Creative Youths

Creative Youths টেক জগতের ট্রিকস এন্ড টিপস পাওয়ার প্ল্যাটফর্ম

05/08/2024

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তবে এখন দেশ গঠনে মনোযোগ দিতে হবে।

যা শুরু করছে,ফেরেস্তা  ডান কাধেরটাও আইসা বাম দিকে লেখা শুরু করছে, কনফার্ম!
01/08/2024

যা শুরু করছে,
ফেরেস্তা ডান কাধেরটাও আইসা বাম দিকে লেখা শুরু করছে, কনফার্ম!

ওরা যখন মুখের ভাষা কাইড়া নিতে চায়পোলাপান তখন আরো বেশি আওয়াজ উঠায়।
01/08/2024

ওরা যখন মুখের ভাষা কাইড়া নিতে চায়
পোলাপান তখন আরো বেশি আওয়াজ উঠায়।

দিল্লির জামিয়া মিলিয়ারের এক তরুণ তুর্কি আমির আজিজের সাহসী কবিতা :সব ইয়াদ রাখা যায়েগা –তুম রাত লিখো, হাম চান্দ লিখেঙ্গে,ত...
01/08/2024

দিল্লির জামিয়া মিলিয়ারের এক তরুণ তুর্কি আমির আজিজের সাহসী কবিতা :
সব ইয়াদ রাখা যায়েগা –
তুম রাত লিখো, হাম চান্দ লিখেঙ্গে,
তুম কালা কামাল লিখো, হাম লাল গুলাব লিখেঙ্গে,
তো তুম জামিন পে জুল্ম লিখ্ দো,
আসমান পে ইনকিলাব লিখা যায়েগা
সব ইয়াদ রাখা যায়েগা,
সব কুছ ইয়াদ রাখা যায়েগা।

01/08/2024

জানলে আশ্চর্য এবং অনুপ্রাণিত হবেন যে; ডিবি অফিসে আটক ছয় জন ছাত্র-ছাত্রী সমন্বয়ক গতকাল সকাল থেকে রাত পর্যন্ত অনশন করেছিলো ডিবি অফিসে।
কোন খাবার তো দূরের কথা ওরা পানি পর্যন্ত মুখে তুলে নাই!

কিছুক্ষণ আগে শুনলাম, আজ তাদের মুক্ত করে দেয়া হয়েছে!

ভাইরে ভাই। কিসের ভগত সিং, কিসের রাজগুরু, কিসের রাম প্রসাদ বিসমিল!
আগামীতে সিনেমা হবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই সব নায়কদের নিয়ে!!

 Get ".top" Domain For 2 Years.★Go To Here 👉  domainkino.com★Then Search your domain name with  ".top"★ If it available,...
09/08/2022



Get ".top" Domain For 2 Years.

★Go To Here 👉 domainkino.com

★Then Search your domain name with ".top"

★ If it available, then continue for checkout.

★ Select it for 2 years.

★ Apply this coupon "TRICKBD".

★ Boom!!! It's free, no need any payment.

★ After order successful wait for domain active.

Post credit: Abdus Sobhan

Domain Kino - Best domain & hosting provider in Bangladesh

গুগল এবং ইউটিউবে ঘাটাঘাটি করে আমি দেখলাম, ওপেননিক প্রজেক্ট নিয়ে ইন্টারনেটে যথেষ্ট পরিমাণ রিসোর্স নেই। অথচ ২০১৭ সালের শু...
25/07/2022

গুগল এবং ইউটিউবে ঘাটাঘাটি করে আমি দেখলাম, ওপেননিক প্রজেক্ট নিয়ে ইন্টারনেটে যথেষ্ট পরিমাণ রিসোর্স নেই। অথচ ২০১৭ সালের শুরু থেকে এটা একটা দারুণ কনসেপ্ট নিয়ে আগাচ্ছে। এই ডিএনএস নেটওয়ার্ক সম্পূর্ণ ফ্রি। ওপেননিক গতানুগতিক ওয়েব জগতের পাশাপাশি একটি বেস্ট অল্টারনেটিভ দাড় করিয়েছে। এই নেটওয়ার্ক দিয়ে আমরা সেই অল্টারনেটিভ ওয়েব একসেস করতে পারব, একইসাথে সাধারণ ওয়েবসাইটগুলোও ভিজিট করতে পারব।
সাধারণ ওয়েবের জন্য যেরকম সার্চ ইঞ্জিন আছে গুগল, বিং, ইয়াহু, তেমনি ওপেননিক জগতের জন্য আছে https://grep.geek
অফিসিয়াল ডকুমেন্টেশন:
https://opennic.org
https://wiki.opennic.org/start

