NH Tv

NH Tv The official page of NH TV. Please follow my page if you follow my page I will back you all.
(1)

17/11/2024

মাওলানা মুফতি ইউসুফ বিন এনাম

15/10/2024

#বাগানবাড়ি_আনন্দ_মেলা,দিরাই সুনামগঞ্জ॥

২০২৫ সালের প্রভাবশালী মুসলিম পুরুষ ঘাসসান সুলাইমান আবু-সিত্তাহ। জন্ম গ্রহণ করে ১৯৬৯ সালে কুয়েতে। একজন ব্রিটিশ-ফিলিস্তিন...
07/10/2024

২০২৫ সালের প্রভাবশালী মুসলিম পুরুষ


ঘাসসান সুলাইমান আবু-সিত্তাহ। জন্ম গ্রহণ করে ১৯৬৯ সালে কুয়েতে। একজন ব্রিটিশ-ফিলিস্তিনি প্লাস্টিক সার্জন। যিনি মুখমণ্ডলীয় শল্যচিকিৎসা, সৌন্দর্য শল্যচিকিৎসা, ঠোঁট ও তালুর শল্যচিকিৎসা, আঘাতজনিত চিকিৎসায় বিশেষজ্ঞ। এপ্রিল ২০২৪ থেকে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিশ্বের সংকটময় বারোটি অঞ্চলে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য পরিচিত। যেমন ইরাক, লেবানন, সিরিয়া, এবং ইয়েমেন। যেখানে তিনি স্থানীয় ক্লিনিক ও চিকিৎসকদের সহায়তা করেছেন, বিশেষ করে গাজা উপত্যকায়। তিনি প্রথমবার ১৯৮৯ সালে প্রথম ইনতিফাদার সময় একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে গাজা উপত্যকায় যান। ২০০০ সালে দ্বিতীয় ইনতিফাদার সময় ‘মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস’ এর সদস্য হন। এছাড়াও, তিনি ২০০৮-২০০৯, ২০১২, ২০১৪ এবং ২০১৮ সালের গাজা সংঘাতে চিকিৎসা সহায়তা দিয়েছেন।
২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর আবু-সিত্তাহ গাজা উপত্যকায় ফিরে আসেন এবং ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ এর মাধ্যমে আল-শিফা হাসপাতালে চিকিৎসা সহায়তা দেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার এবং সংবাদ সম্মেলনে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানুয়ারি ২০২৪-এ, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তকারীদের সাথে সাক্ষাৎ করতে হেগে যান।

বিশ্বের প্রভাবশারী টপ ৫০ জনের নামের তালিকা

শাসক ও রাজনীতিবিদ

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল-হুসেইন
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি
ইরানের আয়াতুল্লাহ হাজ্জি সাইয়্যিদ আলি খামেনেয়ী
সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড. ইব্রাহিম কালিন
ইয়েমেনের শেখ আবদুল মালিক আল-হুথি
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান
ফ্রান্সের শাহ করিম আল-হুসেইনি
তিউনিসিয়ার রশিদ গনোশি
ইরাকের শেখ মুকতাদা সাদর
আফগানিস্তানের মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা
ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
যুক্তরাজ্যের সাদিক খান
ইসলামি স্কলার, ধর্মীয় বিষয়ক প্রশাসক ও দীন প্রচারক

শেখ আল-হাবিব উমর বিন হাফিজ
বিচারপতি শেখ মুহাম্মদ তাকী উসমানি
গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি হুসেইন আল-সিস্তানি
শেখ সালমান আল-ওদা
প্রফেসর ড. শেখ আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব
মাওলানা মাহমুদ মাদানি
আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মদু সা'দু আবুবকর
শেখ আবদুল্লাহ বিন বেয়াহ
ড. ইয়াহিয়া চোলিল স্তাকুফ
শেখ ড. আলি গোমা
শেখ হাবিব আলি জাইন আল আবিদিন আল-জিফরি
শেখ হামজা ইউসুফ হ্যানসন
শেখ আহমদ তিজানি বিন আলি সিসে
শেখ ওসামা আল-সাইয়্যিদ আল-আজহারি
শেখ মুস্তফা হোসনি
শেখ আবদুল আজিজ ইবনে আবদুল্লাহ আল-আল-শেখ
হাবিব লুথফি বিন ইয়াহিয়া
মাওলানা তারিক জামিল
শেখ মুহাম্মদ আল-ইয়াকুবি
প্রফেসর সাইয়্যেদ হোসেইন নাসর
মাওলানা নজর রহমান
প্রফেসর টিমোথি উইন্টার (শেখ আব্দাল হাকিম মুরাদ)
শেখ ইব্রাহিম সালিহ
শেখ মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি
ড. সাইয়্যেদ মুহাম্মদ নাকিব আল-আত্তাস
ড. আমর খালিদ
প্রফেসর মুস্তাফা আবু সুয়াই
গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমুলি
গ্র্যান্ড আয়াতুল্লাহ মুহাম্মদ ইসহাক ফায়াদ
ড. আরেফ আলী নাইয়েদ
প্রফেসর আকবর আহমদ
ড. ইঙ্গ্রিড ম্যাটসন
আলহাজি ড. সানুসি লামিদো সানুসি
মুফতি আবুল কাসিম নোমানি, মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, ভারত
মোহাম্মদ বেচারি
শেখ নূহ কেল্লার
ড. মুহাম্মদ আল-আরিফি
ড. জাকির আবদুল করিম নায়েক
শেখ আবদুল রহমান আল-সুদাইস
সামাজিক ইস্যু, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া

