Zubayer Noor المسافر

Zubayer Noor المسافر তুমি কি এতে সন্তুষ্ট নও যে,তাদের
জন্য দুনিয়া, আর আমাদের জন্য আখেরাত !

🔎 সহীহ বুখারী:৪৯১৩, সহীহ মুসলিম:১৪৭৯

মহান আল্লাহ তায়াল ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মোহাম্মদ (সঃ)

26/01/2025

আমি তাওবা করছি অতীতের সকল গুনাহ থেকে! 😑🤲

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলাইহি।🌺🤲

🥰🥰
17/01/2025

🥰🥰

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী 🥰🥰
13/01/2025

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী 🥰🥰

10/01/2025

সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ধৈর্য, সময় এবং সচেতন প্রচেষ্টা প্রয়োজন। নিচে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেওয়া হলো:

১. নৈতিক শিক্ষা দিন

ছোটবেলা থেকেই সত্যবাদিতা, বিনয়, সহানুভূতি, এবং দায়িত্ববোধের মতো গুণাবলির শিক্ষা দিন।

গল্প, বই, এবং নিজেদের উদাহরণ দিয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব বোঝান।

২. সময়ের সঙ্গী হন

সন্তানকে সময় দিন এবং তার অনুভূতি, সমস্যা এবং আগ্রহকে গুরুত্ব দিন।

তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন যাতে সে যেকোনো বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারে।

৩. শৃঙ্খলা শেখান, শাস্তি নয়

শৃঙ্খলা বজায় রাখতে ভালো আচরণের জন্য প্রশংসা করুন এবং ভুল হলে ভুলের কারণ বোঝান।

শাস্তির চেয়ে ভালো পরামর্শ দিয়ে তাকে সঠিক পথে চলতে উৎসাহিত করুন।

৪. পরিবেশ তৈরি করুন

সন্তানের জন্য এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে সে সৎ, নৈতিক এবং দয়ালু আচরণ শিখতে পারে।

সঙ্গীদের প্রতি নজর রাখুন এবং তাকে ভালো মানুষদের সাথে মিশতে উৎসাহিত করুন।

৫. ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শিখান

ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার প্রতি দায়িত্ববোধ শেখান।

সমাজ এবং পরিবারের প্রতি তার কর্তব্যের বিষয়ে সচেতন করুন।

৬. আত্মবিশ্বাস বাড়ান

তার সাফল্য এবং প্রচেষ্টাকে স্বীকৃতি দিন।

ভুল করলে তাকে সুযোগ দিন নিজেকে শুধরানোর।

৭. ভালো অভ্যাস গড়ে তুলুন

বই পড়া, খেলাধুলা, এবং শখের কাজগুলোতে তাকে উৎসাহিত করুন।

সময়মতো ঘুমানো, পড়াশোনা এবং অন্য দায়িত্ব পালন করার অভ্যাস গড়ে তুলুন।

৮. নিজে উদাহরণ হন

সন্তানরা অভিভাবকদের দেখে শিখে। তাই আপনি নিজের আচরণে সততা, নৈতিকতা এবং আদর্শিক গুণাবলির প্রদর্শন করুন।

৯. প্রশ্ন করতে দিন

সন্তানকে তার চিন্তা ও প্রশ্ন প্রকাশ করার সুযোগ দিন।

তাকে যুক্তিবাদী হতে সাহায্য করুন এবং সবকিছুর ব্যাখ্যা দিন।

১০. ভুলের জন্য ক্ষমা করতে শিখান

ভুল করলে ক্ষমা চাইতে এবং অন্যকে ক্ষমা করতে শেখান। এটি দয়া এবং বিনয়ের গুণ বাড়াবে।

এই পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদে সন্তানের চরিত্র গঠনে সাহায্য করবে এবং তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

ধৈর্য ধারন করো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।” 🥰🥰
09/01/2025

ধৈর্য ধারন করো,
আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।” 🥰🥰

বিয়ে হইসে? বাচ্চা নাও৷হাসবেন্ড ভালো না? বাচ্চা নাও, লাইনেচলে আসবে৷হাজবেন্ড ভালো? আলহামদুলিল্লাহ,পালতে সুবিধা হবে বাচ্...
06/01/2025

