Speech of Laizu

Speech of Laizu I'm Laizu Akter. Welcome to my page Speech of Laizu.
(4)

08/12/2024

স্বাগত সবাইকে

07/12/2024

শুভ সকাল!

04/12/2024

আত্মসন্তুষ্টিই প্রকৃত সুখ!

24/11/2024

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, অন্য নারীতে আসক্ত হতে!

-আমি পুরুষ কে দেখেছি! এক নারীকে অপেক্ষা করতে বলে, অন্য নারী কে বিয়ে করতে!

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে যেতে!

-কাউকে ভালোবাসা টা ভুল নয়! কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল!

(সংগৃহীত)

23/11/2024

বয়স থাকতেই হাসব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম ইনজয় করা উচিত!

23/11/2024

সবাই সফলতার গল্প শুনতে মুখিয়ে থাকে, কেউ ব্যর্থতার গল্প শুনতে পছন্দ করে না!
Speech of Laizu

23/11/2024

নিজেকে ততোটাই সুখী প্রকাশ করো, যতোটা সুখী প্রকাশ করলে যারা তোমাকে দুঃখী দেখতে চেয়েছিলো তারা অবাক হয়ে যায়।
Speech of Laizu

22/11/2024

ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল! আলহামদুলিল্লাহ!
Speech of Laizu

তোমার আকাশ হৃদয়টা চাই ওই নীলেই আমি নিলাভ হবো,মেঘ হবো, বৃষ্টি হবোসন্ধ্যাকাশে মায়াবী চাঁদ হবো!তোমার উড়ন্ত মনটা চাইওই মনের ...
21/11/2024

তোমার আকাশ হৃদয়টা চাই
ওই নীলেই আমি নিলাভ হবো,
মেঘ হবো, বৃষ্টি হবো
সন্ধ্যাকাশে মায়াবী চাঁদ হবো!

তোমার উড়ন্ত মনটা চাই
ওই মনের ভালোলাগা হবো,
ভালোবাসা হবো,
সুখ হবো, তৃপ্তি হবো!

আমার তোমাকেই চাই
মানসিক শান্তির বাতিঘর করে,
দৃশ্যমান স্বপ্ন করে!
আমার পরতে পরতে
প্রতিটি মুহূর্তের ভাঁজে ভাঁজে
একমাত্র তোমাকেই চাই,
তোমাকেই!

------- লাইজু আক্তার

শুভ সকাল
21/11/2024

শুভ সকাল

19/11/2024

সঠিক মানুষ নির্বাচন করতে ভুল করলে সারাজীবন মাশুল দিতে হয়!
Speech of Laizu

17/11/2024

দূরত্বের কারণে সম্পর্ক নষ্ট হয় না,
সম্পর্ক নষ্ট হয় গুরুত্ব কমে গেলে!
Speech of Laizu

নিজের মতো করে বাঁচো !কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘো...
17/11/2024

নিজের মতো করে বাঁচো !
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!
(সংরক্ষিত)
Speech of Laizu

কারো মন ভাঙার গল্প শুনে ভাবি--কেউ কখনো কি আমার মন ভেঙেছিলো?Speech of Laizu
16/11/2024

কারো মন ভাঙার গল্প শুনে ভাবি--
কেউ কখনো কি আমার মন ভেঙেছিলো?
Speech of Laizu

16/11/2024

মানুষের ভীরেই মানুষ খুঁজে বেড়াই!
Speech of Laizu

11/11/2024

আমন্ত্রণ সবাইকে

10/11/2024

Welcome

08/11/2024

যারা জীবনে অনেক বেশি ঠকে
তারা হয়তো একসময় ঠকার পরের ফিলিংসটা কেমন হয় সেটাই ভুলে যায়! Speech of Laizu

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speech of Laizu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share