Stay Alive with Mahi

Stay Alive with Mahi Assalamualaikum. This is Mahariya Mahi . Modest social media influencer, digital creater

01/01/2024

Ready , Steady and go

01/01/2024

Happy New year 2024...

30/12/2023

শীতের দিনে বন্ধুদের নিয়ে টুর,সারারাত আড্ডা এবং bbq night..
Watch and enjoy।।
মিস করবেন বন্ধুদের ও ।গ্যারান্টি।।
゚viralシ

20/12/2023
বিজয় দিবসের শুভেচ্ছা ২০২৩@mrj_anik    🇧🇩
16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা ২০২৩@mrj_anik
🇧🇩

মহান বিজয় দিবস 2023 🇧🇩
16/12/2023

মহান বিজয় দিবস 2023
🇧🇩

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩বিনম্র শ্রদ্ধা প্রদান।লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে
14/12/2023

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩
বিনম্র শ্রদ্ধা প্রদান।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে

The great leader, motivator and an honest hero of Lalmatia Govt Mohila College . We all miss the guardian ship of your's...
10/12/2023

The great leader, motivator and an honest hero of Lalmatia Govt Mohila College .
We all miss the guardian ship of your's ,sir..


Allahumma barik laha/lahuAttended cousin's reception 😍The very first Biyer dawat in this winter... Attire: Meher's Room
02/12/2023

Allahumma barik laha/lahu

Attended cousin's reception 😍
The very first Biyer dawat in this winter...

Attire: Meher's Room

Urgent need for help for this innocent soul.. Need adoption.. এই বিড়ালটি আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের বাসার ছাদে অবস্থা...
07/11/2023

Urgent need for help for this innocent soul..
Need adoption..
এই বিড়ালটি আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের বাসার ছাদে অবস্থান করছে। আমাদের ছাদের উপর একটা ছোট রুম আছে ওই রুমের ভিতর থাকে। যখন আমরা দেখি বুঝতে পারি ,বিড়ালটা হাউস ক্যাট ছিল।। কারণ বিড়ালটা অতিশয় ভদ্র, খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি এবং গলায় বেল্ট ছিল। ❤️
যখন ওকে আদর করা হয় কোন প্রকার আক্রমনাত্মক আচরণ সে করে না। ঘরে ঢুকে চুপচাপ বসে থাকতে চায় আর আদর পেতে চায়। যেহেতু আমি বহু বছর ধরে বিড়াল পালি তাই বিড়ালের সভাবের সাথে আমি খুবই পরিচিত। সো কোনটা রাস্তার বিড়াল আর কোনটা পালা বিড়াল খুব সহজেই আমি তা বুঝতে পারি।
যতটুকু দেখে বুঝলাম বিড়ালটা মিক্স ব্রিড বিড়াল। 🥰
হাফ পার্শিয়ান মিক্সড। অনেকদিন বাসার বাইরে থাকার কারণে না খেয়ে এবং ভয়ে শুকিয়ে গেছে। সে ক্যাট ফুট ছাড়া অন্য কোন কিছু খায় না। আমরা প্রতিদিন তিন বেলা ওকে খাবার দিচ্ছি যার কারণে এখন একটু বেটার দেখা যায়। খুবই শান্ত নম্র বিড়াল।
আমি নিজেই বিড়ালটি রাখতাম। কিন্তু অলরেডি আমার বাসায় তিনটা বিড়াল আছে যারা অনেক বয়স্ক। তাই কোনভাবেই নতুন কোন বিড়াল আমার বাসায় রাখা সম্ভব হচ্ছে না। এবং আমার বিড়াল গুলো ওকে মেনেও নিচ্ছে না।
মনিপুরী পাড়ার কারো যদি এ বিড়ালটি হয়ে থাকে যে হারিয়ে গেছে সে প্লিজ আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা এমন কেউ যদি হয় যার বিড়াল পালার এক্সপেরিয়েন্স আছে আর বিড়ালটি এডাপ্ট করতে চায় সেও আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের একটু সাহায্য বিড়ালটির জীবন বাচিয়ে দিবে। কারণ ও আর বেশিদিন এভাবে বাইরে অথবা ছাদে থাকতে পারবে না। অনেক ঠান্ডা পরে রাতে ,আস্তে আস্তে এই ঠান্ডা বাড়বে আর ও অসুস্থ হয়ে মারা যাবে। যেহেতু ঘরের পালা বিড়াল সেহেতু ও বাইরে survive করতে পারছে না।
প্লিজ একটু হেল্প করুন। একটা নিরীহ প্রাণী বেঁচে যাবে।
Male cat
Age 7-8months
Ginger mixed breed
Area : monipuripara,khamarbari, farmgate