শেখ উসমান তাহা
মোহাম্মদ সালাহ
আহেদ তামিমি
লুজাইন আল-হাথলুল
মালালা ইউসুফজাই
সামী ইউসুফ
বিসান আওদা
সাদিও মানে
খাবিব নুরমাগোমেদভ

কোন দেশে বিয়ের বয়স কেমন ?আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরকেই ধরা হয়। তবে দেশ ভেদে এই বয়স কমবেশিও হয়ে থাক...
07/10/2024

কোন দেশে বিয়ের বয়স কেমন ?

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরকেই ধরা হয়। তবে দেশ ভেদে এই বয়স কমবেশিও হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের আইনের বরাত দিয়ে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া জানিয়েছে এ বিষয়ে কিছু তথ্য। সে জায়গা থেকে বাছাই করা দেশের বিয়ের বয়স সংক্রান্ত একটি তালিকা নিচে দেওয়া হলো:

Good news?
24/08/2024

Good news?

1k-1kg
24/08/2024

1k-1kg

YouTuber
24/08/2024

YouTuber

24/08/2024

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন পুরুষ একে অপরের আত্মীয়তারা সবাই আগেই দেশের ক্রিকেটে ব্যাটসম্যান, অ...
24/08/2024

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে

থাকা কয়েকজন পুরুষ একে অপরের আত্মীয়

তারা সবাই আগেই দেশের ক্রিকেটে ব্যাটসম্যান,

অধিনায়ক বা নির্বাচক হিসেবে অবদান রেখে গেছেন

Bangladesh new police uniform.
15/08/2024

Bangladesh new police uniform.

সেভেন সিস্টার্স কি?    সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে    ত্রিপ...
15/08/2024

সেভেন সিস্টার্স কি?

সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে
ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে ‘সেভেন সিস্টার্স’ নাম দেন

দেশ রূপান্তর অনলাইন

ভারতে উত্তর-পূর্ব দিকে, চিন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় ‘সেভেন সিস্টার’ বা সাত বোন।

এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তাঁরা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের।

এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয়? চলুন জেনে নেওয়া যাক।
সেভেন সিস্টার্স

এই সাত রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গকিলোমিটার, ভারতের প্রায় ৪ শতাংশ এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সাথে ১,৫৯৬ কিলোমিটার (৯৯২ মাইল) আন্তর্জাতিক সীমানা রয়েছে।

এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়।

আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে।

ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।

১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়।

একনজরে সেভেন সিস্টার্সের বর্ণনা

অরুণাচল প্রদেশ

উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, , পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর-পূর্বে চীন, এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গকিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে।

অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতা বাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য।

এ প্রদেশের উঁচুনিচু, এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ।
আসাম

১৮২৬ সালে ইয়াণ্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল (অসমভুমি) হওয়ায় রাজ্যটি অসম, পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গকিলোমিটার।

আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে।

দেশের উত্তর-পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকূল দ্বারা সমৃদ্ধ।
মেঘালয়

মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গকিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।

ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় ‘প্রাচ্যের স্কটল্যান্ড’।
মিজোরাম

মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গকিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য।

প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় ৭২২ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত।

এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজব্যবস্থার সূচনা করে।
নাগাল্যান্ড

রাজ্যের রাজধানী কোহিমা, এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন ১৬,৫৭৯ বর্গকিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি।

ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। ১৯৫১ সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড।
ত্রিপুরা

ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন ১০,৪৯১ কিমি। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় ৩৬ লাখ জনসংখ্যাসহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত।

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে ১৯টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় ৮৭.৭৫%।

ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়।
মণিপুর

মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় ২২,৩২৭ বর্গকিলোমিটার। ১৯৯৭ সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭২ সালের ২১ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে।

১৯৪৭ সালে মনিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শবর্তী বার্মার আগ্রাসী মনোভাবে ১৯৪৯ সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। ১৯৫৬ সালে এটি কেন্দ্র শাসিত রাজ্য হয়। ১৯৭২ সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।

মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস: বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙান। বিরল প্রজাতির হরিণ ‘সাংগাই’-এর বসবাসস্থলও এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ‘ভারতের রত্ন’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: ইন্টারনেট ও উইকিপিডিয়া

ব্রাউজিং চলুক এখন আরো বেশী বেশীসকল টেলিটক গ্রাহকদের জন্য সেরা ইন্টারনেট অফার! ১ জিবি মাত্র ১৬ টাকায়! মেয়াদ ১ দিন। অফারটি...
07/08/2024

ব্রাউজিং চলুক এখন আরো বেশী বেশী
সকল টেলিটক গ্রাহকদের জন্য সেরা ইন্টারনেট অফার!
১ জিবি মাত্র ১৬ টাকায়! মেয়াদ ১ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৮০০ #
২ জিবি মাত্র ২৮ টাকায়! মেয়াদ ১ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৮০১ #
৩ জিবি মাত্র ৪২ টাকায়! মেয়াদ ৩ দিন। অফারটি পেতে ডায়াল করুন *১১১*৮০২ #

07/08/2024

জরুরী মুহূর্তে প্রয়োজনীয় সব গ্রামীণফোন সার্ভিস জেনে নিনঃ

- ইমার্জেন্সি ব্যালেন্সঃ ডায়াল *৯ # অথবা ভিজিট MyGP অ্যাপ
- যেকোনো সময় রিচার্জঃ MyGP অ্যাপ, বিকাশ *২৪৭ # অথবা নগদ *১৬৭ #
- মিনিট ও কম্বো প্যাকঃ ডায়াল *৪ #
- ইন্টারনেট প্যাকঃ MyGP অ্যাপ অথবা *৬ #
- বিদ্যুৎ বিল সেবাঃ ডায়াল *৭৭৭ #

এছাড়া যেকোনো গ্রামীণফোন সার্ভিস পাবেন MyGP অ্যাপ-এ।

বিস্তারিত জানতে - grameenphone.com

সংবাদ বিজ্ঞপ্তিসেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার):      সর্বসাধারণের অবগতির জন্...
07/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার): সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

