বিউটিফুল - Beautiful

বিউটিফুল - Beautiful সুন্দর মুহুর্ত গুলো তুলে ধরবো আমার পেজ এ। আপনার ১টা লাইক আমাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর
(1)

11/05/2024

আমার প্রাণ প্রিয় বন্ধুর বউ মারা গিয়েছে। তাই বন্ধুকে সান্ত্বনা দিতে গেলাম। দেখলাম বন্ধু প্রচুর কান্না করছে। তাই বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললাম -

- দোস্ত এতো কান্না করছিস কেন? আমি আছিনা তোর পাশে?

বন্ধু তার হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল - তুই আমাকে আমার বউয়ের মতো সুখ দিতে পারবি?

আমি ওর কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌছে গেলাম। তখন বললাম -- আমি তোর মনে অবস্থা বুঝতে পারছি। চিন্তা করিস না তোকে আমি আরেকটা বিয়ে করামু।

--জানিস আমার বউ বলত বন্ধু মানেই স্বার্থপর। আজ তার প্রমাণ পেলাম।

-- কীভাবে?

-- আগে স্কুল লাইফে আমি খাবার না নিয়ে গেলে তোর খাবার দু'জনে ভাগ করে খেতাম। আমার কাছে গাড়ি ভাড়ার টাকা না থাকলে তুই দিয়ে দিতি। আমার সাথে কেউ ঝগড়া করলে তুই আগে দৌড়ে আসতি। আমার সখের কিছু হারিয়ে গেলে তোর কাছে সেটা থাকলে দিয়ে দিতি আমায়।

বন্ধুর কথার আগামাথা আমি কিছু বুঝতে পারছিনা।

-- তুই এসব কথা এখন কেন বলছিস?

-- কারণ তুই আসলেই একটা স্বার্থপর।

আমি ভ্রু কোচকে বন্ধুর দিকে তাকিয়ে বললাম -- মানে আমি আবার কি করলাম?

-- আজকে আমার বউ মারা গেছে। জানিস তো বউটা কতো সখের ছিল।

-- হ্যাঁ জানি, বলছি তো তোকে আবার বিয়ে করামু।

-- আসলে তুই আমার বন্ধুই না।

-- আরে তোর জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। আর তুই বলছিস আমি তোর বন্ধুনা!

-- আচ্ছা জীবন দিতে হবে না। তোর বউটা আমাকে দিয়ে দে। তোর বউরে আমার কাছে ভালোই লাগে। আর তুই তো বলতি তোর সব আমার! তাহলে তোর বউয়ের উপর তো আমারও হোক আছে!

বন্ধুর কথাটা শুনে আমার মুখ সেন্টি খাওয়া ইমোজির মতো হয়ে গেছে।

সমাপ্ত।
#বন্ধু
বিউটিফুল - Beautiful

মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে পেজ টা সবাই ফলো করুন

23/04/2024

স্ত্রী: ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল?
স্বামী: কেটে ফেলো।

স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম...
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়।
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে।
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না।
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: বাজে করে কেটে দিলে?
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: না। কেটেই দেখি না একবার।
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী!
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা।
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে।
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: না, একবার কেটেই দেখি।
স্বামী: তাহলে কেটে ফেলো।

স্ত্রী: তাহলে কবে যাবে?
স্বামী: তাহলে কেটো না।

স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি।
স্বামী: তাহলে কেটে ফেলো!

স্ত্রী: কি আবোল তাবোল বলছো! শরীর খারাপ নাকি?
স্বামী: তাহলে কেটো না!

স্বামী এখন পাবনাতে ভর্তি আছে, মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে 'তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো! তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো।
বিউটিফুল - Beautiful 🥰
- ধন্যবাদ 😅

জীবনের প্রথম কার মোটরসাইকেল চালিয়েছিলেন? বিউটিফুল - Beautiful ❤️ বিউটিফুল - BEAUTIFUL
11/03/2024

জীবনের প্রথম কার মোটরসাইকেল চালিয়েছিলেন?
বিউটিফুল - Beautiful ❤️ বিউটিফুল - BEAUTIFUL

আপনি জানেন কি?আপনার বাসার ফ্যান জোরে আর ধীরে যেভাবেই চালানো হবে, বিদ্যুৎ বিল সমান আসবে।তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন...
10/03/2024

আপনি জানেন কি?
আপনার বাসার ফ্যান জোরে আর ধীরে যেভাবেই চালানো হবে, বিদ্যুৎ বিল সমান আসবে।
তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন।
বিউটিফুল - Beautiful ☢️

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ! যার বেতন হচ্ছে চিরস্থায়ী জান্নাত! সুবহানাল্লাহ ❤️বিউটিফুল - BEAUTIFUL 🎉 SSharmin Sumi
08/03/2024

