Devdas Bhattacharya

Devdas Bhattacharya 'তমের অতীত এবং আদিত্যের মতো বর্ণময় এ মহান পুরুষকে আমি জেনেছি! তাঁকে জেনেই মৃত্যু অতিক্রম করা যায়!'
(10)

11/12/2023

গীতা আলোচনা, তৃতীয় পর্ব 🙏

প্রায় ১৫০ বছর আগে (১২৮২ বঙ্গাব্দ) আমাদের বাড়ির এক পূর্বপুরুষের পারলৌকিক শ্রাদ্ধের ফর্দ। সেই সময়ের হাতের লেখা, অসাধারণ...
08/12/2023

প্রায় ১৫০ বছর আগে (১২৮২ বঙ্গাব্দ) আমাদের বাড়ির এক পূর্বপুরুষের পারলৌকিক শ্রাদ্ধের ফর্দ।
সেই সময়ের হাতের লেখা, অসাধারণ সুন্দর। যিনি লিখেছেন তিনি অবশ্যই বয়স্ক কেউ হবেন, কারণ হাতের লেখা একটু কাঁপা কাঁপা।

পরিমাপের একক চিহ্নগুলো এরকম। ছোটবেলায় দেখেছি, জ্যাঠামশাই এইরকম পরিমাপ লিখে আমাদেরকে মুদি দোকানে পাঠাতেন।
এখন আর এসব এককের চল নেই।

পুরানো জিনিস খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলাম এ ফর্দটি।

06/12/2023

গীতা আলোচনা দ্বিতীয় পর্ব
#শ্রীকৃষ্ণ #শ্রীমদ্ভগবদগীতা

ননীগোপাল, পঞ্চগড় থেকে ঢাকা এসেছে। আমার সাথে দেখা করতে এসেছিল অফিসে। আমার মায়ের ছবি দিয়ে একটি চমৎকার ক্রেস্ট তৈরি করে ...
04/12/2023

ননীগোপাল, পঞ্চগড় থেকে ঢাকা এসেছে। আমার সাথে দেখা করতে এসেছিল অফিসে।

আমার মায়ের ছবি দিয়ে একটি চমৎকার ক্রেস্ট তৈরি করে নিয়ে এসেছে। আমার এক নিভৃত আবেগের জায়গা সে স্পর্শ করেছে!!
কথা প্রসঙ্গে বলছিল, তার মা প্যারালাইসিস আক্রান্ত। মাকে স্নান করানো, খাওয়ানো ননীগোপালকেই করতে হয়। প্রতিদিন সে কাজটি আন্তরিকতার সাথে করে।

বিয়ে করছে না এ কারণে যে, বিয়ের পর যদি মায়ের যত্নের অসুবিধা হয়!
কি অসাধারণ মাতৃভক্তি!! আমি অভিভূত হয়েছি!!!

01/12/2023

গীতা আলোচনা প্রথম পর্ব

অন্যায়কে দেখে পালিয়ে গেলে অন্যায় তাকে তাড়িয়েই বেড়াবে। সেজন্য উচিত, পরিবেশ, পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করা।
পরমেশ্বরের কাছে প্রার্থনা,
' মন্যুরসি মন্যুং ময়ি দেহি'
তুমি অন্যায় দ্রোহী, আমাকে অন্যায়দ্রোহী করো।

'মন্ত্র' এবং 'শ্লোক' নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু রেকর্ডিংয়ের জটিলতার কারণে এই অংশটুকু রেকর্ড হয়নি।
সহজ ভাষায় , যা মনকে ত্রান করে, তাই মন্ত্র। মন্ত্র হচ্ছে, ঈশ্বরের আরাধনা, স্তুতি, পূজা, প্রার্থনা, ঈশ্বরের দার্শনিক প্রকাশ।
মন্ত্র এবং শ্লোক উভয়ই সংস্কৃত ভাষায় ছন্দোবদ্ধ পদ ।

