Nayantara's Vlog

Nayantara's Vlog Assalamualaikum.. I Love cooking and hospitality.Here, i will share my simple recipes & kitchen tips.

20/04/2024

ইবলিশ নাকি একবার মূসা (আ.)-কে বলেছিল:
‘মূসা, রাগের সময় সাবধান থেকো! শিশুরা যেভাবে বল নিয়ে খেলে, রাগান্বিত ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি।

নারীদের ব্যাপারেও সাবধান। কারণ, আমি নারীদের দিয়েই সবচেয়ে গভীর ফাঁদ পাতি।

কিপটামি থেকেও সাবধান। কারণ, কিপটে ব্যক্তির দুনিয়া-আখিরাত দুটোই আমি বরবাদ করি।’
— ইমাম গাযালী (রহ.)

কার কোনটা পছন্দ নিজ  দায়িত্বে বাজারে গিয়ে কিনে এনে খান🤭
18/04/2024

কার কোনটা পছন্দ নিজ দায়িত্বে বাজারে গিয়ে কিনে এনে খান🤭

29/03/2024

আমরা মনে করি, খেয়ে দেয়ে ঘুরে ফিরে আমরা পার পেয়ে যাবো৷ কবরেও একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার তাইলে শুনেন:

সাদ বিন মুয়াজ (রা:) মুহাম্মদ (সা:) এর একজন অতি প্রিয় সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করেছেন আমাদের নবীর পাশে। খন্দকের যুদ্ধে এসে তার হাতে একটা তীর এসে লাগে, হাতের রগ ছিঁড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, ইসলামের এই বীর ইন্তেকাল করেন। নবীজি (সা:) প্রচণ্ড কষ্ট পান, সাদ বিন মুয়াজ (রা:) এর মৃত্যুতে।

নবীজি (সা:) নিজে তার জানাজা পড়েন, তাকে কবরে শোয়ান, এরপর বলেন, সাদ (রা:) এর মৃত্যুতে আল্লাহপাকের আরশ কেঁপে উঠেছে, তার জানাজায় ৭০ হাজার ফেরেশতা নামাজে দাঁড়িয়েছিলো। কিন্তু, এরপরেও, কবর তাঁকেও চাপা দিয়েছে।


কবর স্বাভাবিকভাবে সবাইকে একটা চাপা দেয়, এই চাপা থেকে সাদ বিন মুয়াজ (রা:) ও মুক্তি পান নাই, যেই সাদ বিন মুয়াজ (রা:) এর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর বন্ধু মুহাম্মদ (সা:) কষ্ট পান, ৭০ হাজার ফেরেশতা অংশে নেন, এই মানুষটাকেও যদি কবর চাপা দেয়, আমরা কে ভাই?

সুবহানাল্লাহ্...আলহামদুলিল্লাহ্
29/03/2024

সুবহানাল্লাহ্...আলহামদুলিল্লাহ্

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দি...
29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

05/03/2024

স্বামী : খাবারে লবণ বেশি হইছে
স্ত্রী : লবণ বেশি হয়নাই,তরকারি কম হইছে।তোমারে কতদিন
বলছি বেশি বেশি শাক-সব্জি নিয়ে আসতে😠

05/03/2024

কোনো এক জায়গায় পড়েছিলাম—

যখনই আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, সাথে সাথে শাদা কাগজে একটা করে ছিদ্র করে রাখবেন৷ যতোবার মানুষকে কষ্ট দিবেন, ততোবার একটা করে ছিদ্র।

নির্দিষ্ট একটা সময় পর সেই কাগজটাকে চোখের সামনে ধরলে আপনি দেখতে পাবেন—সেই কাগজে অনেকগুলো ছোট ছোট ছিদ্র৷ ছিদ্র ছাড়া আর কিছু যেন কাগজে দেখাই যাচ্ছে না।

কোনো মানুষকে কষ্ট দেওয়ার পর, সেই মানুষের হৃদয়ের অবস্থাও সেরকম হয়৷ তাতে তৈরি হয় অনেকগুলো কষ্টের ক্ষত।

আরিফ আজাদ

04/03/2024

আমাকেও দাওয়াত দিছিলো আম্বানি,
সামনে ৩য় বর্ষের পরীক্ষা ভাই,অনেক পড়তে হবে
তাই যাইনাই।

কার কার পছন্দ?আমার তো অনেক পছন্দের😋😋
04/03/2024

কার কার পছন্দ?আমার তো অনেক পছন্দের😋😋

04/03/2024

লুডু খেলার সময় ১ পরলে সেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন?🎲

28/02/2024

খামচি মেরেও দেখছি, থাপ্পড় মেরেও দেখছি
শান্তি শুধু ছ্যাপ দিয়ে দৌড় দেওয়ায়😜

21/12/2023
হুডি লাগবে হুডি
30/11/2023

হুডি লাগবে হুডি

আর কাজ.....আমি তো ঝগড়া করার পর রাগে-দুঃখে বসে বসে ফোন চাপতে থাকি,,এক রুম থেকে আর এক রুমে পায়চারি করি,,হাতের কাজে যা পাই ...
16/11/2023

আর কাজ.....আমি তো ঝগড়া করার পর রাগে-দুঃখে বসে বসে ফোন চাপতে থাকি,,এক রুম থেকে আর এক রুমে পায়চারি করি,,হাতের কাজে যা পাই তাই ধুম-ধাম শব্দ করি🤣যতক্ষন sorry বলবেনা ততক্ষন তার সংসারের একটা কাজ ও করবো না এই জেদ ধরে বসে থাকি😅

ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,সময় দিন,গল্পের আসর সাজান,আগলে রাখুন। কে জানে হয়ত একদিন সে থাকবেনা কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ...
15/11/2023

ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,সময় দিন,গল্পের আসর সাজান,আগলে রাখুন।
কে জানে হয়ত একদিন সে থাকবেনা কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ দুনিয়ায় আপনাকে একা থেকে যেতে হলো!!


