Freelancer Wahid

Freelancer Wahid Information Technology Developer

27/10/2024

AI গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কিছু ক্ষেত্রে হুমকিস্বরূপ হতে পারে, কিন্তু একই সঙ্গে এটি নতুন সুযোগও তৈরি করছে। AI টুলগুলি ডিজাইন প্রক্রিয়া দ্রুত এবং দক্ষভাবে সম্পন্ন করতে সহায়তা করতে পারে, কিন্তু সৃজনশীলতা এবং নকশার মৌলিক চিন্তাভাবনা এখনও মানুষের হাতে থাকে।

অর্থাৎ, AI ডিজাইনারদের কাজের কিছু অংশ অটোমেট করতে পারে, কিন্তু নতুন ধারণা, সৃজনশীলতা এবং মৌলিক নকশা তৈরির জন্য মানব শক্তি অপরিহার্য। সুতরাং, ডিজাইনারদের উচিত AI কে সহযোগী হিসেবে বিবেচনা করা এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ানোর জন্য নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে নেওয়া।

03/10/2024

একবার একটি ছোট্ট গ্রামের একজন কৃষক ছিলেন, নাম ছিল সেলিম। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তার ক্ষেতের ফসল সবসময় কম হত। গ্রামের অন্য কৃষকেরা তার ফসলের অবস্থা দেখে হাসাহাসি করত।

একদিন সেলিম ভাবলেন, "কী কারণে আমি সফল হচ্ছি না?" তিনি একটি জ্ঞানী বৃদ্ধের কাছে গেলেন, যিনি গ্রামে খুব সম্মানিত ছিলেন।

বৃদ্ধ বললেন, "তুমি কীভাবে কাজ করছ তা দেখ। শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, তোমাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।"

সেলিম বৃদ্ধের পরামর্শ মেনে চলতে লাগলেন। তিনি শিখলেন কিভাবে সঠিক সময়ে বীজ রোপণ করতে হয়, কীভাবে জমির মাটি পরীক্ষা করতে হয় এবং কীভাবে সঠিক সার ব্যবহার করতে হয়।

এবার সেলিম তার ক্ষেতের জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করতে শুরু করলেন। তিনি সময়মত কাজ করলেন এবং যত্নশীল হয়ে ক্ষেতের দেখাশোনা করলেন।

কিছু মাস পর, যখন ফসল কাটার সময় এল, সেলিমের ক্ষেত অন্যান্য কৃষকদের থেকে অনেক ভালো ফলন দিল। গ্রামের সবাই অবাক হয়ে গেল এবং সেলিমকে অভিনন্দন জানাল।

সেলিম হেসে বললেন, "আমি শিখেছি, পরিশ্রমের পাশাপাশি সঠিক জ্ঞান এবং পদ্ধতি প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ।"

গ্রামের সবাই তার কাছ থেকে শিক্ষা নিল, এবং সেলিম বুঝলেন যে, সাফল্য শুধুমাত্র পরিশ্রমের ফল নয়, বরং সঠিক পন্থারও ফল।

এভাবে সেলিমের গল্প সবাইকে প্রমাণ করল যে, সঠিক পদ্ধতি অবলম্বন করলে কঠোর পরিশ্রমের ফল সবসময় পাওয়া যায়।

© ফ্রিল্যান্সার ওয়াহিদ।

আলুর কাহিনীলেখা: ফ্রিল্যান্সার ওয়াহিদ।আলু তুমি বড়ই ভালো, মন মেজাজের তুফান,রান্নাঘরে ঢুকলেই তবে, জমবে মজার সুলতান।ভর্তা,...
04/09/2024

আলুর কাহিনী
লেখা: ফ্রিল্যান্সার ওয়াহিদ।

আলু তুমি বড়ই ভালো, মন মেজাজের তুফান,
রান্নাঘরে ঢুকলেই তবে, জমবে মজার সুলতান।
ভর্তা, ভাজি, দম বা চপ—তোমার নেই বিকল্প,
তুমি ছাড়া কিচেন যেনো, হোঁচট খাওয়া অকল্প।