Web 3 বিষয়ে প্রাইমারি টু এডভ্যান্স জানতে এবং আপডেট থাকতে নিচের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।ফলো করার মতো কিছু ইউটিউব চ্যা...
17/07/2022

Web 3 বিষয়ে প্রাইমারি টু এডভ্যান্স জানতে এবং আপডেট থাকতে নিচের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
ফলো করার মতো কিছু ইউটিউব চ্যানেল এবং প্লেলিস্ট,
https://youtube.com/c/DappUniversity
https://youtu.be/M576WGiDBdQ
https://youtu.be/Qu6GloG0dQk
https://youtu.be/u3PtGMRmGA0
https://youtube.com/playlist?list=PLS5SEs8ZftgVV6ah1fo2IvlHk1kTCy6un

Join hundreds of pJoin hundreds of people learning about Web3 the Rewarding way. Learn Something About Web3 Daily, Build your Web3 Knowledge, Receive Knowledge Points. eople learning about Web3 the Rewarding way and Getting hired!

ঈদ মোবারকতাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঅর্থ : 'আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।'
09/07/2022

ঈদ মোবারক
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
অর্থ : 'আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।'

Web3.0 এবং dWeb সম্পর্কে জানার পর থেকে আমার এসম্পর্কে অনেক আগ্রহ ছিল। এ সম্পর্কে রিসেন্টলি অনেকগুলো ব্লগ পড়ার পর আমি যা...
09/07/2022

Web3.0 এবং dWeb সম্পর্কে জানার পর থেকে আমার এসম্পর্কে অনেক আগ্রহ ছিল। এ সম্পর্কে রিসেন্টলি অনেকগুলো ব্লগ পড়ার পর আমি যা বুঝেছি তা বুঝাতে আজকের এই পোস্ট।

UnstoppableDomains থেকে রেজিস্টার্ড একটি NFT ডোমেইন এবং IPFS হোস্টিং (যেমন pinata.cloud) দিয়ে আমরা আমাদের প্রথম স্ট্যাটিক decentralised website বানাতে পারবো।

প্রথমে আমাদের একটি এনএফটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।

অলরেডি একটা ডোমেইন থাকলে pinata.cloud এ একাউন্ট করতে হবে।

এরপর সাইটের HTML, CSS ফাইলগুলো যেই ফোল্ডারে আছে সেটি pinata তে আপলোড করতে হবে।

আপলোড করা শেষ হলে আমরা একটি IPFS হ্যাশ পাবো। সেই হ্যাশ কপি করব।

UD My Domain এ গিয়ে আমাদের কাঙ্খিত ডোমেনের পাশে থাকা ম্যানেজ বাটন ক্লিক করতে হবে।

এখন Custom Website Linking পাওয়া যাবে, সেখানে Link Website এ ক্লিক করে IPFS হ্যাশটি পেস্ট করতে হবে।

এরপর Launch Website লিংকে ক্লিক করবো।

যেই ক্রিপ্টো ওয়ালেটে ডোমেইনটি মিন্ট করা আছে, সেখানে একটি ট্রানজেকশন পপআপ আসবে, সেটা allow করলেই আমাদের কাজ শেষ।

আমাদের ডোমেইন এখন pinata ক্লাউড এ কানেক্টেড। শীঘ্রই সাইটটি ভিজিট করলে আমাদের বানানো ওই পেইজ ভিজিট করতে পারবো।

বি. দ্র.