শ্লোক এসেছে 'শোক' কথাটি থেকে। মহর্ষি বাল্মিকী সরোবরের তীরে ধ্যান করাকালীন সময়ে মিলনের আনন্দে রত এক ক্রৌঞ্চকে (কোচ বক) এক ব্যাধ তীরবিদ্ধ করে হত্যা করায় তার সঙ্গিনী বিলাপ করতে থাকে। মহর্ষি এটি দেখে খুবই ব্যথিত হন। তাঁর মুখ থেকে বেরিয়ে আসে,
' মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমাঃ
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধী কামমোহিতমঃ'
(হে ব্যাধ, তুমি অনন্তকাল শান্তি পাবে না। প্রেমে মগ্ন পাখিকে তুমি হত্যা করেছ।)
তাঁর এই উপলব্ধির ছন্দোবদ্ধ প্রকাশ শোক থেকে জাত হওয়ায় এটি পৃথিবীর প্রথম শ্লোক হিসাবে পরিচিত।

দেবী সরস্বতীর বরে এভাবেই তিনি রামায়ণ রচনা করেন। তাই রামায়ণের ছন্দোবদ্ধ পদসমূহ শ্লোক নামে পরিচিত। মহাভারতও পরবর্তীতে শ্লোক হিসাবে রচিত হলো। গীতা মহাভারতের অংশ বিধায় গীতার ছন্দোবদ্ধ পদসমূহ শ্লোক বলা হয়।
(যদি এর অন্য ব্যাখ্যা থাকে, তবে দয়া করে সংশোধন করে দিবেন।)

দয়া করে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি।

29/11/2023

গীতা আলোচনায় সাথে থাকতে অনুরোধ করছি। 🙏

24/11/2023

ছোটবেলা থেকেই শুরু হোক ধর্মীয় শিক্ষা

24/11/2023

Big shout-out to my newest top fans! 💎 Jadab Barman, নিখোঁজ ভালোবাসা, Shyam Krishna Das 󱢏 KKundu Pallab জজীবন ভট্টাচার্য্য AAnupam Baroi ররিপন দেব নাথ AArj Joy RRanjoy Das BBadalkrishna Banerjee SSujoy Saha BBiplob Roy DDipanjali Roy SSajal Chandra Shil SSukan Ta RRanjith Babu CChanchal Ray RReon Miah SShamol Paul EEngr Dulal Dey PPronay Kumar Bappy RRantu Das সসুমন চৌধুরী JJony Paul মমিসেস মুন রংপুরবার্তা ডটকম HHipjur Alam EEnosent Boy Akash OOrtho Ghosh SSonju Koiri SSujit Chandra DDiponkor Deb Nath SSajal Sharma AAmar Sil TTanoy Biswas সসঞ্জীব সূত্রধর ররিপন সিংহ রায় MMohanand Ray JJoydev Paul UUjjal Saha AArnob Chanda Chowdhury BBibek Mridha SSujit Das Joy AAnwar Hossain SShahmehedi Hasan Supta Bhattacharjee

23/11/2023

একদিন বিকালের পড়ন্ত বেলায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেনে।

খুঁদে পাঠক আর্যশ্রেষ্ঠ ভট্টাচার্য পড়ালেখা শেষ করে পত্রিকার পাতায় মনোনিবেশ করেছেন।
23/11/2023

খুঁদে পাঠক আর্যশ্রেষ্ঠ ভট্টাচার্য পড়ালেখা শেষ করে পত্রিকার পাতায় মনোনিবেশ করেছেন।

22/11/2023
19/11/2023

ভারত জিতলে ভীষণ ভালো লাগতো। ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো!! এমন অপ্রত্যাশিত হারের জন্য কষ্ট পেলাম!

একেবারে অপরাজিত থেকে ফাইনাল খেলার গৌরব অর্জন করা, এটিও কম কথা নয়। এটি সম্ভবত একটি অনন্য রেকর্ড।

জাস্প্রিতের লেগ বিফোর এর আবেদনটি আম্পায়ারের গ্রহণ করা উচিত ছিল।

রোহিত শর্মার আউট অস্ট্রেলিয়ার একটি অসাধারণ ফিল্ডিং এর উদাহরণ। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে।

অভিনন্দন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে!

ভারত দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে। ভারতীয় ক্রিকেট দলকে সেজন্য অভিনন্দন!

অগণিত দর্শককে হতাশ করে অস্ট্রেলিয়ার তিন উইকেটে ৪৭ রান, এটাই ভারতের সর্বশেষ আশা জাগানিয়া পারফরমেন্স ছিল।

মন খারাপ নিয়ে ঘুমাতে যাবার আগে একটি চমৎকার বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতকে অভিনন্দন!!

19/11/2023

এবারের বিশ্বকাপ ভারতেরই জেতা উচিত। কিন্তু ভারতের ব্যাটিং হতাশ করেছে ।
তবু, ভারতের জয় প্রার্থনা করছি!
অস্ট্রেলিয়া ৪৭/৩

18/11/2023

নিম্নচাপ মিধিলির পরদিন একটি ঝলমলে সুন্দর সকাল!!

17/11/2023

Big shout-out to my newest top fans! 💎 Piklu Bhushon Das Pollob, Tazim's Family Lifestyle, Narayan Kanti Das, স্বরুপ শীল, Mitali Ripon Mitali Ripon, Sharmin Sulthana Sharmin Sulthana, Dhananjoy Surveyor, তুষার ভট্টাচার্য্য, Swapniljoarder স্বপ্নীল জোয়ার্দ্দার, Bappi Das, Shubro Saha, Jewel Dey, Roni Sarker, Proshanto Das, Masuk Ahmed, Bp Sarker, Partha Kumar Banik, Don Chandra Sarkar, Shakhawat Hossain, Moniru Zzaman, Prohallad Roy, Bhattacharjee Bibhash, Kaykobad Akanda, Mitjun Sarker, দীপেন্দ্র নাথ রায় অভি, Rajesh Chandra, Jasmin Nahar, Harun Bin Shomser, Benzin Kumar Roy, Jani Sharma, পরি ণীতা, Tapan Mallick, Nokul Barman

"Voice of Devdas" আমার ইউটিউব চ্যানেল।চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য যারা আমার সাথে এখানে যুক্ত আছেন এবং আমার শুভানুধ...
13/11/2023

"Voice of Devdas"
আমার ইউটিউব চ্যানেল।

চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য যারা আমার সাথে এখানে যুক্ত আছেন এবং আমার শুভানুধ্যায়ী সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।

এটি আমার চ্যানেলের লিংক----

সাইন্স ল্যাবরেটরী আবাসিক এলাকায় উদযাপিত কালীপূজায় রাজীবের আমন্ত্রণে গিয়ে মায়ের চরণে অঞ্জলি দিলাম। অনেকের সাথে পরিচিত...
12/11/2023

সাইন্স ল্যাবরেটরী আবাসিক এলাকায় উদযাপিত কালীপূজায় রাজীবের আমন্ত্রণে গিয়ে মায়ের চরণে অঞ্জলি দিলাম। অনেকের সাথে পরিচিত হলাম। খুব ভালো লেগেছে।

সুকেশের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কালীপূজা দেখতে গেলাম। সকল বয়সী নারী-পুরুষের সপ্রতিভ বিপুল উপস্থিতি দেখে আনন্দিত হয়েছি। মেয়েরা, নারীরা মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে নিবেদন করছে, প্রণাম করছে। মাইকে বাজছে শ্যামা সংগীত। মানুষের মাঝে, বিশেষ করে তরুণ বয়সীদের মাঝে ধর্মীয় চেতনার এই জাগরন আমাকে মুগ্ধ করেছে! আবেগাপ্লুত করেছে!

রমনা কালী বাড়ির সামনেতো প্রচন্ড ভিড়। কোথাও কোন উচ্ছৃঙ্খলতা নেই। মানুষ অত্যন্ত সুশৃংখলভাবে মা কালীকে প্রণাম করছে, মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছে। মাইকে শ্যামা সংগীত ছাড়া অন্য কোন গান বাজছেনা ।

মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে!!!