মাটির নিচে লুকিয়ে ছিলে, হলো যে আবিষ্কার,
খোদা জানে কোন শয়তানে, করলো এই বিস্তার!
একবার যা খেলো সবাই, হলো যে মুগ্ধতার শিকার,
রন্ধনে আজ প্রধান হলে তুমি, মুঠো মুঠো করে প্রহার।

ভাজি করে দিলাম তোমায়, সবাই গায় ফ্রেঞ্চ ফ্রাই,
তেল মাখিয়ে দিলেই শুধু, তুমি লাজুক বুদ্ধিময়।
তবু ভাজায় মজা পেলে, হোক সে গরম বা ঠান্ডা,
তোমার সাথে কেচাপ দিলে, ব্যস! কারোর নেই মাথাব্যথা!

তোমায় দিয়ে স্যালাড করে, তোমায় দিয়ে চপ,
তোমায় করে তরকারি, বাড়ে পেটের ধপধপ!
জলে সেদ্ধ, তেলে ভাজা, যেমনই থাকো তুমি,
সবাই জানে তোমার নাম, "আলু" - সবার সাথী তুমি।

পুষ্টিতে তুমি ভরপুর, দামে একদম সস্তা,
বাজারে গেলে ঝুড়ি ভরাটা, সবথেকে মজা।
বাজারের ঝগড়ায় তুমি, অন্যতম এক কেন্দ্র,
"আলু কেজি কত হলো?" কানে বাজে ভোরের ভ্রান্ত।

এত গুণের পরও তুমি, আছো বিনয়ের ভান,
সবাই খেতে তোমায় চায়, তুমি রন্ধনের প্রাণ।
তুমি আছো সারাবেলা, সকাল, দুপুর, রাত,
"আলু" নামটি শোনার পরই, মেজাজ খুশিতে মাত!

02/09/2024

মধ্যরাতের সমবেত
লেখা: ফ্রিল্যান্সার ওয়াহিদ

নিশীথে যারা চুপে সমবেত হয়,
যাদের বুকের মাঝে সঞ্চিত চরম ধন,
পাথরের পথে যে রক্তের চিহ্ন রেখে যায়,
অসীম যন্ত্রণা সত্ত্বেও চলে চলে অনন্তের খোঁজে।

বিস্ফোরণের গর্জন যেন মুছে যায় কোথাও,
যাদের রক্তাক্ত দেহ ছড়িয়ে পড়ে নির্জন স্থানে,
কারাগারের সেল, নির্যাতনের অন্ধকার কোণে,
নির্যাতিত সত্ত্বেও জেনে নেয় মানবতার বাণী।

আলোর শহরে, জৌলুস আর আধুনিকতার ভীড়ে,
যারা পিষে যায় সুরের স্বপ্ন ছেড়ে,
ঝোপঝাড়ে অনাহারে বেঁচে থাকে,
দুর্বিপাকের মাঝে অক্ষমতা, ব্যথা দেয় তাদের।

সভায় সাজানো মিথ্যার মেলাতে,
যাদের কথা সোনালী ঝলকানির মতো,
মধ্যরাতে বিবেক জেগে ওঠে,
একটুকু অন্তর্দৃষ্টি খুঁজে পেতে চায় নতুন পথ।

মাঝরাতে যারা চুপে সমবেত হয়,
যাদের গরীব জামার নিচে সঞ্চিত খাদ্যধন,
তাদের সাহসের কবিতা নয়,
অত্যন্ত প্রয়োজন তাদের সমব্যথিত হৃদয়, গভীর এক মানবিক মন।

22/08/2024

২০ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং আশ্রয়কেন্দ্রে গিয়ে তেমন লাভ হচ্ছে না। পর্যাপ্ত জায়গার অভাবে অনেকেই আশ্রয় নিতে পারছেন না। এত বছর পর হঠাৎ করে এমন বিপর্যয় আসাটা একেবারেই অপ্রত্যাশিত।

