A Bangladeshi Traveller

A Bangladeshi Traveller I am Hisham. I am a Travel Vlogger on YouTube and Facebook. Please like my Page, subscribe to my You

31/10/2024

প্রথম আলো আর ডে'ইলি স্টার এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য প্রধান হু'ম'কিস্বরূপ। বাংলাদেশ মু'ক্ত করো এদের হাত থেকে।

22/10/2024

ছাত্র জনতা আজ যে ৫ দফার যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা কম।
এখন অন্তত এটা স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর অনীহার কারণেই মূলত বিপ্লবী সরকারটা হয় নাই। আর্মি চিফ জাতীয় সরকারের প্রস্তাব করেছিলেন।
ছাত্ররা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট আর বিএনপি থেকে প্রধানমন্ত্রী দেওয়ারও প্রস্তাব দিয়েছিলো।
এর অর্থ, ছাত্ররা এই সংবিধান মানতেও চায় নাই। চুপ্পুকে রাখতেও চায় নাই।
পুরো কাহিনীটাই করেছে বুড়ো রাজনীতিবিদরা। যত সমস্যা, যত অনীহা,সব এদেরই।
কেন?
কারণ এই সংবিধান কিন্তু শুধু হাসিনার জন্যই মধুর হাড়ি না। বরং এই সংবিধান পরের প্রধানমন্ত্রীদের জন্যও মধুর হাড়িই।
এই হাড়ি কে ভাঙতে চাইবে?
কেউই ভাঙতে চায় নাই। সাথে আসিফ নজরুলদের মতো আইনের অবতাররা তো ছিলোই। ফলাফল যা হওয়ার তাই হইছে।
শুনেছি আসিফ নজরুল নাকি আজ সারাদিন সংবিধানের পৃষ্ঠা উল্টো চুপ্পুকে সরানোর ফাঁক খুঁজতে ব্যস্ত।
কাম অন, আসিফ নজরুল স্যার।
গত ১৫ বছর এই সংবিধান কম পড়েছেন? কম পড়িয়েছেন? কম ফাঁক খুজেছেন? কই, হাসিনাকে থামানো বা নামানোর কোন পথ তো বের করতে পারেননি?
হাসিনাও তো এই সংবিধানকে বাইবেল মনে করতো।
আপনারাও ক্ষমতায় গিয়ে সেই হাসিনার মতোই বাইবেল পড়ছেন কেন?
ফেলে দেন। ছিড়ে ফেলেন। ওটা ছিড়ে ফেলার জন্যই এই বিপ্লব ।
আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী বলে বলে নির্বাচন চেয়ে হাসিনাকে সরাতে চেয়েছেন, এই ছেলে মেয়ে তখন হাসিনা চুদি না বলে হাসিনাকে খেয়ে দিয়েছে।
আপনারা লুজার। এইটা মেনে নিতে শেখেন।
ছাত্ররা আজ ৫ দফা দিয়েছে।
এই ৫ দফার প্রথম দফা, সংবিধান ফেলে দিতে হবে। চুপ্পুকে ফেলে দিতে হবে। নতুন ধারার সরকার তৈরি করতে হবে।
সংবাদ ফেলে এই ৫ দফা পড়েন। এইখানেই আপনাদের আমাদের মুক্তির পথটা আছে। মুক্তির পথ ঐ আইনে নাই।
আইন মেনে বিপ্লব হয় নাই। সংবিধান মেনে বিপ্লব হয় নাই। যেই সংবিধানের দোহাই আওয়ামীলীগ দিতো, সেই সংবিধানের দোহাই এখন আপনারাও দিতেছেন। যখন বিপ্লবীদের স্লোগান দিতে হয়,
আবু সাঈদ মুগ্ধ
শেষ হয়নি যুদ্ধ।
তখন আপনাদের সরকারকে আমাদের সরকার কী করে বলি?
আজ বঙ্গভবন পর্যন্ত মিছিল গেছিলো। মজার ব্যাপার কী জানেন? গণভবনের আগের মিছিলটা সবসময়ই বঙ্গভবনেই যায়।
কথা না শুনলে, বেশি সংবিধান, আইন আর কোর্ট দেখাতে থাকলে এই মিছিল আপনাদের কার্যালয় পর্যন্ত চলে যাবে। চুপ্পুকে কোনভাবে যদি রক্ষা করতে চান, আমরা আপনাদেরকেও চুপ্পুর লোক বলেই ধরে নেবো, আমাদের লোক না।
শুধু আসিফ নজরুল না, বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি এই ৫ দফার সাথে একমত না হয়, হিসাব তাদের সাথেও করতে হবে।
আওয়ামী বন্দোবস্তে আর কোন রাজনীতি হবে না। লাউ ফেলে কদুকে আনার জন্য এতো মানুষ জীবন দেয় নাই। হাসিনার সাথে সাথে হাসিনার সংবিধানকেও বিদায় দিতে হবে। এই সংবিধানে আর কোন স্বৈরাচার তৈরির সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না।
ইনকিলাব জিন্দাবাদ।
মুজিববাদ মুর্দাবাদ।
- Sadikur Rahman Khan

21/10/2024
21/10/2024

কল রেকর্ডে শেখ হাসিনা বলেছিলো, সে নভেম্বরে দেশে ফিরবে।
মাহফুজ আনাম দাবি করেছেন, শেখ মুজিব খুব ভালো। হাসিনার দায় মুজিবের উপর না।
আজ ছাত্রলীগের হামলাকে মিডিয়া লিখেছে, স্থানীয়দের সাথে সংঘর্ষ।
ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডেইলি স্টার আলাদা করে টেমপ্লেট বানাইতেছে।
প্রথম আলো অলরেডি সাকিবের জন্য শোকের মহাকাব্য লিখে ফেলেছে।
বামপন্থী সাংবাদিকরা দাবি করতে শুরু করেছেন, সরকারের সমালোচনা করলে নাকি গলা চেপে ধরা হচ্ছে।
বিএনপির আমির খসরু আজকে বলেছেন, স্বচ্ছ রাজনীতির নিশ্চয়তা দিলেই আওয়ামীলীগকে রাজনীতির সুযোগ দেওয়া উচিত।
যদিও আরেক নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচিত না।
এর অর্থ বিএনপিতেও ভারতের লবিটা আওয়ামীলীগের পুনর্বাসন চাইতেসে।
প্রথম আলো ডেইলি স্টার অলরেডি সংবিধান নিয়ে কান্নাকাটি শুরু করেছে।
আর চুপ্পু মেরেছে পল্টি। মিডিয়াকে বলেছে, হাসিনার পদত্যাগপত্র তার কাছে নাই।
হাসিনা বা আওয়ামীলীগ ফিরে আসবে কি না, সেইটা আমি জানি না।
বাট নভেম্বর আসার আগেই আওয়ামী মিডিয়া মিলে যে মিডিয়া ক্যু শুরু করে দিয়েছে, সেইটা খেয়াল করেছেন কেউ?
- Sadikur Rahman

21/10/2024

বাংলাদেশে জন্ম না হলে জানতামই না
কয়েকটা চার ছক্কা ১৪০০+ শহীদের রক্তের চেয়েও দামি

18/10/2024

❝ 𝐌𝐲 𝐦𝐚𝐫𝐭𝐲𝐫𝐝𝐨𝐦 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐭𝐡𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐬𝐭 𝐫𝐞𝐰𝐚𝐫𝐝 𝐠𝐢𝐯𝐞𝐧 𝐛𝐲 𝐀𝐥𝐦𝐢𝐠𝐡𝐭𝐲 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐫𝐮𝐠𝐠𝐥𝐞 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐝𝐨𝐧𝐞 𝐢𝐧 𝐦𝐲 𝐥𝐢𝐟𝐞. ❞
— 𝐌𝐚𝐫𝐭𝐲𝐫 𝐘𝐚𝐡𝐲𝐚 𝐒𝐢𝐧𝐰𝐚𝐫

জানতে পারলাম ভদ্র মহিলা আমার ক্যাম্পাস শাবিপ্রবির ২০০৯-১০ সেশনের সিএসই বিভাগের। তাই তার স্ট্যাটাস দুটো আরও আগ্রহ নিয়ে পড়...
07/10/2024

