Sayma Akter

Sayma Akter I am a freelancer at Digital Marketing

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি? ChatGPT ki?সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(a...
10/02/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি? ChatGPT ki?
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে।

ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।
ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।
বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।

26/01/2023

টাকা নাকি সুখ দেয়না,মানসিক শান্তিই নাকি সব!!??কিন্তু পকেটে যখন টাকা থাকেনা,তখন মানসিক শান্তির ভূমিকা কই থাকে??সেক্ষেত্রে তাহলে করণীয় কী মানসিক শান্তি বাদ দিয়ে টাকা কামাবো,তারপর বাণী দিবো??!!

Send a message to learn more

ফ্রিল্যান্সিং আবার জিনিস টা কী??!!🤔🤔বিংশ শতাব্দী তেও এসেও হয়তো এই ফ্রিল্যান্সিং টার্ম টা আমাদের সবারই জানা কথা।ক্ষুদ্র প...
26/01/2023

ফ্রিল্যান্সিং আবার জিনিস টা কী??!!🤔🤔

বিংশ শতাব্দী তেও এসেও হয়তো এই ফ্রিল্যান্সিং টার্ম টা আমাদের সবারই জানা কথা।ক্ষুদ্র পরিসরে বলতে গেলে নিজ স্বাধীনতায় ইচ্ছা মতো কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়।এই ফ্রিল্যান্সিং আপনি চাইলেই যেকোনো জায়গা থেকে করতে পারেন।যেখানে আপনার কারও অর্ডার মানার প্রয়োজন হয় না।সাধারণত ২৪/৭ ঘন্টার ডেস্ক জব থেকে এই কাজ সম্পূর্ণ ভিন্ন ধর্মী।যেখানে সাধারণ একটা চাকরিতে আপনার মাথায় থাকে বসের অর্ডারের টেনশন,ঠীক সেখানে এই ফ্রিল্যান্সিং সেক্টরে বলতে গেলে আপনি নিজেই নিজের বস!!কী ভাবতে অবাক লাগছেনা,অবাক করার বিষয়ই বটে।তবে একবার ফ্রিল্যান্সিং করা শুরু করলে আপনি নিজেই মানতে বাধ্য হবেন যে ফ্রিল্যান্সিং করা টা আপনার জন্য কত বড় আর্শীবাদ হতে পারে।
তাই অযথা সময় নষ্ট না করে একটি সুনির্দিষ্ট ক্যারিয়ার গড়তে আজকে থেকেই ফ্রিল্যান্সিং কে নিজের সঙ্গী বানিয়ে ফেলুন।

মনে রাখবেন বসে থাকলে সফলতা কখনো আপনার দরজা টোকা দিবেনা,সফলতার জন্য আপনাকে নিজ থেকে সফলতার দরজা টোকা দিতে হবে!!

সফলতা একদিনে আসেনা,এর জন্য প্রয়োজন র্দীঘ সময়ের ধৈর্য আর পরিশ্রম।আর এর বড় প্রমাণ হলো বাংলাদেশের ওয়ান ওফ দ্যা টপ রেটেড ফ্র...
25/01/2023

সফলতা একদিনে আসেনা,এর জন্য প্রয়োজন র্দীঘ সময়ের ধৈর্য আর পরিশ্রম।আর এর বড় প্রমাণ হলো বাংলাদেশের ওয়ান ওফ দ্যা টপ রেটেড ফ্রিল্যান্সার Mehedi Hasan Shuvo স্যার।বাংলাদেশের গর্ব তিনি।”জনাব মেহেদী হাসান শুভ” স্যারকে আন্তর্জাতিক “Global Changemakers Summit & Award 2023”এ ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন।

25/01/2023

এক ফকির এক কুকুর কে বললোঃ

তোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!!

কুকুর বললো সেগুলো কি কি??

ফকির বললোঃ

১।তুই দেওয়ালে প্রস্রাব করিস ।

২।তুই ভিখারী দেখলে ঘেও ঘেও করিস।

৩।তুই রাতে ঘেও ঘেও করে মানুষের ঘুম নষ্ট করিস।

এই কথা শুনে কুকুর উত্তর দিলোঃ

আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না কারণ হয়তো কোন আল্লাহর বান্দা এখানে বসে আল্লাহ কে সেজদা করবে,,,,,

আমি ভিখারী কে দেখলে এই জন্য ঘেও ঘেও করি কারণ ভিখারি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চায় কেনো।

আমি রাতে মানুষের ঘুম নষ্ট এই জন্য করি কারণ মানুষ গুনাহ করে আরামে ঘুমালে মাফ চাবে কখন?

আল্লাহ সকল কে হেদায়েত দান করুন,,,,,,,
Amin,,🤲🤲

কী লাভ তাহলে এও পড়াশোনা করে!!
16/01/2023

কী লাভ তাহলে এও পড়াশোনা করে!!