যে সকল সাহায্যকারীদের ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তারা সবাই মাঝপথে আটকা পড়েছেন, কারণ প্রধান সড়কগুলোতে হাঁটুর উপরে পানি জমে গেছে। স্পিডবোট এবং প্লাস্টিকবোটের অভাব দেখা দিয়েছে; যে কয়টি পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া কয়েকদিনের জন্য বোটের ক্রয়মূল্যের দ্বিগুণ। ঘরের ভিতরেও পরিস্থিতি কষ্টকর, আর খাবার ও বিদ্যুতের অভাব তীব্র হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে কেবল গরিবরাই নয়, কোটি কোটি টাকার সম্পদের মালিকরাও অসহায়ত্বের শিকার হয়েছেন। তাদের অবস্থাও যেন কলিজাফাটা আত্মচিৎকারের মতো।

যারা এখনও ঘরবাড়ি ডুবে যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের অনুরোধ করছি—যদি সম্ভব হয়, ঢাকা অভিমুখে রওনা হন। সামনে পানির চাপ, খাদ্যের ঘাটতি এবং বিদ্যুতের অভাব আরও বাড়বে। পরিবেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।

06/08/2024

২দিন পুর্বেও যার গলাবাজিতে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করা যেত না, তিনি এখন পালাতে গিয়েই আটক হয়ে গেলেন। কথা বলছিলাম বাংলাদেশের ফেসবুক, ইউটিউব এবং টিকটক সোশ্যাল মিডিয়ার সাবেক সিইও জুনাইদ আহমেদ পলক কে নিয়ে।

গতমাসে ৭লক্ষ রেজিস্টার ফ্রিল্যালান্সের ক্যারিয়ার পলকেই ধ্বংস করে দিয়েছিল, আর আজকে নিজের ক্ষমতা পলকেই চলে গেল। মনে রাখতে হবে, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর রহমতে ফ্রিল্যান্সাররা আবার ঘুরে দাঁড়াতে পারলেও, পলকে পলকে আর ঘুরতে পারবেনা জুনায়েদ আহমদ পলক।

স্বৈরাচারী শাসনের দিন, গেল বহুদূর,আলো এসেছে নতুন, পরিবর্তনের সূর।জনগণের সাহসে আজ এসেছে মুক্তি,মুক্তির গান গায়, নতুন দিনে...
05/08/2024

স্বৈরাচারী শাসনের দিন, গেল বহুদূর,
আলো এসেছে নতুন, পরিবর্তনের সূর।

জনগণের সাহসে আজ এসেছে মুক্তি,
মুক্তির গান গায়, নতুন দিনের রেখা।

অন্ধকারকে কাটিয়ে, এসেছে নতুন ভোর,
নিত্য নতুন আশা, হৃদয় জুড়ে বর্ষা।

স্বাধীনতার উল্লাসে, পৃথিবী যেন গায়,
শান্তির এই সুরে, সবার হৃদয় ভায়।

©Freelancer Wahid

অন্ধকার রাতের শেষে এসেছে নতুন প্রভাত,স্বৈরাচারের শাসন এখন ইতিহাসের পাত।বিজয়ের আলো ঝলমল, ভোরের সূর্য উজ্জ্বল,মুক্তির কেতন...
05/08/2024

অন্ধকার রাতের শেষে এসেছে নতুন প্রভাত,
স্বৈরাচারের শাসন এখন ইতিহাসের পাত।

বিজয়ের আলো ঝলমল, ভোরের সূর্য উজ্জ্বল,
মুক্তির কেতন উড়ছে, নতুন দিনের গন্ধ মঙ্গল।

মাঠের মাঝে প্রতিধ্বনি, গায় বিজয়ের গান,
স্বপ্নের দিন এসেছে, ঝলমলে রৌদ্রের দান।

সব বাধা পেরিয়ে এসেছে জয়লাভের ছন্দ,
নতুন দিনের আকাশে রাঙা এক মুক্তির অন্দ।

জনগণের সংগ্রাম আজ ফলেছে সোনালী সুরে,
স্বৈরাচারের অন্ধকার দূর হয়েছে দূরে।

মুখে মুখে হাসি, হৃদয়ে আনন্দের ঢেউ,
স্বাধীনতার জয়গান, গাও একটি নতুন ঊলু।

এখনো পথ বাকি, তবে অন্ধকারের ফাঁদ ভেঙে,
মুক্তির সুরে আমরা গাই, উজ্জ্বল ভবিষ্যতের রঙে।