These beautiful agha noor dress from Meher's Room Gifted to my sister .. Baby's outfit from Sailor
01/11/2023

These beautiful agha noor dress from Meher's Room
Gifted to my sister ..
Baby's outfit from Sailor



সারা জীবন ইন্টারনেটে বাইরের দেশের বাচ্চাদের সাথে বিড়ালের এমন ছবি দেখে সব সময় ইচ্ছে করতো আমার বেবির সাথেও আমার বিড়াল গ...
01/11/2023

সারা জীবন ইন্টারনেটে বাইরের দেশের বাচ্চাদের সাথে বিড়ালের এমন ছবি দেখে সব সময় ইচ্ছে করতো আমার বেবির সাথেও আমার বিড়াল গুলোর এমন সখ্যতা থাকবে। তাদেরও এমন ছবি হবে।
আল্লাহর অশেষ রহমতে, আলিফ এর সাথে গিট্টুর খুব সুন্দর রিলেশন।
আল্লাহুম্মা বারিক লাহু।

# # যারা বিড়াল পছন্দ করে না, অথবা আমার বিড়াল নিয়ে এবং আমার বাচ্চার সাথে মিলিয়ে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করার ইচ্ছা থাকলে দয়া করে এই ছবি থেকে দূরে থাকুন। বিড়াল নিয়ে কোন জ্ঞান আমি শুনতে রাজি না।

31/10/2023

Last er bisoy tar jonno ami moteo prostut chilam na🥹🥹😃😃😃

আমার ছেলের গ্রাম ভ্রমণ।আমার ছেলের এটা 2য় বার গ্রামে যাওয়া। প্রথম বার খুব ছোট ছিল। সাড়ে 5 মাস। তখন কিছুই বুঝত নাহ।কিন্...
28/10/2023

আমার ছেলের গ্রাম ভ্রমণ।
আমার ছেলের এটা 2য় বার গ্রামে যাওয়া। প্রথম বার খুব ছোট ছিল। সাড়ে 5 মাস। তখন কিছুই বুঝত নাহ।কিন্তু এবার সে একদম বুঝে মন টা ভরে মজা করে নিয়েছে।
তার এতটুকু জীবনে সে মনে হয় এত খুশি, এত এনজয় করেনি যতটা গ্রামে যেয়ে এই কয়দিন করেছে।
মাশাআল্লাহ 🥰
গ্রামের পুকুরে গোসল করা, মাটির রাস্তায় দৌড়ানো, ভান চওড়া, হাস মুরগী গুরু ছাগল এর পিছনে ধাওয়া করা থেকে শুরু করে মাছ পর্যন্ত ধরেছে। সে তার নানা বন্ধু র সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখেছে। তার সব চেয়ে বড় সঙ্গী ছিল তার নানা।
আমি তাকে কোন কিছুতে বাধা দেই নাই। ওকে ওর মত ছেড়ে দিয়েছি। আমি মনে করি প্রতিটা বাচ্চা কে বছরে একবার হলেও এভাবে মাটির কাছে,প্রকৃতির কাছে নেওয়া উচিৎ। এতে যেমন তারা prokiritir সৃষ্টির কাছে যেয়ে নিজেকে এক্সপেরিয়েন্স করতে পারবে ঠিক তেমনি নিজের মন টাকে ফ্রেস করতে পারবে। অনেক কিছু শিখতে পারবে।
সুযোগ পেলেই চলে যান আপনার সন্তান কে নিয়ে গ্রামে। বিশ্বাস করেন ওদের শান্তিতে কিযে শান্তি লাগবে।।

আলহাদুলিল্লাহ।
এটা আমার দাদা বাড়ি।
দারুন দারুন ভিডিও দেখতে হলে চোখ রাখুন Stay Alive with Mahi te।

এক মেয়ের পোষ্ট পড়লাম। পরের গুলো ভালোই ছিলো। কিন্তু প্রথম প্যারায় আটকে গেলাম।  লিখেছে ,স্বামী আবার বিদেশে পড়তে যাওয়ার অনু...
22/10/2023

এক মেয়ের পোষ্ট পড়লাম। পরের গুলো ভালোই ছিলো। কিন্তু প্রথম প্যারায় আটকে গেলাম।
লিখেছে ,স্বামী আবার বিদেশে পড়তে যাওয়ার অনুমতি দেয়ার কে?

