KH Tanvir Anik

KH Tanvir Anik Share Entrepreneurial Journey & Skill
|Co-Founder HF Food Service|

07/07/2024

Behind the scenes of content creation.
Mastermind✌️Brainstorming✌️Team Work❤️

Find a group of people who challenge and inspire you,Spend a lot of time with them,And it will change your life forever❤...
25/06/2024

Find a group of people who challenge and inspire you,
Spend a lot of time with them,
And it will change your life forever❤️
HF-HQ💘

12/06/2024

প্রকৃতিতে সমস্ত নির্জীব প্রাণিদের সাথে বিবেচনায় মৌমাছিদের জীবনব্যবস্থা অনেকটাই উন্নত। তাদের জীবনচক্রে রয়েছে সুষ্ঠু সমাজতন্ত্র, রাজতন্ত্র, নির্দিষ্ট আচার-ব্যবহার, বাচনভঙ্গি, গোত্রভেদ। এই রাজতন্ত্রে প্রজা মৌমাছিদের বিদ্রোহও সংঘটিত হতে দেখা যায়। পরস্পরের সাথে যোগাযোগের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ধরনের এক মাধ্যম। তবে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, মৌমাছিদের কলোনীতে অবস্থানরত একমাত্র উর্বর মৌমাছি; একটি রানী মৌমাছি।
মৌমাছি মানুষকে পবিত্র রিজিক গ্রহণের শিক্ষা দেয়। মৌমাছি নষ্ট ফুল থেকে মধু আহরণ করে না। তারা পরিষ্কার ও অব্যবহৃত ফুল থেকেই মধুর উপাদান সংগ্রহ করে থাকে। মানুষের উচিত পবিত্র রিজিক গ্রহণ করা। হারাম রিজিক ভক্ষণের মধ্যে কোনো বরকত থাকে না।
মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে, সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর! এক পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়! আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়! যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব! ফুলের সন্ধানে প্রতিটি মৌমাছি, মৌচাকের পাঁচ কিলোমিটার ব্যাসের পুরো এলাকা তারা তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়! তাদের ওড়ার গতি প্রতি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার। একটি সক্ষম মৌমাছি দৈনিক ১০ কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে পারে। মানবসন্তান যখন চামচে ভরে মধু পান করে তৃপ্ত বোধ হয়, তখন সে ভাবে না যে এই এক চামচ মধু সৃষ্টিতে কত শত মৌমাছির রক্তক্ষয়ী অবদান লুকিয়ে আছে!
একটি কর্মী মৌমাছির ৩৯-৪২ দিনের ছোট্ট জীবনে নিজেদের সঞ্চিত মধু পান করার সৌভাগ্য খুব কমই হয়!
মৌমাছির এই ত্যাগের শিক্ষা মানুষ ধারণ করলে পৃথিবীর চেহারা বদলে যেত। ভাগ্যবিড়ম্বিত এসব পতঙ্গের মজুদ করা মধু বিভিন্ন প্রাণী চুরি করে পান করে। মানবজাতিও পরম তৃপ্তিতে মধু পান করে। মধু পানের সময় মৌমাছির ত্যাগের কথা তারা ভুলে যায়। ভুলে যায় মৌমাছির স্রষ্টাকেও!

26/05/2024

✅মূঘল আমল থেকে গুগল আমল পর্যন্ত আম পছন্দ করেনা এমন মানুষ নেই বললেই চলে🥭😍

যারা আম প্রেমী আছেন তারা এ বছরের সেরা আম, আমের রাজা হিমসাগর/ ক্ষীরসাপাত সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে প্রি অর্ডার করুন HF Food Service এ😍

আমের রাজ্যে রাজা হিমসাগর/ ক্ষিরসাপাত আমের সাথে❤️
21/05/2024

আমের রাজ্যে রাজা হিমসাগর/ ক্ষিরসাপাত আমের সাথে❤️

✅Mission Sundarban With Team HF Food Service✌️🔥👉Natural Honey Collect🐝👉Explore Deep Jungle🐅🐍🐊
17/04/2024

✅Mission Sundarban With Team HF Food Service✌️🔥
👉Natural Honey Collect🐝
👉Explore Deep Jungle🐅🐍🐊

30/03/2024

Allhamdulillah For Everything❤️
HQ HF Food Service💘

26/03/2024

ব্যক্তিগত ভাবে আপনি যতোই সুখী মানুষ হতে চান না কেন, মাথায় রাখতে হবে দিন শেষে আপনার আশেপাশের পরিবেশ দ্বারা আপনি প্রভাবিত!

16/03/2024

✅বিজ্ঞানী আইনস্টাইনের একটা কথা ছিলো-‘জ্ঞানের চেয়ে কল্পনার জোর অনেক বেশি।’ তাই আপনার লক্ষ্যকে স্বপ্নে পরিণত করুন। অর্থাৎ আপনি যা হতে চান, তার ছবি যদি স্পস্টভাবে দেখেন, তা হলে তার বাস্তবায়ন সহজ হয়। আপনার সমস্ত মনোযোগ থাকবে ছবিটার দিকে। দিনে-রাতে যখনই সময় পাবেন, তখনই আপনার স্বপ্নের কথা ভাবুন। মনের আঙিনায় স্বপ্নটাকে একেবারে স্পষ্ট করে ফেলুন। যাতে স্বপ্নের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি বাস্তবেও নিজেকে সার্থক হিসেবে দেখতে পান। যতো বাধাই আসুক, আপনি পৌঁছে যাবেন স্বপ্নলোকের সেই রাজপ্রাসাদে।

