Badar 313

Badar 313 ঐতিহাসিক বদর যুদ্ধের স্বরণে, আমাদের পেইজ "বদর ৩১৩" নামকরণ করা হয়েছে।
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ

৫ই মে যুগ যুগান্তের প্রেরণা -----------------------------খুব ভোরে জেগে উঠেছিলাম গাবতলী পয়েন্টে অবরোধ করতে হবে বলে ৷ ফজর...
04/05/2024

৫ই মে
যুগ যুগান্তের প্রেরণা
-----------------------------

খুব ভোরে জেগে উঠেছিলাম গাবতলী পয়েন্টে অবরোধ করতে হবে বলে ৷
ফজরের আগেই রওয়ানা করেছিলাম ৷
টিপ টিপ বৃষ্টি ছিল ৷
গাড়ীটা নিয়েই বেরিয়ে ছিলাম ৷ ড্রাইভার না থাকায় নিজেই ড্রাইভ করেছিলাম ৷ গাড়ী থাকলেও গতিটা ছিল পায়ে হাটা মানুষদের মতই ৷
মাজার রোড মসজিদের সামনে পার্কিং করে রেখেছিলাম ৷

মিরপুর-মোহাম্মাদপুর মিলে ছিল এই পয়েন্টের দায়িত্ব ৷ আমি ছিলাম নায়েবে আমীর ৷ আমীর ছিলেন মাওলানা মোস্তফা আজাদ রাহিমাহুল্লাহ ৷ প্রশাসন বলেছিল ব্রিজের অপর প্রান্তে অবস্থান করতে ৷ হেফাজতের কেন্দ্রীয় নির্দেশনা ছিল এপারেই থাকার ৷ এপারেই থাকলাম ৷ এপার ওপার সবই তো এক সময় হয়ে গেল একাকার ৷ জোহরের নামাজ পড়েই ছুটলাম শাপলার দিকে ৷
ঢুকে পড়লাম ইতিহাসে ৷
শাপলা ফুলটার পশ্চিমে ট্রাক দিয়ে তৈরি করা ছিল স্টেজ ৷
খুব মামুলি ৷
কিন্তু সেটাই হয়ে গেল নতুন বালাকোটের ঐতিহাসিক মঞ্চ ৷
সেখানে দুইবার বক্তব্য রাখার তাওফীক হলো ৷ প্রথমবার আসরের আগে ৷ সেটা ছিল সিডিউল কর্মসূচীর অংশ ৷ আসরের পরপর মঞ্চ থেকে সিনিয়র নেতৃবৃন্দ সরকারের চ্যালেঞ্জ গ্রহন করে শাপলা চত্বরে অবস্থানের ঘোষনা দিলেন ৷ উত্তেজনার পারদ ক্রমেই উর্দ্ধগামী হলো ৷ ঐ অবস্থায় আবার মঞ্চে উঠলাম ৷
তখন মঞ্চে কোনো স্বাভাবিক কর্মসূচী নেই ৷
জনতার সাগর তখন উত্তাল ৷
গুলিস্তান, প্রেসক্লাব আর বিজয় নগর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে ৷
কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া ৷
জমীন থেকে আকাশের মেঘ সব যেন লাল-কালোর বিদ্রোহী শোক ৷
শহীদদের লাশের মিছিল শুরু হলো শাপলার দিকে ৷
ভাইয়ের সামনে ভাইয়ের লাশ!
হায়েনাদের খুবড়ে খাওয়া লাশ!
রক্তের কণিকাগুলো জ্বলে উঠতে লাগলো বারুদের অমিত তেজে ৷
মাইক্রোফোন তুলে নিলাম হাতে ৷
দ্রোহের সবটুকু আগুন ঝরে ঝরে পড়ল ৷
শহীদের রক্ত যেন তখন আমার ধমনিতে বহমান ৷