বিয়ে হইসে?
বাচ্চা নাও৷

হাসবেন্ড ভালো না?
বাচ্চা নাও, লাইনে
চলে আসবে৷

হাজবেন্ড ভালো?
আলহামদুলিল্লাহ,
পালতে সুবিধা হবে বাচ্চা নাও৷

হাজবেন্ডের সাথে ঝগড়া হয়?
বাচ্চা নাও,
সব ঠিক হয়ে যাবে৷

শাশুড়ির সাথে বনেনা?
বাচ্চা নাও,
নাতির ওপর মায়া পড়ে যাবে৷

শ্বাশুড়ি ভালো?
তাড়াতাড়ি বাচ্চা নাও,
হেল্প করবেন৷

শ্বাশুড়ি'র বয়স কম?
এখনই বাচ্চা নাও,
শক্তি সামর্থ্য থাকতে থাকতে৷

শ্বাশুড়ির বয়স বেশী?
আহারে এই বয়সে
নাতীর মুখ দেখবে, বাচ্চা নাও৷

মোটা তুমি?
বাচ্চা নাও, পরে হবেনা৷

চিকন তুমি?
তাড়াতাড়ি বাচ্চা নাও পরে
মোটা হয়ে গেলে সমস্যা৷

মন ঊড়ু ঊড়ু, সংসার ভাল্লাগেনা?
বাচ্চা
নাও,স্থির হয়ে যাবা৷

গোছগাছ প্রিয়?
যাক বাবা, বাচ্চা নাও
তোমার জন্য সুবিধা৷

বাচ্চা ভালো লাগে?
এখনো বসে আছো,
বাচ্চা নাও৷

বাচ্চা ভালো লাগেনা?
নিজের বাচ্চা
নাও, দেখবা৷

ভাইয়ের বাচ্চা এত আদর কর?
নিজে বাচ্চা
নাও, দেখবা নিজেরটা কি৷

দাওয়াতে আসছো, বাচ্চা নাও৷

বেড়াতে গেছ, বাচ্চা নাও।

আড্ডা মা-রছ, বাচ্চা নাও৷

ভাত খাচ্ছ, বাচ্চা নাও৷

ঘুমাইতেসো, বাচ্চা নাও৷

একটা বাচ্চা আছে?
আরেকটা নাও৷

ছেলে আছে?
মেয়ে নাও৷

মেয়ে আছে?
ছেলে নাও৷

বাচ্চা নিতে চাও না?
নিয়ে নাও!

একটি বাচ্চা হইতে পারে সর্বরোগের
মহৌষধ, সকল মুশকিলে আসান।

দলে দলে বাচ্চা নিন!!🙄🥴

কি পোস্ট পড়েন জান বাচ্চা নেন 😒😒😒🙄🙄🙄

06/01/2025

মিজানুর রহমান আজহারী হুজুরের বিরুদ্ধে মন্তব্য করার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই আলোচনা গুরুত্ব সহকারে শোনা উচিত 😎😎

😔😔
05/01/2025

😔😔

05/01/2025

মিজানুর রহমান আজহারী হুজুরের বিরুদ্ধে মন্তব্য করার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই আলোচনা গুরুত্ব সহকারে শোনা উচিত 😎😎

ইনশাআল্লাহ 🥰🥰চাওয়া যখন আল্লাহর কাছে পাওয়া তখন নিশ্চিত ❤️🌺
05/01/2025

ইনশাআল্লাহ 🥰🥰
চাওয়া যখন আল্লাহর কাছে পাওয়া তখন নিশ্চিত ❤️🌺

আমি ভাগ্যবান বলেই,প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)এর উম্মত 🥰🥰
05/01/2025

আমি ভাগ্যবান বলেই,

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)এর উম্মত 🥰🥰

হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন,যে ব্যক্তি ফজরের ন...
05/01/2025

হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে।
জুনদুব ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত,

রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে,
সে আল্লাহর জিম্মায় থাকবে।
(মুসলিম- ৬৫৭)
🥰🥰

মন খারাপ এমন একটি বৃষ্টি,যা বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে অঝোর ধারায় ঝরে। 😔😔
04/01/2025

মন খারাপ এমন একটি বৃষ্টি,
যা বাইরে দেখা যায় না,
কিন্তু ভেতরে অঝোর ধারায় ঝরে। 😔😔

ইনশাআল্লাহ 🥰🥰শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।"(সূরা আদ দুহা:৫)
04/01/2025

ইনশাআল্লাহ 🥰🥰
শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন,
যে তুমি খুশি হয়ে যাবে।"
(সূরা আদ দুহা:৫)

শান্তি তখনই আসে, যখন তুমি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখো।”
04/01/2025

শান্তি তখনই আসে,
যখন তুমি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখো।”

দোয়া হলো মুমিনের অস্ত্র। 🤲🤲আল্লাহর কাছে সবকিছুর জন্য দোয়া করো।”
04/01/2025

দোয়া হলো মুমিনের অস্ত্র। 🤲🤲
আল্লাহর কাছে সবকিছুর জন্য দোয়া করো।”

তাওবা করো 🥰🥰আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা।
03/01/2025

তাওবা করো 🥰🥰
আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা।

হালাল উপার্জন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 🥰🥰
03/01/2025

হালাল উপার্জন
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 🥰🥰

Address

Dhaka-1362

Telephone

+8801628440298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zubayer Noor المسافر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zubayer Noor المسافر:

Videos

Share