ALIF POST

ALIF POST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ALIF POST, Video Creator, Dhaka.

11/03/2024
প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃপ্রথম বার ১০০০ টাক...
17/05/2023

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

#সংগৃহীত

এইমাত্র ২৮,০০০/- বেতনে আনোয়ার গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।বিস্তারিত দেখুন ১ম কমেন্টে।
12/05/2023

এইমাত্র ২৮,০০০/- বেতনে আনোয়ার গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বিস্তারিত দেখুন ১ম কমেন্টে।

সহিহ বুখারী হাতে রাস্তায় ছাত্রজনতাবছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদীসের মসনদে চাই: সাধারণ শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষ...
12/05/2023

সহিহ বুখারী হাতে রাস্তায় ছাত্রজনতা

বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদীসের মসনদে চাই: সাধারণ শিক্ষার্থীবৃন্দ

প্রিয় শিক্ষকদের কাছে হাদীস পড়ার অধিকার আদায়ের দাবিতে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 'আমরা শিক্ষকদের কাছে হাদীস পড়তে চাই' শিরোনামে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়। আজ (১২ মে, শুক্রবার) সকাল আটটা থেকে এই মানববন্ধন শুরু হয়‌। এসময় সকলের হাতে কিতাব ছিল।

মানববন্ধনের আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দুই বছর যাবত বন্দী রাখায় আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মুফতি মাহমুদুল হাসান গুনভী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দেশবরেণ্য শিক্ষাবিদদের বন্দী রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। ছাত্রসমাজ এই জুলুম আর চোখবুঁজে সহ্য করবে না।

তিনি আরো বলেন, দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমরা বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদীসের মসনদে চাই। না হয় প্রিয় শিক্ষকদের মসনদে ফিরিয়ে আনতে ছাত্র জনতা মাদরাসা থেকে রাজপথে নেমে আসবে। ছাত্র জনতা ময়দানে নেমে আসলে নিজেদের শিক্ষকদের মুক্ত না করে মাদরাসায় ফিরবে না ইনশাআল্লাহ।

খাবার নষ্ট করার আগে আমাদের ভাবা উচিৎ
12/05/2023

খাবার নষ্ট করার আগে আমাদের ভাবা উচিৎ

পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রী সহ সকলের আশা এনজিও-তে চাকরির দারুন সুযোগ। পত্রিকায় প্রকাশিত সার্কুলার এবং আবেদনের লিংক ১ম...
12/05/2023

পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রী সহ সকলের আশা এনজিও-তে চাকরির দারুন সুযোগ। পত্রিকায় প্রকাশিত সার্কুলার এবং আবেদনের লিংক ১ম কমেন্টে।

 #প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ক্যারিয়ার গড়ুন!•বিনা অভিজ্ঞতা RFL শোরুমে জ*রুরি নি*য়োগ বি*জ্ঞপ্তি প্রকাশ করা হল!! পদের ন...
12/05/2023

#প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ক্যারিয়ার গড়ুন!
•বিনা অভিজ্ঞতা RFL শোরুমে জ*রুরি নি*য়োগ বি*জ্ঞপ্তি প্রকাশ করা হল!!
পদের নামঃ-
১/ সুপারভাইজার =HSC/SSC.
বে*তন=18,000৳✅

২/ সহকারী অফিসার =Diploma/HSC.
বে*তন=20,000 ৳✅

৩/শোরুম পরিদর্শক=SSC/JSC.
বে*তন=17,000 ৳✅

•আগ্রহীরা কল করুনঃ 01845-069447(Office)
•ডিউটির সময় ৮ ঘন্টা, শুক্রবার বন্ধ থাকবে=
🏠 অফিস ঠিকানাঃ উত্তরা, ঢাকা বাংলাদেশ।

গন মিছিলের ডাক বাংলাদেশ  খেলাফত মজলিসের
10/05/2023

গন মিছিলের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের

মেধা যাচাই হয়ে যাক কি ফল?
09/05/2023

মেধা যাচাই হয়ে যাক
কি ফল?

