Voice Of Vati-Bangla

Voice Of Vati-Bangla Representing the activities of Vati-Bangla.Broadcasting live events such as Sports,social events.

26/12/2024

শফিকুন্নুর স্মৃতি সংসদ এর উদ্যোগে
শিল্পী শফিকুন্নুর স্মরণ উৎসব।
সিলেট শারদা হল।

26/12/2024

শফিকুন্নূর স্মরনাষ্ঠান।
সিলেট শারদা হল থেকে।
আয়োজনে::শিল্পী শফিকুন্নূর স্মৃতি পরিষদ।

26/12/2024

যাচ্ছি সিলেট

সময়ের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। জামেয়া ইসলামীয়া শরীফপুর এর ওয়াজ মাহফিল আগামী ৩০ শে ডিসেম্বর /২৪ রোজ সোমবার।আপনারা সবা...
25/12/2024

সময়ের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। জামেয়া ইসলামীয়া শরীফপুর এর ওয়াজ মাহফিল আগামী ৩০ শে ডিসেম্বর /২৪ রোজ সোমবার।আপনারা সবাই আমন্ত্রিত ।।

শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদের আয়োজনে তাঁর রচনাসমগ্রের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্য...
25/12/2024

শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদের আয়োজনে তাঁর রচনাসমগ্রের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা সিলেট নগরের কিনব্রিজ এলাকায় সারদা স্মৃতি ভবনে(সারদা হলে) আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
শফিকুন্নূর স্মরনানুষ্ঠান শীর্ষক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে Voice of Vati-Bangla ।

25/12/2024

ইরফান টি টেন লীগ
স্পন্সরে ::এমরান হোসাইন স্পেন
জগদল টাইগার্স বনাম জগদল নাইট রাইটার্স
হুমায়ুন+আনহার vs রিগান+এমদাদ

24/12/2024

#ইরফান #টি-টেন #লীগ।স্পন্সরে-এমরান হোসাইন স্পেন।

24/12/2024

Erfan T-10 League
Sponsor by amran Hussain spain..
Jagdol wariors vs Jagdol Knight Raiders...

হযরত মাওলানা আওলাদ হোসেন জগদলী হুজুর প্রতিষ্ঠিত শাহজালাল নুরানি মডেল মাদরাসার ১ম বার্ষিকী ওয়াজ মাহফিল। এতে নছিহত পেশ করব...
23/12/2024

হযরত মাওলানা আওলাদ হোসেন জগদলী হুজুর প্রতিষ্ঠিত শাহজালাল নুরানি মডেল মাদরাসার ১ম বার্ষিকী ওয়াজ মাহফিল। এতে নছিহত পেশ করবেন সাড়া বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা জুনাইদ আল হাবীব দাঃবাঃ ও ডঃ মাওলানা শুয়াইব আহমদ সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম। এতে আপনারা সবাই আমন্ত্রিত।।

আগুনে পুড়ে গেলো জগদল বাজারের গ্রামীণ ফোন টাওয়ারের কন্ট্রোল রুমের দুটি মিটার।ব্যবসায়ী ও উপস্থিত জনতার প্রচেষ্টায় দ্রুত আগ...
22/12/2024

আগুনে পুড়ে গেলো জগদল বাজারের গ্রামীণ ফোন টাওয়ারের কন্ট্রোল রুমের দুটি মিটার।ব্যবসায়ী ও উপস্থিত জনতার প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।জগদল বাজার কমিটির সভাপতি জনাব তুহিন রানা শামীম উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন,দ্রুত সম্মিলিত প্রচেষ্টার কারনে আল্লাহ তায়ালা আমাদের বাজার কে অনেক বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন।।

শুভ জন্মদিন।।
22/12/2024

শুভ জন্মদিন।।

শুভ জন্মদিন আংকেল আহমেদুল হক সুবাস।বাংলাদেশ ফুটবল ফেডারেশন কৃতক স্বীকৃত প্রাপ্ত রেফারি ও কোচ সেবুল স্পোর্টিং ক্লাব(সুনামগঞ্জ) ও কৃতি ফুটবলার সুনামগঞ্জ জেলা।আমাদের দোয়া আল্লাহ আপনাকে ১ম শ্রেনীর রেফারি হিসাবে সম্মানের আসনে আসীন করুক।সুস্বাস্থ্য ও সুদীর্ঘ হায়াত কামনা করি আপনার। বন্ধু মিডিয়া ২৪ এর পক্ষ থেকে নিরন্তর শুভকামনা।। শুভ জন্মদিন, শুভ হউক প্রতিদিন।।

20/12/2024

Erfan T-10 League.
Sponsor by Amran husain.spain..
Jagdol high school field..