নগ্নতাই দেবী কালীর প্রধান পরিচয়। তিনি সমগ্র জগতকে আচ্ছাদন করে রেখেছেন। তাঁকে আচ্ছাদন করবে, বিশ্বব্রহ্মাণ্ডে তেমন আবরণ ক...
12/11/2023

নগ্নতাই দেবী কালীর প্রধান পরিচয়।
তিনি সমগ্র জগতকে আচ্ছাদন করে রেখেছেন। তাঁকে আচ্ছাদন করবে, বিশ্বব্রহ্মাণ্ডে তেমন আবরণ কি আছে!
তিনি অনন্ত প্রসবিনী। অবিরাম প্রসব করে চলেছেন। অবিরাম তাঁর মাতৃস্নেহময় মাতৃদুগ্ধরূপ খাদ্য ও পানীয় দ্বারা প্রতিটি জীবনকে লালন করছেন।
অতএব তাঁর বসন পরার অবকাশ কোথায়!

তিনিই পরমেশ্বরের ক্রিয়াশক্তির প্রতীক।
তিনিই মহাকাল!

'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে.. '

সবাইকে কালীপূজা এবং দীপাবলীর শুভেচ্ছা!!

09/11/2023

কালী পূজা, মাতৃ আরাধনায় মাতৃসংগীত তথা ভক্তিমূলক গান ছাড়া ধর্মীয় পরিবেশকে কলুষিত করে, তেমন কোন গান যেন না বাজে....
দীপাবলীর উৎসবে অসচেতনতার ফলে কোন দুর্ঘটনা যেন আনন্দকে বিষাদে পরিণত না করে, আর কোন অংকুর দাসের যেন মর্মান্তিক মৃত্যু না হয়, সে আহ্বান সংশ্লিষ্ট সকলের প্রতি।

07/11/2023

'গঙ্গা সিন্ধু নর্মদা, কাবেরি যমুনা ওই
বহিয়া চলিছে আগের মতই
কইরে আগের মানুষ কই..... '

ইতিহাস এবং ঐতিহ্যকে ঘুরে ফিরে দেখতে ভালো লাগে আমার। বেদনাও জাগে।

ময়মনসিংহের মুক্তাগাছা রাজবাড়ী সপরিবারে বেড়াতে গিয়েছিলাম। সেই স্মৃতি এখানে তুলে ধরলাম।

প্রলয়ের বাড়িতে আড়াই মাস আগে মনসা পূজার রোদমাখা উজ্জল দিনে তোলা ছবিতে বিপ্লবী বৌদি এবং প্রলয়ের সাথে তোলা ছবি। সাথে প্...
06/11/2023

প্রলয়ের বাড়িতে আড়াই মাস আগে মনসা পূজার রোদমাখা উজ্জল দিনে তোলা ছবিতে বিপ্লবী বৌদি এবং প্রলয়ের সাথে তোলা ছবি। সাথে প্রলয়ের বাবা-মা এবং বোন।
ছবিটি এখন শুধুই ছবি!

সদা হাসিখুশি, বিনয়ী, আন্তরিকতায় পরিপূর্ণ বিপ্লবী বৌদি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। ভেবেছিলাম, মৃত্যুকে জয় করতে পারবেন। কিন্তু আজ মৃত্যুকেই আলিঙ্গন করলেন!

প্রলয় এবং তার ছোট্ট দুটি ছেলের জন্য খারাপ লাগছে!

প্রলয়ের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানায়। এই বারহাট্টার কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা দ্বারা তীব্রভাবে আক্রান্ত হচ্ছি।

'যখন হারাই
ভাবি, হায়
এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ.... '

অনন্তলোকে ভালো থাকবেন বৌদি!
মন, বুদ্ধি এবং অহংকার নিয়ে আপনার সুক্ষ্মদেহ যেন পরমেশ্বরের সান্নিধ্যে পরমানন্দে বিরাজ করে, এই প্রার্থনা!
ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু!

04/11/2023

নেত্রকোনা জেলার উচিতপুর নামক হাওর ভ্রমণ।

মায়ের এ ছবিটি আজ অনেকদিন পর হঠাৎ খুঁজে পেলাম। লোকান্তরিত হবার পর কত সময় পেরিয়ে গেছে!! ছবিটি দেখে মনে হচ্ছে, মা তীব্রভ...
03/11/2023

মায়ের এ ছবিটি আজ অনেকদিন পর হঠাৎ খুঁজে পেলাম।
লোকান্তরিত হবার পর কত সময় পেরিয়ে গেছে!!
ছবিটি দেখে মনে হচ্ছে, মা তীব্রভাবে আমার মাঝে বেঁচে আছেন!

