MS SALIM REJA

MS SALIM REJA ইনশাআল্লাহ এক দিন সফল হবোই🤲1
Youtube link
https://www.youtube.com/.gaming

😄😄😄
21/03/2024

😄😄😄

নানায় নানিরে নিয়ে কেনো বেইলি রোডে কাচ্চি খাইতে গেলো না🥹 বিচার চাই🤲😁
09/03/2024

নানায় নানিরে নিয়ে কেনো বেইলি রোডে কাচ্চি খাইতে গেলো না🥹
বিচার চাই🤲😁

08/03/2024

আগে জানতাম পৃথিবীতে মোট ৭ টি রঙ
একদিন লিপস্টিক কিনতে গিয়ে শুনলাম লালের মধ্যেই নাকি ২৭ কালার!🙃

কে জানতো বেইলি রোডের এই রেস্টুরেন্ট ভবনটা ছাই হয়ে যাবে 🙂 #বেইলিরোড
01/03/2024

কে জানতো বেইলি রোডের এই রেস্টুরেন্ট ভবনটা ছাই হয়ে যাবে 🙂
#বেইলিরোড

01/03/2024

যার জন্য অভিমান করি
সেই বুজে না আমায়।
কপাল আমার 🥹🥹

26/02/2024

ফ্রি তে দিমু সব প্রিমিয়াম এপ্স শর্ত আছে।লাগ্লে ইনবক্স

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
26/02/2024

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































ঢাকা মেট্রোরেল (লাইন-৬) ডিপোর রাতের সৌন্দর্য🔥ছবিঃ MMS SALIM REJA
25/02/2024

ঢাকা মেট্রোরেল (লাইন-৬) ডিপোর রাতের সৌন্দর্য🔥

ছবিঃ MMS SALIM REJA

৭ মিলিয়ন ডান👍👍দোয়া ও ভালোবাসা Tasrif Khan  vaiya ❤️❤️
24/01/2024

৭ মিলিয়ন ডান👍👍
দোয়া ও ভালোবাসা Tasrif Khan vaiya ❤️❤️

৭ম শ্রেণীর বইয়ের 'শরিফ থেকে শরিফা' গল্পের প্রতিবাদে উক্ত বইয়ের পাতা ছিড়ে প্রতিবাদ করায় তাকে সাদুবাদ জানাই!❤️
24/01/2024

৭ম শ্রেণীর বইয়ের 'শরিফ থেকে শরিফা' গল্পের প্রতিবাদে উক্ত বইয়ের পাতা ছিড়ে প্রতিবাদ করায় তাকে সাদুবাদ জানাই!❤️

এই ১৪ ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী শূন্য হয়েছিলাম। দেশটা আরো ৫০ বছর এগিয়ে যেতে পারতো। এই দেশে একজন ভালো গ্রাজুয়েট তার মেসের ...
15/12/2023

এই ১৪ ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী শূন্য হয়েছিলাম। দেশটা আরো ৫০ বছর এগিয়ে যেতে পারতো। এই দেশে একজন ভালো গ্রাজুয়েট তার মেসের সিট ভাড়ার জন্য টিউশনি খুঁজে পায় না। ঢাবি শিক্ষক তার প্রতিষ্ঠানে মতামত প্রকাশ করতে পারে না!

সেই সমাজে ল্যা*টা পোলাপান প্রিন্স মামুন সাংবাদিক ও মানুষের আগ্রহ হয়,হিরো আলম ডিবি অফিস থেকে বার্থডে কেক উপহার পায়, সো কল্ড গায়িকা নায়িকারা সংসদে যায়!

এই সমাজ থেকে ভালো কি আশা করা যায়? সমাজের আইডল ও গসিপ এখন সো কল্ড কিছু ইনফ্লুয়েঞ্জা, ফুড ভালগারস ও টিকটিকি!! এরা আসলে আমাদের সমাজের আবর্জনা।

কেন হবে না, এই রাষ্ট্রও চায়,দেশের কথা না বলে এইসব লুতুপুতু কন্টেন্ট ক্রিয়েটররাই মানুষের সামনে থাকুক,কারন মূর্খরা কখনো হুমকি না!!

12/12/2023

বাহিরে সেই রকম শীত মাম্মা

চঞ্চল চৌধুরী নিজের সাম্প্রতিক বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্যে পূর্বের প্রোফাইল ছবি পরিবর্তন করে এই ছবিটি লাগিয়েছেন...!!উন...
25/11/2023

চঞ্চল চৌধুরী নিজের সাম্প্রতিক বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্যে পূর্বের প্রোফাইল ছবি পরিবর্তন করে এই ছবিটি লাগিয়েছেন...!!