এরপর রাত হলো ৷ রাত গভীর হলো ৷ ভয়াল অন্ধকারে ছেয়ে গেল শুভ্র সফেদ শাপলার চারিপাশ ৷ শুরু হলো বুলেট দিয়ে সত্যকে দমিয়ে দেয়ার দানবীয় আয়োজন ৷ নিস্তব্ধ রাতের কালো অন্ধকারে রচিত হলো শাহাদাতের উদ্ভাসিত নতুন ইতিহাস ৷ আমি তখনো শাপলার কাছাকাছি ৷ আড়াল থেকে সব দেখলাম ৷ এক সময় বন্ধ হলো তাণ্ডব ৷ বেরিয়ে পড়লাম সেই সুযোগে ৷ মতিঝিল পীরজঙ্গীতে আদায় করলাম সালাতুলফজর ৷ আবার শুরু করলাম হাটা ৷ টিপটিপ বৃষ্টি চলছে তখনো ৷ তবে সে বৃষ্টির সাথে ছিল বারুদের ঝাঁজ ৷ রক্তের লাল ৷ আর অশ্রুর ফোঁটা ৷
হায়েনার দল ভাবলো ঘটনা শেষ ৷
আমি দেখলাম ইতিহাসের অনিঃশেষ যাত্রা ৷

৫ই মের ভয়াল রাতের নিকশ কালো অন্ধকারে জাতি বিভক্ত হলো দুই ভাগে ৷
এক ভাগ শাপলার শহিদী কাফেলা ৷
অপর ভাগ শাহাবাগী মুরতাদের দল ৷
এক ভাগ বালাকোটের মশালধারী ঈমানদার ৷
অপর ভাগ ধূর্ত ইংরেজদের প্রেতাত্না ৷
এক ভাগ পরাজিত সেনাপতি নবাব সিরাজুদ্দৌলার ভাগ্য বরণকারী ৷
অপর ভাগ হিংস্র লর্ড ক্লাইভের উত্তরসুরী ৷
এক ভাগ কারবালার হুসাইনী চেতনার পতাকাবাহী ৷
অপর ভাগ এজিদী চিন্তার উল্লাসকারী ক্ষমতাশালী… ………

মানুষ মরে যায়, ইতিহাস রয়ে যায় ৷
ইতিহাস কথা কয়…

(৫ই মে'১৬ তে লেখা পোস্ট, ঈষৎ সম্পাদিত)

মনে পরে কি সেই দিনের কথা???৫ই মে যুগ যুগান্তের প্রেরণা -----------------------------খুব ভোরে জেগে উঠেছিলাম গাবতলী পয়েন্...
03/05/2024

মনে পরে কি সেই দিনের কথা???

৫ই মে
যুগ যুগান্তের প্রেরণা
-----------------------------

খুব ভোরে জেগে উঠেছিলাম গাবতলী পয়েন্টে অবরোধ করতে হবে বলে ৷
ফজরের আগেই রওয়ানা করেছিলাম ৷
টিপ টিপ বৃষ্টি ছিল ৷
গাড়ীটা নিয়েই বেরিয়ে ছিলাম ৷ ড্রাইভার না থাকায় নিজেই ড্রাইভ করেছিলাম ৷ গাড়ী থাকলেও গতিটা ছিল পায়ে হাটা মানুষদের মতই ৷
মাজার রোড মসজিদের সামনে পার্কিং করে রেখেছিলাম ৷