'তাঁর মায়ায় ভরা সজল দিঠি (দৃষ্টি) সে কি কভু হারায়..'

02/11/2023

মোটরসাইকেল চালক এবং আরোহীদের নিরাপত্তার জন্য,
চোরাই বা অবৈধ মোটরসাইকেল ক্রয় বিক্রয়ে জড়িত হয়ে বিপদগ্রস্ত না হবার জন্য
এবং মোটরসাইকেল চুরি রোধকল্পে

তিনটি পরামর্শ।

আমাদের প্রতিটি জীবন নিরাপদ হোক, আনন্দময় হোক!
শুভকামনা!!

হেমন্তের শেষ বিকেলের নরম হলুদ রোদ এসে পড়েছে গাছের পাতায়, সবুজ ধানের ক্ষেতে, আমাদের গ্রামের বাড়িতে পুকুর পাড়ে।
31/10/2023

হেমন্তের শেষ বিকেলের নরম হলুদ রোদ এসে পড়েছে গাছের পাতায়, সবুজ ধানের ক্ষেতে, আমাদের গ্রামের বাড়িতে পুকুর পাড়ে।

লক্ষ্মী পূর্ণিমার চাঁদ! আমাদের বাড়ির পুকুরে পড়েছে তাঁর  প্রতিচ্ছবি! ধবল জোছনায় যেন ভেসে যাচ্ছে সবুজ ধানের ক্ষেত, বাঁশ ...
29/10/2023

লক্ষ্মী পূর্ণিমার চাঁদ!
আমাদের বাড়ির পুকুরে পড়েছে তাঁর প্রতিচ্ছবি! ধবল জোছনায় যেন ভেসে যাচ্ছে সবুজ ধানের ক্ষেত, বাঁশ বন, উঠান সবকিছু!!
(ছবিটি গত সন্ধ্যায় তোলা)

26/10/2023

মঙ্গলময় হোক জীবন এবং জগত!! সুখে থাকুক ময়মনসিংহবাসী!!

সকল আসুরিকতার বিনাশ হোক!শুভ বিজয়া!!
24/10/2023

সকল আসুরিকতার বিনাশ হোক!
শুভ বিজয়া!!

স্নিগ্ধ বাংলাদেশ!!  নেত্রকোনা হাওরের বুক চিরে বয়ে চলা একটি ছোট্ট নদী।ফটো ক্রেডিট:  মধুছন্দা ভট্টাচার্য্য।
23/10/2023

স্নিগ্ধ বাংলাদেশ!! নেত্রকোনা হাওরের বুক চিরে বয়ে চলা একটি ছোট্ট নদী।

ফটো ক্রেডিট: মধুছন্দা ভট্টাচার্য্য।

19/10/2023

'বৈদিক উপাসনা ও প্রার্থনা এবং মাতা পিতার পূজা পদ্ধতি' বইয়ের ডাউনলোড করার লিংক সংযুক্ত করে দিলাম। যারা আগ্রহী, তাদেরকে এই লিংক থেকে বইটি ডাউনলোড করে নিতে অনুরোধ করছি।

যারা বইটি সংগ্রহ করতে চান, তারা পোদ্দার বুকস ইন্টারন্যাশনাল এর ফোন নম্বর ০১৭১০- ৮২৭২৬৪ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন।।

19/10/2023

ঘরের জীবন্ত মা এবং বাবার পূজা হোক এবারের দুর্গাপূজায়, সংশ্লিষ্ট সকলের কাছে এ আহ্বান করছি।

17/10/2023

এটি আমার আবেগের প্রকাশ। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

17/10/2023

মাস্টার পাড়া পূজা উদযাপন পরিষদ, মিরসরাই, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মহালয়ার অনুষ্ঠান।

