Rupsa Moni

Rupsa Moni digital creator.. and supportive mind
(1)

শুভ সকাল। সকাল সকাল এই সবুজ সবুজ পুই শাক ভাজি হচ্ছে, কার কার পছন্দ??
01/06/2024

শুভ সকাল। সকাল সকাল এই সবুজ সবুজ পুই শাক ভাজি হচ্ছে, কার কার পছন্দ??

30/05/2024

বৃষ্টি মানেই খিচুড়ি।ভুনা খিচুড়ি রান্না করলাম।

29/05/2024

আমার সোনালী শস্য ঘরে তুলে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো ধানের ফলন হইছে।

সবজি কার কার প্রিয়??
23/05/2024

সবজি কার কার প্রিয়??

14/05/2024

জীবনের প্রথম পিৎজা বানালাম।খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পিৎজা বানিয়ে নিলাম।

07/05/2024

আমের দেশের মানুষ আজকে জীবনে প্রথম নতুন পদ্ধতিতে কাঁচা আম মাখাবো।

06/05/2024

আলহামদুলিল্লাহ আমার পেইজটা ফিরে পেলাম।

16/04/2024

পুরো পরিবার নিয়ে ফুসকা পার্টি দিতে চলে আসলাম।

15/04/2024

পহেলা বৈশাখটা যে ভাবে কাটলো আমার।

রমনার বটমূলে দেখা হবে,হবেরে।
15/04/2024

রমনার বটমূলে দেখা হবে,হবেরে।

14/04/2024

চলেন ঘুরতে যাই নওগাঁ জেলার একটা সুন্দর যায়গায়।

12/04/2024

ঈদের দিনেও আমার কপালে শান্তি নেই।

ঈদ মোবারক 💗💗
11/04/2024

ঈদ মোবারক 💗💗

07/04/2024

১০ কেজি চালের বিরিয়ানি রান্না হবে, সবকিছুর পরিমাণ দেওয়া হবে।

মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না। আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন, এখন ভুলেও হিসেব মেলাতে ...
05/04/2024

মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না। আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন, এখন ভুলেও হিসেব মেলাতে যাবেন না, এগুলো করতে হবেই যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেবনিকেশ থেকে বেরিয়ে আসুন। ছেড়ে দিন। ছেড়ে দেওয়াটা শিখুন। আশা না করাটা শিখুন। দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান। শোধরানোর সুযোগ নেই তাই ভুলে যান। জীবনের যেদিন চলে গেছে সেইদিন আর ফিরে পাবেন না। পস্তানোটা গিলে ফেলুন জাস্ট । কিছুটা স্বার্থপর হোন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে।
দিনরাত ঘরকন্না করবেন না। কোমড় ব্যথা তৈরি হবে, বাড়তে থাকবে , যাবতীয়
ক্যালসিয়াম ,ভিটামিন ডি এই কোমড় ব্যথা সারাতে অক্ষম । ঘর একটু অগোছালো থাকলে কিছু হবে না। তাকাবেন না। মোটামুটি পরিষ্কার থাকলেই হবে। আপনি বরং সময় পেলে আকাশ দেখুন , জানলা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন । নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে যান । পারলে মাঝে মাঝে শ্মশান ঘুরে পবিত্র ধোঁয়া মেখে আসুন । আপনাকে আস্তে আস্তে মায়া কাটিয়ে দেবে। দিন দিন একা হচ্ছেন, আরোও হবেন তাই একাত্বিতটা প্র্যাকটিস করুন। একটু আধটু দার্শনিক হোন । নিজেই টুকটাক বেড়াতে বের হোন। নিজের মনের যত্ন নিজেই নিন । শরীরের যত্ন নিন। স্বাস্থ্যকর খাবার খান। পশু পাখিদের খাওয়ান। আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না। কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাইরে রেখে দিন , ওরা নিজেরাই খেয়ে নেবে। মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট। তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন , ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন। পৃথিবীতে থাকতে আসেননি, অতিথি হয়ে এসেছেন,কিছুদিন পর চলে যাবেন সবসময় এই চিন্তা মাথায় রাখুন। জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন ।
হিংসে, লোভ , প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর জল খান, সুন্দর পোশাক পরুন,দিনের শেষে নিজের কথা নিজে শুনুন।
( সংগৃহীত )

03/04/2024

জীবনের প্রথম পার্লারে কেন গেলাম, এবং এত ভালো সার্ভিস পাব ভাবতেই পারি নি।

02/04/2024

কুরবানির ঈদের মত রমজানের ঈদে কেন ফ্রিজ পরিষ্কার করলাম।

01/04/2024

নিজের হাতের লাগানো সবজি রান্না হবে আজকে সেহরি খাওয়ার জন্য।

28/03/2024

ইফতারের সব দায়িত্ব যখন আমার উপর পড়ে। তখন যে ভাবে সব কাজ সামলে নেই।

28/03/2024

চাকরি ছাড়াই এভাবে বছরে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।
মাশাআল্লাহ এত ফলন হয়েছে, আশা করি অনেক আয় হবে।

27/03/2024

আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে ইফতার দেয়ার আয়োজন চলছে।

25/03/2024

আবার ও বস্তা ভর্তি বাজার চলে আসছে। এত বাজার কেন করা হল দেখি।

24/03/2024

আমাদের গাছে এত তেঁতুল ধরছে পুরো গ্রামের মানুষ খেতে পারবে। আজকে তেঁতুল পারবো।

21/03/2024

এত বড় কবুতরের ফার্ম। কবুতরের ফার্ম থেকে কবুতরের বাচ্চাও নিয়ে আসলাম।

20/03/2024

ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে টমেটো সস বানাবো। এবং সংরক্ষণ পদ্ধতি দেখতে পাবেন।

19/03/2024

শোল মাছ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটল।জীবনের প্রথম কোন কাজ করলে যা হয়।

আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন??শূন্য  স্থান  শূন্য  থাকুক  তারপরও ভুল  মানুষ  লাইফে না আসুক।
19/03/2024

আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন??
শূন্য স্থান শূন্য থাকুক তারপরও ভুল মানুষ লাইফে না আসুক।

18/03/2024

আজকে আবার বাজার চলে আসছে। একদম লাফালাফি করা তাজা মাছ, হাতে মাখিয়ে রান্না করবো।

Address

Dhaka Chandragati
3565

Telephone

+8801727107053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupsa Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupsa Moni:

Videos

Share