জানতে পারলাম ভদ্র মহিলা আমার ক্যাম্পাস শাবিপ্রবির ২০০৯-১০ সেশনের সিএসই বিভাগের। তাই তার স্ট্যাটাস দুটো আরও আগ্রহ নিয়ে পড়লাম। বেশ কয়েকবার পড়ার পরে মনে হলো- 'এটা কোনো সমালোচনা ছিলো না; এটা সরাসরি রাজনৈতিক বক্তব্য।' তবে এই ভদ্রমহিলা কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হতেন তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন থাকতো না। সরকার পতনের পরে যেমনটা থাকেনি সজীব ওয়াজেদ জয় এবং সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্যে।
ভদ্রমহিলা তার বক্তব্যে আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বললেন অবৈধ সরকার। জুলাইয়ের দিনগুলোতে সিলেট শহরে এবং আগস্টের দুই দিন ঢাকা শহরে হেঁটেছি। হেঁটে হেঁটে মানুষ দেখেছি; মানুষের অরণ্য, মানুষের মাথা খাচ্ছে মানুষকে, এতো মানুষ একসাথে আর কবে কেউ দেখেছে কি? মানুষের এই ঢল বলছে- যেকোনো সরকারের চেয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যে সরকার গঠন হয়েছে তার জনসমর্থন অনেক বেশি। সুতরাং এই সরকারকে অবৈধ বলা মানেই এই দেশের জনগণ সর্বক্ষমতা উৎস বাক্যকে অস্বীকার করা।
এদিকে আবু সাঈদের মৃত্যু এই জুলাই অভ্যুত্থানে বাংলার মানুষের কাছে ইতিহাসের রংপুরের কৃষক নেতা নূরলদীনের সমান। আবু সাঈদের শরীরের বুলেট বিদ্ধ ক্ষত দিয়ে ঝরে পরা রক্ত যখন পাহাড়ি ঢলের মতো বাংলার সমস্ত নদীতে মিশে সারাদেশে ছড়িয়ে পড়ছিল তখন আর কেউ ঘরে বসে থাকতে পারেনি। কেউ একা অশ্রুপাত করেনি। সবাই একসাথে রাজপথে বাঁশের লাঠি হাতে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে- এই স্বৈরাচার জুলুমবাজের পতনের স্বপ্নে। সেই লড়াইয়ে কত তরুণকে প্রাণ বলিদান দিতে হয়েছে তা আজও সঠিক জানা যায়নি। নূরলদীনকে ইংরেজ এবং তাদের দোসররা সন্ত্রাসী ডাকাত আখ্যা দিয়েছিল। আজ এই ভদ্রমহিলা দেশের জনগণের সেবকের দায়িত্বে থেকে গণমানুষের মুক্তির প্রতীক রাখাল বালকের মতো লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিলো।
আবারও বলছি- তার বক্তব্য কোনো ভাবেই সমালোচনা ছিলো না। তিনি যা লিখেছেন তা নিখাদ অপরাধ। সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের জনগণের প্রতি সম্মান জানানো। আর হ্যাঁ, ভদ্রমহিলা মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে বলেছেন। তার সেই জায়গা থেকেই প্রশ্ন- বিগত সময়ে শেখ হাসিনা সরকার যে নির্বাচন এবং শাসন কায়েক করেছে তা কি মুক্তিযুদ্ধের চেতনায় অন্তর্ভুক্ত ছিলো?
- রাজীব বাবু

07/10/2024

আমি ভাবছি একটা ওয়েবসাইট তৈরি করার, যেখানে আওয়ামী লীগের পুরোনো সদস্যদের নাম এবং বিস্তারিত তথ্য থাকবে। এর সুবিধা হবে, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কাউকে দলে নেওয়ার আগে কয়েকবার চিন্তা করবে এবং চেক করতে পারবে যে সে আওয়ামী লীগের সদস্য কিনা। কারণ আওয়ামী লীগের অনেকেই ভারতীয় আধিপত্যকে সমর্থন করে, এতে সাধারণ মানুষদের জন্য আওয়ামী লীগের সদস্যদের খুঁজে বের করা সহজ হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তত তারা চুপ থাকবে, দেশে অশান্তি কম হবে। আমি কিছুটা ফান্ডিং ব্যবস্থা করব। মার্কেটিংয়ের জন্য পিনাকীদা অথবা এ ধরনের কারো সাথে কথা বলব।

এতে সবাই কনট্রিবিউট করতে পারবে, মানে যার জানা মতে কে আওয়ামী লীগের সদস্য, তার পোস্টগুলো স্ক্রিনশট হিসেবে দিতে পারবে অথবা পোস্টের স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড করতে পারবে। এবং যেকোনো আইডির লিংক সার্চ করলেই সহজে তার তথ্য বের হয়ে আসবে। সাথে যদি তার পূর্বের কোনো কর্মকাণ্ডের প্রমাণ থাকে, সেগুলোও আপডেট থাকবে।

05/10/2024

বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমার একটা আইডিয়া এসেছে। অনেকেই আছে যারা নির্বাচনের সময় ভোটকেন্দ্রে যেতে পারে না, কিংবা দেশের বাইরে থাকে। তাদের জন্য একটা অনলাইন সিস্টেম করা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, সৌদি আরবের ভিসা অ্যাপের মতো একটা ব্যবস্থা করা। সেই অ্যাপের মাধ্যমে আপনার মুখের ছবি, ৩০ সেকেন্ডের ভিডিও, ফিঙ্গারপ্রিন্ট, এবং লোকেশন নেওয়া সম্ভব। ফিঙ্গারপ্রিন্টের জন্য কোনো আলাদা যন্ত্রও লাগবে না।

ধরেন, একটা অ্যাপ থাকবে যার নাম হবে 'সিটিজেন অ্যাপ'। এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক সরকারি সেবা সহজেই পাবেন, আর দেশের বাইরে থাকলেও ভোট দিতে পারবেন। অ্যাপটি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং মুখের ছবি বাংলাদেশ ইলেকশন কমিশনের ডাটাবেসের সাথে মিলিয়ে দেখবে, এরপর আপনি ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পরে আপনার কাছে একটা কপি থাকবে, যেন আপনারও একটা প্রমাণ থাকে। এই কপিটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওই দেশে থাকা বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। আর দেশে থেকে কেউ ভোট দিলে, তা কিছুটা আমেরিকার মতো ডাকযোগে পাঠিয়ে দেওয়া যেতে পারে।

যদিও এই সিস্টেম হ্যাকিংয়ের ঝুঁকি থাকতে পারে, কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনে এমন ব্যবস্থা করলে বুথ দখল, মারামারির মতো ঘটনাগুলোর সম্ভাবনা কমে যাবে। আর চেষ্টা করতে হবে এমন একটি সিস্টেম বানানোর, যেখানে হ্যাকিংয়ের ঝুঁকি থাকলেও তা শনাক্ত ও নিশ্চিত করা যায়। আমার মাথায় এই আইডিয়াটা এসেছে, তাই শেয়ার করলাম!
- eta kintu amer nijer Idea copy mari nai😅

05/10/2024

আমি গতকালকের বলছিলাম!
আজ সবাই দেখছে অতি বাড়াবাড়ির ফলাফল কি!
তসলিমা নাসরিন ও আওয়ামী লীগসহ সবাই পিছনে লাগছে

03/10/2024

সমন্বয়কদের ১১ কোটি টাকার হিসাব নিলেন,এতো গালি দিলেন এই কয়দিন। ১৫ বছরের ঋণ ১৬ লক্ষ কোটি টাকার হিসাব নিবেন না?

01/10/2024

ইতিহাসের সবচেয়ে বড়!

