Moein Uddin

Moein Uddin Islamic Video Creator, Religion person Islamic Video Creator,Religion Person

13/11/2022

এবার সরাসরি দেখে নিন কোনটা অরিজিনাল আর কোনটা কপি K35 মাইক্রোফোন!
জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন!
কিনার আগে ভালো করে দেখে শুনে কিনবেন।

استغفرالله🤲
29/10/2022

استغفرالله🤲

Himchori. Cox's Bazar🌊
22/10/2022

Himchori. Cox's Bazar🌊

21/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

কেউ যদি ভাবে নিজে যেটা বুঝছে সেটাই দলিল, তাহলেতো তাকে পুরো পৃথিবীর কেউই বুঝাতে পারবেনা।আপনাদের মূল আলোচনাই হলো গনতন্ত্র ...
14/09/2022

কেউ যদি ভাবে নিজে যেটা বুঝছে সেটাই দলিল, তাহলেতো তাকে পুরো পৃথিবীর কেউই বুঝাতে পারবেনা।
আপনাদের মূল আলোচনাই হলো গনতন্ত্র নিয়ে, অথচ যিনি জিহাদ বলেছেন তিনি কি গনতন্ত্রকেই জিহাদ বলেছেন?
যদি গনতন্ত্রকেই জিহাদ বলা হয়ে থাকে তাহলে আপনারা ঠিক!
কিন্তু যদি উনি নির্বাচনকে জিহাদ বলে থাকে এবং উনাদের নির্বাচন পরবর্তী প্রতিশ্রুতিতে আল্লাহর বিধান তথা ইসলামি হুকুমাত কায়েম করার কথা উল্লেখ করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই খামোখা প্যাঁচাল করতেছেন।
এবার আব্বাসী বলেন আর মাথামোটা ওসামা গং বলেন আর আপনি বলেন তাতে কোনকিছু যায় আসেনা।

তাকবিরে তাশরিক আদায়ের পদ্ধতি।৯ ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা ব...
08/07/2022

তাকবিরে তাশরিক আদায়ের পদ্ধতি।

৯ ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

জামাতে নামাজ পড়া হোক বা একাকি, পুরুষ বা নারী, মুকীম বা মুসাফির সকলের উপর ওয়াজিব।

(এবছর এই আমল আমরা শনিবার ফজরের নামাজ থেকে পরবর্তী বুধবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সমস্বরে আদায় করব ইনশাআল্লাহ)

তাকবিরে তাশরিক পুরুষের জন্য জোরে পড়া ওয়াজিব। আস্তে পড়লে তাকবীরে তাশরীক পড়ার হক আদায় হবে না। আর মহিলারা নিচু আওয়াজে অর্থাৎ নিজে শুনতে পায় এমন আওয়াজে পড়বে।

শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে হবে। বিতরের পর এবং অন্য কোনো সুন্নত বা নফলের পরে পড়ার নিয়ম সুন্নাহসম্মত নয়।

ইমাম তাকবির বলতে ভুলে গেলে মুক্তাদীরা ইমামের জন্য অপেক্ষা না করে নিজেরা তাকবির বলবেন।

কোনো সময় সকলেই বা কেউ কেউ তাকবির বলতে ভুলে গিয়ে মসজিদ থেকে বের না হয়ে গেলে তাকবির আদায় করে নিবে। আর যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে এই ওয়াজিব ছুটে যাবে। এই ওয়াজিবের কোনো কাজা নেই এবং ওয়াজিব ছেড়ে দেয়ার কারণে ওই ব্যক্তি গুনাহগার হবে।

কোনো ব্যক্তির জামাত ছুটে গেলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে স্বীয় নামাজ আদায় করার পর তাকবিরে তাশরিক বলবে।

৯ তারিখ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত কোনো নামায কাজা হয়ে গেলে এবং ঐ কাজা এই দিনগুলোর ভিতরেই আদায় করলে সে কাজা নামাযের পরও তাকবিরে তাশরিক পড়বে।

হাজীদের ওপর ইহরাম অবস্থায় পূর্বোক্ত নিয়ম অনুযায়ী তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

ঈদুল আজহায় ঈদগাহে পৌঁছার আগ পর্যন্ত পথে পথে উচ্চস্বরে তাকবীর বলে বলে যাবে।
(মুসান্নাফ ইবনে আবী শায়বা: হাদিস ১৯২)

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের বিশিষ্ট একজন ইসলামিক স্কলার " হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান" হুজুরের সাথে RTV তে কিছু সময় পা...
12/04/2022

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশের বিশিষ্ট একজন ইসলামিক স্কলার
" হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান"
হুজুরের সাথে RTV তে কিছু সময় পার করলাম।
আলহামদুলিল্লাহ!
হুজুরের আতিথেয়তায় মুগ্ধ না হয়ে পারলাম না।

20/03/2022

শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চ ডুবি
১৫০ জনের মধ্যে এখনো ১০০ জন নিখোঁজ।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আমিন।

31/12/2021

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
একটি নোটিশ!
গতকয়েকদিন যাবত বিভিন্ন যায়গায় আমার ব্যক্তিগত পরিচয় তুলে ধরে এবং আমার পরিচয় ব্যবহার করে কিছু অসাধু চক্র বিভিন্নভাবে মেসেজ কিংবা কল আদান প্রদানের মাধ্যমে কয়েকজন ভাইয়ের কাছে টাকা চাচ্ছে।
এমন একটি সংবাদ সূদুর সৌদি আরব থেকে আমার একজন মুহিব্বিনের মারফতে আজকেও পেলাম।
এবং একটি প্রতারক আইডির লিংকও নিচে দিলাম।
https://m.facebook.com/Adib8130
আপনাদের কাছে বিনীত অনুরোধঃ
কেউ আমার পরিচয় ব্যবহার করে কোন টাকা পয়সা কিংবা কোন ইনফরমেশন চাইলে আপনারা দিবেন না, এমনকি আমার আইডি থেকে মেসেজ পেলেও দিবেন না।
যদি কেউ সতর্ক করার পরেও এভাবে প্রতারণার স্বীকার হয়ে থাকেন তাহলে তার জন্য আমি দায়ী থাকবোনা।
মুয়াসসালাম
মুহাঃ মঈন উদ্দিন
১/১/২০২২