লন্ডনে গঠন করা হলো শফিকুন্নূর স্মৃতি সংসদলন্ডন, ১৯ ডিসেম্বর : ভাটি বাংলার গানের জগতে প্রবাদ পুরুষ শফিকুন্নূরের কণ্ঠ সাধন...
19/12/2024

লন্ডনে গঠন করা হলো শফিকুন্নূর স্মৃতি সংসদ

লন্ডন, ১৯ ডিসেম্বর :
ভাটি বাংলার গানের জগতে প্রবাদ পুরুষ শফিকুন্নূরের কণ্ঠ সাধনার ইতিহাস ধরে রাখতে গঠন করা হলো শফিকুন্নূর স্মৃতি সংসদ। ১৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনে এই স্মৃতি সংসদ গঠনে উদ্যোগ নেন শফিকুন্নূরের ভক্ত, অনুরাগী, স্বজন শুভানুধ্যায়ীগণ। প্রগতিশীল রাজনীতিবিদ আবিদ আলীর সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রয়েলের পরিচালনায় আয়োজিত এ সভার তত্ত্বাবধানে ছিলেন জোবের আক্তার সোহেল। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার, কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বক্তব্য রাখেন যুক্তরাজ্য উদীচি সভাপতি হারুন অর রশীদ, কাউন্সিলর ইকবাল হোসেন, কাউন্সিলর সাঈদা চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, প্রগতিশীল রাজনীতিবিদ নিসার আলী ও সৈয়দ এনাম, , শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,শিক্ষাবিদ এনায়েত সারোয়ার, প্রফেসর ওমর ফারুক, সত্যেন সেন স্কুলের সভাপতি গোপাল দাস ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,এটিএন বাংলা ইউকের বার্তা প্রধান সাঈম চৌধুরী, কমিউনিটি সংগঠক আমিনা আলী ও শাহরিয়ার বিন আলী, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ড. শামছুল হক চৌধুরী, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুব হোসাইন, সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী, কমিউনিটি সংগঠক তাওহীদ চৌধুরী
ফ্রেন্ডস্ অব জগদল ইউনিয়ন ট্রাস্টের সাবেক সভাপতি ডা. মাসুক আহমদ, সৈয়দ শাহ মোস্তফা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ আল কামাল, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সেলিম সরদার, দিরাই-শাল্লা ওয়েলফেয়ার এন্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মহিউদ্দিন জগনু, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সর্দার আমির খসরু, দিরাই-শাল্লা কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, রাজনীতিবিদ এনাম আহমদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাহার,দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র সহ সভাপতি সিজিল মিয়া, ফ্রেন্ডস অব জগদল ইউনিয়ন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ও সোলেমান রশীদ জগলু , আনোয়ারুল হক ফিরোজ শাহজাহান মিয়া,শাহজাহান তালুকদার,আখলাকুল আম্বিয়া,বুলন মিয়া,রুমেল আহমদ,দবির মিয়া,ফয়সল হাসান,
আবুল মনসুর কুটি, হারুন মিয়া, আবুল আহমদ, বাবুল মিয়া,মোস্তাক আহমদআরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে আহ্বায়ক ও শামসুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে শফিকুন্নূর স্মৃতি সংসদের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলা লোকগানের এক পুরোধা পুরুষ শফিকুন্নূর নিজে যেমন অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তেমনি কণ্ঠে ধারণ করেছেন ভাটি বাংলার বিখ্যাত সব বাউল সাধকের গান। তাঁর সুললিত কন্ঠে হাসন রাজা, রাধা রমন, সৈয়দ শাহনূর, আরকুম শাহ কিংবা আব্দুল করিমের গান লাভ করেছে তুমুল জনপ্রিয়তা। দিরাইয়ের এই কৃতি সন্তান ষাটের দশক থেকে শুরু করে নব্বই দশকের মধ্যভাগ পর্যন্ত লোকগানের জগতে ছিলেন উজ্জ্বল তারকা । এক ভাগ্য বিপর্যস্ত ডাহুক শিকারি বিনন্দ আর অবারিত হাকালুকি হাওরের গল্প নিয়ে তার রচিত এবং পরিবেশিত বিনন্দের কিচ্ছা লোকসাহিত্যের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এই মহান সাধকের মৃত্যুর ২৮ বছর পর যুক্তরাজ্যে শফিকুন্নূর স্মৃতি সংসদ গঠনকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নতুন রূপে প্রকাশ পাবেন লোক সংগীতে অসামান্য অবদান রাখা এই শিল্পী।
সভার দ্বিতীয়পর্বে বাউল সাধক শফিকুন্নূরের লেখা গান নিয়ে গীতি আলেখ্যে সংগীত পরিবেশন করেন বাউল শহীদ এবং শিল্পী শফিকুন্নূরের দুই পুত্র জোবের আক্তার সোহেল ও শামসুল ইসলাম রুবেল।

19/12/2024

ইরফান টি-টেন লীগ
স্পন্সরে এমরান হোসাইন স্পেন
জগদল ওয়ারিয়র্স বনাম জগদল সুপার কিংস।

খেলাটি দেখতে চোখ রাখুন এক্সিলেন্ট মিডিয়ার পর্দায়।এক্সিলেন্ট মিডিয়ার উপদেষ্টা হিসাবে আছেন voice of vati bangla media  এর ...
19/12/2024

খেলাটি দেখতে চোখ রাখুন এক্সিলেন্ট মিডিয়ার পর্দায়।এক্সিলেন্ট মিডিয়ার উপদেষ্টা হিসাবে আছেন voice of vati bangla media এর চেয়ারম্যান ইউ,কে প্রবাসী জনাব ফয়সল হাসান।।

18/12/2024

শিল্পী” শফিকুন্নূর সমগ্র” প্রকাশনা উৎসব উপলক্ষ্যে ও নতুন প্রজন্মকে তাহার সম্পর্কে জানানোর লক্ষ্যে তাঁর সুর,গান ও স্মৃতি সংরক্ষণ করতে যুক্তরাজ্যে বসবাসরত গুণীজনদের নিয়ে তাহাদের ভাবনা, পরামর্শ ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি আজকে লন্ডন থেকে ।

Address

Jogdal
Derai
3041

Telephone

+447951514842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Vati-Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Vati-Bangla:

Videos

Share