30/09/2024

ফেইসবুকে "মাস্টারমাইন্ড" নিয়ে অতিরিক্ত সেনসিটিভিটি খুবই আপত্তিকর লাগে ভাই। এই দেশে সেন্সেবল মানুষদের প্রায় সবাই বোঝে যে এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না। আক্ষরিক অর্থেই এটা ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন। ছাত্ররা নিজেরাও তো বলছে না যে এখানে কোনো মাস্টারমাইন্ড ছিলো।
ইউনুস সাহেব ৮৪ বছরের ফাদার ফিগার। উনি তো অবশ্যই বাচ্চা ছেলেমেয়েদের গ্লোরিফাই করবেন। আমি হলেও এগজ্যাক্টলি তাই করতাম। সামনে বিদেশী মানুষ বসা আর আমার সাথে দাঁড়িয়ে আছে ছাত্র আন্দোলনের ৩জন সদস্য (ইন রিয়ালিটি - ২ জন)। আমি তো বলতাম যে এরা সব সুপারম্যান। কেইপটা লুকায় রাখছে বাংলাদেশে। তোমাদের ইমিগ্রেশান যদি নিয়ে যায়?
ডু আই মীন ইট? নো - কিন্তু আমাদের ছেলেমেয়েদের বড় করার জন্য সব কিছু ঠিক আছে। এরাই আমাদের ভবিষ্যৎ। সব জায়গায় এদের গাড়ীতে একটু ধাক্কা দিয়ে যেতে হবে। মানুষকে যদি বড় না করেন, তরুণদের যদি গ্লোরিফাই না করেন - একটা দেশের ব্র্যান্ডিং কীভাবে হবে?
চারবারে নাইন পার - টুঙ্গিপাড়ার বাটপার' কে দিয়ে?
অডিয়েন্সটা কারা একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবীর প্রথম ই-রেভোলিউশান হয়েছে তৃতীয় বিশ্বের একটা দেশে - এটা তো কনভেনশনাল উইজডোমের সম্পূর্ণ বিপরীত। পৃথিবী ফ্যাক্ট দিয়ে চলে না। চলে 'গল্প' দিয়ে আর ইউনুস সাহেবের চেয়ে ভালো কেউ গল্প বলতে পারে না। উনি আমার-আপনার চেয়ে এই কাজটা অনেক ভালো জানেন।
কিন্তু এই যে এতো কাটাছেড়া চলছে মাত্র ১টা ছেলে নিয়ে - এখনো চলছে - এগুলো দেখলে মনে হয় যে আপনার প্রচুর হিংসা হচ্ছে। ঐ ছেলে নিজে তো কোনো ক্রেডিট চায় না। হোলোই না হয় ইউনুস সাহেবের একটা ভুল। তো কী এমন হোলো? এতো রাগ, বাচ্চা একটা ছেলেকে নিয়ে, মাস্টারমাইন্ড নিয়ে এতো আপত্তি - খুব চোখে লাগে রে ভাই।
- FFaham Abdus Salam

28/09/2024

প্রফেসর ইউনুসের জাতিসংঘের ভাষণ ভালো হয়েছে। কিছু ওয়ান্ডারফুল এলিমেন্ট আছে। কিছু জিনিস তিনি যুক্ত করতে পারতেন, কিছু জিনিস বাদ দিতে পারতেন। আমার জানামতে উনি স্পিচ রাইটারের সাহায্য নেন না। উনার বক্তব্য উনি নিজেই লিখেন। অন্তত যে সময়কাল আমি উনার সঙ্গে কাজ করেছি। তাও নিচের এলিমেন্টগুলো তিনি বিবেচনা করলে স্পিচ আরো ভালো হবে।
গ্রেইট এলিমেন্টস
১/ ফিলিস্তিন নিয়ে অবস্থান। গাজায় গনহত্যা বন্ধের আহবান।
২/ অটোনোমাস এ আই নিয়ে সাবধানবানী।
৩/ বাংলাদেশের লড়াইকে হাসিনার আমলকে রিপ্রেজেন্ট করা। হাসিনা কী কী ক্ষতি করেছে সেটা তালিকা ধরে বলা। এই প্রথম বিপ্লবে সোশ্যাল মিডিয়ার অবদানের কথা বললেন। এইজন্য কৃতজ্ঞতা।
যা যুক্ত করা যেতো
১/ বন্যার কারণ। আমাদের পানির নায্য হিস্যার কথা
২/ সীমান্ত হত্যার কথা
৩/ হাসিনাকে যে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে সেটা উল্লেখ করা।
যা বাদ দেয়া যেতো
১/ সামাজিক ব্যবসার কথা, থ্রি জিরোর কথা, ক্ষুদ্র ঋণের কথা। এসব এখনো আমাদের রাষ্ট্রের প্রায়োরিটি না। এগুলো উনার এজেন্ডা। আমরা সেগুলোকে সাপোর্ট করি কিন্তু ওই প্লাটফর্মে শুধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তোলা উচিৎ।
২/ ফিলিস্তিনের টু স্টেইট সলিউশন না বলে শুধু ফিলিস্তিনের স্বাধীনতার কথা বললে বেটার হইতো। আমার ঠিক জানা নেই টু স্টেইট সলিউশন আমরা অফিসিয়ালি গ্রহণ করেছি কিনা। কিন্তু ফিলিস্তিনের লড়াইয়ের বিগেস্ট স্টেইক হোল্ডার কিন্তু টু স্টেইট সলিউশন মানে না। ইরান মানে না। তাই এই বিষয়টায় স্ট্রেইট অবস্থান নেয়াটা এভয়েড করা যেতে পারতো।
প্রফেসর ইউনুসকে আরো বেশী প্রাক্টিসের টাইম দিতে হবে। উনি এখনো টেলিপ্রম্পটার দেখে পড়তে অভ্যস্ততা অর্জন করেন নাই। আটকে আটকে যাচ্ছিলেন। উনার স্পিচ বিশ মিনিটে যেন শেষ হয় তেমন কম্প্যাক্ট করতে হবে।
- Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

27/09/2024

আমার মনে হয় ডঃ Muhammad Yunus কে স্ক্রিপ্ট না দিয়ে, স্বাধীনভাবে কথা বলতে দেয়া উচিত!
তাতে উনি সুন্দরভাবে বলতে পারবে

ছাত্রলীগ থেকে যারা শিবির হওয়ার জন্য প্লান করতেছেন তাদেরকে  #সিলেবাস সংগ্রহ করে দিলাম 😛.....................................
24/09/2024