উনাকে বলে দিতে চাই শুনুন মিস্টার.. আমরা গাঁঞ্জা খাইনা যে, কেউ একজন গাযার পক্ষে ছবি দিলেই লাফিয়ে উঠবো। মনপুরা, আয়নাবাজি, হাওয়া সিনেমাতে ভালো অভিনয়ের জন্য আপনাকে অভিনন্দন। তবে আপনাকে এখন থেকে মনে রাখার কারণটা ভিন্ন।

👉ইসমোফোবিয়াকে অসাম্প্রদায়িকতা, ন্যাশনালিজমকে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, মুসমানিত্বকে পাকিস্তানপ্রেম হিসেবে প্রতিষ্ঠা করার আপনার যে খোলামেলা চেষ্টা সেটা আমি মনে রাখবো Chanchal Chowdhury
থ্যাংকস।
দূষিত আত্নার মতো ক্ষতিকর আর কিছু নাই এই দুনিয়াতে।

যাকে পাওয়ার জন্য পুরো ভারত কাদঁছে আর তার জায়গা মার্শের পায়ের নিচে!! ছি🐱আইসিসির একে নিয়ে অ্যাকশন নেওয়া উচিত।😭এ কোনো ...
20/11/2023

যাকে পাওয়ার জন্য পুরো ভারত কাদঁছে আর তার জায়গা মার্শের পায়ের নিচে!! ছি🐱

আইসিসির একে নিয়ে অ্যাকশন নেওয়া উচিত।😭
এ কোনো দিন cricket player হতে পারে না 😑

20/10/2023

1vs4 pro enemy vs noob 🥹 follow my page

ফুটবল খেলা দেখতে ছিলাম মনে  হয় গাইস
08/10/2023

ফুটবল খেলা দেখতে ছিলাম মনে হয় গাইস




২০২২ সালেও ছিলেন দেশের সবচেয়ে বেশি ট্রলড হওয়া ক্রিকেটার, সেখান থেকে ২০২৩ বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার গৌরব : নাম তার নাজম...
05/10/2023

২০২২ সালেও ছিলেন দেশের সবচেয়ে বেশি ট্রলড হওয়া ক্রিকেটার, সেখান থেকে ২০২৩ বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার গৌরব : নাম তার নাজমুল হোসেন শান্ত।

শুরু করা যাক একটা বিখ্যাত গান দিয়ে::-

বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়

এভাবেও ফিরে আসা যায় একটা বিখ্যাত গান। যদি এই গানের মডেল এর প্রয়োজন হয় এই মুহুর্তে সেক্ষেত্রে আমি নাজমুল হোসেন শান্ত'র নাম টা-ই বলবো। কারণ এই মুহুর্তে গান টা তার সাথে ই যায় সবচেয়ে বেশি।

তার কারণ যে শান্তকে ১০-১১ মাস আগেও প্রত্যেকে যা-তা বলে ট্রল করতেন, সেই শান্ত মাত্র ১০ মাসের ব্যবধানে ২০২৩ ভারত বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক অর্থ্যাৎ সাকিব আল হাসান এর ডেপুটি। যার কারণে এভাবেও ফিরে আসা যায় এই গান টা তাকে-ই ডেডিকেটেড করা উচিৎ।

একবছর আগেও আগেও যিনি ছিলো সমর্থক দের চক্ষুশূল, হঠাৎ কেনো সেই শান্ত এখন মাঠে নামলেই তার নামে চ্যান্ট ও চিৎকার করতে করতে ফেটে পড়ে গ্যালারি? কারণ সময় ও সাফল্য এভাবেই সব বদলে দেয় একদিন। যা উপরওয়ালা শান্ত কে দিয়েছেন।

এইতো গতবছরও শান্তকে নিয়মিত থাকতে হতো খবরে কিন্তু সেটা ছিলো তার ব্যর্থতা তুলে ধরার গল্প। সমর্থক রা প্রতিনিয়ত ক্রিটিসাইজ করতো শান্তকে। একবার তো অভিমানে কষ্ট পেয়ে বলেই দিয়েছিলো শান্ত যে "তার কাছে এখন মনে হয় সে প্রতিপক্ষের বিপক্ষে না দেশের মানুষের বিপক্ষেই খেলে"! এই কথা শুনেই বুঝা যায় শান্ত ফ্যান দের এই ক্রিটিসাইজে কতোটা ব্যথিত হয়েছে।

