১৯ জুলাই ২০২৪, চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শেখ হাসিনার পতনের ঘোষণা দেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসাইন শিপন।
আলহামদুলিল্লাহ!
আজ থেকে শুরু হলো চট্টগ্রামের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মাঠ প্রস্তুতির কাজ।
প্রধান মুফাসসির: ডঃ মিজানুর রহমান আজহারী
#mizanur_rahman_azhari_waz
#mizanurrahmanazhariofficial
৫ এ আগস্ট যাত্রাবাড়ী এলাকার
কোন একটা গলি।
আলহামদুলিল্লাহ ড. মিজানুর রহমান আজহারী সাহেব এখন সিলেটে।
এয়ারপোর্ট থেকে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হচ্ছেন।
সম্মান দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন।
রব হয়তো আদম সন্তানদের কিছু বুজাতে চাচ্ছেন এর মাধ্যমে, কিন্তু আমরা আমাদের দুনিয়াবী কাজ নিয়ে ব্যস্ত।
হে রব তোমার হেদায়েতের কুদরতি চাঁদরে ঢেকে নাও আমাদের।
ভিডিও:ক্যালিফোর্নিয়া।
১২ বছর পর আল্লামা সাঈদীর মাহফিল সিলেট মিজানুর রহমান আজহারী মাধ্যমে পুনরায় শুরু হলো
#mizanur_rahman_azhari_waz
#day10
১২ বছর পর আল্লামা সাঈদীর মাহফিল সিলেট মিজানুর রহমান আজহারী মাধ্যমে পুনরায় শুরু হলো
গোলামীর দিন শেষ, এটাই নতুন বাংলাদেশ।
দাদা বাবুদের গোলামি করার দিন শেষ,এটাই নতুন বাংলাদেশ।
জনতার হাতে ধরা খেলো চট্টগ্রামের কু'খ্যা'ত আওয়ামী ওসি নেজাম
চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে আটক করে পি'টু'নি দিয়ে পুলিশের হাতে দিয়েছেন জনতা। অল্প কিছুক্ষণ আগে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নেজাম উদ্দিন আওয়ামী অ'বৈ'ধ সরকারের আমলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করা কালে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সর্বশেষ সে পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিল। বর্তমানে এই আওয়ামী স'ন্ত্রা'সী কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছে বলে জানা গেছে। সে অসংখ্যা বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে হ'ত্যা, নি'র্যা'ত'ন ও আটক করে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত।
০৩-০১-২০২৫ যশোরে অনুষ্ঠিত ‘আকিজ—আদ দ্বীন ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত মাহফিলের ৩য় দিন।সন্ধ্যার আগেই লাখ লাখ ধর্ম প্রাণ তৌহিদী জনতার আগমন
ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে। নতুন এক ইতিহাস গড়বে যশোর।
এতো বড় মিছিল কি এর আগে দেখেছে চট্টগ্রাম? আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।