Speech of Laizu

Speech of Laizu I'm Laizu Akter. Welcome to my page Speech of Laizu.
(1)

একজন প্রিয় মানুষ আপনাকে যতোটা মানসিক যন্ত্রণা দিতে পারবে,  আপনাকে যতোটা ক্ষত-বিক্ষত করতে পারবে সেটা আপনার শত্রুরও করার ক...
28/12/2024

একজন প্রিয় মানুষ আপনাকে যতোটা মানসিক যন্ত্রণা দিতে পারবে, আপনাকে যতোটা ক্ষত-বিক্ষত করতে পারবে সেটা আপনার শত্রুরও করার ক্ষমতা নেই।
Speech of Laizu

যারা কখনো কাউকে ঠকায় না, তারাই বারবার ঠকে! Speech of Laizu
24/12/2024

যারা কখনো কাউকে ঠকায় না, তারাই বারবার ঠকে!
Speech of Laizu

23/12/2024

মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে। কোনো কারণে তার ওপর থেকে ভালোবাসা উঠে গেলে, তাকেই সব থেকে বেশি ঘৃণা করে।

(সংগৃহীত)

21/12/2024

মানুষের আসল সৌন্দর্য থাকে মনে-মস্তিষ্কে।
যার মন -মস্তিষ্ক যতো সুন্দর, মানুষ হিসেবে সেও ততো সুন্দর!
Speech of Laizu

বৃষ্টিস্নাত শীতের সকাল! উষ্ণতা কই পাই?
21/12/2024

বৃষ্টিস্নাত শীতের সকাল!
উষ্ণতা কই পাই?

অন্যকে ঠকিয়ে আনন্দ লাভ মানুষের স্বভাবজাত বলা চলে। যদি আমারও একবার ঠকাবার সুযোগ আসে আর ঠকাই, আমার কী দোষ হবে?
19/12/2024

অন্যকে ঠকিয়ে আনন্দ লাভ মানুষের স্বভাবজাত বলা চলে। যদি আমারও একবার ঠকাবার সুযোগ আসে আর ঠকাই, আমার কী দোষ হবে?

19/12/2024

আরও একটি সকাল,
আলহামদুলিল্লাহ!

আপনি মানেন আর না মানেন, আল্লাহ আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তা আপনার কাছে উড়ে চলে আসবে আর যা রাখেননি তা এলেও ঘুরে ফি...
18/12/2024

আপনি মানেন আর না মানেন,
আল্লাহ আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তা আপনার কাছে উড়ে চলে আসবে আর যা রাখেননি তা এলেও ঘুরে ফিরে চলে যাবে। অতএব মন খারাপের কিছু নেই। Speech of Laizu

17/12/2024

প্রতিটি সকাল সুন্দর, স্নিগ্ধ!
নতুন সাজে সজ্জিত, বৈচিত্র্যময়!
শিশিরে সিক্ত সকালের শুভেচ্ছা সবাইকে।
শুভ সকাল!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। 🇧🇩🇧🇩🇧🇩Speech of Laizu
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। 🇧🇩🇧🇩🇧🇩
Speech of Laizu

মায়া বড় অদ্ভুত জিনিস। যার প্রতি একবার মায়া তৈরি হয় সারাজীবন সেটা থেকে যায়, থেকেই যায়। গভীর ভালোবাসাও একসময় ফুরিয়ে যেতে প...
15/12/2024

মায়া বড় অদ্ভুত জিনিস। যার প্রতি একবার মায়া তৈরি হয় সারাজীবন সেটা থেকে যায়, থেকেই যায়। গভীর ভালোবাসাও একসময় ফুরিয়ে যেতে পারে, কিন্তু কারো উপর মায়া পড়ে গেলে সেটা আর কোনোদিন ফুরায় না। Speech of Laizu

15/12/2024

কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি " বাগধারাটির অর্থ কী আপনার মতে?

15/12/2024

যারা অহরহ মিথ্যা বলতে পারে তারাই মানুষের কাছে পছন্দের হয়, তাদের বন্ধু সংখ্যাও বেশি। কিন্তু যারা স্পষ্টভাষী, মিথ্যার লেশমাত্র নেই, কাউকে ভুলিয়ে-ভালিয়ে মন ভিজাতে পারে না, তারা কারও প্রিয় হয়েও উঠতে পারে না। পৃথিবীটা তাদেরই যাদের মুখে মধু আছে আর অন্তরে বি---ষ।

সমালোচনা তারই হয়, যার যোগ্যতা আছে। কেউ সমালোচনা করলে ভেঙে পড়ার কিছু নেই। আলোচনা - সমালোচনা তোমাকে নিয়েই হবে কেননা তুমি অ...
14/12/2024

সমালোচনা তারই হয়, যার যোগ্যতা আছে। কেউ সমালোচনা করলে ভেঙে পড়ার কিছু নেই। আলোচনা - সমালোচনা তোমাকে নিয়েই হবে কেননা তুমি অন্য সবার মতো না।
Speech of Laizu

সকালগুলো এমনই হয়!
14/12/2024

সকালগুলো এমনই হয়!

12/12/2024

মিডল ক্লাস!
নট মিলিয়নিয়ার।

08/12/2024

স্বাগত সবাইকে

07/12/2024

শুভ সকাল!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speech of Laizu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share