Rowmari Today

Rowmari Today "রৌমারী টুডে "
L/N- ৯০০৪১৩৬৯৭৭০৪৮৩
M/O - ১১০৪৭১৪১৯১২২৪০৮১
তাং-২৪-১২-২০১৯ News/media/tv

02/02/2025

পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে কি কি তৈরি করা হয় দেখুন।
See what is made from discarded plastic.

রৌমারীতে শীত বস্ত্র বিতরণ করলো, মানবতা সামাজিক সংগঠন।
30/01/2025

রৌমারীতে শীত বস্ত্র বিতরণ করলো, মানবতা সামাজিক সংগঠন।

29/01/2025

কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়া‌রি) দুপু‌রে চিলমারী উপজেলার চিলমারী ইউ‌নিয়‌নের কড়াইব‌রিশাল এলাকার প‌শ্চি‌মে ব্রহ্মপুত্র ন‌দে এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে নৌ পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছায়। নৌকা‌টি‌ তে ৪০ থে‌কে ৫০ জন যাত্রী ছি‌লেন। নৌকা‌টি চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পশ্চিম দি‌কে পৌঁছার পরপরই সশস্ত্র ডাকাত‌ দের হামলার শিকার হয়। ১১ জ‌নের ডাকাতদল ডি‌ঙ্গি নৌকায় ক‌রে গি‌য়ে আ‌গ্নেয়াস্ত্র ও দে‌শিয় অ‌স্ত্রে মু‌খে নৌকা থা‌মি‌য়ে যাত্রী‌দের জি‌ম্মি ক‌রে। তা‌দের সা‌থে থাকা টাকা ও মোবাইলসহ অন্যান্য
পণ্য নি‌য়ে চ‌লে যায়। যাওয়ার সময় তারা যাত্রী নৌকার শ্যালো ই‌ঞ্জি‌নের হ্যান্ডেল নি‌য়ে যায়।

নৌকার ভুক্তভোগী যাত্রীগণ জানিয়েছেন, আমরা রাজিবপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কড়াইবরিশাল এলাকার পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে যখন আমাদের নৌকা অবস্থান করছিল। ঠিক ওই সময় কড়াইবরিশাল চরের তীর থেকে একটি ছোট নৌকা আমাদের দিকে আসতে শুরু করে। পরে কাছে এসেই দেশিও অস্ত্র, শর্টগানসহ ডাকাত দলের ১১ জনের একটি দল আমাদের নৌকায় অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের সাথে থাকা মোবাইল ফোন, টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমরা নৌকাসহ চরেই আটকা পড়ি। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে আমা‌দের নৌকা চালুর ব্যবস্হা ক‌রে।’

চিলমারী নৌ পু‌লি‌শ ফারির দায়িত্বরত এ এস আই সে‌লিম সরকার ব‌লেন, ‘আমরা ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে খোঁজ খবর নি‌য়েছি। ১০/১১ জ‌নের মু‌খোশ পড়া এক‌টি দল নৌকার যাত্রী‌দের মোবাইল ও টাকা কে‌ড়ে নি‌য়ে গে‌ছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত কর‌ছি।’

উল্লেখ্য গত বছর ২১ ডি‌সেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’বিঘার চরের কাছে নৌ ডাকা‌তির ঘটনা ঘ‌টে। ১৬-১৭ জনের ডাকাত দল ‘পিস্তল’ ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে যাত্রী‌দের সর্বস্ব কে‌ড়ে নি‌য়ে চ‌লে যায়।

সূত্র : উত্তরের আলো

26/01/2025

হাসনাত আব্দুল্লার সাথে ভুয়া ভুয়া স্লোগানে ধস্তাধস্তি

এবতেদায়ী শিক্ষিকা , বাংলাদেশ !
26/01/2025

এবতেদায়ী শিক্ষিকা , বাংলাদেশ !

26/01/2025
26/01/2025

মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষকারী খাদ্য ও পুষ্টির জন্য অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।দেশটির পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাইরে থাকবে বাংলাদেশ।

26/01/2025

বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। আজ রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়!
চিঠিটিতে স্বাক্ষর করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন।
আগস্ট ২০১৭ থেকে সেপ্টেম্বার ২০২৪ পর্যন্ত বাংলাদেশকে আমেরিকা টোটাল ২.১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে।
বাংলাদেশের সিংগেল লার্জেস্ট ডোনার হলো আমেরিকা তারা যা ডোনেট করে অন্য কোন দেশ, সংস্থা বা জোট যৌতভাবেও এতো ডোনেট করে না!

মাদরাসা জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে...
26/01/2025

মাদরাসা জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

23/01/2025

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের  ঐতিহ্যবাহী পরিবরে জন্মগ্রহণ করেছিলেন জনাব শফিউর রহমান। বর্ণাঢ্য রা...
23/01/2025

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবরে জন্মগ্রহণ করেছিলেন জনাব শফিউর রহমান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা থেকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদে আসীন ছিলেন দীর্ঘদিন ।
একই সাথে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। সামাজিক কর্মকান্ডে তিনি ছিলেন দাঁতভাঙ্গা ইউনিয়নের অগ্রণী ভূমিকায়। আজ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার বর্গ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

23/01/2025

রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গিয়াস উদ্দিন এবং রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব কামরুল হাসানের সঙ্গে রৌমারী টুডে কথা বলে জানতে পারে, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের পুরাতন একটি দোতলা ভবনের নিচতলা বই সংরক্ষণের গোডাউন হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ব্যবহার করে আসছিল ৬/৭ বছর থেকে। সেখান থেকেই বইগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। একটু আগে রাত ৯ টায় তার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন রৌমারী উপজেলা মাধ্যমিক অফিসের নৈশ প্রহরি কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে । কিভাবে এই ঘটনাটি ঘটলো তা এখন পর্যন্ত তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেয়া সম্ভব নয় বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন গোডাউনে বই রাখা, বই সংরক্ষণ, বই বিতরণ সহ সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে বিদ্যালয় এবং বিদ্যালয় প্রশাসনের কোন সম্পর্ক নাই। গোডাউনের সম্পূর্ণ দায়দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের।

22/01/2025

আহারে জীবন !!

21/01/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে তালা

21/01/2025

ট্রাম্প জনতার ভিড়ে তার ছেলেকে প্রশংসা করছে: আমার একটি খুব লম্বা ছেলে আছে। তার ছেলের প্রতিক্রিয়া দেখুন।
- Rudao

18/01/2025

#অন্য #ধর্মের #দেবতাদের #গালি #দেয়া #নিষেধ, #আযহারীর #ব্যাখ্যা।

18/01/2025

লালমনিরহাটে আজহারীর জন্য আয়োজন

17/01/2025

সময় টিভির প্রতিবেদন, প্রথম পোস্ট অফিস, রৌমারী।

Address

Permanent/Rowmari Bazar, Present/15, Dhanmondi
Dhaka-1205
5640

Alerts

Be the first to know and let us send you an email when Rowmari Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rowmari Today:

Videos

Share

Category