©Freelancer Wahid

15/07/2024

"রাজাকার" ছাড়াও আরেকটা শব্দ রাতের মিছিলে ওরা বলেছে। সেটা নিয়ে মোসাহেবরা চুপ, শব্দকে অদৃশ্য করে করে দেয়া আর কি।

"স্বৈরা/চার!" "স্বৈরা/চার"।

কারণ, রা/জা/কা/র শব্দের ব্যবহার নিয়ে বহু ব্যাখ্যার সুযোগ আছে, সবাই সেই সুযোগটা নিচ্ছেও। কেউ বলছে, রা/জা/কা/র, দেশ ছাড়। কেউ বলছে, যারা বৈষম্য সৃষ্টি করতে চায়, তারাই আজকের রাজাকার।

কিন্তু ওই অদৃশ্য এই অমোঘ শব্দটা নিয়ে কোন পক্ষের কোন মতভিন্নতা নাই। ওর মানে নিয়ে কোন বিতর্ক নাই।

শব্দটা তাই বুকে বাঁধে। শব্দটা তাই তারা নাই করে দিতে চায়।

"তুমি কে? আমি কে?
রা/জাকা/র! রা/জা/কা/র!
কে বলেছে? কে বলেছে?
স্বৈরা/চার! স্বৈরা/চার।"

আজকের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ শ্লোগান মনে হয় এইটাই।

15/07/2024

স্লোগানে মুখরিত হোক,
তুমি কে? আমি কে?
"রাজাকার, রাজাকার"
"পা চাটলে সঙ্গী, না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার, হয়ে যাবে রাজাকার।
তিনি কে, তারা কে?
"স্বৈরাচার স্বৈরাচার"
"কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা, দেশটা কারোর বাপের না"

15/07/2024

পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি,
নাতির নামে পুতি খাবে, উপোশ থাকবে জাতি‼️
বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়া জাতি!
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

আজ থেকে এক যুগ, দুই যুগ অথবা তিন যুগ পর হয়তো আশ্চর্য কন্ঠে আপনাকে আপনার বাচ্চা জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করতে পারে ভবিষ...
15/07/2024

আজ থেকে এক যুগ, দুই যুগ অথবা তিন যুগ পর হয়তো আশ্চর্য কন্ঠে আপনাকে আপনার বাচ্চা জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করতে পারে ভবিষ্যত প্রজন্ম:

- আচ্ছা , ছাত্রলীগ মারা গেলে মানুষ কেনো আলহামদুলিল্লাহ পড়তো?

তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছবিগুলো সংরক্ষণ করে রাখুন। যেমন ইতিহাসে সংরক্ষণ করে রাখা হয়েছে হিটলার, মুসলোনিদের ছবি মানুষের থু থু ফেলে ঘৃণা উগড়ে দেওয়ার জন্য।

11/04/2024

Pngtree এর ডিজাইন রিজেক্ট এর সকল সমাধান । Please directly upload PNG works in PNG format, background works in JPG format.

ই টিউটোরিয়ালে, আপনি শিখবেন কেন Pngtree তে ডিজাইন বাতিল হয় এবং কিভাবে এইটির সমাধান করবেন।

ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । সাবস্ক্রাইব করতে ভুলবেন না । এছাড়াও চ্যানেলটা ঘুরে দেখুন আশা করি আরও ভালো কিছু দেখতে পাবেন । ধন্যবাদ ।
Subscribe and Follow For More Videos......
**************************************************
✔ সকল মাইক্রোস্টক মার্কেটপ্লেস কন্ট্রিবিউটর একাউন্ট অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে।
✔ সুলভ মূল্যে মাইক্রোস্টক মার্কেটপ্লেস এর জন্য আনলিমিটেড ডিজাইন ফাইল অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে।

☯ অর্ডার করতে এখনই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এ মেসেজ করুন।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্...
10/04/2024

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ, দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ, ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

29/03/2024
একটি বাংলাদেশ তুমি জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই ...
26/03/2024

একটি বাংলাদেশ তুমি জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

25/02/2024

Microstock Marketplace কিভাবে কাজ করে? Microstock নিয়ে কাজ করা উচিৎ কী?

