31/12/2020
31 Night এটা কোন মুসলমানদের সংস্কৃতি নয়,
---------------------বরং এটা বিজাতী সংস্কৃতি।
প্রতিটি মুসলমানদের উচিত বিজাতী সংস্কৃতিকে লাথি মেরে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া। কারণ থার্টি ফাস্ট নাইট’ ঈমান ধ্বংসের এক মহা উৎসব।
মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে, সে সেই জাতির অন্তর্ভূক্ত বলে গণ্য হবে। ( সুনানে আবু দাউদ)।
মহান আল্লাহ তা'য়ালা ঘোষণা করেন ‘তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি’। (সূরা আল-মায়িদাহ, আয়াতঃ ৪৮)।
তাই, একজন মুসলিম খৃস্টান পাদ্রী পোপ গ্রেগরিয়ান- এর নামানুসারে যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের পরবর্তী চলন ইংরেজি ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে পালন করলে তার ঈমান কখনও থাকতে পারে না।এটা নিত্যান্তই খৃষ্টানদের উৎসব।
সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইংরেজি নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এতে রয়েছে ।(এক) শিরকপূর্ণ অনুষ্ঠানাদি, চিন্তাধারা ও সংগীত। (দুই) নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান। (তিন) গান ও বাদ্যপূর্ণ অনুষ্ঠান। (চার) সময় অপচয়কারী অনর্থক বাজে কথা ও কাজ। এ অবস্থায় প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে নিজে এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা এবং বাঙালি মুসলিম সমাজ থেকে এই প্রথা উচ্ছেদের সর্বাত্মক চেষ্টা চালানো নিজ নিজ সাধ্য ও অবস্থান অনুযায়ী।
আল্লাহ তায়ালা আমাদেরকে এই ধরনের বেহায়াপনা থেকে হেফাজত করুন আমিন।
♦♦♦
প্রচারেঃ-আব্বাসী সাইবার টীম বাংলাদেশ