ছাত্রলীগ থেকে যারা শিবির হওয়ার জন্য প্লান করতেছেন তাদেরকে #সিলেবাস সংগ্রহ করে দিলাম 😛...........................................................................
শিবিরের সমর্থক হতে পারবেন এটা সহজ কিন্তু শিবিরের দায়িত্বশীল কিংবা শিবিরের ভিতরে ঢুকতে গেলে আপনাকে কিছু পর্যায় অতিক্রম করতে হবে। যারা ভাবতেছেন ছাত্রলীগকে শিবির পূর্নবাসন দিবে তাদের জন্য এই তথ্য শেয়ার করলাম।-নিম্নে সেসব পর্যায়/ধাপ গুলো দেওয়া হলো।
১/সমর্থক।
২/কর্মী।
৩/সাথী প্রার্থী।
৪/সাথী।
৫/সদস্য প্রার্থী।
৬/সদস্য।
শিবিরের বিভিন্ন পর্যায় অতিক্রম করতে গেলে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।অনেক গুলো ধাপ পাড়ি দিতে হবে, পড়ালেখা এবং ধর্মীয় শাসনের মধ্যে থাকতে হবে। ....LITTLE DIFFICULT.......
📢কর্মী সিলেবাস-
১. আল কুরআন
শুদ্ধভাবে কুরআন পড়তে চেষ্টা করা
অর্থসহ মুখস্থকরণ : সূরা আল ফাতিহা
১২টি সূরা বিশুদ্ধভাবে মুখস্থকরণ : সূরা আল আসর থেকে সূরা আন নাস পর্যন্ত
তাজবিদ ও কুরআন সংক্রান্ত প্রাথমিক জ্ঞানার্জন করা
ঈমান, ইসলাম, আখিরাত, ইলম, সালাত, সাওম ও ইসলামী আন্দোলন সম্পর্কে আয়াত জানা
অধ্যয়ন
১. সূরা আল বাকারা : ১ম ও ২য় রুকু
২. সূরা আল জিলজাল
৩. সূরা আস্ সফ
৪. নামাজে বহুল পঠিত ১২টি সূরা : সূরা আল আসর থেকে সূরা আন নাস পর্যন্ত (তাফসির গ্রন্থ : তাফহীমুল কুরআন)
গ্রন্থনির্দেশনা
১. তাজবীদ শিক্ষা- ইসলামিক এডুকেশন সোসাইটি
২. বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস সংকলন- আইসিএস পাবলিকেশন
কুরআন মুখস্থ নির্দেশনা
সূরা আল বাকারা : ১৫৫
আয়াতুল কুরসি
সূরা আল হাশর : শেষ রুকু
সূরা আদ দুহা থেকে সূরা আত তাকাসুর পর্যন্ত
২. আল হাদিস
হাদিস সংক্রান্ত প্রাথমিক জ্ঞানার্জন করা
ঈমান, ইসলাম, আখিরাত, ইলম, সালাত, সাওম ও ইসলামী আন্দোলন সম্পর্কে হাদিস জানা
অধ্যয়ন
১. রাহে আমল (১ম খণ্ড)- আল্লামা জলীল আহসান নদভী
৩. ইসলামী জীবনাদর্শ
ঈমানের প্রাথমিক পরিচয় ও দাবি
ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা
মুসলমান কাকে বলে? মুসলমান ও কাফিরের মধ্যে পার্থক্য
তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে ধারণা
আল্লাহর দিকে আহ্বানের গুরুত্ব ও পদ্ধতি
ইসলামের সোনালি ঐতিহ্য/অতীত
পাঠ্যবই
১. ইসলামের প্রাথমিক পরিচয়- বাংলাদেশ দাওয়াহ সার্কেল
২. ঈমানের হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. নামাজ-রোজার হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. আমরা কি চাই কেন চাই কেন চাই কিভাবে চাই?- বিআইসিএস
৫. এসো আলোর পথে- বিআইসিএস
৬. আমরা সেই সে জাতি (১ম খণ্ড)- আবুল আসাদ
৭. সাহসী মানুষের গল্প (১ম খণ্ড)- মোশাররফ হোসেন খান
- সাহসী মানুষের গল্প (২য় খণ্ড)- মোশাররফ হোসেন খান
গ্রন্থনির্দেশনা
১. আল্লাহর দিকে আহবান- এ কে এম নাজির আহমদ
২. মুক্তির পয়গাম- ইবনে মাসুম
৩. মনটাকে কাজ দিন- অধ্যাপক গোলাম আযম
৪. ইসলামী আন্দোলন ও সংগঠন
সংগঠনের গুরুত্ব সম্পর্কে জানা
শিবিরের লক্ষ্য-উদ্দেশ্য ও পাঁচ দফা কর্মসূচি মুখস্থ করা
পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও কার্যক্রম সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জন করা
ইসলামী আন্দোলন কী, কেন এবং না করার পরিণাম
পাঠ্যবই
১. কর্মপদ্ধতি- বিআইসিএস
গ্রন্থনির্দেশনা
১. সংবিধান- বিআইসিএস
৫. মাসআলা-মাসায়েল
অজু, গোসল ও তায়াম্মুম সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল
সালাত ও সাওম সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল
পাঠ্যবই
১. দৈনন্দিন মাসনুন দোয়া ও মাসআলা মাসায়েল- আইসিএস পাবলিকেশন
গ্রন্থনির্দেশনা
১. আসান ফেকাহ (১ম খণ্ড)- আল্লামা ইউসুফ ইসলাহী
৬. ক্যারিয়ার ও দক্ষতা
ক্যারিয়ার সচেতনতা এবং মন ও মননের বিকাশ সাধন
জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন
একাডেমিক উৎকর্ষ সাধন
পাঠ্যবই
১. মোরা বড় হতে চাই- আহসান হাবীব ইমরোজ
গ্রন্থনির্দেশনা
১. ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার- আইসিএস পাবলিকেশন
২. তথ্যপ্রযুক্তির সহজ পাঠ- আইসিএস পাবলিকেশন
৩. ড. কাজী দীন মুহম্মদ রচনাবলী- নতুন মাত্রা
৪. Understanding Science Series (USS)- BICS
৭. বিবিধ
১. ভাষাগত দক্ষতা অর্জন (আরবি, বাংলা ও ইংরেজি)
২. সাধারণ জ্ঞান
৩. স্বাস্থ্য সচেতনতা......MORE DIFFICULT........
📢📢📢সাথী সিলেবাস- 📢📢📢📢📢📢
১. আল কুরআন
ইলমুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত শিক্ষা
অর্থসহ মুখস্থ : কমপক্ষে ১১টি সূরা (সূরা আল ফাতিহা ও সূরা আল ফিল থেকে সূরা আন নাস)
আয়াত মুখস্থকরণ (১৫টি বিষয়) : লক্ষ্য ও উদ্দেশ্য, পাঁচ দফা কর্মসূচি, তাওহিদ, ঈমান, আখিরাত, রিসালাত, ইসলাম, ইসলামী আন্দোলন, আনুগত্য, পর্দা, তাকওয়া, বাইয়াত, মুমিনের গুণাবলি প্রভৃতি সংক্রান্ত ৩০টি আয়াত
দারস তৈরি কমপক্ষে ২টি
অর্থসহ তিলাওয়াত : প্রথম ৪ পারা (১-৪) ও শেষ ৪ পারা (২৭-৩০)
অধ্যয়ন
১. সূরা আল বাকারা : ১৫২-১৫৭
২. সূরা আলে ইমরান : ১৩-২০ রুকু
৩. সূরা আত তাওবা
৪. সূরা আল মুমিনুন : ১ম রুকু
৫. সূরা আন নূর : ২৭-৩০
৬. সূরা আল ফুরকান : শেষ রুকু
৭. সূরা আল আনকাবুত : ১ম রুকু
৮. সূরা আল হুজুরাত : ১ম রুকু
৯. সূরা আল ওয়াকিয়া
১০. সূরা আল হাদিদ : শেষ রুকু
১১. সূরা আস সফ
১২. সূরা আল মুজ্জাম্মিল
১৩. সূরা আল মুদ্দাসসির : ১-৭
১৪. সূরা আল ইনফিতার
১৫. সূরা আল বুরুজ
১৬. সূরা আল গাশিয়া
১৭. সূরা আল লাইল
১৮. সূরা আল আলাক
১৯. সূরা আল আসর
২০. সূরা আল হুমাজাহ
(তাফসির গ্রন্থ : তাফহীমুল কুরআন)
পাঠ্যবই
১. কুরআন বুঝা সহজ- অধ্যাপক গোলাম আযম
গ্রন্থনির্দেশনা
১. তাজবীদ শিক্ষা- ইসলামিক এডুকেশন সোসাইটি
২. মহাগ্রন্থ আল-কোরআন কি ও কেন- আবুল কালাম মুহাম্মাদ ইউসুফ
৩. তা’লীমুল কুরআন- মাওলানা এ.কে.এম শাহজাহান
কুরআন মুখস্থ নির্দেশনা
সূরা আল বাকারা : ১-২০, ১৫৩-১৫৭, ১৮৩, ১৮৫
আয়াতুল কুরসি
সূরা আলে ইমরান : ২৬-২৮
সূরা আত তাওবা : ১১১-১১২
সূরা আল হজ : ৭৮
সূরা আল মুমিনুন : ১-১১
সূরা আন নূর : ২৭-৩০
সূরা আল হুজুরাত : ১ম রুকু
সূরা আল হাশর : শেষ রুকু
৩০তম পারা
২. আল হাদিস
হাদিস সংক্রান্ত মৌলিক জ্ঞানার্জন
হাদিস মুখস্থকরণ (১৫টি বিষয়) : লক্ষ্য ও উদ্দেশ্য, পাঁচ দফা কর্মসূচি, তাওহিদ, ঈমান, আখিরাত, রিসালাত, ইসলাম, ইসলামী আন্দোলন, আনুগত্য, পর্দা, তাকওয়া, বাইয়াত, মুমিনের গুণাবলি প্রভৃতি সংক্রান্ত ১৫টি হাদিস
অধ্যয়ন
১. এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড)- আব্দুল গাফফার হাসান নদভী
২. রাহে আমল (২য় খণ্ড)- আল্লামা জলিল আহসান নদভী
৩. রিয়াদুস সালেহীন (১ম খণ্ড)- ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী
