Palash Mahmud

Palash Mahmud Palash Mahmud is a renowned journalist and social activist.

25/12/2024

চাকরিপ্রার্থীদের জন্য

আপনি চাকরিপ্রার্থী বা আপনার চাকরি খুব দরকার হলেও কাউকে বলবেন না, ‘ভাই/স্যার, আমি সমস্যায় আছি/পরিবার দেখার লোক নাই/অনেক দিন বেকার (বা এমন সমস্যা)... এজন্য আমার একটা/এই চাকরিটা খুব দরকার। চাকরিটা হলে আমি কৃতজ্ঞ থাকবো।’ বরং বলুন, ‘আমি এই (যে কাজ আপনি জানেন) কাজটি ভালো পারি। সুযোগ থাকলে দেখবেন প্লিজ। আমি মনোযোগ দিয়ে কাজ করবো।’

কারণ, আপনি সমস্যায় আছেন এজন্য কেউ আপনাকে চাকরি দেবে না। আপনার মতো অনেকেই সমস্যায় আছে এবং একই কথা তারাও বলে। আপনার সমস্যার জন্য তিনি উদার হলে সাময়িক উপকার করতে পারেন। কিন্তু আপনার বা অন্যের সমস্যা দেখা চাকরি দাতার কাজ না। বরং তিনি নিজেও একটা সমস্যায় আছেন। তার কাজ করার জন্য উপযুক্ত লোক পাচ্ছেন না। আপনার সমস্যার কারণে আপনাকে সেখানে চাকরি দিলে যদি তার কাজ না হয় তাহলে কেন দেবেন? আপনাকে চাকরি দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন, কিন্তু কৃতজ্ঞতা দিয়ে আসলে তার কাজ হবে না। আপনাকে নিয়ে বরং তার আরেকটা সমস্যা বাড়বে। না তার কাজ হবে, না আপনাকে বেয়ার করতে পারবে। এক সময় সম্পর্ক নষ্ট হবে, আপনি আবার বেকার হবেন।

এজন্য দেখবেন আপনার পরিচিত অনেক বড় পদের মানুষ আপনাকে চাকরি দেন না। আপনি হয়তো মনে করেন, উনি বললেইতো আমার চাকরি হয় বা উনি চাইলেইতো চাকরি হয় কিন্তু উনি চাকরি দিচ্ছেন না। আসলে উনি কেন দিচ্ছেন না সেটা উনি জানেন। উনার যা দরকার তা আপনার মধ্যে নেই।

এভাবে চাকরি চাইতে চাইতে জুতা নষ্ট হয়ে যাবে কিন্তু চাকরি পাওয়া কঠিন হবে। আপনি যে সময় চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন সেই সময়টা কাজে লাগিয়ে যেকোনো একটি কাজ শিখুন। এরপর বলুন, ‘আমি এই কাজটি ভালো পারি। সুযোগ থাকলে দেখবেন প্লিজ। আমি মনোযোগ দিয়ে কাজ করবো। আপনার সম্মান রক্ষা করবো।’ দেখবেন আপনি চাকরি পেয়ে গেছেন।

যদি শেখার জন্য কিছু না পান তাহলে আমাকে নক করতে পারেন। মাত্র দুই মাস প্রস্তুতি নিবেন। আশা করি আপনার আর চাকরির জন্য ঘুরতে হবে না। চাকরি আপনার পিছনে ঘুরবে।

সংক্ষেপ: নিজেকে অন্যের জন্য দরকারি করে তুলুন। তাহলে তিনি তার দরকারেই আপনাকে খুঁজবেন।

22/12/2024
09/12/2024

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।

06/12/2024

বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সকল তথ্য জানতে ভিজিট করুন https://www.kalbela.com/admission-festival

15/11/2024

মুকুটের চেয়ে মাথার মূল্য বেশি। কিন্তু আমরা মুকুটের জন্য মাথা বিক্রি করি।

10/11/2024

আ‘লীগ কর্মীদের ধর্মঘট করা উচিৎ। নেতারা যে লাখ লাখ কোটি টাকা খেয়ে দিয়েছে তার ভাগ কর্মীদের না দিলে কোনো কর্মসূচি পালন না করার ধর্মঘট।

09/11/2024

আ‘লীগের সাধারণ কর্মীদের দেশে নিরাপদে থাকাটা মনে হয় পলাতক নেতাদের পছন্দ হচ্ছে না। এজন্য তাদেরও বিপদে ফেলার আয়োজন করেছে।

31/10/2024

আলহামদুলিল্লাহ! তুরস্কে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরদোগানের হাত থেকে পুরস্কার।

19/10/2024

বিদ্যুৎ খাত অস্থিতিশীল করায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক সাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

18/10/2024
15/10/2024

এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল পেয়েছেন তাদের অভিনন্দন!

যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

Address

Green Road
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palash Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palash Mahmud:

Videos

Share

Category