Ar Rafee

Ar Rafee It’s a kind of dawah page.Many exclusive Quranik video you will get here.You can like & follow our
(1)

খায়েশের গোলামি 😥
23/12/2022

খায়েশের গোলামি 😥

😥😥আল্লাহ তা'য়ালা আমাদের হেফাজত করুন
23/12/2022

😥😥
আল্লাহ তা'য়ালা আমাদের হেফাজত করুন

20/12/2022

কুররাতু আইয়ুন ; চক্ষু শীতলকারিনী 🤍🌸

16/12/2022

ওহ ম্যারা নাবী 🤍✨
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🥰

12/12/2022

ছোট্ট ক্বারী সাহেব!🤗

09/12/2022

মাশাআল্লাহ 🥰
কতো সুন্দর করে তিলাওয়াত করলেন ভাইটি

07/12/2022

আহ 😥
كل نفس ذائقة الموت
'' প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ''

আল্লাহ তা'য়ালা আমাদের অন্তরে মৃত্যুর ভয় দান করুন।

আমাদের 👉 Ar Rafee পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।

আমাদের ইসলামিক গ্রুপে জয়েন হতে চাইলে 👉 Ar Rafee

06/12/2022

~দয়া করে খাবার অপচয় করবেন না,,✅
যেই খাবার আপনার কাছে বর্জিত সেইটা খেয়েই অনেকে তার ক্ষুধা মিটায়....🥀

["অপচয়কারীরা নিশ্চয়ই শয়তানের ভাই"]

তিনি আমায় অপেক্ষা করিয়েছেনকিন্তু নিরাশ করেন নি 🌸কথা : আহমেদ রুবাইয়া
05/12/2022

তিনি আমায় অপেক্ষা করিয়েছেন
কিন্তু নিরাশ করেন নি 🌸

কথা : আহমেদ রুবাইয়া

05/12/2022

ভিডিও টা সকল অভিভাবকের শোনা দরকার,
আশা করি সকলের উপকার হবে,

তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব
🎙️ইঞ্জিনিয়ার এনামুল হক

04/12/2022

#দাওয়াত_ও_তবলীগ
সমগ্র বিশ্ব জুড়ে দ্বীন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে দাওয়াতে তাবলীগ এক নিরব বিপ্লবের নাম।
দ্বীন দরদী মানুষের অক্লান্ত পরিশ্রমে বিশ্বের প্রতিটি দূর্গম প্রান্তে ও পৌঁছে যাচ্ছে ইসলামের সুমহান বানী।
দলে দলে মানুষ ফিরছে তার প্রকৃত স্রষ্টার মনোনীত একমাত্র ধর্ম দ্বীন ইসলামের সুশীতল ছায়া তলে আলহামদুলিল্লাহ।

নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য....... ©Dawaa
02/12/2022

নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য.......

©Dawaa

একদম বাস্তব ❣️
01/12/2022

একদম বাস্তব ❣️

প্রথমত চোখ গাফেল হয়; এরপর হয় হৃদয়,তুমি চোখের যত্ন নাও; হৃদয় ফেরানোর মালিক আল্লাহ ফলো করে দিয়েন 👉 Ar Rafee কথা : Hasan Be...
30/11/2022

প্রথমত চোখ গাফেল হয়; এরপর হয় হৃদয়,
তুমি চোখের যত্ন নাও; হৃদয় ফেরানোর মালিক আল্লাহ

ফলো করে দিয়েন 👉 Ar Rafee

কথা : Hasan Beruny

লোহার পেরেক মাথায় ফুটে যাওয়াও এর চেয়ে ভালো
29/11/2022

লোহার পেরেক মাথায় ফুটে যাওয়াও এর চেয়ে ভালো

29/11/2022

রাসুলের সাচ্চা আশেক তো তারাই।রাসুলের প্রতি কি অগাধ পরিমাণ ভালোবাসা থাকলে এমনটা সম্ভব। নিজের জীবনের চেয়েও বড় আমার প্রিয় রাসূল 😢

ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে তার ঘোষণা দেওয়ার সাথে সাথেই মুশরিকরা হযরত আবু বকরের ওপর এবং মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মসজিদের বিভিন্ন স্থানে থাকা মুসলমানদেরকে তারা ভীষণ প্রহার করে। হযরত আবু বকর (রা.) কে তারা পায়ের নীচে ফেলে পিষ্ট করে এবং তাঁকে বেদম প্রহার করে। পাপিষ্ঠ উতবা ইবনে রবীআ তাঁর কাছে আসে এবং পুরনো ভারী দুটো জুতো দিয়ে তাঁকে সজোরে নিষ্ঠুর ভাবে আঘাত করে। সেগুলো দিয়ে তাঁর চোখে-মুখে আঘাত করে এবং তাঁর পেটের ওপর উঠে দাঁড়ায় । তাঁকে এমন আঘাত করা হয় যে, তাঁর নাক-মুখ চেনা যাচ্ছিল না।

তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং দিনের শেষ ভাগে তিনি কথা বলতে শুরু করেন এবং সর্বপ্রথম যে কথাটি বললেন- "তা হলো, রাসূলুল্লাহ (সা.) কোথায়? তিনি কেমন আছেন?" এ কথা শুনে লোকজন তাঁকে ভর্ৎসনা করে এবং একা রেখে চলে যায় ।
উম্মে জামীল (রা.) কে হযরত আবু বকর (বা) বললেন- রাসূলুল্লাহ্ (সা) কেমন আছেন? উম্মে জামীল জানালেন- রাসূলুল্লাহ্ (সা.) সুস্থ ও ভালো আছেন ।
আবু বকর (রা.) বললেন- আল্লাহর কসম! রাসূলুল্লাহ (সা)-এর সাথে সাক্ষাত না করা পর্যন্ত আমি কোনো খাদ্য-পানীয় মুখে তুলবো না।

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাও...
28/11/2022

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!
!পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! কারণ এটা বাংলাদেশে!!! 🙂

© কালেক্টেড

অনন্ত কাল জান্নাতে চির যুবতী থাকার প্রতিক্ষায় দুনিয়ার জীবনটা না হয় একটু আন্টি খালাম্মা টাইপ হয়ে কাটিয়ে দিলেন ক্ষতি কী? P...
28/11/2022

অনন্ত কাল জান্নাতে চির যুবতী থাকার প্রতিক্ষায় দুনিয়ার জীবনটা না হয় একটু আন্টি খালাম্মা টাইপ হয়ে কাটিয়ে দিলেন

ক্ষতি কী?

Please follow our page & share this post on your timeline 🥰

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তায়ালা তোমার আকৃতি সুন্দর করেছেন। সুতরাং তুমি নিজের চরিত্র সজ্জিত করে তোলো। বই: স্বপ্ন ...
27/11/2022

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তায়ালা তোমার আকৃতি সুন্দর করেছেন। সুতরাং তুমি নিজের চরিত্র সজ্জিত করে তোলো।

বই: স্বপ্ন সুখের দাম্পত্য

আগামীকাল মেলা শেষ তাই সময় থাকলে এমন সুন্দর আয়োজন দেখে যেতে মিস করবেন না
25/11/2022

আগামীকাল মেলা শেষ তাই সময় থাকলে এমন সুন্দর আয়োজন দেখে যেতে মিস করবেন না

অদ্ভুত সুন্দর....সবার জীবনেই এরকম কিছু মুহূর্ত আসুক🥰🕋
25/11/2022

অদ্ভুত সুন্দর....
সবার জীবনেই এরকম কিছু মুহূর্ত আসুক🥰🕋

24/11/2022

Let'sgo**⚔️

তোমার নজরে বিশ্বপকাপ মঞ্চেউদ্ভোদনী কুরআন,আমি তো দেখি সহজ কৌশলেহারামকে হালাল ফরমান।
23/11/2022

তোমার নজরে বিশ্বপকাপ মঞ্চে
উদ্ভোদনী কুরআন,
আমি তো দেখি সহজ কৌশলে
হারামকে হালাল ফরমান।

আল্লাহুম্মাগফিরলি 😢
22/11/2022

আল্লাহুম্মাগফিরলি 😢

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় :১. আন্নানা২. মান্নানা৩. হান্নানা৪. হাদ্দাকা৫. বাররাকা৬. শাদ্দাকা১. “আন্নানা” হলো সে...
21/11/2022

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় :

১. আন্নানা
২. মান্নানা
৩. হান্নানা
৪. হাদ্দাকা
৫. বাররাকা
৬. শাদ্দাকা

১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায়
আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিণী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।