৪. হাদীস শরীফ (১ম খণ্ড)- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
পাঠ্যবই
১. হাদিসের পরিচয়- জিলহজ্জ আলী
গ্রন্থনির্দেশনা
১. হাদীসের আলোকে মানব জীবন (১ম খণ্ড)- এ, কে, এম, ইউসূফ
- হাদীসের আলোকে মানব জীবন (২য় খণ্ড)- এ, কে, এম, ইউসূফ
- হাদীসের আলোকে মানব জীবন (৩য় ও ৪র্থ খণ্ড)- এ, কে, এম, ইউসূফ
৩. সংগঠন ও দাওয়াত
সংগঠনের কাঠামো, কর্মসূচি, কর্মপদ্ধতি ও ঐতিহ্যকে জানা
আদর্শ প্রচারের পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া
পাঠ্যবই
১. সংবিধান- বিআইসিএস
২. কর্মপদ্ধতি- বিআইসিএস
৩. চরিত্র গঠনের মৌলিক উপাদান- নঈম সিদ্দিকী
৪. আদর্শ কিভাবে প্রচার করতে হবে- আবু সালীম মুহাম্মদ আবদুল হাই
৪. ইসলামী আদর্শ
ঈমানের পরিচয়, তাৎপর্য ও দাবি
পূর্ণাঙ্গ মুসলিমের পরিচয়
তাওহিদ, রিসালাত ও আখিরাত
পাঠ্যবই
১. তাওহীদ রেসালাত ও আখেরাত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. ইসলাম পরিচিতি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ঈমানের হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. মৃত্যু যবনিকার ওপারে- আব্বাস আলী খান
গ্রন্থনির্দেশনা
১. ইসলামের সহজ পরিচয়- অধ্যাপক গোলাম আযম
২. মজবুত ঈমান- অধ্যাপক গোলাম আযম
৩. ইসলামের হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৫. ইবাদত
ইবাদতের সংজ্ঞা
মৌলিক ইবাদতসমূহের গুরুত্ব ও তাৎপর্য
দ্বীন ও শরিয়ত
পাঠ্যবই
১. নামাজ-রোযার হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. যাকাতের হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ইকামাতে দ্বীন- অধ্যাপক গোলাম আযম
গ্রন্থনির্দেশনা
১. আল্লাহর রসূল কিভাবে নামায পড়তেন- আল্লামা হাফিয ইবনুল কায়্যিম
২. হজ্জের হাকীকত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৬. ইসলামী জীবনব্যবস্থা
ইসলামী সমাজব্যবস্থা সম্পর্কে মৌলিক ধারণা
ইসলামী নৈতিকতা, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন
পাঠ্যবই
১. ইসলামী রাষ্ট্র ব্যবস্থা- ড. আবদুল করিম জায়দান
২. শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা- অধ্যাপক গোলাম আযম
৩. অর্থনীতিতে রাসূলের (সাঃ) দশ দফা- শাহ্ মুহাম্মদ হাবীবুর রহমান
৪. ইসলামের স্বর্ণযুগে সামাজিক ন্যায়-নীতি- সাইয়েদ কুতুব
৫. পর্দার আসল রূপ- এ, কে, এম, নাজির আহমদ
গ্রন্থনির্দেশনা
১. শিক্ষা সেমিনার প্রবন্ধ সংকলন
২. জাতীয় শিক্ষা স্মারক-২০১৮
৩. ইসলামের রাজনৈতিক মতবাদ- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৫. শিক্ষা সাহিত্য সংস্কৃতি- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
৭. ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন : সংজ্ঞা, লক্ষ্য ও উদ্দেশ্য, তাৎপর্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা
আন্দোলনের ধারা ও প্রকৃতি, সফলতার শর্ত ও না করার পরিণাম
ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক
ইসলামী আন্দোলনের ইতিহাস, সমস্যা ও সম্ভাবনা
পাঠ্যবই
১. ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. সত্যের সাক্ষ্য- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৫. ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক- খুর্‌রম জাহ্ মুরাদ
৬. রসূলুল্লাহর বিপ্লবী জীবন- আবু সালীম মুহাম্মদ আবদুল হাই
৭. যুগে যুগে ইসলামী আন্দোলন- এ. কে. এম. নাজির আহমদ
৮. আসহাবে রাসূলের জীবন কথা (১ম খণ্ড)- মুহাম্মদ আবদুল মা’বুদ
- আসহাবে রাসূলের জীবন কথা (২য় খণ্ড)- মুহাম্মদ আবদুল মা’বুদ
৯. কারাগারে রাতদিন- জয়নব আল গাজালী
১০. ইসলামী আন্দোলন ও সংগঠন- মাওলানা মতিউর রহমান নিজামী
গ্রন্থনির্দেশনা
১. নবীদের সংগ্রামী জীবন- আব্দুস শহীদ নাসিম
২. কারাগারের স্মৃতি- মাওলানা মতিউর রহমান নিজামী
৩. সাহাবীদের আলোকিত জীবন (১ম খণ্ড)- ড. আবদুর রহমান রাফাত পাশা
- সাহাবীদের আলোকিত জীবন (২য় খণ্ড)- ড. আবদুর রহমান রাফাত পাশা
৪. স্মৃতি অমলিন (১ম খণ্ড)- বিআইসিএস
৫. ইসলামী আন্দোলন সমস্যা ও সম্ভাবনা- মাওলানা মতিউর রহমান নিজামী
৮. মাসআলা-মাসায়েল
ঈমান, শিরক ও বিদআত
ইসলামের মৌলিক অনুশাসন সংক্রান্ত জ্ঞান : ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, কবিরা গুনাহ ইত্যাদি
তাহারাত (পবিত্রতা), নামাজ, রোজা ও পর্দা সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল
পাঠ্যবই
১. আসান ফেকাহ (১ম খণ্ড)- মাওলানা ইউসুফ ইসলাহী
- আসান ফেকাহ (২য় খণ্ড)- মাওলানা ইউসুফ ইসলাহী
গ্রন্থনির্দেশনা
১. কবীরা গুনাহ- ইমাম আয্‌যাহাবী
৯. ক্যারিয়ার ও দক্ষতা
ক্যারিয়ার গঠনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সংক্রান্ত জ্ঞানার্জন
একাডেমিক উৎকর্ষ সাধন
জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদানের ব্যাপারে সচেতনতা
আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
পাঠ্যবই
১. ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার- আইসিএস পাবলিকেশন
গ্রন্থনির্দেশনা
১. Understanding Science Series (USS)- BICS
২. তথ্যপ্রযুক্তির সহজ পাঠ- আইসিএস পাবলিকেশন
৩. স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানী- আইসিএস পাবলিকেশন
৪. ক্যারিয়ার শিক্ষা (নবম ও দশম শ্রেণি)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
৫. সফল বিতার্কিক বক্তা ও নেতা হওয়ার কৌশল- আইসিএস পাবলিকেশন
৬. Road to Higher Study- ICS Publication........THE MOST DIFFICULT...........
📢📢📢📢📢📢সদস্য সিলেবাস- 📢📢📢📢📢📢📢
১. আল কুরআন
তাজবিদ সংক্রান্ত মৌলিক জ্ঞান
কুরআন সহিহ করে তিলাওয়াত করতে জানা
ইলমুল কুরআন : পরিচয়, শানে নুজুল ও সংকলনের ইতিহাস, অধ্যয়নে সমস্যা সমাধান ও নিয়ম এবং কুরআন ব্যাখ্যার মূলনীতি প্রভৃতি সম্পর্কে বিশদ জ্ঞানার্জন
সম্পূর্ণ কুরআন কমপক্ষে একবার অর্থসহ তিলাওয়াত
আয়াত মুখস্থকরণ (৩৫টি বিষয়) : ঈমান, তাওহিদ, রিসালাত, আখিরাত, তাকওয়া, আল্লাহর পথে ব্যয়, ইসলাম, ইসলামী আন্দোলন, বাইয়াত, ত্যাগ-কুরবানি, মুমিনের গুণাবলি, দায়িত্বশীলের গুণাবলি, সবর ও তাওয়াক্কুল, পর্দা, অর্থব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা, হজ, আনুগত্য, জান্নাত ও জাহান্নাম, মুয়ামালাত, ইসলামী আন্দোলন না করার পরিণাম, আত্মশুদ্ধি, মুমিনদের পারস্পরিক সম্পর্ক, সালাত, সাওম, জাকাত, পরামর্শ, ইহতেসাব, শাহাদাত, লক্ষ্য-উদ্দেশ্য ও পাঁচ দফা কর্মসূচি সংক্রান্ত কমপক্ষে ৭০টি আয়াত
দারস তৈরি : কমপক্ষে ১৫টি
অধ্যয়ন
১. সূরা আল বাকারা
২. সূরা আলে ইমরান
৩. সূরা আন নিসা
৪. সূরা আল আরাফ : ১ম-৪র্থ রুকু
৫. সূরা আল আনফাল
