22/01/2024
ভুল করেছ মাফ চাও ইজ্জত কমবে না বরং বাড়বে।
আর মাফ না চেয়ে উল্টো তর্ক করা তাড়ছিড়াদের কাজ।
ধরেন আপনি ধবধবে শুভ্র একটি জামা পরিধান করে বের হয়েছেন কোনো অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে,পথিমধ্যে এক ভদ্রলোক আপনার সেই জামাটায় পানের পিঁক ফেলে দিল। সাথে সাথে আপনি প্রতিবাদী কন্ঠে বললেন, ভাই এটা কি করলেন? কাজটা কি ঠিক করলেন? একটু দেখেশুনে ফেলবেন না। ওইপাশ থেকে সেই ভদ্রলোক অগ্নিসর্মা হয়ে বললেন, এই মিয়া কি বল? কয় টাকার জামা নষ্ট করেছি, দুই টাকার জামা নিয়ে আমাকে যা-তা বলছেন। আপনি নিচু মনের মানুষ।
এই নেন আপনার জামার টাকা।
বিষয়টা কতটা হাস্যকর ভাবুন। আপনার জামা নষ্ট করেছে আপনি রাগ করেননি কিন্তু যে জামা নষ্ট করেছে সে মাফ না চেয়ে উল্টো রাগ করে বড় বড় কথা বলছে।
ঠিক তেমনিভাবে মনে করেন আপনার একটা জিনিস কেউ আপনার অনুমতি ব্যতীত ব্যবহার করেছে, ব্যবহারের আগেও আপনাকে অবগত করেনি ব্যবহারের পরে ও না, আপনি যখন কোনোভাবে জেনে তাকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই তুই আমাকে জিজ্ঞেস করে ব্যবহার করলে না, তখন সে রাগ করে বলে কয়টাকার জিনিস ব্যবহার করেছি তর টাকা দিলাইমুনে, তুই নিচু মনের মানুষ।
এটাকে গ্রাম্য ভাষায় বলে,চুরের মাউগের বড় গলা।
কতইনা হাস্যকর বিষয়টা,একতো বিনা-অনুমতিতে ব্যবহার করে ভুল করেছে এখন ভুল স্বীকার না করে ঝারি মারছে। 🙄 অথচ তার জন্য উচিত ছিল কি?এই কথা বলা যে, ভাই তোমার অনুমতি ছাড়া জিনিসটা ব্যবহার করেছি কাজটা আমার ঠিক হয়নি। বাদ দাও।
প্রথমটায় পানের পিঁক ভুল জায়গায় নিক্ষেপকরে ক্ষমা না চেয়ে ঝেড়া করা যেমন তাড়ছিড়ামি ঠিক তেমনি দ্বিতীয়টায় ও বিনা-অনুমতিতে ব্যবহার করে মাফ না চেয়ে ঝেড়া করা তাড়ছিড়ামি বৈ কিছু নয়।
আপনার সাথে যদি কোনো দিন এমন ঘটে তাহলে এদেরকে তাড়ছিড়া ভেবে ছেড়ে দিবেন।