মাইক্রো ওয়ার্কার্স হল এমন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে অনেক ছোট ছোট ধরনের কাজ পাওয়া যায়। এসব কাজের মূল্যা কমবেশি ৫ সেন্ট থেকে শুরু করে ১ ডলার বা তারও কিছু বেশি হয়ে থাকে। আর সে কাজ গুলা করার জন্য আপনাকে তেমন কিছুই জানতে হবে না, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যা যা করেছেন সেসব কাজ গুলাই এখানে করতে পারেন।

ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । সাবস্ক্রাইব করতে ভুলবেন না । এছাড়াও চ্যানেলটা ঘুরে দেখুন আশা করি আরও ভালো কিছু দেখতে পাবেন । ধন্যবাদ ।
Subscribe For More Videos

09/01/2024

Embrace challenges as stepping stones, not obstacles. In the symphony of life, your resilience creates the melody. Every setback is a setup for a powerful comeback. Believe in the extraordinary within you. Rise from adversity, dance with determination, and let the rhythm of passion guide you to success. You're destined for greatness!

Writer: Freelancer Wahid

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Wahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Wahid:

Videos

Share

আমার সম্পর্কে কিছু শব্দ

� আমি একটু আত্মকেন্দ্রিক এবং ইমোশনালি !! কাছের মানুষ গুলো একটূএকটু করে কথা বললে নিজেকে আর সহ্য করতে পারিনা ।তখন চোখ দিয়ে অঝর শ্রাবন বয়ে যায়।তবুও সব নিরবে সহ্য করে যায়,কিন্তু কখনো মুখ ফুটে বলি না। � মনের কষ্ট কাউকে বুঝাতে পারি না। কেননা বুঝিয়ে বা কি লাভ ? সেই হইত একটু সান্ত্বনার বাণি শুনাবে এই আর কি ?কিন্তু আমার মত তো তার অনুভুতি হবে না। � আমি নিজেকে খুব গর্বিত মনে করি,এমন একজন জননীর সন্তান হয়ে।আমার মা আমার সব। দুনিয়াতে মা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমার মা আমার খুব ভাল বন্ধু।আমার মনের সব কথায় তাকে বলি। �আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, তবে আমি অন্য দশ জনের চেয়ে আলাদা, সেটা আমি বলতে পারি । � নিজেকে নিজেই ভালমত চিনি না । মন যে কখন কি চায় তা মনই ভাল জানে । আমাকে কিছু বলে না । আমার মনটা বড়ই বেপোরোয়া, আমার কথা মোটেই শুনতে চায় না । মনটারে বলি যত সে চলেছে তার নিজের মত.. � অনেক সময় চেনা মানুষের ভিরেও নিজেকে অনেক অচেনা মনে হয় । একা একা লাগে.. � বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, বাড়ালে হাত বন্ধু পাওয়া যায় কি ?? চাইলেই কেউকে বন্ধু বানানো যায় না । আমি আমার চারপাশের মানুষগুলো থেকে ভাল কিছু আশা করি । কখনও পাই, তবে বেশিরভাগ সময় পাই না । হয়ত এ জন্যই আমার বন্ধু সংখ্যা কম, নিতান্ত কম । যাদের সাথে আমার মনের মেলে তাদের সাথেই আমার বন্ধুত্ব হয় । আর সমাজে বাস করি তাই সবার সাথে ভাব বজায় রেখে চলতে হয় । � মানুষ কে সহজে বিশ্বাস করে ধোঁকা