ওদের সেরকম আন্ডারট্যান্ডিং আছে বলেই দুজন দুজনকে সাপোর্ট দিয়েছেন। মেয়েটা পড়তে গিয়েছে।

কিন্তু অনুমতি দেয়ার কেউ না? সিরিয়াসলি?

অতো আধুনিক হতে পারিনাই ,আলহামদুলিল্লাহ।

স্বামীর অনুমতি অবশ্যই আমার কাছে ১০০% প্রায়োরিটি এবং একই সাথে আমার স্বামীর কাছেও তাই।

ইনফ্লুয়েন্সার কিংবা এসব পোস্ট সাংসারিক জীবনে কি পরিমান প্রভাব ফেলছে তা বলার বাইরে।
চোখে দেখা ,স্বামীর চরিত্র ভালো ,বাজার করে বাচ্চা আছে কিন্তু স্বামী সারপ্রাইজ দেয় না ,রোমান্টিক না বলে ডিভোর্স দিছে।

একদিন আমার আইডি এক মেয়ে এক কাপলের ঘোরার ভিডিও শেয়ার দিয়ে লিখছে ,আমার এমন কপাল আছে ঘুরে বেড়াবো? "

পরে সেই কাপলের আইডি ঘুরে দেখলাম ,দেখি দুজনে অনেক জায়গায় ঘোরে ,ব্লগ বানায় ,ভিউ হয় এবং এটাই তাদের ইনকাম সোর্স।

আপনার যদি মনে হয় ঘোরাঘুরি জীবন তাহলে এমন একজন ব্লগারকে বিয়ে করতেন।

আমরা মেয়েরা সবাই অন্যের মতো করে কেন ভাবছি? কেন সারাক্ষন অন্যের ব্লগ ,মেকাপ আইফোন ওপেনিং এসব দেখে দেখে উনাদের ভিউ ও দিচ্ছি আবার নিজের মধ্যে হীনমন্যতা তৈরি করছি। সেগুলো নিয়ে নিজের মধ্যে না পাওয়া তৈরি করছি।

আপনি অনলাইনে যে পারফেকশনের চিত্র দেখেন হতে পারে এর চেয়ে আপনার সংসার বেশি পারফেক্ট।

আপনার সংসার আপনার নিজের মতো। বিশেষ করে যারা নতুন সংসার করছেন বা করবেন।যদি পরামর্শ লাগেই আমাদের ধর্মেও চুল নখ কাটা থেকে সব কিছুর ব্যাপারেই নির্দেশনা আছে।

দয়া করে এসব কথা চিন্তাভাবনা ,দামী জিনিসপত্র ,বাহারি লাইফস্টাইলের ছায়া আপনার সংসারে বা মনের উপরে পড়তে দিয়েন না।
Clct

Ajke good people's exam duty chilo... Mane holo kono jala jontrona chara valo manusder exam duty diyechi..      Wearing ...
20/10/2023

Ajke good people's exam duty chilo...
Mane holo kono jala jontrona chara valo manusder exam duty diyechi..




Wearing Closet by Susmita
The saree is perfect for sunshine..

“The world is not like your mother; you won’t storm off in her face in the morning and expect a dinner meal awaiting you...
09/10/2023

“The world is not like your mother; you won’t storm off in her face in the morning and expect a dinner meal awaiting you on the table at the end of the day, the world will leave you starving.”

