নগর বাংলা টিভি/Nagar Bangla TV

নগর বাংলা টিভি/Nagar Bangla TV News. Natok. crime news. movie. talk show.

সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি...
02/11/2023

সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি...

    জনতা বাজারে জনতার হাতে আটক জাল টাকার অপরাধ চক্রের এক।নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৫ নং ওয়ার্...
25/10/2023


জনতা বাজারে জনতার হাতে আটক জাল টাকার অপরাধ চক্রের এক।
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জনতা বাজারে আজ সকাল ১০ টার সময় ১৫ হাজার টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয় হাসন রাজা নামের এক ব্যক্তি।
আটককৃত ব্যাক্তির জবানবন্দীঃ অনুযায়ী জানা যায় সে, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৪নং ঘোষবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আলীপুর গ্রামের মালেকার বাপের বাড়ীর আলী আহমেদের ছেলে।
তার নাম নূর ইসলাম (২৮)।
এবং তার সাথে থাকা পালিয়ে যাওয়া অপর ব্যাক্তির নাম ইমরান হোসেন, এবং তার বাড়ী একই জেলা ও উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেপারী হাট সংলগ্ন।
হাসন রাজার থেকে জানা যায় যে, আজ সকালে কেউ একজন তাকে ফোন করে জানায় মোটরসাইকেল যোগে ২ ব্যক্তি হাজার টাকার জাল নোট নিয়ে জনতা বাজারে আসবে।
ফোন পেয়ে হাসন রাজা জনতা বাজারে যতগুলো মোটরসাইকেল আসে সেগুলোর প্রতি নজর রাখেন। এবং ফোন পাওয়ার পর যতগুলো মোটরসাইকেল আসে সবগুলোই এদিক সেদিক চলে যেতে দেখেন।এক পর্যায়ে সে দেখেন যে ২টা লোক মোটরসাইকেল যোগে আসেন এবং ১ দোকানে কি জানি কিনে চলে যাচ্ছেন। তার তখন সন্দেহ হলে সে দোকানদার কে জিজ্ঞেস করে ঐ দুই ব্যক্তি কি কিনেন এবং কত টাকার নোট দিয়েছেন।
দোকানদার তাকে জানান ওরা গাড়ীর জন্য তেল ক্রয় করেন এবং হাজার টাকার নোট দিয়েছেন।
তখন হাসন রাজা সেই নোট টা দোকানদারের থেকে নিয়ে দেখেন ঐ নোটটি জাল নোট।সাথে সাথে সে ঐ দুই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে এবং নূর ইসলাম কে আটকায় অন্য জন মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে সাথে সাথে সেখানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির আজাদ ও ওয়ার্ড যুবলীগ সভাপতি মিলন সহ স্থানীয় বাজারের ব্যবসায়ী ও লোকজন তাকে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন কে বিষয়টি অবগত করান।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম কে জানান।
পরবর্তীতে কবিরহাট থানার এসআই মনির তার সঙ্গীয়পোর্স নিয়ে আসামি কে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়।
#চরগুল্লাখালী
#জনতা_বাজার #জালটাকারনোট
#আটক #ধানশালিক_ইউনিয়ন #কবিরহাট #নোয়াখালী
#হাজার_টাকার_নোট

#আবদুর_রহমান_জাহাঙ্গীর
২৫ অক্টোবর, ২০২৩ ইং

23/10/2023

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৫

 #বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ, লাগবে না আবেদন ফি...
17/10/2023

#বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ, লাগবে না আবেদন ফি...

স্পোর্টসহাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশবাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব...
27/09/2023

স্পোর্টস
হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ
বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নোটিশ পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার সারাদিন নাটকীয়তার পর রাতে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় টাইগারদের বিশ্বকাপ জার্সি। ১৫ সদস্যের এ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।

এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন রাত থেকেই শুরু হয় গুঞ্জন। তামিম ইকবাল না কি শর্ত দিয়েছেন, বিশ্রাম নিয়ে নিয়ে তিনি বিশ্বকাপ খেলতে চান। গুঞ্জন চাউর হয়, তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে চেয়েছেন। যদিও তামিমের ঘনিষ্ট সূত্রের দাবি, এমন কথা বলেননি তিনি। এমনকি নির্বাচকরাও বলেছেন, এমন কোনো কথা তারা শোনেননি।

তবুও, মঙ্গলবার তামিমকে দলে রাখা নিয়ে সারাদিন চলে নাটকীয়তা। অর্ধেক ফিট তামিমকে দলে নেওয়া হলে ‘অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন সাকিব আল হাসান এমন কথাও শোনা যায়। শেষপর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।

এ অবস্থায় প্রশ্ন দেখা দেয়, আসলে কী ঘটেছিলে তামিমকে নিয়ে। এ বিষয়ে তিনি নিজেই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তাই তিনি জানিয়েছেন, এক ভিডিও বার্তার মাধ্যমে সব জানাবেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লেখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো

14/08/2023
ভালো কাজ করলে শত্রুর অভাব হয়না। #আবদুর_রহমান_জাহাঙ্গীর নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগরের জা...
28/07/2023

ভালো কাজ করলে শত্রুর অভাব হয়না।
#আবদুর_রহমান_জাহাঙ্গীর

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগরের জামিয়া ওবাইদিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা নিজাম হোসেন চৌধুরী হুরু মিয়া যাদের কবরের জায়গা নাই তাদের বিনা মূল্যে কবর দেওয়ার জন্য মাদ্রাসা ও এতিম খানার পাশেই বিশাল একটা কবরস্থান করে দিয়েছেন।
এলাকার কেউ মারা গেলে বিনামূল্যে এই কবরস্থানে তাদের দাপন করা হয়।

গতকাল ২৭ জুলাই ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে এলাকার দুই ব্যাক্তি সেই কবরস্থানে দাপন করা মৃত ব্যাক্তির কবর পরিষ্কার করার জন্য গেইটের ছাবি চাইলে মাদ্রাসার শিক্ষক জানান যে, প্রিন্সিপাল সাহেব তো বাইরে আছেন, দয়া করে উনাকে একটা ফোন দিন।

চাবি দিতে কেন বড় হুজুরের অনুমতি নিতে হবে?
এ জন্য সেই শিক্ষক ও প্রিন্সিপাল সহ মাদ্রাসা কতৃপক্ষকে অশ্রাব্য গালিগালাজ করে কবর পরিষ্কার করতে আসা দুই ব্যক্তি।

শিক্ষক জানান যে গোরস্থানের গাছের ফলমূল বিক্রি করে তার আয় দিয়ে মাদ্রাসা ও এতিমখানা চলে।
কিন্তু আশপাশের লোকেরা এইসব ফলমূল চুরি করে নিয়ে যায়, তাই গেইটে তালা দেওয়ার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।
তার পরও অনেক সময় বাউন্ডারি ওয়াল টপকে প্রবেশ করে ফলমূল নিয়ে যায় এলাকার স্থানীয় বখাটেরা।

তারা শিক্ষকের কথায় কর্ণপাত না করে চাবি দিতে দেরী হওয়ার অজুহাতে শিক্ষকের উপর হামলা করে দুই শিক্ষককে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে।

মাদ্রাসার ছাত্ররা তাকে বাঁচতে এগিয়ে এলে স্থানীয় ইয়াকুব মেম্বার তার ছেলে এবং এলাকার আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে ১০/১২ জন ছাত্র ও দুইজন শিক্ষককে রক্তাক্ত করে।

এদের এলোপাথাড়ি রড ও লাঠির আঘাতে একজনের দাঁত ভেঙ্গে যায়, একজনের হাতের তালু ফেটে যায়, দুইজনের মাথা আরও বেশ কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়।

প্রিন্সিপাল সাহেব ঘটনাস্থলে এসে কবিরহাট থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

আহতরা অনেকেই কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাইজদি বিভিন্ন হাসপাতেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রিন্সিপ্যাল ওমর ফারুক নুরি সাহেব।

বিকেল বেলা ইয়াকুব মেম্বার আপোষ নিষ্পত্তির কথা বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজউল্যা সহ শতাধিক যুবক নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রদের ধাওয়া করে উত্তেজনা সৃষ্টি করলে চেয়ারম্যান সিরাজ উল্যাহ তার কোন সমাধান না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রিন্সিপাল ওমর ফারুক সাহেব জানান স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব না নেওয়ায় তিনি ও তার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিরাপত্তাহীনতার কারনে গতকাল রাতে তিনি কবিরহাট থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুলহক রায়হান সাহেবের সাথে সাক্ষাত করে তাকে বিস্তারিত ঘটনা অবহিত করেন।

অফিস খুললে তিনি এই বর্বরোচিত হামলার ঘটনা জেলার ডিসি, এসপি, ও কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন প্রিন্সিপাল।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম সাহেব ফোনে বলেন, প্রিন্সিপাল সাহেব আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, মামলা হয়েছে, এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষকদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা করে তাদের রক্তাক্ত করে গুরতর আহত করার কারনে এলাকার আতঙ্ক বিরাজ করছে।

সাধারন মানুষের প্রশ্ন?
নিজাম হোসেন চৌধুরী হুরু মিয়া মানুষের কল্যানে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থান নির্মানের মত এমন মহৎ কাজ গুলো করে কি অন্যায় করেছেন?

ইয়াকুব মেম্বাররা ভালো কাজের ক্বদর না করে উল্টো এতগুলো ছাত্র শিক্ষকের উপর হামলা করে রক্তাক্ত করে এ ভাবেই ভালো কাজের প্রতিদান দিচ্ছেন?

সিরাজ চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে কি দায়ীত্ব পালন করলেন?

