আমার সম্পর্কে কিছু শব্দ
� আমি একটু আত্মকেন্দ্রিক এবং ইমোশনালি !! কাছের মানুষ গুলো একটূএকটু করে কথা বললে নিজেকে আর সহ্য করতে পারিনা ।তখন চোখ দিয়ে অঝর শ্রাবন বয়ে যায়।তবুও সব নিরবে সহ্য করে যায়,কিন্তু কখনো মুখ ফুটে বলি না। � মনের কষ্ট কাউকে বুঝাতে পারি না। কেননা বুঝিয়ে বা কি লাভ ? সেই হইত একটু সান্ত্বনার বাণি শুনাবে এই আর কি ?কিন্তু আমার মত তো তার অনুভুতি হবে না। � আমি নিজেকে খুব গর্বিত মনে করি,এমন একজন জননীর সন্তান হয়ে।আমার মা আমার সব। দুনিয়াতে মা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমার মা আমার খুব ভাল বন্ধু।আমার মনের সব কথায় তাকে বলি। �আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, তবে আমি অন্য দশ জনের চেয়ে আলাদা, সেটা আমি বলতে পারি । � নিজেকে নিজেই ভালমত চিনি না । মন যে কখন কি চায় তা মনই ভাল জানে । আমাকে কিছু বলে না । আমার মনটা বড়ই বেপোরোয়া, আমার কথা মোটেই শুনতে চায় না । মনটারে বলি যত সে চলেছে তার নিজের মত.. � অনেক সময় চেনা মানুষের ভিরেও নিজেকে অনেক অচেনা মনে হয় । একা একা লাগে.. � বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, বাড়ালে হাত বন্ধু পাওয়া যায় কি ?? চাইলেই কেউকে বন্ধু বানানো যায় না । আমি আমার চারপাশের মানুষগুলো থেকে ভাল কিছু আশা করি । কখনও পাই, তবে বেশিরভাগ সময় পাই না । হয়ত এ জন্যই আমার বন্ধু সংখ্যা কম, নিতান্ত কম । যাদের সাথে আমার মনের মেলে তাদের সাথেই আমার বন্ধুত্ব হয় । আর সমাজে বাস করি তাই সবার সাথে ভাব বজায় রেখে চলতে হয় । � মানুষ কে সহজে বিশ্বাস করে ধোঁকা খাই । আমি বুদ্ধিমান-বোকা, তবে মাঝে মাঝে ঝামেলা লাগিয়ে, নিজে ঠিকই ঝামেলা এড়িয়ে চলি !! � আমি ভালোবাসার কাঙাল । একবুক ভালবাসা নিয়ে ঘুরে ঘুরে মরি । কিন্তু আমার ধারণা, আমাকে কেউ ভালবাসে না বা, আমার কথা কেউ চিন্তাও করে না, আমি মরে গেলে বোধয় কেউ কাঁদবেও না !! হা হা !! � আমি বই পড়তে একদম ভালোবাসি না । আমার স্বভাব পাখির মত । যদি ওদের মত উড়তে পারতাম !! ঘুরতে আমার খুব ভাল লাগে । প্রকৃতি অপরূপ সৌন্দর্য আমি দেখেছি, যা আমাকে পাগল করে ফেলে । যদিও তেমন ঘোরাঘুরি সুযোগ পাই না, তবে সময় পেলেই বাংলার অপরূপ নদীগুলোর টানে নেমে পড়ি । � আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না । নিজেকে আমার special মনে হয় । অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা । আসলে আমি একজন তুচ্ছ মানুষ । তবে আমি আমার মত, সবাই আমার থেকে ভাল বা খারাপ, কিন্তু কেউ আমার মত না । আমি অনন্য এবং খুব আত্মবিশ্বাসী, তবে মাঝে মাঝে হতাশায় ভুগী ।। � মানুষ বলে, ''যে যত কম জানে, সেই তত সুখি !!'' আমার ধারণা, আমি একজন মানসিক রোগী, অবশ্য শুনেছি যে পৃথিবীর সকল লোকের মাথায়ই কিছু না কিছু disturb থাকে !! আমি নিজেকে নিজে চিনতে চেয়েছিলাম, একটা সময় মনে হত, ধুর্ এখনো, নিজেকেই চিনতে পারলাম না ! অবশ্য এখন তা মনে হয় না । � আমাকে যতটা happy দেখায়, আমি কিন্ত ততটা না !! পুরাতন প্যাচাল !! কিন্তু আসলেই সেটা আমার জন্য সত্য !! আমি নিজের মাঝে নিজেকে চেপে রাখি !! মনের কথা গুলো কে প্রকাশ করি না !! ভালবাসার জন্য তাজমহল আমি বানাতে পারব না ঠিকই তবে আমার হৃদয়ে যে তাজমহল, তোমার জন্য তা কি দেখে কখনো শেষ করতে পারবে ? সম্রাট এডওয়ার্ডের মত কখনোই আমি সিংহাসন ছেড়ে দেব না বরং তোমার জন্য তার এক পাশে জায়গা করে দেব । দান্তের মত হয়ত ডিভাইন কমেডি লিখে দিতে পারব না অথবা কবি ইকবালের মত প্রেমের কোন মহাকাব্য তবে হৃদয় নিঙরানো অনুভূতি ঠিকই বোঝাতে পারব তোমাকে| তোমাকে কোটি কোটি টাকা হয়ত দিতে পারব না ঠিকই তবে কখনো তোমাকে কোন অভাবে রাখব না অন্তত ভালবাসার অভাব তো নয়ই| তোমার জন্য মায়ের শাসন, বাবার রক্তচক্ষু উপেক্ষা করতে পারব এক কাপড়ে রাস্তায় এসে দাড়াতে পারব পুরোটা মেঘনাদবধ মুখস্ত শোনাতে পারব আশি পৃষ্ঠার একটা রোমান্টিক প্রেমপত্র লিখেদিতে পারব ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারব তুমি যদি বল, হেরে গলায় তোমাকে গানও শোনাতে পারব শীতের রাতে সাঁতরে পুকুর পাড়ি দিতে পারব দু’পায়ে ভর করে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে আসতে পারব ঘন্টার পর ঘন্টা অপলক তোমার দিকে তাকিয়ে থাকতে পারব সারাজীবন তোমার অপেক্ষায় থাকতে পারব ভালবাসার জন্য আমি কিন্তু অনেক কিছুই করতে পারব, করবোও তবে ভালবাসাহীন কোন মানুষের জন্য, এক বিন্দুও নয় । I just want an honest relationship . No lies . No mind games no cheating.