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ!
যার বেতন হচ্ছে চিরস্থায়ী জান্নাত!
সুবহানাল্লাহ ❤️
বিউটিফুল - BEAUTIFUL 🎉 SSharmin Sumi

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।.......বাণীতে আহমদ ছফাবিউটিফুল - BEAUTIFUL
08/03/2024

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।.......বাণীতে আহমদ ছফা
বিউটিফুল - BEAUTIFUL

যে স্ত্রী তার স্বামীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী হযরত আছিয়ার সমতুল্য সওয়াব দান করবেন।--...
07/03/2024

যে স্ত্রী তার স্বামীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী হযরত আছিয়ার সমতুল্য সওয়াব দান করবেন।
-------------হযরত মুহাম্মদ সাঃ বলেছেন।
বিউটিফুল - BEAUTIFUL ❤️

07/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি।এই গল্পের আরো ৩ টি অধ্যায় জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।
@ফলোয়@ফলোয়ার সরকার সরকার ফার্মস SarkarSarkar Groupadesh

04/03/2024

*******
বল্টু বিয়ের পাত্রী দেখার জন্য মেয়ের
বাড়িতে আসল।
এ সময় বল্টুর প্রচন্ড প্রস্রাব পাইলো কিন্তু,
,,,,********
কি আর করার,,!বল্টু লজ্জায় প্রস্রাব
চেপে রাখলো৷
বল্টুর মেয়ে দেখে পছন্দ হলো,,,,৷
মেয়েরও বল্টুকে পছন্দ হল,,৷
*******
এবার বল্টু ও মেয়েকে আলাদা একটি ঘরে পাঠাল,,৷
****-
তাদের আনডারস্টেন্ডিং(বোঝাপরা) করার জন্য,,,!!
******
ওদিকে বল্টুর তো প্রস্রাবের
বেগে মাথা নষ্ট,,৷
********
বল্টু মেয়েকে বলল,,তোমাকে একটা কথা বলব,
কিন্তু লজ্জায় বলতে পারছি না ।
******
তখন মেয়ে বলল,,
কিসের লজ্জা,,? আপনি বলেন লজ্জা করবেন না প্লিজ,৷
*******
এবার বল্টু কাছে এসে এদিক ওদিক
তাকিয়ে ফিসফিস করে বলল,,
প্রসাব করার জায়গাটা একটু দেখাও তো,,,,??
*******
এবার মেয়ে একটু মাথা নিচু করে বলল,,
****
আগে আপনারটা দেখান,,,,!😜😜😜
*****
এই কথা শুনে, বল্টু তো'''!জিন্দা লাশ
হয়ে গেল।

04/03/2024

নিরাশ হবে না, দুঃখিত হবে না, তুমিই জয় লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও!
(সূরা আল ইমরান -১৩৯)
কুরআনের বাণী

ভাত খাবার সময় আমরা শুরুতে অল্প অল্প তরকারি খেয়ে থাকি যেনো শেষে আমাদের তরকারিতে টান না পড়ে। কিন্তু শেষে এসে দেখা যায় ভাতে...
04/03/2024

ভাত খাবার সময় আমরা শুরুতে অল্প অল্প তরকারি খেয়ে থাকি যেনো শেষে আমাদের তরকারিতে টান না পড়ে। কিন্তু শেষে এসে দেখা যায় ভাতের তুলনায় তরকারি বেশি রয়ে যায় প্লেটে। যার কারণে তখন হয়তো ভাতের সাথে বেশি বেশি তরকারি মাখিয়ে খেতে হয় আর না-হয় ভাত শেষে শুধু তরকারি খেতে হয়।

বাবা-মায়েরাও ঠিক একই কাজ করেন। তারা নিজেদের প্রথম সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য পৃথিবীর সব কাঠিন্য তাদের মাথার ওপর চাপিয়ে দেন। এরপর যখন বয়স বাড়ে তখন বোঝে সন্তানকে মানুষ বানাতে গেলে এতো কঠিন হতে হয় না। তখন তারা নরম হয় আর এই নরমের সুবিধা ভোগ করে পরিবারের ছোটো সন্তানেরা।

বাবা-মায়ের বুঝ আসতে আসতে বড়গুলো ততোদিনে বোকা, চুপচাপ আর একঘেয়ে হয়ে যায়। আর অপরদিকে বুঝবান বাবা-মায়ের বদৌলতে ছোটগুলো বুদ্ধিমান, চালাক ও বাকপটুতে পরিণত হয়।