শুধুমাত্র UD.ME থেকেই NFT ডোমেইন রেজিস্ট্রেশন করা যায়।

Pinata তে ফোল্ডার আপলোড করতে হবে, .zip না।

Pinata তে একটি একাউন্টে 1জিবি স্টোরেজ পাওয়া যাবে। চাইলে আমরা আমাদের পিসিকেও সার্ভার হিসেবে ব্যাবহার করতে পারবো।

রেফারেন্স:

IPFS Official document

Unstoppable with Pinata

Unstoppable IPFS hash

এখানে এটাচড লিংকে প্রবেশ করে ব্লগটির Web 3.0 ভার্সন দেখতে পারেন, একদম সিম্পল HTML দিয়ে করা।
আপাতত আমরা একটা IPFS গেটওয়ে বানাচ্ছি, সেটা কনফিগার করা হয়ে গেলে ওয়েবসাইট দেখতে পাবো ইনশাআল্লাহ্।
https://ipfs.io/ipns/d.snafis.com

WP-CLI হলো WordPress সাইটের সাথে ইন্টারঅ্যাক্ট এবং পরিচালনা করার জন্য অফিসিয়াল কমান্ড লাইন টুল। কোনও ওয়েব ব্রাউজার ব্য...
23/04/2022

WP-CLI হলো WordPress সাইটের সাথে ইন্টারঅ্যাক্ট এবং পরিচালনা করার জন্য অফিসিয়াল কমান্ড লাইন টুল। কোনও ওয়েব ব্রাউজার ব্যবহার না করে প্লাগইন আপডেট করা, মাল্টিসাইট ইনস্টলেশন এবং আরও অনেক কিছু কনফিগার করা যায় শুধুমাত্র কমান্ড ইন্টারফেস ব্যবহার করে। WP-CLI ব্যবহার করে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস না করে কমান্ড লাইন ব্যবহার করে অনেক কাজ করা যায়।
1. WordPress ইন্সটল করা
2. WordPress কোর বা plugin ফাইল আপডেট করা
3. WP Cache ম্যানেজমেন্ট
4. কমেন্ট মডারেশন
আরোও অনেক কিছু।

এই পেইজে আমরা আরো সুনির্দিষ্টভাবে কমান্ড লাইন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নিয়ে জানবো ইনশাআল্লাহ্‌।
বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কগুলো দেখে আসতে পারেন।
https://wp-cli.org/

যখন আমরা শেয়ার্ড সিপ্যানেল হোস্টিং ব্যবহার করে সিপ্যানেল কর্তৃপক্ষকে বড়লোক বানাচ্ছি তখন আমাদের পাকিস্তানি Usman Nasir ভা...
17/10/2021

যখন আমরা শেয়ার্ড সিপ্যানেল হোস্টিং ব্যবহার করে সিপ্যানেল কর্তৃপক্ষকে বড়লোক বানাচ্ছি তখন আমাদের পাকিস্তানি Usman Nasir ভাই ওনার টিমকে নিয়ে আমাদেরকে উপহার দিলেন সিপ্যানেলের সেরা বিকল্প, সাইবারপ্যানেল। যদিও এখন পর্যন্ত সাইবার প্যানেলে কিছু বড় বড় ত্রুটি লক্ষ করা যাচ্ছে, তবুও ভিপিএস এর জন্য ওপেনলাইটস্পিড সহ ফ্রী কন্ট্রোল প্যানেল হিসেবে এর জুড়ি নেই। এই প্যানেল ইন্সটলেশনও এখন এতোই সহজ যে একজন ১০ বছরের বাচ্চাও এটা করতে পারবে। এর সকল সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কাজ চলছে। ওনাদের এই প্রোজেক্ট ছাড়াও আছে ক্লাউডপেইজস, এটারও ফ্রী ভার্সন পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ সকল পেছনের নায়কদের, যারা আড়ালে থেকে আমাদের অনেক ভালো ও বড় জিনিস উপহার দিয়ে যাচ্ছেন।

https://cyberpersons.com
https://cyberloader.net
https://www.cloudpages.cloud
https://cyberpanel.net/about-us

Address

West Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Creative Youths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Youths:

Videos

Share