৬. সূরা ইউসুফ
৭. সূরা বনি ঈসরাইল : ২য় রুকু
৮. সূরা আল আম্বিয়া
৯. সূরা আল হজ : শেষ রুকু
১০. সূরা আন নূর
১১. সূরা আল ফুরকান
১২. সূরা আর রুম : ১ম রুকু
১৩. সূরা লুকমান : ২য় রুকু
১৪. সূরা ইয়াসিন
১৫. সূরা আজ জুমার
১৬. সূরা মুহাম্মদ
১৭. সূরা আল ফাতাহ
১৮. সূরা আল হুজুরাত
১৯. সূরা আর রহমান
২০. সূরা আল হাদিদ
২১. সূরা আল হাশর : শেষ রুকু
২২. সূরা আল মুনাফিকুন
২৩. সূরা নূহ : শেষ রুকু
২৪. ৩০তম পারা
(তাফসির গ্রন্থ : তাফহীমুল কুরআন)
পাঠ্যবই
১. কুরআন ব্যাখ্যার মূলনীতি- শাহ ওয়ালিউল্লাহ দেহলভী
২. তাফহীমুল কুরআনের ভূমিকা
অথবা, কুরআনের মর্মকথা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
গ্রন্থনির্দেশনা
১. কাওয়ায়িদুল কুরআন- মাওলানা বশির উল্লাহ
অথবা, তা’লীমুল কুরআন- মাওলানা এ. কে. এম শাহজাহান
২. শব্দার্থে আল কুরআনুল মজীদ- মতিউর রহমান খান
অথবা, কোরআনের অভিধান- হাফেজ মুনির উদ্দীন আহমদ
অথবা, শব্দে শব্দে আল কুরআন- মাওলানা মুহাম্মদ হাবিবুর রহম
৩. কুরআন অধ্যয়ন সহায়িকা- খুররম মুরাদ
কুরআন মুখস্থ নির্দেশনা
সূরা আল বাকারা : ১৫২, ১৭৭, ২৭৮-২৭৯, ২৮৫-২৮৬
সূরা আলে ইমরান : ৭-৯, ১৩-১৯, ৬৪-৭১
সূরা আন নিসা : ১৭৫-১৭৬
সূরা আন নিসা : ১৭৫-১৭৬
সূরা আল আনফাল : ২-৪
সূরা আত তাওবা : ২৩-২৪
সূরা ইবরাহীম : ২৪-২৭
সূরা ইবরাহীম : ২৪-২৭
সূরা বনি ইসরাঈল : ২৩-২৭
সূরা আল ফুরকান : ৬১-৭৭
সূরা আল আনকাবুত : ১-৮
সূরা ইয়াসিন
সূরা আল হুজুরাত
সূরা আর রহমান
সূরা আল ওয়াকিয়া
৩০তম পারা
২. আল হাদিস
ইলমুল হাদিস : সংজ্ঞা, শ্রেণিবিভাগ, গুরুত্ব, সহিহ হাদিসের বৈশিষ্ট্য এবং হাদিসের পরিভাষা সংক্রান্ত জ্ঞান : সনদ, মতন, রেওয়ায়েত, দেরায়েত, রাবি ইত্যাদি
হাদিস বর্ণনার পার্থক্যের কারণ
হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস
উপমহাদেশে ইলমে হাদিস চর্চা
হাদিস মুখস্থকরণ (৩৫টি বিষয়) : ঈমান, তাওহিদ, রিসালাত, আখিরাত, তাকওয়া, আল্লাহর পথে ব্যয়, ইসলাম, ইসলামী আন্দোলন, বাইয়াত, ত্যাগ-কুরবানি, মুমিনের গুণাবলি, দায়িত্বশীলের গুণাবলি, সবর ও তাওয়াক্কুল, পর্দা, অর্থব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা, হজ, আনুগত্য, জান্নাত ও জাহান্নাম, মুয়ামালাত, ইসলামী আন্দোলন না করার পরিণাম, আত্মশুদ্ধি, মুমিনদের পারস্পরিক সম্পর্ক, সালাত, সাওম, জাকাত, পরামর্শ, ইহতেসাব, শাহাদাত, লক্ষ্য-উদ্দেশ্য ও পাঁচ দফা কর্মসূচি সংক্রান্ত কমপক্ষে ৩৫টি হাদিস
দারস তৈরি : কমপক্ষে ১৫টি
পাঠ্যবই
১. হাদীস সংকলনের ইতিহাস- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
২. কোরআন ও সুন্নাহ : স্থান-কাল প্রেক্ষিত- ড. তাহা জাবির আল আলওয়ানী, ড. ইমাদ আল্ দীন খলিল
৩. হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা- ড. আবদুল্লাহ জাহাঙ্গীর
গ্রন্থনির্দেশনা
১. হাদীস নিয়ে বিভ্রান্তি- ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম
২. হাদীছের তত্ত্ব ও ইতিহাস- মাওলানা নূর মোহাম্মদ আজমী
অধ্যয়ন
১. সহিহ আল-বুখারি
২. সহিহ আল মুসলিম
৩. রিয়াদুস সালেহীন
৪. হাদীস শরীফ
৫. মেশকাত শরীফ
৩. মৌলিক তত্ত্ব
জীবন ও জগৎ সম্পর্কে ইসলামের ধারণা, পৃথিবীতে মানুষের দায়িত্ব ও মর্যাদা
ঈমানের মৌলিক বিষয়সমূহ ও তাৎপর্য
তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে বিস্তারিত জ্ঞান
আত্মশুদ্ধি
পাঠ্যবই
১. একমাত্র ধর্ম- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. কোরআনের চারটি মৌলিক পরিভাষা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ভাঙ্গা ও গড়া- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. হেদায়াত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৬. তাযকিয়াতুন নাফস- ড. আহমদ আলী
গ্রন্থনির্দেশনা
১. আখেরাতের জীবনচিত্র- মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
২. ইসলাম ও জাহেলিয়াত- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. ইসলামী আন্দোলন
(ক) তত্ত্ব
ইসলামী আন্দোলনের সংজ্ঞা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা
ইসলামী আন্দোলনের ধারা ও কর্মনীতি
ইসলামী আন্দোলনের সফলতার জন্য প্রয়োজনীয় নৈতিক ও মানবীয় গুণাবলি
অন্যান্য আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের পার্থক্য
যুগে যুগে ইসলামী আন্দোলনের সফলতা ও ব্যর্থতার কারণ
নবুওয়াত ও রিসালাত, নবি-রাসূলগণের দায়িত্ব ও কর্তব্য
তাজদিদে দ্বীন ও মুজাদ্দিদের কার্যাবলি
পাঠ্যবই
১. সীরাতে সরওয়ারে আলম (১ম খণ্ড)- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. ইসলামী রেনেসাঁ আন্দোলন- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ইসলামী সমাজ বিপ্লবের ধারা- সাইয়েদ কুতুব শহীদ
৪. ইসলাম ও জাহেলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব- আব্বাস আলী খান
- অথবা, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৫. একটি আদর্শবাদী দলের পতনের কারণঃ তার থেকে বাঁচার উপায়- আব্বাস আলী খান
৬. আধুনিক যুগে ইসলামী বিপ্লব- মুহাম্মদ কামারুজ্জামান
৭. ইসলামী সংগঠন- এ. কে. এম. নাজির আহমদ
গ্রন্থনির্দেশনা
১. ইসলামী আন্দোলনের কর্মীদের প্রশিক্ষণ গাইড- হিশাম আল তালিব
২. সংগঠনে কী পেলাম- খুররম জাহ্ মুরাদ
(খ) ইতিহাস, চরিত্র ও আদর্শ
আম্বিয়াগণের (আ.) সংক্ষিপ্ত জীবনী; তদানীন্তন আন্দোলনের অবস্থা
মুহাম্মাদ (সা.)-এর কর্ম ও জীবন
মাক্কি জীবন : নবুয়্যত প্রাপ্তি, দাওয়াতের সূচনা, প্রতিবন্ধকতা, তায়েফ গমন, হিজরত
মাদানি জীবন : রাষ্ট্রগঠন, পরিচালনা ও প্রশাসন, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার, বৈদেশিক নীতি, সমরনীতি, অমুসলিমদের প্রতি আচরণ, নারীসমাজের মর্যাদা
সমরনীতি: বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, তাবুক যুদ্ধ, বিদায় হজ ইত্যাদি
প্রসিদ্ধ সাহাবিদের জীবন ও চরিত্র
উমর ইবনে আব্দুল আজিজ, ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফী ও ইমাম আহমদ ইবনে হাম্বল
ইমাম গাজ্জালি, ইমাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, জামালুদ্দিন আফগানি, বদিউজ্জামান সাঈদ নুরসী প্রমুখ
বিভিন্ন দেশে ইসলাম প্রচার
উপমহাদেশে ইসলামী আন্দোলন
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী
শাহ আব্দুল আজিজ
মুজাহিদ আন্দোলনের উত্থান, সংগঠন ও কার্যক্রম পরিচালনা
হজরত শাহজালাল ও শাহ মখদুম
ফরায়েজী আন্দোলন
তিতুমীরের আন্দোলন
উপমহাদেশের আজাদি আন্দোলন
সাইয়েদ আহমদ বেরলভী
মুজাদ্দিদ-ই আলফে সানি শায়খ আহমেদ সিরহিন্দ
পাঠ্যবই
১. আর রাহীকুল মাখতুম- আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী
- অথবা, সীরাতে ইবনে হিশাম- ইবনে হিশাম