26/12/2021

স্বাধীনতার ৫০ বছর উপনীত হয়েও দেশের উন্নতি না হওয়ার পিছনে নিম্নশ্রেণীর মানুষের ভূমিকাই খুব বেশী।
আশ্চর্যজনক হলেও সত্য, এরা কেউ যদি ধন সম্পদের দিক থেকে নিম্নশ্রেণীর হতো তাহলেও মানা যেতো।
কিন্তু না! এরা সবাই জ্ঞান এবং বুদ্ধিমত্তার দিক থেকেই নিম্নশ্রেণীর মানুষ।
একটা উন্নত দেশের রাজপথে থুথু ফেললেই যেখানে গুনতে হয় বহু ডলারের জরিমানা সেখানে আমাদের দেশের রাজপথ এখনো আদিকালের প্রসাবখানায়ই রয়ে গেছে।
সেদিন নিউজে দেখতে পেলাম মালয়েশিয়ায় সুপারশপের চুরির ঘটনা। আজব বাঙালি! যেখানেই যায় সেখানেই নিজেদের অস্তিত্ব তুলে ধরতে চায়।
সবগুলো দুর্নীতির যেন এদেশেই জন্ম!
আমলা, কামলা, জনগন সবাই দুর্নীতিতে প্রতিযোগিতা দেওয়ার জন্য রেডি হয়ে আছে।
গুটিকয়েক প্রতারক, দুর্নীতিবাজ যখন ধরা পড়ে তখন বাকি দুর্নীতিবাজগুলাও করতালি উদযাপন করে।
দিনশেষে সেও এক দুর্নীতিবাজ।
শুনলাম বাবা ভালো হলে নাকি সন্তানও ভালো হয়!
তাহলে কি সব কৃতিত্ব আমাদের "বাঙ্গালী জাতির পিতার"?

22/10/2021

হযরত রাসূলে কারীম (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ যে ব্যাক্তি ভালভাবে পবিত্র হল অতঃপর মসজিদে এলো, মনোযোগ দিয়ে খুৎবা শুনা অবস্থায় চুপচাপ বসে রইল, তার জন্য দুই জুম’আর মধ্যবর্তী এ সাত দিনের সাথে আরও তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। পক্ষান্তরে খুৎবার সময় যে ব্যক্তি পাথর, নুড়িকণা বা অন্য কিছু নাড়াচাড়া করল সে যেন অনর্থক কাজ করল।
মুসলিম শরীফঃ হাদীস নং-৮৫৭

16/10/2021

মূর্তির পায়ে কোরআন অপমান!
সইবে নারে মুসলমান!
মুসলিম হলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন।

15/10/2021

প্রশ্নটা যখন আমার কোরআন নিয়ে
তখন আর হিন্দু প্রীতি দেখানোর মানে কি?
হয়তো মুসলিম হও!
নয়তো হিন্দুকে গিয়ে বাপ ডাকো!
সেটা তোমার বিষয়!
কিন্তু দয়া করে কথায় কথায় "ইনশাআল্লাহ" বইলা ইসলামকে দোমুখো ধর্মতে রুপান্তরিত করিসনা।
একটা মূর্তির মন্ডপে আমার কোরআনের অবস্থানে তোমার গায় জললো না।
তোমরাই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে উদ্বোধন করো।
যেখানে কিনা আমার আল্লাহকেই অপমান করা হয়!
(নাউজুবিল্লাহ)
আবার সেই মণ্ডপে গিয়ে মুসলিম নাম ধারী হয়ে মুসলমানদেরকেই টার্গেট করে সন্ত্রাস বলে অপমানিত করো।
মনে রেখো।
আল্লাহ তায়ালা বাড়াবাড়ি পছন্দ করেন না।
কোরআনের প্রশ্নে একটা বালিকনাও যদি বিরোধিতা করে তাহলে সেই বালিকনারও কোন স্থান এই পৃথিবীতে হবেনা।
আর তোমরাতো মাটিরই একটা অংশ!
এত সহজে নিজেদের অস্তিত্ব ভূলে যেওনা।
আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেননা।
তুমি কাদের,মুরাদ,আর হাসিনা যেই হওনা কেন কেয়ামতের মাঠে দাড়াতে হবে।
শুতরাং হিন্দু প্রীতি দেখানোর আগে অন্তত নিজের ধর্মটা কি সেটা চিন্তা কইরো।
আর কথায় কথায় "ধর্ম যার যার উৎসব সবার" বলার মানে কি?
তোরা অবৈধভাবে টিকে থাকতে ধর্ম নিয়ে ব্যবসা করবি আর দিনশেষে হুজুরদের বলে উঠবি ধর্ম ব্যবসায়ী?
ক্ষমতা ফেরআউনেরও ছিলো।
আর তুমিও চেটের... হাসিনা

21/08/2021
19/08/2021

إنا لله وإنا إليه راجعون.

15/08/2021

এ বিজয় আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত!
শুকরিয়া জানাই
হে পরওয়ারদিগার!

Address

Middle Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Moein Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moein Uddin:

Videos

Share

Category