মিরপুর-মোহাম্মাদপুর মিলে ছিল এই পয়েন্টের দায়িত্ব ৷ আমি ছিলাম নায়েবে আমীর ৷ আমীর ছিলেন মাওলানা মোস্তফা আজাদ রাহিমাহুল্লাহ ৷ প্রশাসন বলেছিল ব্রিজের অপর প্রান্তে অবস্থান করতে ৷ হেফাজতের কেন্দ্রীয় নির্দেশনা ছিল এপারেই থাকার ৷ এপারেই থাকলাম ৷ এপার ওপার সবই তো এক সময় হয়ে গেল একাকার ৷ জোহরের নামাজ পড়েই ছুটলাম শাপলার দিকে ৷
ঢুকে পড়লাম ইতিহাসে ৷
শাপলা ফুলটার পশ্চিমে ট্রাক দিয়ে তৈরি করা ছিল স্টেজ ৷
খুব মামুলি ৷
কিন্তু সেটাই হয়ে গেল নতুন বালাকোটের ঐতিহাসিক মঞ্চ ৷
সেখানে দুইবার বক্তব্য রাখার তাওফীক হলো ৷ প্রথমবার আসরের আগে ৷ সেটা ছিল সিডিউল কর্মসূচীর অংশ ৷ আসরের পরপর মঞ্চ থেকে সিনিয়র নেতৃবৃন্দ সরকারের চ্যালেঞ্জ গ্রহন করে শাপলা চত্বরে অবস্থানের ঘোষনা দিলেন ৷ উত্তেজনার পারদ ক্রমেই উর্দ্ধগামী হলো ৷ ঐ অবস্থায় আবার মঞ্চে উঠলাম ৷
তখন মঞ্চে কোনো স্বাভাবিক কর্মসূচী নেই ৷
জনতার সাগর তখন উত্তাল ৷
গুলিস্তান, প্রেসক্লাব আর বিজয় নগর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে ৷
কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া ৷
জমীন থেকে আকাশের মেঘ সব যেন লাল-কালোর বিদ্রোহী শোক ৷
শহীদদের লাশের মিছিল শুরু হলো শাপলার দিকে ৷
ভাইয়ের সামনে ভাইয়ের লাশ!
হায়েনাদের খুবড়ে খাওয়া লাশ!
রক্তের কণিকাগুলো জ্বলে উঠতে লাগলো বারুদের অমিত তেজে ৷
মাইক্রোফোন তুলে নিলাম হাতে ৷
দ্রোহের সবটুকু আগুন ঝরে ঝরে পড়ল ৷
শহীদের রক্ত যেন তখন আমার ধমনিতে বহমান ৷

এরপর রাত হলো ৷ রাত গভীর হলো ৷ ভয়াল অন্ধকারে ছেয়ে গেল শুভ্র সফেদ শাপলার চারিপাশ ৷ শুরু হলো বুলেট দিয়ে সত্যকে দমিয়ে দেয়ার দানবীয় আয়োজন ৷ নিস্তব্ধ রাতের কালো অন্ধকারে রচিত হলো শাহাদাতের উদ্ভাসিত নতুন ইতিহাস ৷ আমি তখনো শাপলার কাছাকাছি ৷ আড়াল থেকে সব দেখলাম ৷ এক সময় বন্ধ হলো তাণ্ডব ৷ বেরিয়ে পড়লাম সেই সুযোগে ৷ মতিঝিল পীরজঙ্গীতে আদায় করলাম সালাতুলফজর ৷ আবার শুরু করলাম হাটা ৷ টিপটিপ বৃষ্টি চলছে তখনো ৷ তবে সে বৃষ্টির সাথে ছিল বারুদের ঝাঁজ ৷ রক্তের লাল ৷ আর অশ্রুর ফোঁটা ৷
হায়েনার দল ভাবলো ঘটনা শেষ ৷
আমি দেখলাম ইতিহাসের অনিঃশেষ যাত্রা ৷

৫ই মের ভয়াল রাতের নিকশ কালো অন্ধকারে জাতি বিভক্ত হলো দুই ভাগে ৷
এক ভাগ শাপলার শহিদী কাফেলা ৷
অপর ভাগ শাহাবাগী মুরতাদের দল ৷
এক ভাগ বালাকোটের মশালধারী ঈমানদার ৷
অপর ভাগ ধূর্ত ইংরেজদের প্রেতাত্না ৷
এক ভাগ পরাজিত সেনাপতি নবাব সিরাজুদ্দৌলার ভাগ্য বরণকারী ৷
অপর ভাগ হিংস্র লর্ড ক্লাইভের উত্তরসুরী ৷
এক ভাগ কারবালার হুসাইনী চেতনার পতাকাবাহী ৷
অপর ভাগ এজিদী চিন্তার উল্লাসকারী ক্ষমতাশালী… ………

