Islamic Bhubon

Islamic Bhubon all islamic post Welcome to Islamic Bhubon

This is the official facebook channel of Islamic Bhubon.

28/12/2024

আলহামদুলিল্লাহ ♥️

মুসলিমের ব্রান্ড ভ্যালু তার উত্তম আখলাকে!
29/11/2024

মুসলিমের ব্রান্ড ভ্যালু তার উত্তম আখলাকে!

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
28/11/2024

I have reached 11K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

15/09/2024

২য় বার্ষিক ইসলামি সম্মেলন
আয়োজনে: সংউরি মসজিদ— কোরিয়া মুসলিম ফেডারেশন
ভেন্যু: দেজিন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, পুচ্ছন সিটি, দক্ষিণ কোরিয়া

২য় বার্ষিক ইসলামি সম্মেলনআয়োজনে: সংউরি মসজিদ— কোরিয়া মুসলিম ফেডারেশনভেন্যু: দেজিন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, পুচ্ছন সিটি,...
15/09/2024

২য় বার্ষিক ইসলামি সম্মেলন
আয়োজনে: সংউরি মসজিদ— কোরিয়া মুসলিম ফেডারেশন
ভেন্যু: দেজিন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, পুচ্ছন সিটি, দক্ষিণ কোরিয়া

24/08/2024

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১)

24/08/2024

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

17/08/2024
Muar Islamic Conference 2024
15/08/2024

Muar Islamic Conference 2024

07/08/2024

আমি চাই— যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক। সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট এ্যা বিগ ডিল রাইট নাউ। উই রিকোয়্যার জাস্টিস।

ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরো মেলে ধরতে পারবেন। আরো জনপ্রিয় হয়ে উঠবেন ইন শা আল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো।

ইবনে তাইমিয়া (রহি.)-র একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন— “ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে থাকতে পারে না।

05/08/2024

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না।

খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিলো।

যতো দেরি ততো আশঙ্কা! Mizanur Rahman Azhari

05/08/2024

মসজিদের মাইক থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সবাইকে আহবান করুন।

আনন্দের আতিশয্যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না।

আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না।

প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।

লুটপাট ও ভাঙচুর হতে দিবেন না।

সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।

05/08/2024

প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন—

দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।

আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।

আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Together we’ll rebuild our nation inshaAllah.

05/08/2024

আলহামদুলিল্লাহ!

জুলুম কখনো চিরস্থায়ী হয় না।

আলহামদুলিল্লাহ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে তাওহীদি জনতার ঢল।।মাশাআল্লাহ, এ যেন এক টুকরো বাং...
14/07/2024

আলহামদুলিল্লাহ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে তাওহীদি জনতার ঢল।।

মাশাআল্লাহ, এ যেন এক টুকরো বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩

03/07/2024

এ পার্থিব জীবন তো খেল-তামাশা আর ক্ষণিকের মন ভুলানো উপকরণ ছাড়া কিছুই নয়। আখিরাতের জীবনই অনন্ত-প্রাণবন্ত প্রকৃত জীবন; যদি ওরা জানতো।

[সূরা আল-আনকাবুত, আয়াত : ৬৪]

চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দে...
03/07/2024

চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Bhubon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Bhubon:

Videos

Share

Category