যদি প্রশ্ন করা হয়, সেক্রিফাইসের দিক দিয়ে কারা আগানো? উত্তরে আমি বলবো, পরিবারের বড় সন্তানেরা। যারা পরিবারে বড় হয়ে জন্মায় শুধু তারাই বোঝে কতোটা সেক্রিফাইস করতে হয় পরিবারের জন্য। এক বুক নিরব যন্ত্রণা নিয়ে বড় হয় পরিবারের বড় সন্তানগুলো। তাদের ভেতরের আত্মচিৎকারের শব্দ তারা ছাড়া কেউই শুনতে পায় না।

©️ তথ্য সংগৃহীত
𝐒𝐚𝐫𝐤𝐚𝐫 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 & 𝐈𝐓 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧বSarkar EduCare Instituteচবিউটিফুল - BEAUTIFULrপিচ্চির মেলাmJamuna TVMariner Ruhul Amin

27/02/2024

বলুন তো! বিয়ের ফুল 🌸🌼 কোথায় ফোটে?

04/02/2024

যাকে সত্যিকার ভালবাসা যায়,
সে অতি অপমান, আ'ঘা'ত করলে,
হাজার ব্য'থা দিলে ও তাকে ভুলা যায়না।
-কাজী নজরুল ইসলাম

03/02/2024

আপনার বিয়েতে থালা বাসন
মা'জার দায়িত্বটা কাকে দিবেন..?😁😜

20/01/2024

আমি নারী,আমি অভিমানী,
আমি রুদ্রানী,আমি মায়াবতী,
আমি শান্ত রাজার মেজাজী মহারানী,
আমিই হবো তার বা পাশের,
বাঁ পাঁজরের অধিকারিনী!
(辛圖)-!!'🌸🖇️🤎
বিউবিউটিফুল - Beautiful

18/01/2024

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
"হাজরে আসওয়াদ
জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে"।
💖[তিরমিযি- ৮৭৭]💖

16/01/2024

ইউরোপ, আমেরিকা, চীন, কানাডায় কেন পানির বদলে টিস্যু ব্যবহার করে? বুঝলেন তো এখন! 🙂

16/01/2024

সে সবসময় বলতো
তুমি না খেলে আমিও খাবো না,আজকে তার ওজন ৮০ কেজি আর আমার ৪৫ কেজি!🙂

16/01/2024

বাঙালিরা ব্যাটারি দিয়ে রিমোট
চালায় ২ মাস 😴
আর থাপড়াইয়া চালায় ৬ মাস 🥱

16/01/2024

সব ধরনের ক্রিকেট থেকে নাসির দুই বছর নিষিদ্ধ-
#ক্রিকেট #নাসির_হোসেন #আইসিসি

09/01/2024

ঠোঁটের সাথে ঠোঁট মিশে গেলে কি হয় !!

#কুইজ #ধাঁধাঁ

08/01/2024

আমার Student -কে বিগত ১৫ দিন যাবত Article, Verb, Tense পড়াচ্ছি;

হঠাৎ করে আজকে সে বলতেছে,
"অনেক দিন যাবত এই গুলা পড়তেছি; ইংরেজি ২য় পত্র কবে পড়াবেন Madam?"🙂

08/01/2024

________ধাঁধা________
ভিতরে লাল, উপরে সবুজ,
বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ.?

08/01/2024

কিছু মেয়ে শাড়ি পরে
ছবি তোলার জন্য!🤳
রুম থেকে বাহিরে যেতে যেতেই তার
অর্ধেক শাড়ি খুলে যায়.!🙂

07/01/2024

নৌকা জিতলে আমি তোমার!! আর হারলে তুমি আমার!! 😌🖤

07/01/2024

এক্সের বোন পালিয়ে গেছে! 🤦‍♂️
খোঁজখবর নিয়ে জানতে পারলাম তার প্রেমের বয়স ২ মাস 🥴
ছেলেটা তাকে পটিয়ে নিয়েছে নেভীতে চাকরি করে সেটা বলে।
তার চেয়েও অবাক করার বিষয় হচ্ছে!
ছেলে নেভীতে চাকরি করে ঠিকই, কিন্তু নেভী সিগারেট কোম্পানিতে।
নেভীতে চাকরি করে বলাতে এক্সের বোন উতলা হয়ে পালিয়ে গেছে।

গল্প ফানি ফান

07/01/2024

বেকার ছেলেরা হচ্ছে আত্মীয় স্বজনদের কুরিয়ার সার্ভিস 😉

07/01/2024

আজকে আমার মন ভালো নেই
কারো বিকাশ নাম্বার দেন ১ হাজার টাকা বিকাশ করে দেই😒

Address

Dhaka
DHAKA

Website

https://youtube.com/@beautifulORBIT

Alerts

Be the first to know and let us send you an email when বিউটিফুল - Beautiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিউটিফুল - Beautiful:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All