25/12/2024
চাকরিপ্রার্থীদের জন্য
আপনি চাকরিপ্রার্থী বা আপনার চাকরি খুব দরকার হলেও কাউকে বলবেন না, ‘ভাই/স্যার, আমি সমস্যায় আছি/পরিবার দেখার লোক নাই/অনেক দিন বেকার (বা এমন সমস্যা)... এজন্য আমার একটা/এই চাকরিটা খুব দরকার। চাকরিটা হলে আমি কৃতজ্ঞ থাকবো।’ বরং বলুন, ‘আমি এই (যে কাজ আপনি জানেন) কাজটি ভালো পারি। সুযোগ থাকলে দেখবেন প্লিজ। আমি মনোযোগ দিয়ে কাজ করবো।’
কারণ, আপনি সমস্যায় আছেন এজন্য কেউ আপনাকে চাকরি দেবে না। আপনার মতো অনেকেই সমস্যায় আছে এবং একই কথা তারাও বলে। আপনার সমস্যার জন্য তিনি উদার হলে সাময়িক উপকার করতে পারেন। কিন্তু আপনার বা অন্যের সমস্যা দেখা চাকরি দাতার কাজ না। বরং তিনি নিজেও একটা সমস্যায় আছেন। তার কাজ করার জন্য উপযুক্ত লোক পাচ্ছেন না। আপনার সমস্যার কারণে আপনাকে সেখানে চাকরি দিলে যদি তার কাজ না হয় তাহলে কেন দেবেন? আপনাকে চাকরি দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন, কিন্তু কৃতজ্ঞতা দিয়ে আসলে তার কাজ হবে না। আপনাকে নিয়ে বরং তার আরেকটা সমস্যা বাড়বে। না তার কাজ হবে, না আপনাকে বেয়ার করতে পারবে। এক সময় সম্পর্ক নষ্ট হবে, আপনি আবার বেকার হবেন।
এজন্য দেখবেন আপনার পরিচিত অনেক বড় পদের মানুষ আপনাকে চাকরি দেন না। আপনি হয়তো মনে করেন, উনি বললেইতো আমার চাকরি হয় বা উনি চাইলেইতো চাকরি হয় কিন্তু উনি চাকরি দিচ্ছেন না। আসলে উনি কেন দিচ্ছেন না সেটা উনি জানেন। উনার যা দরকার তা আপনার মধ্যে নেই।
এভাবে চাকরি চাইতে চাইতে জুতা নষ্ট হয়ে যাবে কিন্তু চাকরি পাওয়া কঠিন হবে। আপনি যে সময় চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন সেই সময়টা কাজে লাগিয়ে যেকোনো একটি কাজ শিখুন। এরপর বলুন, ‘আমি এই কাজটি ভালো পারি। সুযোগ থাকলে দেখবেন প্লিজ। আমি মনোযোগ দিয়ে কাজ করবো। আপনার সম্মান রক্ষা করবো।’ দেখবেন আপনি চাকরি পেয়ে গেছেন।
যদি শেখার জন্য কিছু না পান তাহলে আমাকে নক করতে পারেন। মাত্র দুই মাস প্রস্তুতি নিবেন। আশা করি আপনার আর চাকরির জন্য ঘুরতে হবে না। চাকরি আপনার পিছনে ঘুরবে।
সংক্ষেপ: নিজেকে অন্যের জন্য দরকারি করে তুলুন। তাহলে তিনি তার দরকারেই আপনাকে খুঁজবেন।