May Allah bless you my prince charm.
Allahumma barik lahu.
Mashallah ❤️

Ekta golpo porlam, vablam sobar shathe share kori. Ebong ami chai amar protita students eta poruk... ইন্টার পাশ করার পর ...
09/10/2023

Ekta golpo porlam, vablam sobar shathe share kori. Ebong ami chai amar protita students eta poruk...
ইন্টার পাশ করার পর মা'র বিয়ে হয়ে যায়। তবে বিয়ের আগে ঘটে যায় এক দু:খজনক ঘটনা।

মায়ের সঙ্গে একজনের সম্পর্ক ছিলো। মা সম্পর্কের কথা গোপন করেন নি। তিনি বাবা মাকে অর্থাৎ আমার নানা নানীকে বলেছিলেন। নানী সম্পর্ক মেনে নিয়েছিলেন। কিন্তু নানা মেনে নেন নি। বরঞ্চ তিনি ক্ষেপে গিয়ে তাড়াহুড়ো করে অন্য একজনের সাথে অর্থাৎ আমার বাবার সাথে মায়ের বিয়ে ঠিক করলেন। মা স্বাভাবিক কারণেই নানার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হলেন না। নানীও রাজি হলেন না।

কিন্তু নানা ধমক দিয়ে নানীকে চুপ করালেন আর মাকে ডেকে বললেন,"তুই কি তোর মাকে ভালোবাসিস?"
মা বললেন,"বাসি।"
এরপর নানা যা বললেন তা অকল্পনীয়।
নানা বললেন,"তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে তোর পছন্দের ছেলেকে বিয়ে করিস তাহলে তোর মাকে আমি তালাক দেবো।"

মা হতভম্ব হয়ে নানার দিকে চেয়ে রইলেন। এবং ভাবলেন, একজন বাবা কী করে এতোটা বর্বর হয়?
নিরুপায় হয়ে মা বিয়েতে রাজি হলেন।

এরপর মা যখন তার পছন্দের মানুষকে বললেন, কী কারণে তিনি অন্য একজনকে বিয়ে করছেন, মানুষটি মা'র কথা বিশ্বাস করলো না।

ক্রুদ্ধ হয়ে মাকে বললো,"সিনেমার কাহিনী শোনাচ্ছো আমাকে? আসল কথা বললেই তো পারো যে, পয়সাওয়ালা ছেলে পেয়ে আমাকে আর ভালো লাগছে না। তুই একটা প্রতারক...।"

মাকে আরো অনেক গালমন্দ করে মানুষটি চলে গেলো। মা নিশ্চুপ দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেললেন।

বুক ভাঙা কষ্ট নিয়ে মা'র বিয়ে হয়ে গেলো। এখানে বলে রাখা দরকার, বাবা বিয়ের আগে থেকে মায়ের সম্পর্কের কথা জানতেন। জেনেশুনে মাকে বিয়ে করেছেন।

মা বাবাকে ঠকাতে চান নি। তাই কষ্টদায়ক অতীত জোর করে সরিয়ে রেখে মা মনোযোগ দিয়ে সংসার করতে লাগলেন। কিন্তু বাবা মাকে ঠকালেন। সে কথা একটু পর বলছি।

বাবা যদিও ধনীর ঘরের ছেলে ছিলেন, কিন্তু বিয়ের সময় তার ব্যবসায়ের অবস্থা ভালো ছিলো না। মাকে বিয়ে করার পরই বাবার ভাগ্যের চাকা সচল হয়ে গেলো। বাবা তরতর করে উপরে উঠে গেলেন। এর মধ্যে আমার জন্ম হলো। আমি তাদের একমাত্র মেয়ে।

এবার বলি বাবা কী করে মাকে ঠকালেন। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমার জন্য এক গৃহশিক্ষিকা রাখা হলো। গৃহশিক্ষিকার পরিবারের সাথে ব্যবসায়িক সূত্রে বাবার পরিচয় ছিলো। গৃহশিক্ষিকার এক ডিভোর্সি বড়ো বোন ছিলো। বাবা ঐ ডিভোর্সি মহিলাটির সাথে গোপনে সম্পর্ক গড়ে তুললেন।

মা অনেক দিন পর্যন্ত বাবার এই অবৈধ সম্পর্ক ধরতে পারেন নি। পরে এক আত্মীয়ের মাধ্যমে মা জানতে পারলেন।