খাই । আমি বুদ্ধিমান-বোকা, তবে মাঝে মাঝে ঝামেলা লাগিয়ে, নিজে ঠিকই ঝামেলা এড়িয়ে চলি !! � আমি ভালোবাসার কাঙাল । একবুক ভালবাসা নিয়ে ঘুরে ঘুরে মরি । কিন্তু আমার ধারণা, আমাকে কেউ ভালবাসে না বা, আমার কথা কেউ চিন্তাও করে না, আমি মরে গেলে বোধয় কেউ কাঁদবেও না !! হা হা !! � আমি বই পড়তে একদম ভালোবাসি না । আমার স্বভাব পাখির মত । যদি ওদের মত উড়তে পারতাম !! ঘুরতে আমার খুব ভাল লাগে । প্রকৃতি অপরূপ সৌন্দর্য আমি দেখেছি, যা আমাকে পাগল করে ফেলে । যদিও তেমন ঘোরাঘুরি সুযোগ পাই না, তবে সময় পেলেই বাংলার অপরূপ নদীগুলোর টানে নেমে পড়ি । � আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না । নিজেকে আমার special মনে হয় । অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা । আসলে আমি একজন তুচ্ছ মানুষ । তবে আমি আমার মত, সবাই আমার থেকে ভাল বা খারাপ, কিন্তু কেউ আমার মত না । আমি অনন্য এবং খুব আত্মবিশ্বাসী, তবে মাঝে মাঝে হতাশায় ভুগী ।। � মানুষ বলে, ''যে যত কম জানে, সেই তত সুখি !!'' আমার ধারণা, আমি একজন মানসিক রোগী, অবশ্য শুনেছি যে পৃথিবীর সকল লোকের মাথায়ই কিছু না কিছু disturb থাকে !! আমি নিজেকে নিজে চিনতে চেয়েছিলাম, একটা সময় মনে হত, ধুর্ এখনো, নিজেকেই চিনতে পারলাম না ! অবশ্য এখন তা মনে হয় না । � আমাকে যতটা happy দেখায়, আমি কিন্ত ততটা না !! পুরাতন প্যাচাল !! কিন্তু আসলেই সেটা আমার জন্য সত্য !! আমি নিজের মাঝে নিজেকে চেপে রাখি !! মনের কথা গুলো কে প্রকাশ করি না !! ভালবাসার জন্য তাজমহল আমি বানাতে পারব না ঠিকই তবে আমার হৃদয়ে যে তাজমহল, তোমার জন্য তা কি দেখে কখনো শেষ করতে পারবে ? সম্রাট এডওয়ার্ডের মত কখনোই আমি সিংহাসন ছেড়ে দেব না বরং তোমার জন্য তার এক পাশে জায়গা করে দেব । দান্তের মত হয়ত ডিভাইন কমেডি লিখে দিতে পারব না অথবা কবি ইকবালের মত প্রেমের কোন মহাকাব্য তবে হৃদয় নিঙরানো অনুভূতি ঠিকই বোঝাতে পারব তোমাকে| তোমাকে কোটি কোটি টাকা হয়ত দিতে পারব না ঠিকই তবে কখনো তোমাকে কোন অভাবে রাখব না অন্তত ভালবাসার অভাব তো নয়ই| তোমার জন্য মায়ের শাসন, বাবার রক্তচক্ষু উপেক্ষা করতে পারব এক কাপড়ে রাস্তায় এসে দাড়াতে পারব পুরোটা মেঘনাদবধ মুখস্ত শোনাতে পারব আশি পৃষ্ঠার একটা রোমান্টিক প্রেমপত্র লিখেদিতে পারব ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারব তুমি যদি বল, হেরে গলায় তোমাকে গানও শোনাতে পারব শীতের রাতে সাঁতরে পুকুর পাড়ি দিতে পারব দু’পায়ে ভর করে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে আসতে পারব ঘন্টার পর ঘন্টা অপলক তোমার দিকে তাকিয়ে থাকতে পারব সারাজীবন তোমার অপেক্ষায় থাকতে পারব ভালবাসার জন্য আমি কিন্তু অনেক কিছুই করতে পারব, করবোও তবে ভালবাসাহীন কোন মানুষের জন্য, এক বিন্দুও নয় । I just want an honest relationship . No lies . No mind games no cheating.