চট্টগ্রামের সেরা গরু নাম তার Dabangg মরুম খোকন সরকার কোরবানির পশুর হাট
আসবেন কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী #শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি
তবে কি ষড়যন্ত্রের শিকার লালখান বাজারের ওয়ার্ড আওয়ামীলীগের #সাধারণ_সম্পাদক #দিদারুল_আলম_মাসুম
হুজুরের ওয়াজ শুনে কান্না করলেন এলাকার বাসিন্দারা
বাংলাদেশৱ প্রতিবন্ধী মানুষরা ঘর ছাড়া রেলওয়েকী আমাদেৱ প্রতিবন্ধী মানুষদের এ ছাড়বে না
একজন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার জীবন রক্ষার জন্য আহাজারি করে দেখুন এবং সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি চলুন আমরা একসাথে সেই গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াই
সর্বচ্চো আদালত এর নির্দেশ অমান্য করে বস্তি উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে।
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পূণর্বাসন ছাড়াই কিছু দিন আগে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলি ওয়ার্ডে বিভিন্ন বস্তি উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ১৯৯৯ সালের রিট মামলা নং ৩০৩৪ /১৯৯৯ এর আপিলে সুপ্রিমকোর্ট এর আপিল বিভাগ পূর্নাঙ্গ রায় দিয়েছেন, সরকারী ভুমি হইতে পূণর্বাসন ব্যতিত কোন বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না। অথচ সে রায় অগাহ্য করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গত কিছুদিন যাবত সারা চট্টগ্রামের তাদের পরিত্যক্ত জায়গা হইতে বস্তি উচ্ছেদ শুরু করে।
বস্তীবাসীরা স্পষ্ট বলতে চায়, আমরা প্রায় ৩০ লাখ বস্তীবাসী নগরে বসবাস করছি, বস্তিবাসীরা নগর জীবন বাঁচিয়ে রেখেছে। পরিবহন, অফিস-আদালত, কাজের বুয়া, বাসার নিরাপত্তাকর্মীসহ নানা পেশায় বস্তিবাসীরা যুক্ত। তাদের বাদ দিয়ে নগর সচল হতে পা
চট্টগ্রামের রেলওয়ে জায়গা দখলদারী বেশিভাগই রেলওয়ে স্টাফ ও আওয়ামী লীগ নেতারা।গরিব- দিনমজুরিদের রক্ত চুষে অবৈধ ভাবে, কোটি কোটি টাকার মালিক হয়।(বিস্তারিত আসছে নিউজ) প্রিয় চট্টগ্রাম বাসি দয়া করে রেলের জায়গা কোন ধরনের অপকর্মে কোন ধরনের তথ্য থাকিলে অবশ্যই আমার মেসেঞ্জারে জানাবেন বা মেইল করতে পারেন ([email protected])) আমার মোবাইল নাম্বারঃ(০১৮৮৪৯৬৫৬৪৭)তথ্য কারীর নাম ও ঠিকানা গোপন রাখা হবে।
রেলওয়ে স্টাফরা মুক্তিযোদ্ধার সাইনবোর্ড কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করছে, -
সত্য অন্বেষণ করাই সাংবাদিকদের কাজ,
ভয়কে জয় করেই সামনে এগোতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সব সাংবাদিক ভাই বন্ধুদের গরীব মানুষদের পাশে এসে দাড়ানোর অনুরোধ করছি।