20/08/2024
"ইতিহাসের ভয়াবহ বন্যায় পরশুরামবাসীর আহাজারি"
স্মরণকালের ভয়াবহ বন্যায় পরশুরামবাসী আজ ক্ষতিগ্রস্থ ও আতংকিত। পরশুরামের বিভিন্ন ইউনিয়ন,গ্রামে বন্যার প্রকোপে দিশেহারা জনজীবন।গৃহবন্ধী অবস্থায় রুদ্ধশ্বাস ফেলতেছে হাজারো মানুষ।খাবার-পানি নেই,বন্যায় প্রত্যেক এলাকায় ভীত মানুষ।উদ্ধার কাজের জন্য নেই কোনো জলযান ব্যাবস্থা।এ সংকটকালীন মুহূর্তে আকুল আবেদন এই বন্যার্ত মানুষের পাশে দাডাঁনো আকুল প্রয়াসকে সবাই স্বাগত করবেন এবং যথাসাধ্য সহযোগীতা করবেন।আপনাদের সহযোগীতাই বেঁচে যেতে পারে হাজারো প্রাণ।
বিকাশ:01742684087(তানভীর)
নগদ:01931985311(তানভীর)