বরিশাল বিভাগ

১। বরিশাল
০১৭৬৯০৭২৫৫৬
০১৭৬৯০৭২৪৫৬

২। পটুয়াখালী
০১৭৬৯০৭৩১২০
০১৭৬৯০৭৩১২২

৩। ঝালকাঠি
০১৭৬৯০৭২১০৮
০১৭৬৯০৭২১২২

৪। পিরোজপুর
০১৭৬৯০৭৮২৯৮
০১৭৬৯০৭৮৩০৮

চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০

২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬

৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

৬। ব্রাক্ষণবাড়ীয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯

৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা
০১৭৬৯১০৭২৩১
০১৭৬৯১০৭২৩২

৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)
০১৭৬৯২৪২০১২
০১৭৬৯২৪২০১৪

ঢাকা বিভাগ

১। মাদারীপুর
০১৭৬৯০৭২১০২
০১৭৬৯০৭২১০৩

২। কিশোরগঞ্জ
০১৭৬৯১৯২৩৮২
০১৭৬৯২০২৩৬৬

৩। টাঙ্গাইল
০১৭৬৯২১২৬৫১
০১৭৬৯২১০৮৭০

৪। গোপালগঞ্জ
০১৭৬৯-৫৫২৪৩৬
০১৭৬৯-৫৫২৪৪৮

৫। রাজবাড়ী
০১৭৬৯-৫৫২৫১৪
০১৭৬৯-৫৫২৫২৮

৬। গাজীপুর
০১৭৮৫৩৪৯৮৪২
০১৭৬৯০৯২১০৬

৭। মুন্সিগঞ্জ
০১৭৬৯০৮২৭৯৮
০১৭৬৯০৮২৭৮৪

৮। মানিকগঞ্জ
০১৭৬৯০৯২৫৪০
০১৭৬৯০৯২৫৪২

৯। নারায়ণগঞ্জ
০১৭৩২০৫১৮৫৮

১০। নরসিংদী
০১৭৬৯০৮২৭৬৬
০১৭৬৯০৮২৭৭৮

১১। শরিয়তপুর
০১৭৬৯০৯৭৬৬০
০১৭৬৯০৯৭৬৫৫

১২। ফরিদপুর
০১৭৬৯০৯২১০২
০১৭৪২৯৬৬১৬২

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী
০১৭৬৯০১৩১০২
০১৭৬৯০৫৩১৫৪

৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
০১৭৬৯০২৪২১০
০১৭৬৯০২৪২১১

৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা
০১৭৬৯০৯২৪২৮
০১৭৬৯০৯৫৪১৯

ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০২৫২৪

২। নেত্রকোণা
০১৭৬৯২০২৪৭৮
০১৭৬৯২০২৪৪৮

৩। জামালপুর
০১৭৬৯১৯২৫৪৫
০১৭৬৯১৯২৫৫০

৪। ময়মনসিংহ
০১৭৬৯২০৮১৫১
০১৭৬৯২০৮১৬৫

খুলনা বিভাগ

১। বাগেরহাট
০১৭৬৯০৭২৫১৪
০১৭৬৯০৭২৫৩৬

২। কুষ্টিয়া
০১৭৬৯-৫৫২৩৬২
০১৭৬৯-৫৫২৩৬৬

৩। চুয়াডাঙ্গা
০১৭৬৯-৫৫২৩৮০
০১৭৬৯-৫৫২৩৮২

৪। মেহেরপুর
০১৭৬৯-৫৫২৩৯৮
০২৪৭৯৯২১১৫৩

৫। নড়াইল
০১৭৬৯-৫৫২৪৫৬
০১৭৬৯-৫৫২৪৫৭

৬। মাগুরা
০১৭৬৯-৫৫৪৫০৫
০১৭৬৯-৫৫৪৫০৬

৭। ঝিনাইদহ
০১৭৬৯-৫৫২১৫৮
০১৭৬৯-৫৫২১৭২

৮। যশোর
০১৭৬৯-৫৫২৬১০
০১৭৬৯-০০৯২৪৫

৯। খুলনা
০১৭৬৯-৫৫২৬১৬
০১৭৬৯-৫৫২৬১৮

১০। সাতক্ষীরা
০১৭৬৯-৫৫২৫৩৬
০১৭৬৯-৫৫২৫৪৮

রাজশাহী বিভাগ

১। রাজশাহী
০১৭৬৯১১২৩৮৬
০১৭৬৯১১২৩৮৮

২। চাঁপাইনবাবগঞ্জ
০১৭৬৯১১২০৭০
০১৭৬৯১১২৩৭২

৩। পাবনা
০১৭৬৯১২২৪৭৮
০১৭৬৯১১২৪৮০

৪। সিরাজগঞ্জ
০১৭৬৯১২২৪৬২
০১৭৬৯১২২২৬৪

৫। নাটোর
০১৭৬৯১১২৪৪৬
০১৭৬৯১১২৪৪৮

৬। নওগাঁ
০১৭৬৯১২২১১৫
০১৭৬৯১২২১০৮

৭। জয়পুরহাট
০১৭৬৯১১২৬৩৪

৮। বগুড়া
০১৭৬৯১১২৫৯৪
০১৭৬৯১১২১৭০

রংপুর বিভাগ

১। রংপুর
০১৭৬৯৬৬২৫৫৪
০১৭৬৯৬৬২৫১৬

২। দিনাজপুর
০২৫৮৯৯২১৪০০
০২৫৮৯৬৮২৪১৪

৩। নীলফামারী
০১৭৬৯৬৮২৫০২
০১৭৬৯৬৮২৫১২

৪। লালমনিরহাট
০১৭৬৯৬৮২৩৬৬
০১৭৬৯৬৮২৩৬২

৫। কুড়িগ্রাম
০১৭৬৯৬৬২৫৩৪
০১৭৬৯৬৬২৫৩৬

৬। ঠাকুরগাঁও
০১৭৬৯৬৬৬০৬২
০১৭৬৯৬৭২৬১৬

৭। পঞ্চগড়
০১৯৭৩০০০৬৬২
০১৭৬৯৬৬২৬৬১

৮। গাইবান্ধা
০১৬১০৬৫২৫২৫
০১৭৫৪৫৮৫৪৮৬

সিলেট বিভাগ

১। সিলেট
০১৭৬৯১৭৭২৬৮
০১৯৮৭৮৩৩৩০১

২। হবিগঞ্জ
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬১৬

৩। সুনামগঞ্জ
০১৭৬৯১৭২৪২০
০১৭৬৯১৭২৪৩০

৪। মৌলভীবাজার
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

Address

Derai
3040

Alerts

Be the first to know and let us send you an email when NH Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category