এরপর মা যখন বাবাকে অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞেস করলেন, বাবা তখন সরাসরি অস্বীকার করলেন।
এবং বললেন,"ঐ মহিলাটির সাথে আমার আপত্তিকর কোনো সম্পর্ক নেই। ব্যবসার প্রয়োজনে মহিলাটির সাথে মিশতে হয়। আমি তাদের জমি বিষয়ক ঝামেলাগুলো সমাধান করে দিচ্ছি। বিনিময়ে বড়ো অংকের টাকা দিচ্ছে তারা আমাকে।"

কিন্তু মা যখন প্রমাণসহ বললেন, তাদের কোথায় কোথায় দেখা গেছে, এবং কী অবস্থায় দেখা গেছে, তখন বাবা নিজের দোষ ঢাকার জন্য রেগে গিয়ে মাকে বললেন,"তুই যদি শরীর বিক্রি করেও প্রতি মাসে এক লাখ টাকা এনে দিতে পারিস, তাহলে ঐ মহিলার সাথে মেলামেশা বন্ধ করে দেবো। আর না পারলে একদম চুপ থাকবি।"

কথা শুনে মা স্তব্ধ হয়ে গেলেন। ঠিক ঐ মুহূর্তে মা বুঝে গেলেন, ভুল মানুষের সাথে তার বিয়ে হয়েছে। আর এটাও বুঝলেন, তিনি যদি সংসার ছেড়ে চলে যান, তাহলে তার বদরাগী বাবা, অর্থাৎ আমার নানা তাকে সমর্থন দেবেন না। উল্টো দোষারোপ করবেন। তখন নিজের বাবার বাড়িতে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আর যেহেতু তার আয় নেই, সেহেতু আলাদা থাকাও সম্ভব নয়। মা তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার সংসার থেকে বেরিয়ে যেতে পারলেন না।

তাই বলে মা হাল ছেড়ে দেন নি। ঐ দু:সময়ে মা উপলব্ধি করলেন, তার বাঁচার পথ একটাই, তা হলো স্বাবলম্বী হওয়া।

জীবনের দীর্ঘ সময় পর মা পুনরায় পড়াশোনা আরম্ভ করলেন। বাবা যখন তার অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন, মা তখন সীমাহীন কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন।

আমি যখন অনার্সে পড়ছিলাম, মা তখন মাস্টার্স শেষ করলেন। মোটামুটি ভাবে শেষ নয়, বেশ ভালো ভাবে শেষ করলেন। তারপর চাকরিতে ঢুকলেন।

মায়ের পড়াশোনা নিয়ে বাবার আপত্তি ছিলো না। কিন্তু চাকরি করার ব্যাপারে বাবা ঘোরতর আপত্তি করতে লাগলেন। তিনি কোনো ভাবে মাকে চাকরি করতে দেবেন না। আর মাও চাকরি ছাড়তে নারাজ। হয়তো বাবা টের পেয়েছিলেন যে, মা স্বাবলম্বী হয়ে গেলে তাকে আর দমিয়ে রাখা যাবে না।

বাবার অবৈধ সম্পর্ক এবং মাকে চাকরি করতে বাধা দেয়া, এই দুটো কারণে বাবা মা'র মধ্যে প্রতিদিন তুমুল ঝগড়া হতে লাগলো। একদিন বাবা ক্ষিপ্ত হয়ে মা'র গায়ে হাত তুললেন।

সেদিনই চোখের পানি ফেলে মাকে বললাম,"মা, আপনি বাবাকে ডিভোর্স দিয়ে দিন। এই সংসারে থাকলে আপনি মরে যাবেন।"

মা আমার কথা রাখলেন। এবার বাবার সংসার থেকে বেরিয়ে যেতে মা ভয় পান নি। কারণ মা তখন আয় করছেন।

স্বামীর সংসার থেকে বেরিয়ে মা আমাকে নিয়ে যখন নিজের বাবার বাড়িতে অর্থাৎ আমার নানার বাড়িতে এলেন, নানা তখন প্রত্যাশিত ভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে মাকে বললেন,"সব দোষ তোর। পুরুষদের টুকটাক চরিত্রের সমস্যা থাকে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কী আছে?"
মা তখন বললেন,"আপনারও কি চরিত্রের সমস্যা আছে?"
"চুপ থাক বেয়াদব মেয়ে।"
"চুপ থাকার দিন শেষ হয়ে গেছে। আপনি যে শুধু আমার জীবনের বড়ো একটা অংশ ধ্বংস করেছেন তা নয়, মায়ের জীবনও ধ্বংস করেছেন। কিন্তু আর নয়। আমি নিজে এক নষ্ট পুরুষের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি। এবার মাকেও আরেক নষ্ট পুরুষের শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসবো।"