এলাকার সর্বস্তরের মানুষ এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন।
২৮ জুলাই, ২০২৩ ইং

 #হঠাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়লেন তামিম ইকবাল..
06/07/2023


#হঠাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়লেন তামিম ইকবাল..

03/07/2023

দাগভূঁইয়া মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত...😭😭😭

 #মানব সেবায় সম্মাননা পেলেন নগর বাংলা টিভি'র বৃহত্তর নোয়াখালীর সিনিয়র রিপ্রেজেনটেটিভপহেলা জুলাই নোয়াখালী জেলার কবিরহাট উ...
03/07/2023

#মানব সেবায় সম্মাননা পেলেন নগর বাংলা টিভি'র বৃহত্তর নোয়াখালীর সিনিয়র রিপ্রেজেনটেটিভ

পহেলা জুলাই নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের মোহাম্মদ নগর মানবিক ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংক এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক এবং মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ সম্মাননা পেলেন, বৃহত্তর নোয়াখালীর সর্বাধিক পাঠক প্রিয় সংবাদপত্র, দৈনিক নোয়াখালী ওয়েব এর কবিরহাট উপজেলা প্রতিনিধি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন নোয়াখালী জেলা প্রতিনিধি, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য, নগর বাংলা টিভি'র বৃহত্তর নোয়াখালীর সিনিয়র রিপ্রেজেনটেটিভ আবদুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠান উদ্বোধন করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত পিপিএম, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল সহ বিশিষ্ট গুণিজন।
ধানশালিক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফি উল্যাহ বাচ্চু মেম্বার এর সভাপতিত্বে এবং তানভির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ডা: জাহাঙ্গীর মেম্বার, সাবেক ইউপি সদস্য বেলাল মেম্বার, জেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম পুলক, মোহাম্মদ নগর মানবিক ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সভাপতি মোহাম্মদ নিশান, পিপলস ফর হিউম্যানিটি সভাপতি সাইফুল ইসলাম সাইফ, ধানশালিক বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মহি উদ্দিন সেলিম, চট্টগ্রামের ঠিকাদার আনোয়ার হোসেন, সমাজ সেবক মোহাম্মদ ইউসুফ মিয়া সহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালীর [ফেনী,লক্ষীপুর ও নোয়াখালী ], চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে আগত প্রায় দুই শতাধিক অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, ব্লাড ব্যাংক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

23/06/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/06/2023

#ব্রাজিল ও সিনেগাল প্রিতি ম্যাচে ২-৪ গোলে ব্রাজিল কে হারিয়েছে সিনেগাল ⚽⚽⚽⚽🥅🥅🥅

21/06/2023

#নোয়খালীতে_এক_নববধূ_কে_ধর্ষণ..

#গ্রেফতার দুই আসামি..

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূকে (১৮) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ রোববার দুপুরে ওই নারীর স্বামী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৩ জনকে আসামি করা হয়। পরে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলার আসামিরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুইজ গেইট এলাকার জাহাঙ্গির (৩৫), রিয়াদ (৩০) এবং জালাল উদ্দিন মিষ্টার (২৮)।

মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার সকাল ৯টার পর ওই নবদম্পতি নোয়াখালীর সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের বটতলি পূর্ব চর উরিয়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মুছাপুর রেগুলেটরে ঘুরতে আসেন। তারা সুইজ গেইট এলাকার পূর্ব দিকে বন বিভাগের বাগানের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিল। এ সময় জাহাঙ্গির, রিয়াদ ও মিষ্টার তাদেরকে চুরি ও লাঠি দিয়ে ভয়ভীতি দেখায় এবং আটক করে। পরে স্বামী কামাল হোসেনকে পিটিয়ে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নববধূকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

 #নোয়খালীতে_এক_নববধূ_কে_ধর্ষণ.. নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূক...
18/06/2023

#নোয়খালীতে_এক_নববধূ_কে_ধর্ষণ..

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূকে (১৮) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ রোববার দুপুরে ওই নারীর স্বামী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৩ জনকে আসামি করা হয়। পরে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলার আসামিরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুইজ গেইট এলাকার জাহাঙ্গির (৩৫), রিয়াদ (৩০) এবং জালাল উদ্দিন মিষ্টার (২৮)।

মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার সকাল ৯টার পর ওই নবদম্পতি নোয়াখালীর সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের বটতলি পূর্ব চর উরিয়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মুছাপুর রেগুলেটরে ঘুরতে আসেন। তারা সুইজ গেইট এলাকার পূর্ব দিকে বন বিভাগের বাগানের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিল। এ সময় জাহাঙ্গির, রিয়াদ ও মিষ্টার তাদেরকে চুরি ও লাঠি দিয়ে ভয়ভীতি দেখায় এবং আটক করে। পরে স্বামী কামাল হোসেনকে পিটিয়ে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নববধূকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

Address

Jatrabadie. Dhaka
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when নগর বাংলা টিভি/Nagar Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নগর বাংলা টিভি/Nagar Bangla TV:

Videos

Share

Category