কিন্তু শান্ত এই কষ্টে হেরে সরে যায়নি, শান্ত ব্যর্থতা কে বরণ করে দূরে সরে যায়নি। শান্ত এই ক্রিটিসাইজ গুলো কে "ওয়েল উইশ" হিসেবে নিয়েছে ভেঙে না পরে লড়াই করেছেন, সে তার ক্যারিয়ার ব্যর্থতার ফাঁদে না ফেলে, সফলতার চাদরে নিজেকে মুড়িয়ে রাখার চেষ্টা করছে। কারণ সেরা হতে হলে ক্রিটিসাইজ গুলো জয় করে দেশের জনগণের চোখে হিরো হতে হয়, যা শান্ত অলরেডি করেই চলেছে।

শান্ত'র সফলতা শুরু হয় বছরের শুরুতেই বিপিএল এর হাত ধরে, বিপিএল এর ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০+ করে হোন টুর্নামেন্ট সেরা। এর পর থেকে শান্ত শুধু সফলতা পেয়েই চলেছে। বিপিএল এর পর দেশের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে নিজের ১৬তম ওয়ানডে ইনিংসে পান প্রথম হাফসেঞ্চুরির দেখা। কিছুদিন পর ই পেয়ে যান ক্যারিয়ার প্রথম ওয়ানডে সেঞ্চুরি তাও দুর্দান্ত ভাবে। আয়ারল্যান্ড এর বিপক্ষে ওয়ানডে সিরিজে টুর্নামেন্ট সেরা, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টুর্নামেন্ট এর সেরা সব শান্ত পান ২০২৩ ই।

ক্যারিয়ারের শুরুতে যেই শান্তর ফুটওয়ার্ক ছিলো একদম জঘন্য, আজ সেই শান্তর ফুট ওয়ার্কের প্রশংসায় পঞ্চমুখ সাবেক আইরিশ তারকা নায়েল ও'ব্রায়েন থেকে শুরু করে ডমিনিক কুক, হার্শা, রাসেল, আক্যারমান, হেইসম্যান সহ প্রমুখ। এইসব সম্ভব হয়েছে শান্ত পরিশ্রম কারনেই।

২০২৩ এ শান্তর সাফল্য গাঁথা এখনো শেষ না, আরো বড় চমক আসে ২৩ এর শেষ দিকে এসে। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে তে এসে হয়ে যান বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক। অধিনায়ক হিসেবে মাঠে গড়ে ফেলেন রেকর্ড। সেটা হলো অভিষেক ক্যাপ্টেন্সি ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলা।

আরও বড় চমক টা তো আসে ২০২৩ ভারত বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার দিনে, যেখানে লিটন কে হটিয়ে নাজমুল হোসেন শান্ত কে ঘোষণা করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। কি চমক না!

আসলে মানুষের ভাগ্যের চাকা ঘুরে যায় তার পরিশ্রম ও কিছু করার৷ তীব্র আকাঙ্ক্ষার কারণে।

Najmul Hossain Shanto: The ‘reliable’ face for Bangladesh 🇧🇩..
Md Salim Reja

বাংলাদেশ  মানেই বিনোদনে ভরপুর এক জাতি।। এ আবার কেমন নাটক।।  BKSP  Tamim Iqbal  Shakib Al Hasan      #বাংলাদেশ
05/10/2023

বাংলাদেশ মানেই বিনোদনে ভরপুর এক জাতি।। এ আবার কেমন নাটক।।
BKSP Tamim Iqbal Shakib Al Hasan
#বাংলাদেশ

🚨 নতুন ইতিহাস❗🇧🇩বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে এবিফ ইন্টারকন্টিনেন্টাল এর সুপার লাইটওয়েট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়...
02/10/2023

🚨 নতুন ইতিহাস❗🇧🇩

বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে এবিফ ইন্টারকন্টিনেন্টাল এর সুপার লাইটওয়েট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছেন সুরো কৃষ্ণ চাকমা। ❤️

অভিনন্দন আপনাকে, এগিয়ে যান অনেকদূর।

বঙ্গবন্ধুর ভয়েস, স্টাইল, জ্বালাময়ী বক্তৃতা, শারিরীক ভাষা -এসব হুবুহু এক প্রকার অসম্ভব। শুধু উনিশ-বিশ না, অনেক ফারাক থাকব...
02/10/2023

বঙ্গবন্ধুর ভয়েস, স্টাইল, জ্বালাময়ী বক্তৃতা, শারিরীক ভাষা -এসব হুবুহু এক প্রকার অসম্ভব। শুধু উনিশ-বিশ না, অনেক ফারাক থাকবে। তবে ট্রেইলারে আরিফিন শুভকে দেখে মনে হয়েছে অনেক পরিশ্রম করেছেন তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে। মূলত শুভ তৎকালীন বঙ্গবন্ধুর কার্যকলাপ গুলো তুলে ধরবেন চরিত্রের মাধ্যমে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকে দর্শকের সামনে তুলে ধরাটাই আসল উদ্দেশ্য।

