মঙ্গলবার

মঙ্গলবার পৃথিবীর কোনো জায়গা মানুষের জন্য পারফেক্ট না,আবার থাকতে থাকতে একটা সময় জেলখানার জন্য ও মায়া জন্মে যায়🙂

24/01/2025

তোমায় আমার একটা গল্প শোনাবো
সেখানে এক ঝুড়ি অপুর্নতার বসবাস
#মঙ্গলবার

24/01/2025

আমার ভালো চাইলো না কেহ
কোথায় যাবো...?
সবাইতো আড় চোখে দেখে
সবাইতো মিথ্যের প্রচার চালায়
করে নগ্ন আর আমি
ভগনাংশে নিজের সুখ খুজে বেড়াই।
যেখানে অস্তিত্ব সংকটে
সেখানে পরিচয় হারানোর ভয় নেই
অপবাদে দোষ নেই আর নেই
নিজেকে প্রকাশ করানোর চরিত্র।
হ্যা আমি সুখি,
অভিরুচির দুর্ভিক্ষে
তুমিও হারিয়ে যেয়ো
আমি বেঁচে থাকবো
আন্ধকার রাতে
দেওয়ালের কোনায় পড়ে।
তবু তোমায় চাওয়ার
সাহস হবে না।
#মঙ্গলবার

22/01/2025

মাঝে মাঝে অতীত খুব পীড়া দেয়
কেন কাউকে বিশ্বাস হয়না
কেনই বা কাউকে আপন ভাবতে পারিনা
আমার জীবনের দাগ আর কিছু অপ্রত্যাশিত গল্প
রোজ আমাকে তাড়া করে বেড়ায়।
আমি হাসি কাঁদি আর ব্যথায় জর্জরিত বুক নিয়ে
মুখ লুকিয়ে নিজেকে আড়াল করে বেড়াই।
জীবনের করা যেই প্রথম ভুল
আমাকে ধ্বংস করে দিলো
সেই ভুল তো ফুল সেজে
অর্থের কাছে চরিত্র বিলায় 🥹
আর বন্ধু বলছো
কিছু অমানুষের জন্ম
পৃথিবীতে নির্মম শাস্তি পাওয়ার জন্য হয়েছে।
জবাব তো নিজের দিতে হয় না
সময় পরিবেশ বাস্তবতা এই প্রকৃতি নিজে দেয়
তাইতো আমি হৃদয়ে ক্ষোভ পুষি না
ওদের কপালে ভয়ংকর দুঃখ
নিজের চোখেই দেখতে পাই।
কাউকে এড়িয়ে চলি না
সবার পাশে ভিড়ে যাই।
প্রকৃতির নেওয়া প্রতিশোধ আমি
নিজের চোখেই দেখতে চাই।
আমার এই মূল্যবান জীবন
পুরোটাই যে অর্থহীন
মানুষ চিনতে যে আমার
এখনো ভুল হয় 🥹
#মঙ্গলবার

21/01/2025

মটুও শেষমেষ বিয়ে করে নিল–
বাকি রইলাম শুধু তুমি আর আমি'😌❤️

মন প্রেমে পড়ে মন কারে যেন ভালবাসে তারে পাইলে কি হবে তারে হারানোর ভয় ও জাগে কি আদ্ভুদ না আমার এ প্রেম আস্তিত্ব তৈরি না হল...
21/01/2025

মন প্রেমে পড়ে
মন কারে যেন ভালবাসে
তারে পাইলে কি হবে
তারে হারানোর ভয় ও জাগে
কি আদ্ভুদ না আমার এ প্রেম
আস্তিত্ব তৈরি না হলেও
প্রচন্ড রকমের বেদনা রয়েছে 🙂
জানিনা আমি তার কতটুকু যোগ্য
অযোগ্যের মতো কাজ তো
পূর্বে করা ভুলেই রয়েছে
আমার এ ভুলগুলো যদি
কখনো ফুল হয়ে যায়
তুমি আমার অতীত ভুলে
গ্রহণ করিও
আমি শূন্যতার খাতায়
পড়ে থাকতে থাকতে
একরাশ ব্যথার সুর
টেনে এনেছি
আমার সেই তুমি
আমায় আপন কইরো
শত ভুল আর অপবাদের
শ্রেণী বিন্যস্ত করে ❣️
#মঙ্গলবার

20/01/2025

😴

এটা তোমাগো কেমন বেয়াদবি 😒
16/01/2025

এটা তোমাগো কেমন বেয়াদবি 😒

14/01/2025

Wife Material 😴
জীবনে এমন একটা না পাইলে
না করতাম প্রেম না করতাম বিয়ে 😒

সময় খারাপ গেলে জাম্বুরাও লেবু হয়ে যায় 🙂
14/01/2025

সময় খারাপ গেলে জাম্বুরাও লেবু হয়ে যায় 🙂

🙂
13/01/2025

🙂

11/01/2025

আমার দুখের ঘরে চাঁন্দের আলো গোপনে কথা কয়
সূর্য লোক জ্বলছে পুড়ছে আর বলছে
ভালোবাসা আবার কারে কয়।
মঙ্গল বলে ভাগ্য আমার
বূক কেন তোমার কথা কয়
#মঙ্গলবার

11/01/2025

মলম নাই সকল ব্যথার
মূল্য নাই কোন কথার
আমি যে যন্ত্রনায় জর্জরিত
যার প্রতিটা পথ কাটার
#মঙ্গলবার

11/01/2025

এমন একটা মানুষের অপেক্ষায় আমি একাকীত্ব জীবন কাটাই।

10/01/2025

মৃত্যুর ভয় হয় না কেন জানো
আমি মরলে কানবার যে নাই কেহ
কি দেখো ভাই..?
সরল সোজা মনের সাথে সাদামাটা দেহ।
খালি পেট বলো আর শুনশান রাস্তা বলো
খোঁজ নেয়নি কেহ।

10/01/2025

জন্ম হওয়াটা ভুল ছিল
বেঁচে থাকাটা পাপের মতন
যত্ন কইরা দুঃখ পুষি
বোঝার পরেই
চেয়েছি নিজের মরণ।
মৃত্যু যে আর আপন হয় না
কষ্ট দেওয়া হয়নি মনের মতন।
না পেয়েছি বাপের আদর
না পেয়েছি মায়ের
ভালোবাসার মানুষও নাই
নাই যে আত্মীয়-স্বজন।
#মঙ্গলবার

Address

Dhaka
1217

Telephone

+8801913548038

Website

Alerts

Be the first to know and let us send you an email when মঙ্গলবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মঙ্গলবার:

Videos

Share