২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে, আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল
সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।

৬. “শাদ্দাকা” হলো সেই নারী যে সবসময় বকবক
করে।

বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।

হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক
সন্তান দান করুন।
হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দ্বীনদার স্বামীও নেক সন্তান দান করুণ

বিঃদ্রঃ হে আল্লাহ্ আপনি আমাদের সকল নর নারী কে দ্বীনদার ও নেককার হওয়ার তৌফিক দান করুণ আমিন 🌸🍁

হায় আফসোস! সামান্য অজুহাতে আমরা নামাজ ছেড়ে দেই😥 অথচ যা অজুহাতের যোগ্যই নয়।আল্লাহ তা'য়ালা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান ক...
21/11/2022

হায় আফসোস! সামান্য অজুহাতে আমরা নামাজ ছেড়ে দেই😥 অথচ যা অজুহাতের যোগ্যই নয়।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন।আমিন।

কেমন হবে যদি এমন করে দেয়া হতো 😢😢😢আল্লাহুম্মাগফিরলি 😥© Nafs- নাফসনাফস
20/11/2022

কেমন হবে যদি এমন করে দেয়া হতো 😢😢😢

আল্লাহুম্মাগফিরলি 😥

© Nafs- নাফসনাফস

কেমন হতো? যদি নবীর রওজার পাশে এভাবেই ঘুমিয়ে থাকতামসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  🥰🌸
18/11/2022

কেমন হতো?
যদি নবীর রওজার পাশে এভাবেই ঘুমিয়ে থাকতাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 🥰🌸

18/11/2022

শুকরিয়া আদায় করা ছাড়া কিছু বলার ভাষা নেই 😢

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

জান্নাতে অনন্ত কাল চির যুবতি থাকারপ্রতিক্ষায় দুনিয়ার জীবনটা না হয় একটুবুড়ি খালাম্মা টাইপ হয়ে কাটিয়ে দিলেন!ক্ষতি কী?-কথা:...
17/11/2022

জান্নাতে অনন্ত কাল চির যুবতি থাকার
প্রতিক্ষায় দুনিয়ার জীবনটা না হয় একটু
বুড়ি খালাম্মা টাইপ হয়ে কাটিয়ে দিলেন!
ক্ষতি কী?

-কথা: সংগৃহীত

জাযাকাল্লাহু খাইরান🥰🌸
17/11/2022

জাযাকাল্লাহু খাইরান🥰🌸

16/11/2022

বাইতুল্লাহর এই অংশকে বলা হয় রুকনে ইয়ামানী।
হাজরে আসওয়াদ যেই কোণে অবস্থিত তার ঠিক আগের কোণটি হচ্ছে এই রুকনে ইয়ামানী।

15/11/2022

অশ্রুর প্রতিটি ফোটার হিসাব নেওয়া হবে !

গাজা, ফিলি - স্তিন!😥

14/11/2022

তোমাদের ভালোবাসা যায়গামতো ফিরে আসুক
নয়তো তোমাদের হাশর তাদের সাথেই হোক..!

কবরগুলো পূর্ণ হচ্ছে       ঐ লোকেদের লাশেযারা ভেবেছিল বৃদ্ধ বয়সে       ইবাদত করবে অবসরে অনায়াসে।©  Nafs- নাফস
13/11/2022

কবরগুলো পূর্ণ হচ্ছে
ঐ লোকেদের লাশে
যারা ভেবেছিল বৃদ্ধ বয়সে
ইবাদত করবে অবসরে অনায়াসে।

© Nafs- নাফস

12/11/2022

কাস্মীর 🌸🥰

11/11/2022

মাশাআল্লাহ 🌸

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে বাইতুল্লাহ সফরের তাওফিক দান করুন।

10/11/2022

অথচ জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়েও আমরা আল্লাহর কাছে কত অভিযোগ করি।

আলহামদুলিল্লাহ।🥰
আলহামদুলিল্লাহ। 🥰
আলহামদুলিল্লাহ। 🥰

09/11/2022

আপনার পথ চেয়ে আছি
নিজেকে রেখেছি একা
আপনার স্পর্শে পূর্ণতা পাক
আমার অপূর্ণতা

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

08/11/2022

শৈশব 🌸🌸

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Ar Rafee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar Rafee:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All