আমার কাছে ভয়েস ছাড়া শুভ'র বাকিসব মন্দ লাগেনি। বিশেষ করে তার এক্সপ্রেশন, এটিটিউড দারুণ। পোষাকেও ভালো মানিয়ে যায় শুভ। আমার কাছে মনে হয়েছে শুভ বেস্ট পারফর্ম করেছেন। অন্তত তার চেষ্টা নিয়ে সমালোচনা থাকবে বলে মনে হয় না। বঙ্গবন্ধুর মতো লম্বা চওড়া বিবেচনা করলে শুভকে পারফেক্ট লেগেছে। এবার শুধু সিনেমাটা কেমন বানালেন শ্যাম বেনেগাল সেটা দেখার বিষয়। আশা করি ভালো কিছু হবে।
সব মেনে নিলাম ঠিক আছে, কিন্তু বেচারা মহাত্মা গান্ধী জি কে টেনে নিছে কেনো বুজলাম না।।।

নাকি ভারত প্রেমের বহিঃপ্রকাশ 🤣
#মুজিব
#আরেফিনশুভ
#বাংলাদেশ

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒আলু ৪৫/৫০ টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাকারসুন ১৮০/২০০ টাকা এক সময় পাঙ্গাস মাছ কিনলে বল...
01/10/2023

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒

আলু ৪৫/৫০ টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ২০/২৫ টাকা হাটা

চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।😞

কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে😒

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট।।

©

পঞ্চপাণ্ডব বনাম ক্রিমিনাল পান্ডব🥰খেলা হবে 🤣
01/10/2023

পঞ্চপাণ্ডব বনাম ক্রিমিনাল পান্ডব🥰
খেলা হবে 🤣

Hbibi comebacks agin 😎Shakib Al Hasan  Tamim Iqbal
30/09/2023

Hbibi comebacks agin 😎
Shakib Al Hasan

Tamim Iqbal


আশা করি খুব তারাতারি কামব্যাক করবেন Shakib Al Hasan ❤️❤️
30/09/2023

আশা করি খুব তারাতারি কামব্যাক করবেন
Shakib Al Hasan
❤️❤️

আমার পছন্দের 4জন অভিনেতা।।  আপনাদের কে কে কমেনেটে জানাবেন🔥
29/09/2023

আমার পছন্দের 4জন অভিনেতা।। আপনাদের কে কে কমেনেটে জানাবেন🔥

ওনাদের বিডিও না দেখা আমি 🤣🤣
29/09/2023

ওনাদের বিডিও না দেখা আমি 🤣🤣

ইন্না-লিল্লাহ 😭হায়রে আমার স্বাধীনতার দেশ লিংক লিংক করে তার জীবনটা করে দিলেই শেষ 🥲প্রিয় বোন তোমাদের কে নিয়ে একটা কথা এ...
28/09/2023

ইন্না-লিল্লাহ 😭
হায়রে আমার স্বাধীনতার দেশ
লিংক লিংক করে তার জীবনটা করে দিলেই শেষ 🥲

প্রিয় বোন তোমাদের কে নিয়ে একটা কথা
এসব বন্ধু নোংরামি প্রেম ভালোবাসা বন্ধ করো না হয় প্রতিনিয়ত এভাবে চলে যাবে হাজারো মেয়ের প্রাণ আমরা তো ছেলে মানুষ আমাদের কি আসে যায়,,

আর প্রিয় ভাইদের কে নিয়ে একটা কথা
তোমাদের কি ঘরে মা বোন নাই কেমনে পারো এসব করতে
করো ভালো কথা এভাবে সোশ্যাল মিডিয়াই ছাড়ার তো কোন দরকার নাই
আমার ভাই একবার ভাবুন তো আপনার বোনের সাথে যদি কেউ এভাবে এরকম করে তাহলে আপনি কই যাবেন
আর যারা আমাদের প্রিয় ভাই বোন লিংক লিংক করে ফেসবুকে স্ট্যাটাস দেন তাদেরকে নিয়ে একটা কথা বলি আপনাদের নিজেদের যদি এভাবে একটা লিংক ভাইরাল হয় আপনাদের কেমন লাগবে তাই এসব বন্ধ করুন আমার ভাই 🥲প্রেম ভালোবাসা বন্ধ করুন আত্মার খাল ভালোবাসা বলতে কিছু নাই সব যৌন চাহিদা মেটানোর জন্য করা হয় 🥲
]
Aysha tasnim

27/09/2023

Address

Dhaka Chandragati

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS SALIM REJA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share