- অথবা, সীরাতে সরওয়ারে আলম (২য় খণ্ড)- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
- অথবা, মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (স.)- নঈম সিদ্দিকী
২. রাসূলুল্লাহর (সা) মক্কার জীবন- মাওলানা মতিউর রহমান নিজামী
৩. আসহাবে রাসূলের জীবনকথা
- আসহাবে রাসূলের জীবনকথা (৩য় খণ্ড)- ড. মুহাম্মদ আব্দুল মা’বুদ
- আসহাবে রাসূলের জীবনকথা (৪র্থ খণ্ড)- ড. মুহাম্মদ আব্দুল মা’বুদ
- আসহাবে রাসূলের জীবনকথা (৫ম খণ্ড)- ড. মুহাম্মদ আব্দুল মা’বুদ
- আসহাবে রাসূলের জীবনকথা (৬ষ্ঠ খণ্ড)- ড. মুহাম্মদ আব্দুল মা’বুদ
৪. ওহাবী আন্দোলন- আব্দুল মওদুদ
৫. আজাদী আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা- জুলফিকার আহমদ কিসমতী
৬. মুহাররমের শিক্ষা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৭. খিলাফতে রাশেদা- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
৮. ওমর ইবনে আব্দুল আজীজ- রশীদ আখতার নদভী
৯. উসমানী খিলাফাতের ইতিকথা- এ. কে. এম নাজির আহমদ
১০. ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবন- আব্দুল মান্নান তালিব
১১. বাংলার মুসলমানদের ইতিহাস- আব্বাস আলী খান
১২. আমাদের জাতিসত্তার বিকাশধারা- মোহাম্মদ আবদুল মান্নান
১৩. দার্শনিক শাহ্ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ও তাঁর চিন্তাধারা- জুলফিকার আহমদ কিসমতী
১৪. দি ইন্ডিয়ান মুসলমানস- ডব্লিউ, ডব্লিউ হান্টার
১৫. ইসলামের শক্তির উৎস- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
১৬. জীবন সায়াহ্নে মানবতার রূপ- মাওলানা আবুল কালাম আজাদ
গ্রন্থনির্দেশনা
১. বিশ্বনবীর সাহাবী (১ম খণ্ড)- তালিবুল হাশেমী
- বিশ্বনবীর সাহাবী (২য় খণ্ড)- তালিবুল হাশেমী
২. শাহ্ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ও জামালউদ্দিন আফগানী- মোহাম্মদ আবদুল মান্নান
৩. বদিউজ্জামান সাঈদ নুরসী এবং তুরস্ক- মুহাম্মদ কামারুজ্জামান
৪. চেতনার বালাকোট- শেখ জেবুল আমিন দুলাল
(গ) বর্তমান যুগ
ইখওয়ানুল মুসলিমিন ও জামায়াতে ইসলামী : উন্মেষ, ক্রমবিকাশ ও বর্তমান অবস্থা
সমসাময়িক বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইসলামী সংগঠন পরিচিতি
বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের অবস্থা, সমস্যা ও সম্ভাবনা
পাঠ্যবই
১. ইসলামের পুনর্জাগরণে ইখওয়ানুল মুসলিমুনের ভূমিকা- খলিল আহমদ হামেদী
২. আধুনিক যুগ, ইসলাম, কৌশল ও কর্মসূচি- প্রফেসর ড. ইউসুফ কারযাভী (Priorities of Islamic Movement in the Learning Phase)
৩. মাওলানা মওদূদী একটি জীবন একটি ইতিহাস- আব্বাস আলী খান
৪. ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন- অধ্যাপক গোলাম আযম
- অথবা, বাংলাদেশে ইসলামী ঐক্যপ্রচেষ্টার ইতিহাস- অধ্যাপক গোলাম আযম
৫. পলাশী থেকে বাংলাদেশ- অধ্যাপক গোলাম আযম
৬. মুসলিম মানসে সংকট- আব্দুলহামিদ আহমদ আবুসুলাইমান
৭. জামায়াতে ইসলামীর ইতিহাস- আব্বাস আলী খান
৮. স্মৃতি অমলিন (১ম খণ্ড)- বিআইসিএস
গ্রন্থনির্দেশনা
১. জামায়াতে ইসলামীর ঊনত্রিশ বছর- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. রাজনীতিতে জামায়াতে ইসলামী- এ কে এম নাজির আহমদ
৩. শহীদ হাসানুল বান্নার ডায়েরি- মাওলানা খলিল আহমদ হামেদী
৪. ইসলামী পুনর্জাগরণ : সমস্যা ও সম্ভাবনা- ড. ইউসুফ আল কারজাভী
৫. সংগঠন
(ক) শিবির সংক্রান্ত :
শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মসূচি, কর্মকৌশল, বৈশিষ্ট্য, ইতিহাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জ্ঞান
পাঠ্যবই
১. সংবিধান- বিআইসিএস
২. কর্মপদ্ধতি- বিআইসিএস
গ্রন্থনির্দেশনা
১. প্রেরণার মিছিল
২. ছাত্রসংবাদ ও Student Views
৩. বিভিন্ন সময়ে প্রকাশিত স্মারক ও সাময়িকীসমূহ
৪. অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান- বিআইসিএস
(খ) দাওয়াত :
শিবিরের দাওয়াতি কর্মসূচি, দাওয়াত দানকারীর মর্যাদা ও বৈশিষ্ট্য, দাওয়াতের পদ্ধতি, ধারা ও কৌশল, ইসলামী দাওয়াতের বিষয়বস্তু ও তাৎপর্য
পাঠ্যবই
১. ইসলামী দাওয়াত ও কর্মনীতি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. দা’য়ী ইলাল্লাহ্ দা’ওয়াত ইলাল্লাহ্- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. দাওয়াতে দ্বীন ও তার কর্মপন্থা- মাওলানা আমীন আহসান ইসলাহী
গ্রন্থনির্দেশনা
১. অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের আহ্বান- বাংলাদেশ দাওয়াহ সার্কেল
২. দাওয়াতে দ্বীনের গুরুত্ব ও কৌশল- মাওলানা মতিউর রহমান নিজামী
৩. দ্বীনে হক-এর প্রতি দাওয়াত না দেয়ার পরিণতি- মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
(গ) সংগঠন পরিচালনা
কর্মী গঠন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন
ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব ও সংগঠন পরিচালনা
আনুগত্য, পরামর্শ ও ইহতিসাব
পাঠ্যবই
১. ইসলামী নেতৃত্বের গুণাবলী- খুররম মুরাদ
২. ইসলামী নেতৃত্ব- এ কে এম নাজির আহমদ
৩. ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. চরিত্র গঠনের মৌলিক উপাদান- নঈম সিদ্দিকী
৫. বাইয়াতের হাকিকাত- অধ্যাপক গোলাম আযম
৬. ইসলামী জীবনব্যবস্থা
(ক) ইসলামী সমাজব্যবস্থা
ইসলামী সমাজের বৈশিষ্ট্য
ব্যক্তি, পরিবার, আত্মীয়তা, প্রতিবেশী, পারিবারিক অধিকার ও কর্তব্য
জীবনাচরণ
ইসলামী সমাজে নারীর স্থান, অধিকার ও কর্তব্য
পাঠ্যবই
১. ইসলামের সামাজিক বিধান- আল্লামা জামাল আল বাদাবী
২. পর্দা ও ইসলাম- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. আদাবে জিন্দেগী- আল্লামা ইউসুফ ইসলাহী
- অথবা, ইসলামে নৈতিকতা ও আচরণ- ড. মারওয়ান ইব্রাহীম আল কায়সি (বিআইআইটি)
৪. মাতা-পিতা ও সন্তানের অধিকার- আল্লামা ইউসুফ ইসলাহী
৫. সুবহে সাদিক- খুররম জাহ্ মুরাদ
৬. ইসলামের বুনিয়াদী শিক্ষা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
গ্রন্থনির্দেশনা
১. ইসলামের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. ইসলাম ও আধুনিক মুসলিম নারী- মরিয়ম জামিলা
৩. পরিবার ও পারিবারিক জীবন- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
(খ) ইসলামী অর্থনীতি
ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য ও রূপরেখা
উৎপাদন, বণ্টন ও ভোগব্যবস্থা
অর্থনৈতিক নিরাপত্তা ও মজুরের অধিকার
জাতীয়করণ ও ইসলামী দৃষ্টিকোণ
জাকাতব্যবস্থা ও সুদবিহীন ব্যাংকব্যবস্থা
পুঁজিবাদ, সমাজতন্ত্র ও ইসলাম : তুলনামূলক অধ্যয়ন
পাঠ্যবই
১. সুদ ও আধুনিক ব্যাংকিং- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
- অথবা, সুদ সমাজ অর্থনীতি- অধ্যাপক মুহাম্মদ শরীফ হুসাইন
২. ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ- ড. এম. উমর চাপরা
৩. ইসলামী অর্থনীতি নির্বাচিত প্রবন্ধ- শাহ্ মুহাম্মদ হাবীবুর রহমান
৪. আল-কুরআনের অর্থনৈতিক নীতিমালা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
গ্রন্থনির্দেশনা
১. ইসলামী অর্থনীতি- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
২. ইসলামী অর্থনীতিতে মজুরের অধিকার- মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
(গ) ইসলামী রাষ্ট্রব্যবস্থা
ইসলামে ইসলামী ব্যবস্থায় রাষ্ট্রের স্থান
দারুল হরব, দারুল কুফর ও দারুল ইসলাম : সংজ্ঞা ও পার্থক্য
ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য
ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্বসমূহ
ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র
ইসলামী রাষ্ট্রে আইন, বিচার ও শাসন বিভাগ : অধিকার, দায়িত্ব, কর্তব্য ও পারস্পরিক সম্পর্ক
রাষ্ট্রপ্রধান : নির্বাচন, অধিকার ও কর্তব্য
ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার
ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার
পাঠ্যবই
১. আল-কুরআনে রাষ্ট্র ও সরকার- মওলানা মুহাম্মাদ আবদুর রহীম
২. খেলাফত ও রাজতন্ত্র- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৪. ইসলামে মানবাধিকার- মুহাম্মদ সালাহুদ্দীন
৫. শরিয়তী রাষ্ট্রব্যবস্থা- ইমাম ইবনে তাইমিয়া
৬. একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
গ্রন্থনির্দেশনা
১. ইসলামী রাষ্ট্রব্যবস্থা : তত্ত্ব ও প্রয়োগ- ড. ইউসুফ আল-কারযাভী
(ঘ) শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি
ইসলামী জীবনব্যবস্থায় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য ও রূপরেখা
ইসলামী জীবনব্যবস্থায় সংস্কৃতির স্থান
ইসলামী সংস্কৃতির রূপ
ইসলামী সংস্কৃতির লক্ষ্য ও বৈশিষ্ট্য
সাংস্কৃতিক আগ্রাসন
ইসলামী সাহিত্যের রূপ, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা
পাঠ্যবই
১. মক্কার পথ- মুহাম্মদ আসাদ
২. ইসলামী সংস্কৃতির মর্মকথা- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. শিক্ষা সাহিত্য সংস্কৃতি- মওলানা মুহাম্মাদ আবদুর রহীম
গ্রন্থনির্দেশনা
১. ইসলামী সংস্কৃতি- আসাদ বিন হাফি
২. সংস্কৃতি ও বিনোদন- ড. মাহফুজুর রহমান আখন্দ
৩. শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা- অধ্যাপক গোলাম আযম
৪. ইসলামী সাহিত্য : মূল্যবোধ ও উপাদান- আব্দুল মান্নান তালিব
৭. ফিকাহ ও প্রাথমিক উসূলে ফিকাহ
ফিকাহ শাস্ত্রের মূলনীতি সম্পর্কে ধারণা
হালাল-হারাম ও মাকরূহ সম্পর্কে ধারণা
ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ও মুস্তাহাব সম্পর্কে ধারণা
তাহারাত
সংজ্ঞা ও পরিচিতি
অপবিত্রতা : শ্রেণিবিভাগ, পানির পবিত্রতা
পোশাক-পরিচ্ছদের পবিত্রতা, ইস্তিঞ্জা
অজু : ফরজ, সুন্নাত, মুস্তাহাব, মাকরূহ, অজু ভঙ্গের কারণসমূহ ইত্যাদি
তায়াম্মুম : সংজ্ঞা, কখন প্রয়োজন হয়, ফরজসমূহ
হালাল-হারামের সামগ্রিক মৌলিক ধারণা
সুন্নাত-বিদআত সংক্রান্ত মৌলিক ধারণা
সালাত
ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরূহ ইত্যাদি
নামাজ নষ্ট হওয়ার কারণসমূহ, সাহু সিজদা, জামায়াতে নামাজের নিয়ম-কানুনসমূহ
জুমআ, ঈদ ও জানাজার নামাজ, কসর ও কাজা নামাজ
সাওম
ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরূহ ইত্যাদি
কাফফারা ও কাজা সাওম
জাকাত
শপথের (কসম) প্রকারভেদ, কাফফারা
হজ
হজের সংক্ষিপ্ত পরিচিতি
হজের গুরুত্ব ও ফজিলত
হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাত সম্পর্কে ধারণা
পাঠ্যবই
১. আসান ফেকাহ (১ম খণ্ড)- মাওলানা ইউসুফ ইসলাহী
- আসান ফেকাহ (২য় খণ্ড)- মাওলানা ইউসুফ ইসলাহী
২. ইসলামী উসুলে ফিকাহ- ড. তাহা জাবির আল-আলওয়ানী
৩. সুন্নাত ও বিদয়াত- মাওলানা মুহাম্মদ আবদুর রহীম
- অথবা, মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়- শাহ ওয়ালীউল্লাহ দেহলভী
৪. আল্লাহর রসূল কিভাবে নামাজ পড়তেন- আল্লামা হাফিয ইবনুল কায়্যিম (অনুবাদ : আব্দুস শহীদ নাসিম)
৫. কবীরা গুনাহ- ইমাম আযযাহাবী
৬. গীবত- ইমাম গাজ্জালী
গ্রন্থনির্দেশনা
১. ইসলামে হালাল ও হারামের বিধান- ড. ইউসুফ আল-কারযাভী
২. ফিকহুস সুন্নাহ (৩য় খণ্ড)- সাইয়েদ সাবেক
৩. একজন মুসলমানের যা যা করণীয়- কামাল উদ্দিন জাফরী
৮. অন্যান্য মতবাদ
ধর্মীয়, রাজনৈতিক ও অন্যান্য মতবাদ সম্পর্কে তুলনামূলক অধ্যয়ন
পাঠ্যবই
১. ইসলাম ও অন্যান্য মতবাদ- ড. মুহাম্মাদ নূরুল ইসলাম
২. ধর্মনিরপেক্ষ মতবাদ- অধ্যাপক গোলাম আযম
৩. ইসলাম ও জাতীয়তাবাদ- সাইয়েদ আবুল আ’লা মওদূদী
গ্রন্থনির্দেশনা
১. রাষ্ট্রবিজ্ঞানের কথা- অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ
২. দর্শন কোষ- সরদার ফজলুল করিম
৯. ক্যারিয়ার ও দক্ষতা
ক্যারিয়ার গঠনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সংক্রান্ত জ্ঞানার্জন
একাডেমিক উৎকর্ষ সাধন
জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে অবদান রাখার ব্যাপারে উদ্বুদ্ধকরণ
আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
ভাষাগত দক্ষতা : বাংলা, আরবি ও ইংরেজি
পাঠ্যবই
১. মুসলিম যুবসমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন- আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ
গ্রন্থনির্দেশনা
১. বাংলাদেশের সংবিধান
২. Time Management- Ismail Kamdar
৩. তথ্যপ্রযুক্তির সহজ পাঠ- আইসিএস পাবলিকেশন
৪. A Young Muslim’s Guide to Religions in the world- Dr. Syed Sajjad Hussain (BIIT)
৫. ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার- আইসিএস পাবলিকেশন
৬. সফল বিতার্কিক বক্তা ও নেতা হওয়ার কৌশল- আইসিএস পাবলিকেশন
৭. Road to Higher Study- ICS Publication
৮. স্পেনের কান্না- মুফতী তকী উসমানী
৯. জাতীয় শিক্ষা স্মারক-২০১৮
১০. বিবিধ
যানবাহন পরিচালনা ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন
মানবসম্পদ ব্যবস্থাপনা (Human Resource Management)
সময় ব্যবস্থাপনা (Time Management)
চিরন্তন ও সমসাময়িককালের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন
বিশ্বায়ন (Globalization)
সুশাসন (Good Governance)
আইন ও মানবাধিকার (Law & Human Rights)
দুর্নীতি ও সন্ত্রাস (Corruption & Terrorism)
স্বাস্থ্য অত্যাবশ্যকীয় (Health Fundamentals)
স্বাস্থ্য সচেতনতা (Health Awareness)
প্রাথমিক চিকিৎসা (First Aid)

Address

Demra

Alerts

Be the first to know and let us send you an email when A Bangladeshi Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category