মানুষ মরে যায়, ইতিহাস রয়ে যায় ৷
ইতিহাস কথা কয়…

(৫ই মে'১৬ তে লেখা পোস্ট, ঈষৎ সম্পাদিত)

03/05/2024

কারাগার থেকে বের হয়ে যা বল্লেন, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ।

20/04/2024

🍀🍀🌺এ রকম প্রস্তাবের আশায় ছিলাম🌺🍀🍀

"""মুফতী আরিফ বিন হাবিব সাহেবের পক্ষ থেকে
ব্রাদার রাহুলের কাছে প্রস্তাব***

জী রাহুল আমিন ভাই !
অনলাইনে তো অনেক হলো, এবার অফলাইনে হোক।

ঢাকার বকশী বাজার মাঠে(যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয়) একটি মুখোমুখি অনুষ্ঠান হোক, বিষয়বস্তু:
আপনাদের যে কোন আমল বিষয়ে আমি প্রশ্ন করব, আর আমাদের যে কোন আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন।

দুজন দুটি মাইকের সামনে দাড়িয়ে প্রশ্নোত্তর করবে, সামনে থাকা শ্রোতারা নোট করবে।

আমাদের দুজনের হাতে কোন বইপুস্তক থাকবেনা, কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই, আর আমার প্রশ্ন আপনার জানা নেই। তাই উত্তর পত্রও রেডি করে আনা যাবেনা, কারণ প্রশ্নই তো কারো জানা নেই।

যদি এভাবে একটি আয়োজন করতে পারেন, তাহলে জানাবেন, আর না পারলে আলেমদের ব্যপারে চুপ থাকার অনুরোধ রইল। আলেমদের কাজ আলেমদের কে করতে দিবেন।
আপনার জন্য দূ'আ রইল জাযাকাল্লাহ।

copy_

19/04/2024

৩ টি উমরাহ সহ ১৫ লক্ষ টাকার পুরস্কার সংবলিত কুরআন প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করতে যাচ্ছি আমরা। এ লক্ষে এই রমজান থেকে আগামী রমজানকে আমরা ঘোষণা করছি ‘কুরআন-বর্ষ’ হিসেবে। তো আসুন, এই কুরআন-বর্ষে আমরা কুরআন চর্চা করি আর জিতে নিই উমরাহ-সহ মূল্যবান সব পুরস্কার।

📚 সিলেবাস: ৬ ধাপে পুরো কুরআনুল কারীম
☑️ ১ম ধাপ: (এপ্রিল-মে) ১ থেকে ৬ পারা
☑️ ২য় ধাপ: (জুন-জুলাই) ৭ থেকে ১২ পারা
☑️ ৩য় ধাপ: (আগস্ট-সেপ্টেম্বর) ১৩ থেকে ১৮ পারা
☑️ ৪র্থ ধাপ: (অক্টোবর-নভেম্বর) ১৯ থেকে ২৪ পারা
☑️ ৫ম ধাপ: (ডিসেম্বর-জানুয়ারি) ২৫ থেকে ৩০ পারা
☑️ ৬ষ্ঠ ধাপ: (ফেব্রুয়ারি-মার্চ) পুরো কুরআনুল কারীম
👥 যারা অংশগ্রহণ করতে পারবেন:
যে কোনো বয়সের ও যে কোনো শ্রেণি-পেশার নারী-পুরুষ।

🚫 যারা অংশগ্রহণ করতে পারবেন না:
☑️ যারা কওমী মাদরাসায় কাফিয়া-ঊর্ধ্ব ও আলিয়া মাদরাসা আলিম-ঊর্ধ্ব পড়াশোনা করেছেন, তারা অংশগ্রহণ করতে পারবেন না।

📝 অংশগ্রহণের পদ্ধতি:
☑️ গুগল ফরমের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। গুগল ফরমে দেওয়া ফোন নম্বরই রেজিস্ট্রেশন নম্বর হিসেবে গণ্য হবে।

✍🏽 পরীক্ষা-পদ্ধতি:
গুগল ফরমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেজাল্ট তৈরি হবে।