Dreams are extremely important.You can't do it unless you imagine it❤❤🥀🥀
14/01/2023

Dreams are extremely important.You can't do it unless you imagine it

❤❤🥀🥀

নিজস্ব পুজিঁ অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নূন্যতম ঝুঁকি নিয়ে আত্...
13/01/2023

নিজস্ব পুজিঁ অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নূন্যতম ঝুঁকি নিয়ে আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।

আত্মকর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তির নিজের যেমন কর্মসংস্থান হয়, তেমনি অনেক নতুন আত্মকর্মসংস্থানের সূযােগ সৃষ্টি হয়। সীমিত চাকরির বাজারে সকলের আত্মকর্মসংস্থানের সুযোগ হয় না। যারা স্বাধীনভাবে কিছুকরতে চায় তারা নিজস্ব মেধা ও দক্ষতা কাজে লাগাতে এগিয়ে আসেন এবং আত্মকর্মসংস্থান করে স্বাবলম্বী হন। তাই আত্মকর্মসংস্থানের গুরুত্ব দেশের অর্থনীতিতে অপরিসীম। নিম্নে সংক্ষেপে তা আলােচিত হলাে:–

১.কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়- মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্নকর্মসংস্থান ও ব্যবসায়। যারা স্বাধীনভাবে কাজ করে জীবিকা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি উত্তম পন্থা।

২. কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। আত্মকর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে আত্মকর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। এক্ষেত্রে আত্মকর্মসংস্থানের কোন বিকল্প নাই।

৩. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থসংস্থান করাও অনেকটা সহজ।

৪. বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে অনেক।
৫. আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। আর এ ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় যেহেতু আলাদা খরচ হয় না।

৬. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এ
র মাধ্যমে যে কোন বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে।

৭.আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। কেননা মানুষ নিজের এবং অন্যের কর্মসংস্থান তৈরি করতে পারলেই বাংলাদেশের বেকারত্ব দূর নিরসন সম্ভব।

31/12/2022

How was your 2022? Mine was terrible🥹
Btw, Happy New Year everyone❤️
Hope 2023 goes awesome😍❤️

-যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা। 👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এট...
22/12/2022

-যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা।
👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এটাই বাস্তব।
---আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন প্রাইভেট টিচার কখনো তার স্টুডেন্টকে যতই প্রিয় হোক না কেন কোনদিন ফ্রিতে পড়াবেনা।
তাহলে আপনি কিভাবে ভাবলেন অপরিচিত একজন লোক আপনাকে ফ্রিতে ফ্রীলান্সিং ট্রেনিং দেবে।

💥আর যদি বাই চান্স বাইচান্স কেউ যদি এ ধরনের অফার দিয়ে থাকে তার ফলাফল নিচের ছবির মত হবে।
ফালতু সময় লস হবে কাজের কাজ কিছুই হবে না।

💥প্রত্যেকের উদ্দেশ্যে বলি অযথা সময় নষ্ট না করে ভালো করে যাচাই বাছাই করে যেকোনো একটা It Institute আইটি ইনস্টিটিউট এর ট্রেনিং নিয়ে নেন।
👉আর যেকোনো ধরনের হেল্প লাগলে বিষয় ইনবক্স করবেন সাধ্যমতো চেষ্টা করবো help করার।

22/12/2022

মানুষের শরীরে ছোট্ট একটা অপারেশন করতে হলেও এনেস্থিসিয়া দিয়ে নেওয়া হয়। কোনো কষ্টই টের পাওয়া যায় না। আর মৃত্যুর মতো কঠিন একটা বিষয় কোনো সাপোর্টিভ সিস্টেম ছাড়াই ঘটে। ভয়ংকর, তাই না!

(Copied from:Farhana Ferdousy)

21/12/2022

শক্তিশা'লী পাসওয়ার্ড দিয়ে,
পরে সেটা ভুলে যাওয়া আমার দূর্বল মাথা!!!🙂

💢পড়ালেখা বা চাকরী করার পাশাপাশি স্কিল বাড়ান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। ফেসবুক এডস রানিং, ক্যানভা ডি...
21/12/2022

💢পড়ালেখা বা চাকরী করার পাশাপাশি স্কিল বাড়ান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। ফেসবুক এডস রানিং, ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন।

💢বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না। দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা। প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা রাখুন স্কিল বাড়ানোর জন্য। সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই🤔🤔

💢না হলে, দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে।🙂

💢তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় কিছু করে খেতে পারবেন। বেকার থাকতে হবে না🤝🤝

💢♒জীবন আপনার, সিদ্ধান্তও আপনার♒💢

📚📚 যারা ফ্রিল্যান্সিং শিখতে চান ইনবক্স করতে পারেন। সহোযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ 💖💖💖💖

Address

Puran Dhaka
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sayma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayma Akter:

Share


Other Digital creator in Dhaka

Show All