Sadia Ayman

Sadia Ayman Official page of সাদিয়া আয়মান।
(3)

02/10/2024
🥰
02/10/2024

🥰

02/10/2024
02/10/2024
02/10/2024
02/10/2024
🌸
02/10/2024

🌸

02/10/2024

জীবনের কাছে এতো অভিযোগ কেনো বন্ধু তোমার।

02/10/2024

কেউ যদি জিজ্ঞেস করে কোন মানুষের মধ্যে আমি কি খুঁজি?
আমি বলি তার যত্ন করার অভ্যাস কেমন সেটা খুঁজি।
'খেয়ে এসেছো?' 'আরেকটু ভাত দেই?' 'যাচ্ছ যাও,ভাল থেকো' 'পৌঁছে ফোন দিও' এসব আমার কাছে যত্নের মত,যত্ন করার অভ্যাসের মত।
কেউ যখন রাস্তা পার হবার সময় পাশ বদল করে যেদিক থেকে গাড়িঘোড়া আসছে সেদিকে যায়,ও আমার কাছে ভীষন যত্নের মত।

আমায় প্রতিদিন রাঁধতে হয় না।
কেউ আসবে বলে আমি যখন তার প্রিয় হাঁসের মাংস এটা জেনে হাঁসটা নিজে কিনতে বাজার যাই,জিরে বাটা লংকা বাটাটা সেদিন নিজের হাতে কষাই,সে আমার ভারী প্রিয় মানুষ,ভালবাসার মানুষ।

আমায় প্রতিদিন কাপড় ভাঁজ করতে হয় না।
কিন্তু প্রিয় কারো জন্য কাপড় কিনলে আমি নিজ হাতে ভাঁজ করে দেই একটু,যাতে আমার হাতের স্পর্শ লেগে যায়,অই স্পর্শে আলগোছে ভালবাসা মিলিয়ে দেই।

কারা যেন শিখিয়ে গেছে যত্ন করলে রত্ন মেলে।
আমার রত্নের লোভ নেই।
ভালবাসায় লোভ আছে।
আমি জানি যত্ন করলে ভালবাসা মিলে।
এ জগতে কে ভালবাসার কাংগাল নয়?
যত্নের কাংগাল নয়?

খুব দাপুটে মানুষটাও জ্বরের সময় শিশু হয়ে যায়,কপালে একটু ভালবাসার স্পর্শ খুঁজে।

লোকে বলে ঘর ঘর করে মেয়েরা নাকি পাগল।
আমি বলি মেয়েরা যত্ন করার পাগল,ঘর তো ছুঁতো মাত্র।
ঘর হলে সে হাত পুড়িয়ে রান্না করতে পারে,আলমারিতে কাপড় গুছাতে পারে।
বারান্দার গ্রিলে পুঁই লতা জড়িয়ে তুলতে পারে।
ভালবাসার মানুষকে সেই পুঁই লতার পাকোড়া আর চা করে দিতে পারে।
সবকিছু অই যত্ন করার ছুঁতো।
মানুষ কিংবা বস্তু,সবকিছু শুধু যত্নেই ভাল।

ছবিতে আমার যত্ন করে করে কত দিনের জমিয়ে রাখা চুড়ি।
আজ ওদের একটু রোদ টোদ দিলাম,আরো একটু বাড়তি আদর,আরো একটু বাড়তি যত্ন।

02/10/2024

😄

02/10/2024

🌸

Thank you my beloved audience. ❤️
02/10/2024

Thank you my beloved audience. ❤️

28/09/2024

— জীবনে আসা সহজ, থেকে যাওয়া কঠিন।
— জীবনে এমন একজন খুব জরুরি যে তোমাকে বুঝবে, বোঝাবে। কিন্তু ছেড়ে যাবে না।

🎞️ | Full Hata Shirt
🎥 | Mizanur Rahman A***n 💙

27/09/2024

25/09/2024
সময় বয়ে চলে ; পড়ে থাকে মুহুর্তেরা ❤️
23/09/2024

সময় বয়ে চলে ; পড়ে থাকে মুহুর্তেরা ❤️

দেখ কেমন লাগছে ছবিটা

বাড়ী গিয়ে পাঠিয়ে দেবো ❤️
সময় বয়ে চলে ; পড়ে থাকে মুহুর্তেরা

© Sounak Ghosh

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Ayman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies