর : খাদ্য
প্রশ্ন : জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
উত্তর : ট্রান্সজেনিক প্রানী
প্রশ্ন : জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
উত্তর : অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল
প্রশ্ন : জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তর : এরিস্টটল .
প্রশ্ন : জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?
উত্তর : ফরমালিন
প্রশ্ন : জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তর : ভন লিউয়েন হুক .
প্রশ্ন : জীবের বংশ গতির একক কোনটি ?
উত্তর : জিন
প্রশ্ন : টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উত্তর : সাবান ও পাউডার
প্রশ্ন : টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তর : জন এল বেয়ার্ড
প্রশ্ন : টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট
প্রশ্ন : ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : মলিকুলার ফার্মিং
প্রশ্ন : ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তর : ভিটামিন বি১২
প্রশ্ন : ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
উত্তর : ইনসুলিন
প্রশ্ন : ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
উত্তর : ৯৯.৯%
প্রশ্ন : ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তর : কঠিন কার্বন ডাই অক্সাইড কে
প্রশ্ন : তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
উত্তর : কেঁচো .
প্রশ্ন : তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : কমে
প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিচলন পদ্ধতিতে
প্রশ্ন : তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
উত্তর : নিকোটিন
প্রশ্ন : তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উত্তর : ব্রোঞ্জ
প্রশ্ন : তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উত্তর : পিতল
প্রশ্ন : তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড
প্রশ্ন : থাইমিন কোথায় থাকে?
উত্তর : ডিএনএ।
প্রশ্ন : দই কি ?
উত্তর : দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
প্রশ্ন : দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
উত্তর : টেসটেস্টোরেন হরমোন
প্রশ্ন : দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
উত্তর : কনস
প্রশ্ন : দুধে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : ল্যাকটিক অ্যাসিড
প্রশ্ন : দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উত্তর : ল্যাকটোমিটার
প্রশ্ন : দুধের প্রোটিনের নাম কী ?
উত্তর : কেজিন
প্রশ্ন : দুধের শর্করাকে কী বলে ?
উত্তর : ল্যাকটোজ
প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : বেগুনী
প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : লাল
প্রশ্ন : নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
উত্তর : ফুয়েল সেল
প্রশ্ন : নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
উত্তর : ধমনীর মাধ্যমে
প্রশ্ন : নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর : নারীর
প্রশ্ন : নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৮ সালে
প্রশ্ন : নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : যুক্তরাষ্টের ফ্লোরিডায়
প্রশ্ন : নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তর : চ্যোডইউক
প্রশ্ন : নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উত্তর : ফুসফুসে
প্রশ্ন : নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : ডাল
প্রশ্ন : পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর : নিউট্রন
প্রশ্ন : পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তর : প্রোটন ও নিউট্রন
প্রশ্ন : পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : ইলেকট্রন
প্রশ্ন : পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : প্রোটন
প্রশ্ন : পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উত্তর : ইলেকট্রন
প্রশ্ন : পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : ওপেন হেমার
প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
প্রশ্ন : পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
উত্তর : Y ক্রোমোজম
প্রশ্ন : পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
উত্তর : নিউরন
প্রশ্ন : পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর : ১১৮টি
প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উত্তর : শূন্য
প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
উত্তর : বামন চিকা .
প্রশ্ন : পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
উত্তর : সুইফট বার্ড
প্রশ্ন : পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উত্তর : উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
প্রশ্ন : পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং
প্রশ্ন : পেসমেকার কে আবিস্কার করেন ?
উত্তর : জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে
প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উত্তর : ৭০ টি
প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তর : ৯২ টি
প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উত্তর : ৫০ টি
প্রশ্ন : প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উত্তর : হীরা
প্রশ্ন : প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তর : ৭২ বার
প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উত্তর : লেডী এ্যাডো অগাস্টা
প্রশ্ন : প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তর : মিথেন
প্রশ্ন : প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তর : কেঁচো .
প্রশ্ন : প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন : প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-ই
প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
প্রশ্ন : প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উত্তর : রাদারফোর্ড
প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
প্রশ্ন : ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তর : ৯৮.৪ ডিগ্রী
প্রশ্ন : ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তর : মাছ .
প্রশ্ন : বংশ গতিবিদ্যার জনক কে ?
উত্তর : মেন্ডেল
প্রশ্ন : বংশগতির ভৌত ভিত্তি কে?
উত্তর : ক্রোমোজোম
প্রশ্ন : বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
উত্তর : ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।
প্রশ্ন : বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
উত্তর : ৩ টি
প্রশ্ন : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
উত্তর : রাজ কাঁকড়া
> পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত :
১ : ২
> রসায়ন বিজ্ঞানে ‘রকসল্ট’ নামে পরিচিত :
সোডিয়াম ক্লোরাইউ।
> কপারের অপর নাম : তামা।
> টুথপেষ্টের প্রধান উপাদান : সাবান ও পাউডার।

