S.N Salim Reza blogger

S.N Salim Reza blogger Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.N Salim Reza blogger, Digital creator, Dhaka Chandragati.

25/04/2024

রূপ যখন পদ, পদবির হাতিয়ার 🔨
__ ________যৌবন তখন অনাবৃত গঙ্গা 🗾
____s.reza____

22/04/2024

চাঁদের নিজের কোনো আলো নেই, সূর্যের আলোই সে আলোকিত। আমরা কম, বেশি সবাই চাঁদেরই প্রসংশা করি। সূর্য মামা এতোদিন পরে তা জেনে গেছে, তাই উওাপ ছড়াচ্ছে, সূর্য মামা আমরা এখন থেকে তোমারই প্রসংশা করবো, তবুও তাপমাত্রা একটু কমিয়ে দাও, অসহ্য গরম, নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কেউ ভুল বুঝবেন না, আসলেই সকল, চাওয়া, পাওয়া, ভরষা ঐ একজনের কাছেই করছি, দুনিয়া, আখিরাতের মালিক যিনি। মহান আল্লাহ পাক 🤲🤲🤲🤲রাববুল আলামিন এর কাছেই।

21/04/2024

"ব্যাথা সবসময় ক্ষণস্থায়ী, আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনই উপভোগ করা যায় না।" _____ইবনে আরাবী 🩵🥀

10/09/2023

তুমি অ'বহেলার পর অ'বহেলা করলে
আমি দুঃ'খের পর দুঃ'খ পেলাম,
তুমি গুরুত্ব কমিয়ে দিলে
আমি দূরত্ব বাড়ালাম।

তুমি মেসেজের পর মেসেজ সিন করলে না
আমি মেসেজ দেওয়া ছেড়ে দিলাম,
তুমি কল ধরেই ব্যস্ততা দেখাতে শুরু করলে
আমি নিজেকে গুটিয়ে নিলাম।

তুমি অ'জুহাত দাঁড় করাতে থাকলে
আমি যোগাযোগ বন্ধ করে দিলাম,
তুমি বিহঙ্গের মতো ডানা ঝাপটাতে লাগলে
আমি সব বন্ধন মুক্ত করলাম।

তুমি নতুন মানুষ খুঁজে নিলে
আমি শো'কে কাতর হইলাম,
তুমি আবার ফিরে আসতে চাইলে
আমি যখন ঘুরে দাঁড়ালাম।

তুমি ফেরার জন্য ব্যকুল হলে
আমি ফিরেও না তাকালাম,
প্র'তি'শো'ধ নিচ্ছো? তুমি জানতে চাইলে
আমি মুচকি হেসে চলে আসলাম।

ছোট এই জীবনে আর রাজি নই
একবারেই যা ঠ'কার ঠ'কেছি,
এই তো বেশ ভালো আছি
নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

09/09/2023

আমি ধোঁয়া তুলসি পাতাও না, আবার তেজ পাতাও না,🌿
আমি হলাম; নিম পাতা তেতো হলেও উপকারী।🙂

09/09/2023
08/09/2023

আমার পিছে ঘুরে লাভ নাই,আমি নিজেই আরেকজনের পিছে ঘুরি!😒

08/09/2023

বন্ধু মহলে আপনি তুমুল জনপ্রিয়,কখন আপনার প্রয়োজন ফুরাবে, তা ব্যবহারেই বুঝে যাবেন।

কর্মক্ষেত্রে আপনি অপরিহার্য, কখন আপনার আর দরকার নেই, তা কর্মপরিধি দেখলেই বুঝে যাবেন।

পরিবারে কখন প্রয়োজন ফুরায়, তা পরিবারের সদস্যদের ব্যবহারই আপনাকে প্রতিমূহু্র্তে মনে করিয়ে দিবে।

প্রেমিকার কাছে কখন অপাংক্তেয় হবেন, তা তার ক্রিয়া-প্রতিক্রিয়াই আপনার বিদায় ঘন্টা স্বরণ করিয়ে দিবে।

যদি বুদ্ধিমান হোন, তাহলে প্রয়োজন শেষ হবার আগেই সেসব জায়গা থেকে নিজে নিজে সরে আসুন। সম্মান বাঁচবে, আত্মবিশ্বাস নিঃশেষ হবে না।

কোথাও না কোথাও, কারো না কারো আপনাকে প্রয়োজন। সেখানে গিয়ে প্রয়োজনীয় হন, নতুন উদ্যমে জীবন শুরু করুন। কারণ আপনার একটাই জীবন।
এস,এন,রেজা,,,👍👍😊

07/09/2023

স্বার্থের কাছে বিবেক মুখ থুবড়ে পড়ে আছে ডাস্টবিনে পড়ে থাকা ময়লার স্তূপের মতো। অর্থের কাছে মমতা আজ অসহায়। হিংসা আর বিদ্বেষের কাছে স্নেহ আর ভালোবাসার কী নির্মম পরাজয়।নীতিহীনদের কাছে মিথ্যার ঠাঁই পেলেও লালসার কাছে সততা অর্থহীন। চায়ের টেবিলে নির্লজ্জরা ঝড় তুলে নিমন্ত্রিত অকৃতজ্ঞদের সাথে। তারা চুমুকে চুমুকে পরিহাস করে মানবতা আর মুল্যবোধের। চোর আজ সম্মানের আসনে অধিষ্ঠিত হলেও অসম্মানিত হয় সত্যের। মর্যাদা আর বিশ্বাস হাহাকার করে নগ্নতা আর স্বার্থপরের কাছে।

রক্তচোষা হায়নারা আজ সচেষ্ট সন্তানের মুখে হারাম তুলে দিবে বলে।
# # # #সেলিম রেজা # # #

07/09/2023

10.4K likes, 94 comments. “ with @ akter”

07/09/2023

হা'রাতে হারা'তে এতটাই অভস্ত্য হয়ে গেছি যে দে'হ থেকে প্রা'ণটা বে'ড়িয়ে গেলেও অবাক হবো না। এখন শুধু এইটুকু হা'রানো বাঁকি।

---

23/07/2022

যারা মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে ও ক্ষতি করার চেষ্টা করে তাদের স্বভাব কখনো পরিবর্তন হয় না, তারা সব সময় মিথ্যা মুখোশের আড়ালে থাকে,,আপনি আমি সাধারণ ভাবে এই মানুষ গুলোকে চিনতে পারিনা,,কারণ তারা এতটা নিখুঁত অভিনয় যুক্ত থাকে তাদের দেখে বোঝার উপায় থাকে না,, মিথ্যা আবরণে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখে নিজেকে,, প্রিয় হউক কিংবা আপনজন সুযোগ বুঝে সবাই কেমন রূপ বদলে নেয় আঘাত করে মনে,,অদ্ভুত ভাবে সেই মানুষ গুলো হৃদয়ে জায়গা করে নেয়,, সেই মানুষ গুলোর আচরণ সব থেকে বেশি আঘাত করে তছনছ করে দেয় একটা সুস্থ সবল মানুষকে,, কেমন যেন মানসিক রোগীর মতো হয়ে যায় আচরণ,, সব শেষে একটা কথাই বলার কৃতজ্ঞতা সেই সব অকৃতজ্ঞ বেঈমান মানুষ গুলোর জন্য যারা আপন সেজে অভিনয় করে আজ এই পর্যন্ত তারা সফল হতে পারেনি

Address

Dhaka Chandragati

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.N Salim Reza blogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Dhaka Chandragati

Show All