বাংলা থেকে ইংরেজির দ্রুত ১ কিলোমিটার
09/05/2023

বাংলা থেকে ইংরেজির দ্রুত ১ কিলোমিটার

সত্য কখনো  চাপা রাখা যায়  না
09/05/2023

সত্য কখনো চাপা রাখা যায় না

16/04/2023

একথার মাঝে যে কত মায়া কত ভালবাসা শুধু তারা জানে যারা মাসের পর মাস ব্যবসায় লচ হওয়ার পরেও কর্মচারির বেতন প্রদান করে যায়

একটি বাড়ি করা মানে, আপনি সেখানে মোটামুটি স্থায়ী ভাবে আটকে যাওয়া. যদি আপনি বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে:- ভাল জমি খ...
11/04/2023

একটি বাড়ি করা মানে, আপনি সেখানে মোটামুটি স্থায়ী ভাবে আটকে যাওয়া.
যদি আপনি বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে:- ভাল জমি খোজার আগে, ভাল প্রতিবেশী খুজুন. একটি বাড়িতে থাকার স্বার্থকতা তখনি, যখন আপনি ভাল প্রতিবেশী পাবেন. প্রতিবেশী অশিক্ষিত,মূর্খ, অসভ্য হলে আপনার জীবন বিষময় হতে বাধ্য.

বঙ্গবন্ধুর ওপর জাপানি আর্ট গ্রাফিক্স 'মাঙ্গা'উন্মোচন করা হয়েছেবাংলাদেশ-জাপান বন্ধুত্বের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষ্যে জাপা...
10/04/2023

বঙ্গবন্ধুর ওপর
জাপানি আর্ট গ্রাফিক্স 'মাঙ্গা'
উন্মোচন করা হয়েছে

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষ্যে জাপানি কমিক এবং কার্টুন-শৈলীর আর্ট ফর্ম 'মাঙ্গা' অনুসরণে রচনা করা 'জাতির পিতা বঙ্গবন্ধু' শিরোনামের একটি গ্রাফিক্স নগরীর একটি হোটেলে উন্মোচন করা হয়েছে।

এনআরবি স্কলারস পাবলিশার্স কর্তৃক প্রকাশিত, কমিক ঘরানার বইটি যৌথভাবে রচনা করেছেন স্কলারস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং শাইন পার্টনার্স কর্পোরেশন, জাপানের সিইও ইয়েমোতো কিয়েতা।

প্রশ্নঃ ছোটবেলায় ‘বড় হয়ে’ কী হতে চাইতেন?মুশফিকুর রহিমঃ ছোটবেলায় ভাবিনি যে এটা হব বা ওটা হব না। খেলাধুলা করার ইচ্ছা ছিল প...
09/04/2023

প্রশ্নঃ ছোটবেলায় ‘বড় হয়ে’ কী হতে চাইতেন?

মুশফিকুর রহিমঃ ছোটবেলায় ভাবিনি যে এটা হব বা ওটা হব না। খেলাধুলা করার ইচ্ছা ছিল প্রবল। পড়াশোনা খুব একটা ভালো লাগত না। তবে খেলোয়াড় হব, এ রকম ইচ্ছাও ছিল না। ছোটবেলা থেকে পাড়ায় ক্রিকেট খেলি। তখন শুধু ইচ্ছা ছিল যে খেলাধুলা করব, পাশাপাশি পড়াশোনা করব। তারপর কী হবে, সেটা পরের ব্যাপার। ২০০০ সালে ভর্তি হই বিকেএসপিতে। তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ জাতীয় দলে খেলব। আস্তে আস্তে স্বপ্নটা বড় হতে থাকে। তবে এর আগে আসলে শুধু খেলার জন্যই খেলা শুরু করেছিলাম।

এমসিসি'র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরা...
09/04/2023

এমসিসি'র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।

Being awarded honorary life membership of the MCC is one of the greatest achievements of my cricketing career. I am humbled and grateful to the MCC for this honor. It is a great privilege to be included on this list with legends such as MS Dhoni, Kevin Pietersen, Yuvraj Singh, Dale Steyn, Ross Taylor, Eoin Morgan, and other great cricket personalities. This recognition is also a testament to the progress made by Bangladesh cricket. My hope is that everyone involved in the sport will continue to uphold the honor and dignity of Bangladesh cricket in the future.