পূজা হোক মাঙ্গলিক আয়োজনে।

মুজিব একটি জাতির রূপকারএসপি ময়মনসিংহ, মাসুমের সৌজন্যে ময়মনসিংহ টাউন হলে জেলার পুলিশ সদস্যদের সাথে সিনেমাটি বিনামূল্যে উপ...
16/10/2023

মুজিব
একটি জাতির রূপকার
এসপি ময়মনসিংহ, মাসুমের সৌজন্যে ময়মনসিংহ টাউন হলে জেলার পুলিশ সদস্যদের সাথে সিনেমাটি বিনামূল্যে উপভোগ করেছি।

১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনার চিত্রায়ন আরো মর্মস্পর্শী হতে পারত বলে আমার মনে হয়েছে। সে দৃশ্য পুলিশ থিয়েটার কর্তৃক অভিনীত 'অভিশপ্ত আগষ্ট' এ তীব্র মর্মস্পর্শী হয়েছে।

একজন মানুষ কিভাবে তাঁর সমস্ত জীবন একটি জাতির জন্য উৎসর্গ করে কালোত্তীর্ণ হয়ে উঠতে পারেন, কিভাবে দৈহিক অবয়ব ছাপিয়ে রাষ্ট্রময় অবস্থান করতে পারেন, ভাবলে বিস্ময় জাগে!

এ মহাপুরুষকে তিনঘন্টার ফ্রেমে আটকে রাখা অসম্ভব!
তবু একটি অসাধারণ কাজ হয়েছে।

২৪ ঘন্টা পরও মুজিব নামের মহাপুরুষে মগ্ন হয়ে আছি।
সিনেমাটি দেখতে সবাইকে অনুরোধ করছি।

ময়মনসিংহ শহরের জমিদার বাড়ি শশী লজ এর সামনে মামা ভাগ্নে।
16/10/2023

ময়মনসিংহ শহরের জমিদার বাড়ি শশী লজ এর সামনে মামা ভাগ্নে।

নাগলিঙ্গম গাছের ছবিটি অনেকেই চিনতে পেরেছেন। পৃথা ভট্টাচার্য, মালা রায়, ঝলক, মিঠুন, বেনু, সৌরভ, শোভন দাশ, সুব্রত দাশ, প্...
15/10/2023

নাগলিঙ্গম গাছের ছবিটি অনেকেই চিনতে পেরেছেন।
পৃথা ভট্টাচার্য, মালা রায়, ঝলক, মিঠুন, বেনু, সৌরভ, শোভন দাশ, সুব্রত দাশ, প্রদীপ বণিক, তরিকুল, সাগর, অর্ণব, রাজীব বাড়ৈ, তৃষ্ণা দে, অর্পনা, হৃদয়, নয়ন কুমার, ভবানী শংকর রায়, মিঠুন দে, শিরীষ, রাজিব, হৃদয়, সঞ্জয় শ্যাম, হারাধন দেব, সুমন বৈদ্য সহ গাছটি যারা চিনতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ।

প্রিয়াঙ্কা প্রিয়মিতা একেবারে সঠিকভাবে সনাক্ত করতে পেরেছেন। ময়মনসিংহ শহরের শশী লজে বেড়াতে গিয়ে বিরল নাগলিঙ্গম গাছের দেখা পেয়েছি।

এই গাছের ফল নাকি মুক্তাগাছার মহারাজা হাতির খাদ্য হিসাবে ব্যবহার করতেন। পুরানো তিনটি গাছ শশী লজে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

আরো বিভিন্ন জায়গায় নাগলিঙ্গম গাছের অস্তিত্ব আছে জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা সবাইকে।

এটি একটি বিরল প্রজাতির গাছের ফুল এবং ফল। যারা চিনতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ।চেনা যায়, কোন গাছ এটি?
15/10/2023

এটি একটি বিরল প্রজাতির গাছের ফুল এবং ফল। যারা চিনতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ।
চেনা যায়, কোন গাছ এটি?

14/10/2023

আর্যধর্ম জ্ঞান-প্রদায়িনী সভা, দুর্গাবাড়ি ময়মনসিংহ প্রাঙ্গণে মহালয়া উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের খন্ড চিত্র এবং আমার আবেদন ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devdas Bhattacharya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devdas Bhattacharya:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All