শুভ জন্মদিন Mojtahidul Islam ভাইয়া❤️লইফে আপনার মত একজন মেন্টর পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার😌ভাইয়া আপনি না থাকলে এ পর্...
28/02/2024

শুভ জন্মদিন Mojtahidul Islam ভাইয়া❤️
লইফে আপনার মত একজন মেন্টর পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার😌
ভাইয়া আপনি না থাকলে এ পর্যন্ত এত দ্রুত হয়তো আসা হতো না😌
কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তার প্রতিটা স্টেপ ধরে ধরে শিখিয়েছেন আপনি❤️

কিভাবে শূন্য থেকে হার না মেনে নিজের অবস্থান তৈরি করে নিজেকে যোগ্য করে তুলতে হয় তা আপনি শিখিয়েছেন।

ইনশাআল্লাহ ভাইয়া লাইফের শেষ দিন পর্যন্ত আপনার গাইডলাইনে চলতে চাই, আপনার হাঁসির ও ভালো লাগার কাজ গুলো আপনার সাথে থেকে শেষ পর্যন্ত করতে চাই ও আপনার সাথে সারা পৃথিবী ঘুরে দেখতে চাই😍

✅e-CAB Family Picnic 2024 অনলাইন উদ্যোক্তাদের মিলনমেলা😍
17/02/2024

✅e-CAB Family Picnic 2024 অনলাইন উদ্যোক্তাদের মিলনমেলা😍

13/02/2024

✅আয়ুর্বেদিক মতে ঘি কে শরীরের জন্য খুবই উপকারী মনে করা হয়। এটি আমাদের শরীরে সপ্ত ধাতু ভালো রাখে। শুধু তাই না ঘিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ই এবং ভিটামিন ডি। আমাদের শারীরিক বৃদ্ধি তরান্বিত করে ঘি।💪
✅আসুন জানি ঘিয়ের উপকারিতা:
👉চোখের জ্যাতি বাড়ায়।
👉 বিভিন্ন আয়ুর্বেদিক ফর্মুলেশনে ব্যবহৃত হয় ঘি।
👉মানসিক চাপ,উদ্বেগ কমিয়ে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
👉 ক্ষুধা বাড়াতে সাহায্য করে ঘি।
👉গর্ভকালীন ঘি খাওয়া অনেক উপকারী। তবে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে।
👉ঘি খেলে মিনারেল ও ফ্যাটি এসিড ভালোভাবে শোষিত হয়।
🔴ঘি পুষ্টিকর ও নিরাময়কারী। কেউ কেউ ওজন কমানোর জন্য ঘি খেয়ে থাকে আবার কেউ ওজন বাড়াতে। হার্টের যেকোন সমস্যায় ঘি অত্যন্ত উপকারী। এজন্য শরীরের সুস্থতার কথা বিবেচনা করে ঘি খাওয়া শুরু করুন।🔥

28/01/2024

Online Tech Academy Chittagong Local Community Meetup❤️
Tha Day Was Really Boom🔥
Thank You So Much Mentor Mojtahidul Islam For Giving Me This Opportunity To Share My Experience❤️

17/12/2023

জিবনে পরিবর্তন আনতে হলে অসাধারণদের কাতারে নিজেকে নিয়ে যেতে হলে আপনার উন্নত সঙ্গ বেছে নেওয়া ছাড়া কোন বিকল্প নেই।

✅জিবনে সত্যই কিছু করতে চাইলে একটি লক্ষ্য ঠিক করুন। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। চিন্তা করুন, স্বপ্ন দেখুন। আপনার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দিন, আর বাকি সবকিছু ভুলে যান, ত্যাগ করুন। এটাই সাফল্যের পথ❤️

কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন আর বয়স ২৫ হলে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন🙂

👉যদি কোনও লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলুন সফলতা আসবেই ইনশাহআল্লাহ✌️

আলহামদুলিল্লাহ😌ধন্যবাদ চাকরি খুঁজব না চাকরি দেব এবং Daffodil International University কে❤️এ সম্মাননা HF Food Service এর ...
15/12/2023

আলহামদুলিল্লাহ😌
ধন্যবাদ চাকরি খুঁজব না চাকরি দেব এবং Daffodil International University কে❤️
এ সম্মাননা HF Food Service এর প্রতিটি টিম মেম্বারের❤️

ধন্যবাদ স্যার Md Kamruzzaman Didar💘

Mojtahidul Islam মেন্টর আমরা ৩ ভাই আপনার হাত ধরে যেতে চাই বহুদূর❤️

✅ ইনশাআল্লাহ ২০২৪ সাল হবে আমাদের পরিবর্তনের বছর❤️✌️Be Positive❤️Believe in Yourself 😎Never Give Up 🔥
14/12/2023

✅ ইনশাআল্লাহ ২০২৪ সাল হবে আমাদের পরিবর্তনের বছর❤️✌️

Be Positive❤️
Believe in Yourself 😎
Never Give Up 🔥

Address

39/A, Shenpara, Parbota, Mirpur/10
Dhaka
1216

Telephone

+8801975689696

Website

Alerts

Be the first to know and let us send you an email when KH Tanvir Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KH Tanvir Anik:

Videos

Share