ফিলিস্তিনের আল আকসা মসজিদ সম্পর্কে খবর আছে আপনাদের! নাকি ছেলে-মেয়ে, মা-বাবা, বউ নিয়ে ঘুমিয়ে আছেন?
09/04/2023

ফিলিস্তিনের আল আকসা মসজিদ সম্পর্কে খবর আছে আপনাদের!
নাকি ছেলে-মেয়ে, মা-বাবা, বউ নিয়ে ঘুমিয়ে আছেন?

শুরুতেই 21,500/- বেতনে SAMSUNGশোরুমে ৬৪ জেলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।ছেলে-মেয়ে উভয়েই করতে পারবে।যোগ্যতা (JSC/SSC/H...
09/04/2023

শুরুতেই 21,500/- বেতনে SAMSUNGশোরুমে ৬৪ জেলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
ছেলে-মেয়ে উভয়েই করতে পারবে।
যোগ্যতা (JSC/SSC/HSC)
পদের নামঃ
সুপারভাইজারঃ21500/-

সহকারি সুপারভাইজারঃ19500/-

সেলসম্যানঃ 17500/-

ডিউটিঃ ৮ ঘন্টা।থাকা ফ্রী। খাওয়ার সু-ব্যাবস্থা আছে।
কাগজ পত্র ঠিক থাকলে আসা মাত্র জয়েন
বিস্তারিত জানতে ইনবক্স(Imo-WhatsApp)অথবা
সরাসরি কল করুন : 01727-084538.

বি.দ্র:-আগ্রহী প্রার্থীগন হোয়াটসঅ্যাপ এ আপনার সার্টিফিকেট অথবা মার্কসিটের ছবি,ভোটার আইডি অথবা জন্মনিবন্ধন এর ছবি এবং আপনার এককপি ছবি পাঠিয়ে দিন,সিলেক্ট হলে জানিয়ে দেয়া হবে।

দুইজনই ক্যারিবীয় অলরাউন্ডার, আইপিএল ক্যারিয়ারে লম্বা সময় ধরে খেলে গেছেন দুইটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে।জাতীয় দলে ...
09/04/2023

দুইজনই ক্যারিবীয় অলরাউন্ডার, আইপিএল ক্যারিয়ারে লম্বা সময় ধরে খেলে গেছেন দুইটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে।

জাতীয় দলে তারা ভালো বন্ধু, আন্তর্জাতিক ক্রিকেটের কাধে কাধ মিলিয়ে খেলেছেন, দেশকে জিতিয়েছেন টি-২০ বিশ্বকাপ। কিন্তু আইপিএলে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠ মাতিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রায় মেতে উঠতেন খুনসুটিতে। কিন্তু তাদের বন্ধুত্বে একচুল আঁচড় পড়েনি। ব্রাভোর কাছে পোলার্ড হলো এক সত্যিকারের চ্যাম্পিয়ন।

খেলোয়াড় হিসেবে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন, কিন্তু ক্রিকেট থেকে নিজেদের দূরে সরিয়ে নেননি। সেই দুই নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে থেকে গেলেন, তবে এবার ভিন্ন দায়িত্বে।

মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন কাইরন পোলার্ড আর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আছেন ডিজে ব্রাভো।

এখনও তারা একে অপরের প্রতিপক্ষ, কিন্তু তাদের আসল পরিচয় তারা ভালো বন্ধু, তারা একে অপরের বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ!

Address

Dhaka

Telephone

+8801726520107

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALIF POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ALIF POST:

Videos

Share

Category

Nearby media companies