📅 পরীক্ষার তারিখ:
প্রত্যেক ধাপের শেষ মাসের সর্বশেষ শুক্রবার, বাদ ফজর।

🏆 পুরস্কার:
৩টি উমরাহ, ব্যক্তিগত লাইব্রেরিসহ ১৫ লক্ষ টাকার পুরস্কার।

📝 পুরস্কারের বিস্তারিত তালিকা:
☑️ প্রথম ৫ ধাপ:
☑️ প্রথম পুরস্কার: কম্পিউটার (৫০ হাজার টাকা মূল্যমানের, ১ জন)
☑️ দ্বিতীয় পুরস্কার: ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি (২৫ হাজার টাকার বই, ২ জন)
☑️ তৃতীয় পুরস্কার: রকমারি গিফট ভাউচার (১ হাজার টাকা মূল্যের, ৫০ জন)

📝 চূড়ান্ত ধাপ:
☑️ প্রথম পুরস্কার: শায়খ আহমাদুল্লাহর সঙ্গে উমরাহ (১ লাখ ৩৫ হাজার টাকা; ৩ জন)।
☑️ দ্বিতীয় পুরস্কার: ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি (৫০ হাজার টাকার বই, ৩ জন)।
☑️ তৃতীয় পুরস্কার: কিন্ডেল রিডার (১৫ হাজার টাকার মূল্যের, ৬ জন)।
☑️ চতুর্থ পুরস্কার: রকমারি গিফট ভাউচার (১ হাজার টাকা মূল্যের, ১০৫ জন)

📝 প্রাসঙ্গিক জ্ঞাতব্য
☑️ কোনো বিজয়ীকেই নগদ টাকা দেওয়া হবে না, নির্ধারিত পুরস্কার দেওয়া হবে।
☑️ প্রত্যেক ধাপের পরীক্ষা স্বতন্ত্র হিসেবে বিবেচিত হবে। এক ধাপের পরীক্ষা অন্যান্য ধাপের পরীক্ষার ফলাফল প্রভাবিত করবে না।
☑️ একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীর মধ্যে ‍যিনি আগে সাবমিট করবেন তিনি অগ্রগণ্য বিবেচিত হবেন।
☑️ প্রথম ৫ ধাপের প্রতিযোগিতায় কেউ প্রথম ও দ্বিতীয় পুরস্কার-বিজয়ী হলে এই ৫ ধাপের অন্য কোনো ধাপে এই দুটি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে প্রথম ৫ ধাপে প্রথম-দ্বিতীয় পুরস্কার পেলেও চূড়ান্ত ধাপে প্রধান পুরস্কারসমূহ পেতে পারবেন।

🔗 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/SUpr72eUeetS8wyYA

18/04/2024

#দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে। আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে_তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে।
সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র। অনেক আছে তবুও আরো চাই। স্বামীকে বলে_ শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয়া।এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে,তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে, তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

আজ ১০০ টাকা মন শসা,,, মানে ২.৫০টাকা প্রতি কেজি!! সব খরচ দিয়ে ধরলাম পাঁচ টাকা ই লাগবে! অথচ এই শশা বাজারে বিক্রি হয় ৩০ থ...
18/04/2024

আজ ১০০ টাকা মন শসা,,, মানে ২.৫০টাকা প্রতি কেজি!! সব খরচ দিয়ে ধরলাম পাঁচ টাকা ই লাগবে! অথচ এই শশা বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৫০ টাকায়!! আমাদের কৃষকরা টাকা পায় না টাকা নিয়ে যায় সব সিন্ডিকেট কারী দালালরা!!

স্থান: গাছ সুন্দরী বাজার, ইসবপুর, ধামইরহাট, নওগাঁ।

20/03/2024

গরুর গোশত রপ্তানিতে বিশ্বে শীর্ষে ভারত।

24/12/2023

মুসলিম হলে অবশ্যই ভিডিওটি দেখবেন।

09/10/2023

Address

Muhammadpur
Dhaka Division

Telephone

+8801931736085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badar 313 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badar 313:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka Division

Show All

You may also like