> ভূ-পৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি আছে :
অ্যালুমিনিয়াম।
> সাবানের রাসায়নিক নাম : সোডিয়াম স্টিয়ারেট।
> যে পানিতে সাবান সহজে ফেনা উৎপাদন করে :
মৃদু পানিতে।
> এসিড নীল লিটমাসকে : লাল করে।
> পৃথিবীর মৌলিক পদার্থের সংখ্যা : ১১১টি।
# পদার্থ বিজ্ঞান :
> দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে : লোহিত
ফসফরাস।
> বিদ্যুৎ বিল হিসাব করা হয় : কিলোওয়াট
ঘণ্টায়।
> লাল আলোতে সবুজ ফুলকে দেখায় : কালো।
> বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত
হয় :
নাইক্রোম তার।
> যে বর্ণের বস' তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে
বেশি :
কালো।
> মেঘলা রাতে : শিশির উৎপন্ন হয় না।
> তাপের একক : ক্যালরি।
> ডিগ্রি, সেলসিয়াস : তাপমাত্রার একক।
> পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার
কারণ :আলোর প্রতিসরণ। (১৩ তম BCS)
> বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে
তৈরি :টাংষ্টেন। (২৯ তম BCS)
> রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের
হয় :
গামা রশ্মি। (২৪ তম BCS )
> যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
:
দর্পণ। (২৩ তম BCS )
# প্রাণিবিদ্যা :
> আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে :
অক্সিজেন ও গ্লুকোজ।
> কোষ হলো : জীবদেহের গঠন ও কাজের একক।
> কোষের কাজ নিয়ন্ত্রণ করে : নিউক্লিয়াস।
> জীবদেহের একক : কোষ।
> হাড় ও দাঁতকে মজবুত করে : ক্যালসিয়াম।
> জিহ্বার সাহায্যে শোনে যে প্রাণী : সাপ।
> ‘নিউক্লিয়াস’ আবিষ্কার করেন : রবার্ট ব্রাউন।
> গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে :
গিরিগিটি।
> চোখ মেলে ঘুমায় : মাছ। বিগত পরীক্ষার
প্রশ্ন:
> মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য : ১৮ ইঞ্চি
প্রায়।
(২৮ তম BCS )
> মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত
বাতাস
হতে। (১০ তম BCS )
> বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি
শুনে।
(২৭ তম BCS )
# উদ্ভিদ বিজ্ঞান :
> ‘মিউকর’ একটি : ছত্রাক।
> আখ গাছের জন্য ক্ষতিকর : মাজরা পোকা।
> চিরহরিৎ উদ্ভিদ বলা হয় : যাদের পাতা বিশেষ
ঋতুতে ঝরে পড়ে না।
> কলার চারা রোপণের সময় পাতা কেটে ফেলা হয়
:
প্রস্বেদন রোধ করার জন্য।
> শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলে :
পাতাকে।
> জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো :
ভাইরাস।
> পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল।
> ইরাটম : উচ্চ ফলনশীল ধান।
> নিরপেক্ষ দিনের উদ্ভিদ হলো : টমেটো

দিপ্র হালদার
সিনিয়র স্টাফ নার্স
স্কয়ার হাসপাতাল ঢাকা৷

Address

Mirpur
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Nursing School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nursing School:

Videos

Share

Category