Naeem ভাই

Naeem ভাই السلام عليكم ورحمة الله وبركاته

এক পবিত্র খোদার গোলাম।
তার সন্তুষ্টির জন্য আপনাদের পাশে থাকতে চাই।
(9)

23/08/2024

যমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।

সূরা হাদীদ - ২২

কি ছিলো ওর অন্যায়?
22/08/2024

কি ছিলো ওর অন্যায়?

একজন ছাত্রের অভিব্যক্তি-৩ ঘন্টা ট্রাফিকের ডিউটি করছি মাত্র,বাংলাদেশের মানুষের মন ❤️
09/08/2024

একজন ছাত্রের অভিব্যক্তি-

৩ ঘন্টা ট্রাফিকের ডিউটি করছি মাত্র,বাংলাদেশের মানুষের মন ❤️

06/08/2024
এটাই ইসলাম 🌸রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল এর পরবর্তী সময়ে খেলাফাত এর আমল থেকে যখন ইসলাম পারস্য ও রোম স...
06/08/2024

এটাই ইসলাম 🌸
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল এর পরবর্তী সময়ে খেলাফাত এর আমল থেকে যখন ইসলাম পারস্য ও রোম সাম্রাজ্য জয় লাভ করেন। তখন থেকেই আমরা মুসলিম রা ঝিজিয়া কর এর বিনিময়ে ভিন্নধর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছি।

পাহাড়ায় মুসলিম এইটাই ইসলাম এইটাই ইসলামের শিক্ষা৷
06/08/2024

পাহাড়ায় মুসলিম
এইটাই ইসলাম এইটাই ইসলামের শিক্ষা৷

05/08/2024

মাননীয় স্পিকার
প্রথমেই আনন্দ উৎযাপন এর পূর্বে বন্দিদের মুক্তিচাই।

05/08/2024

স্বস্তির মিস্টি
তবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে ভুলা যাবে না।

05/08/2024

দেশের চলমান সংকট ও অবকাঠামোর উন্নয়নের জন্য সাধ্যানুযায়ী অর্থ প্রেরণের জন্য সকলের নিকট বিনীত অনুরোধ রইল।।

05/08/2024

এবার আমাদের প্রবাসীদের পালা। আলহামদুলিল্লাহ
ডলার প্রস্তুত 💪

বাহ👏তবু ও সবাই খুশি।।
05/08/2024

বাহ👏
তবু ও সবাই খুশি।।

05/08/2024

অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।

ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।

সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।

বার্তা প্রেরক—

মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

05/08/2024

ইতিহাস বলে ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না। ✊🔥
০৫/০৮/২০২৪
স্বাধীন দেশ✊🇧🇩

ধারনাই সত্যি করে দিলেন।
05/08/2024

ধারনাই সত্যি করে দিলেন।

আল্লাহু আকবার ✊✊
05/08/2024

আল্লাহু আকবার ✊✊

05/08/2024

উত্তেজিত হবেন না প্লিজ -

শুনলাম PM নাকি ১.১৫ মিনিটে রিজাইন নিয়ে নিল৷

05/08/2024

দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে।

05/08/2024

সবাই শাহবাগে আসুন,কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কোন প্রকার সামরিক শাসন আমরা মানবো না। জনতার ঘোষণা দেওয়া হবে কেন্দ্রীয় সমাবেশ থেকে।

05/08/2024

দেশের অর্থনৈতিক সমস্যা অচিরেই ঠিক হয়ে যাবে।
কারণ, প্রবাসী নামক ডলার উৎপাদন এর মেশিন ডলার উৎপাদন করে বসে আছে।

05/08/2024

প্রবাসে থাকায় রাজপথে আসতে পারিনি তবে দেশ ঠিক হলে ২০ হাজার ডলার প্রস্তুত 💪

05/08/2024

সারা পৃথিবীর সব চোখ এখন ঢাকায়৷

05/08/2024

বুয়েটের মিছিল টিএসসি পেরিয়ে ঢাবি কেন্দ্রীয় মসজিদের সামনে, জনতার দখলে পুরো এলাকা। অন্যান্য স্থান থেকেও জনতার ঢল শাহবাগে পৌছানো শুরু করেছে।

বিজয় নিয়েই ফিরবে জনতা ইনশাআল্লাহ!

05/08/2024

দুপুর ২টায় সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলা হয়েছে।

05/08/2024

রাজধানীর শনির আখড়া ও উত্তরা থেকে ৪-৫ লাখ মানুষের ঢল শহীদ মিনারের উদ্দেশ্যে

04/08/2024

‼️ আগামীকাল ৫ আগস্ট ‼️

❤️ মার্চ টু ঢাকা ❤️

আপাতত যারা ফেসবুকে আছেন এটা পোস্ট দিতেই থাকুক। টাইমলাইন ভরে ফেলুল। ১০০ বার করে পোস্ট দিন।
খবরটা ঘরে ঘরে পৌছাই দিতে হবে।

24/07/2024

ভবিষ্যতে যখন আপনি সরকারি চাকুরি পরীক্ষা দিতে বসবেন অথবা বিসিএস ক্যাডার হবেন মনে রাখবেন আপনার এই সাফল্যের জন্য প্রান দিয়েছিলো অগনিত সূর্যসন্তান। সাফল্যের চরম শিখরে পৌছে অন্তত একজন নিহত পরিবারের পাশে তাদের হারানো সন্তান হিসাবে দাঁড়াবেন।

Address

Manikganj

Telephone

+8801642566188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naeem ভাই:

Videos

Share

Nearby media companies