এরপর মা নানীকে বললেন,"মাগো, আমি বাবার বাড়িতে থাকতে আসি নি। এসেছি আপনাকে নিয়ে যেতে। বাবা আপনাকে সব সময় তালাকের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতেন। কিন্তু এবার সময় এসেছে জবাব দেয়ার। এবার সত্যি তালাক হবে। তবে আপনি বাবাকে তালাক দেবেন।"

কথাগুলো শুনে নানা হতবাক হয়ে গেলেন। সর্বস্ব হারানো মানুষের মতো তার মুখ ফ্যাকাশে হয়ে গেলো। আমি, মা এবং নানী যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, নানা তখন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিলেন।

এবার আসি বাবার প্রসঙ্গে। মা'র সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাবা ঐ মহিলাকে বিয়ে করলেন। প্রথম প্রথম বাবার নতুন সংসার বেশ ভালো যাচ্ছিলো। কিন্তু বছর না পেরুতেই শুরু হলো বাবার পতন। ব্যবসায় একের পর এক মার খেতে লাগলেন। এবং মোটা অংকের ঋণে জর্জরিত হয়ে গেলেন। আর্থিক সংকট যখন দেখা দিলো, তখন বাবার দ্বিতীয় সংসারেও সংকট দেখা দিলো। ঝগড়া বিবাদ হতে হতে এক সময় তাদের সংসার ভেঙে গেলো।

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়াতে ব্যাংক বাবার অবশিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করলো। এবং তার নামে মামলা দিলো। বাবাকে যেদিন পুলিশ গ্রেফতার করেছিলো তার আগের দিন রাতে বাবা মা'র কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। মা কিছু বলেন নি। শুধু চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। বাবা ঘরে ঢোকেন নি। হাত জোড় করে ক্ষমা চেয়ে দরোজা থেকেই চলে গিয়েছিলেন। যাওয়ার আগে বাবাও নানার মতো হাউমাউ করে কেঁদেছিলেন।

মায়ের জীবন থেকে যে দুটো জিনিস শিখেছি তা হলো, এক. দু:সময়ে হাল ছেড়ে দিতে নেই , দুই. মেয়েদের জীবনে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাবলম্বী হওয়া।

আর আমি তাই হবো। ঠিক মায়ের মতো।

👉 হ্যাপি রিডিং।

কেউ যে একজন বললো এটাই তো অনেক
08/10/2023

কেউ যে একজন বললো এটাই তো অনেক

Thanks to ? Husband for writing this concept...
08/10/2023

Thanks to ? Husband for writing this concept...

The story of today from two years back.. The moment you arrive,The moment when everyone eagerly waiting for u.. The mome...
07/10/2023

The story of today from two years back..
The moment you arrive,
The moment when everyone eagerly waiting for u..
The moment the lovely blessing send by Allah in our life...
Happy birthday Alif...
Everyone loves you so much...

28/09/2023

একটা সময় এসব নেকলেস কখনোই পড়তাম নাহ। কিন্তু এখন শাড়ির সাথে পড়তে কেন জানি খুব ভালো লাগে।
একটা পেজ এর কালেকশন আমার খুব ভালো লাগে। তাদের হাতে বোনা কাজ সব।অ্যান্ড রিজনেবল।
If you want to wear this types of long necklace with saree then you can try their collection..
Page link - https://www.facebook.com/projapotirRonginDana.Jewellery?mibextid=ZbWKwL
Name : প্রজাপতির রঙিন ডানা

 .. He arranged all those things and made my day beautiful ❤️❤️❤️ Thank you so much Mrj Allahumma barik lahu 😊The packag...
28/09/2023

..
He arranged all those things and made my day beautiful ❤️❤️❤️
Thank you so much Mrj
Allahumma barik lahu 😊
The package of my happiness 😊😊😊




Beautiful outfit from: Style Mart Brand

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay Alive with Mahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stay Alive with Mahi:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All