Nayantara's Vlog

15/11/2023

কম⚽ নিয়া 🪡লে আর 🐪তেই মন ☕য়না!🙂

15/11/2023
14/11/2023

লিফট ছাড়াই মানুষ এত
নিচে নামতে পারে কি করে???

নিজের উপর থেকে আমার একদমই বিশ্বাস উঠে গেছে🤧কিছুদিন আগে  জিরা গুড়া দিয়ে কফি বানিয়ে খেয়ে ফেলছিলাম,আর আজ জিরা বাটা মনে করে ...
14/11/2023

নিজের উপর থেকে আমার একদমই বিশ্বাস উঠে গেছে🤧
কিছুদিন আগে জিরা গুড়া দিয়ে কফি বানিয়ে খেয়ে ফেলছিলাম,
আর আজ জিরা বাটা মনে করে চকলেট আইসক্রিম দিয়ে দিছি ডালের মধ্যে 🐸😐🙎‍♀️আমার সাথেই কেন এমন হয়🤧why??????
Pic: collected
Nayantara's Vlog

ভাল্লাগছে নাহ্...Nayantara's Vlog
12/11/2023

ভাল্লাগছে নাহ্...

Nayantara's Vlog

🤣
12/11/2023

🤣

অন্যরকম খেলা😅Nayantara's Vlog
11/11/2023

অন্যরকম খেলা😅

Nayantara's Vlog

11/11/2023

ভালোবাসা রঙ বদলায়,কারণে অকারণে 💔
Nayantara's Vlog


10/11/2023

তোমরা কেউ শীতের কাপড়
পড়ছো না কেন?না, মানে আমি
একা একা পড়লে যদি কেউ
পাগল বলে🫣

এক জনের কথা আরেকজনকে না লাগিয়ে              ক্রিম লাগান,লোশন লাগান....এতে করে নিজের                                     ...
10/11/2023

এক জনের কথা আরেকজনকে না লাগিয়ে
ক্রিম লাগান,লোশন লাগান....এতে করে নিজের
উপকার হবে🙂

Nayantara's Vlog

08/11/2023

গরম খাবারে "ফু" দিলে কি ক্ষতি হতে পারে জেনে নিন⁉️







Nayantara's Vlog

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
08/11/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

01/11/2023

কার কার এমন বান্ধবী আছে মেনশন দিয়ে যান.....🤣





Nayantara's Vlog

রসুল স: এর  প্রিয়তমা স্ত্রী খাদিজা রা: মারা যাওয়ার আগে রাসুল স: এর দুটো হাত ধরে বললেন...."আমাকে কথা দিন, আপনার গায়ের জোব...
29/10/2023

রসুল স: এর প্রিয়তমা স্ত্রী খাদিজা রা: মারা যাওয়ার আগে রাসুল স: এর দুটো হাত ধরে বললেন....
"আমাকে কথা দিন, আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। আমাকে একা ফেলে যাবেন না।"

রসুল স: অশ্রুসিক্ত নয়নে বললেন,
"হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি...।"
খাদিজা রা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
গোসল, জানাজা শেষ করে রসুল স: তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাড়িয়ে রইলেন। হাবীবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিবরাইল আঃ কে পাঠালেন।

জিবরাইল আঃ এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রসুল স: আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাড়িয়ে আছেন কেন?
রসুল স: বললেন, "হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তাঁর সওয়াল- জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না।

জিবরাইল আঃ বললেন, হে আল্লাহর রসুল স:, আপনি জেনে রাখুন আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, খাদিজা রা: কে করা মুনকার-নাকীর এর সওয়ালের জওয়াব আল্লাহ আরশে আজীম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

এই সেই খাদিজা রা:, যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিঁনিই কবরের সওয়াল-জবাবকে ভয় পেয়েছেন। সেখানে আমরা কোন চিন্তাই করিনা কবরের জীবন নিয়ে। আল্লাহ আকবর!

খাদিজা রা: এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়িশা রা: এর ঘুম ভেঙে গেলে, উঠে এসে দেখতেন রসুল স: কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন,
"হে আল্লাহ! যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেনো আমি আমার আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাঁকে দেখে যেন বিস্তৃত না হই।"

খাদিজা রা: গোশত খেতে পছন্দ করতেন।যদিও খুব কম সুযোগ হতো। কিন্তু কখনো হঠাৎ কোন উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন।
উনার মৃত্যুর পর রসুল স: যখনি কোন গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোন পশু জবাই হতো, তখন রসুল স: খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন।

সেটা একটা পোটলায় ভরে মদীনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাটঁতেন, প্রিয়তমা খাদিজা রা: এর কোন পুরনো বান্ধবীর দেখা পান কিনা, সেই আশায়। কোনো বান্ধবীকে দেখলে, পোটলাটা দিতেন।

আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক।
প্রত্যেক সংসারকে আল্লাহ ভালবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুক.... আমিন-🖤✅
©️

28/10/2023

রাত ১ টার পর হঠাৎ ঘুম ভেঙে গেলে আল্লাহর এই ১টি নাম পড়ুন....গায়েবীভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে।

🔶ভিডিও: নারকেল বাটায় হাসের মাংস এবং চাপটি



#হাঁসভুনা
#চাপটি


Nayantara's Vlog

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Nayantara's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayantara's Vlog:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like