Delduar TV

Delduar TV সৃষ্টি নিকেতন

06/11/2024
১১ নভেম্বর, ২০২৪ দেলদুয়ার উত্তরপাড়া হযরত আবুবকর রা. জামে মসজিদ এর উন্নয়ন কল্পে ৭ম তম বার্ষিক ওয়াজ মাহফিল।স্থান: দেলদুয়ার...
04/11/2024

১১ নভেম্বর, ২০২৪
দেলদুয়ার উত্তরপাড়া হযরত আবুবকর রা. জামে মসজিদ এর উন্নয়ন কল্পে ৭ম তম বার্ষিক ওয়াজ মাহফিল।
স্থান: দেলদুয়ার উত্তরপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল।

⚠️ সন্ত্রাসী সংগঠন হিসেবে      ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো সরকার...
23/10/2024

⚠️ সন্ত্রাসী সংগঠন হিসেবে
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো সরকার...

আসসালামু আলাইকুম,মন্তব্য ভুল হলে,সংশোধন করে নিবো, ইনশাল্লাহ...‘জাতীয় সংগীত পরিবর্তনের যৌক্তিকতা’[১] জাতীয় সংগীত কোনো সৃষ...
07/09/2024

আসসালামু আলাইকুম,
মন্তব্য ভুল হলে,
সংশোধন করে নিবো, ইনশাল্লাহ...
‘জাতীয় সংগীত পরিবর্তনের যৌক্তিকতা’

[১] জাতীয় সংগীত কোনো সৃষ্টিকর্তার ঐশীগ্রন্থ বা আসমানী কিতাব থেকে তৈরি করা গান নয় যে, এটা পরিবর্তন করলে মহাপাপ হবে। যদি বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা যেতে পারে মানুষের প্রয়োজনে, তাহলে জাতীয় সংগীত কেন পরিবর্তন করা যাবে না। আর মানুষের মতামতের উপর ভিত্তি করে বিশ্বের বহু দেশের জাতীয় সংগীত পরিবর্তন করা ইতিহাস রয়েছে।

[২] সবচেয়ে মূল কথা হলো, এই গানটি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল না। এটি মূলত ১৯০৫ খ্রিস্টাব্দে লেখা হয় ‘বঙ্গভঙ্গ আন্দোলনের’ পরিপ্রেক্ষিতে। অথচ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ১৯৭১ সালে, এজন্য উক্ত গানটিতে বাংলাদেশের স্বাধীনতার চেতনা, সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের কোনো কথা নেই এবং বাংলাদশের সৃষ্টির কোনো ইতিহাস এই গানে অনুপস্থিত। এই গানে মূলত প্রকৃতির প্রশংসা করা হয়েছে, যা কোনো ভাবেই বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার যোগ্যতা রাখে না।

[৩] জাতীয় সংগীতটির গীতিকার ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ এবং সুরকার ‘বাউল গগন হরকরা’। কিন্তু উক্ত জাতীয় সংগীতটির রচয়িতা হিসেবে শুধুমাত্র ‘রবীন্দ্রনাথ ঠাকুরই’ আমাদের মাঝে পরিচিত। আমরা অনেকেই হয়ত আজ প্রথম জানলাম যে, এই গানটির সুরকার ভিন্ন মানুষ।

[৪] অনেকে বলতে পারেন যে, তাহলে এই গানটিকে যখন জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। তখন কেউ মন্তব্য করে নি, তাহলে এখন কেন নতুন করে সমালোচনা করা হচ্ছে। এর উত্তর হলো- একটি বিষয় বা বিধান সমাজে চালু থাকলেই যে, তা নিয়ে সমালোচনা করা যাবে না বা পরিবর্তন করা যাবে না, এটা কোনো বইতে লেখা রয়েছে। মানুষের জন্যই বিধান বা আইন রচনা করা হয়, এজন্য মানুষের স্বার্থে জাতীয় পরিবর্তন করাটাও যৌক্তিক। আর ইতোপূর্বেও, এই সংগীতকে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে।

[৬] আর মজার ব্যাপার হলো, এই গানটির প্রথম লাইন (আমার সোনার বাংলা) বাদ দিলে এই গানকে পৃথিবীর যেকোনো দেশের জাতীয় সংগীত হিসেবে চালিয়ে দেওয়া যাবে। কেননা, এই গানটি যে, শুধুমাত্র বাংলাদেশের জন্যই তৈরি করা হয়েছে, তার প্রমাণ এই গানটিতে বিদ্যমান নাই। উদাহরণ স্মরূপ: পাশ্ববর্তী দেশ, ভারতের জাতীয় সংগীতের লাইন গুলো শুনলে বা দেখলেই বুঝতে পারবেন যে, একটি দেশের জাতীয় সংগীত কেমন হওয়া উচিত। অথচ পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সংগীতের মাধ্যমেই ওই দেশের ইতিহাস সম্পর্কে জানা যায়।

[৭] আমাদের দেশের বহু ইতিহাস রয়েছে, অনেক বিখ্যাত জিনিস বা ব্যক্তিবর্গ বা স্থান রয়েছে, যা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে অনুপম বা অনন্য করে তোলেছে, অথচ এই গানটিতে এগুলোর একটাও উপস্থিত নেই। উদাহরণ স্বরূপ: আমাদের জাতীয় নেতাদের অস্তিত্ব, দেশের মধ্যে বহমান নদ-নদী, সমুদ্র, পাহাড়ি-বরেন্দ্র ভূমি সহ আর অসংখ্য নিদর্শন সশূহ, যা বাংলাদেশের সম্পদ, অথচ এসবের কোনো তথ্য আমরা বর্তমান জাতীয় সংগীতে খুঁজে পাই না।

[৮] এবার আপনাদের একটা প্রশ্ন করি। জাতীয় সংগীত কাকে বলে? মূলত দেশ ও দেশের মানুষের জন্য যে গানটি গাওয়া এবং যে গানে একটি দেশের সকল ইতিহাস ও ঐতিহ্য ফুটে উঠে, যা রাষ্ট্র হিসেবে স্বীকৃত, সেই গানকেই জাতীয় সংগীত হিসেবে গণ্য করা হয়। দুঃখজনক ব্যাপার, আমাদের দেশের জাতীয় সংগীত শুনলে আমাদেরই মনে হয় না যে, এটি বাংলাদেশের জাতীয় সংগীত, আর ভিন্ন দেশের মানুষ এই গান শুনলে কি মন্তব্য করবে, তা আপনারাই কমেন্ট করে জানাবেন।

[৯] যারা জাতীয় সংগীত পরিবর্তন চান না, তারা দয়া করে, উক্ত গানটিকে কেন জাতীয় সংগীত হিসেবে রাখতে চান, যৌক্তিক কারণ গুলো কমেন্ট করে জানাবেন। আর দয়া করে, এই যুক্তি গুলো দিবেন না, যেমন: আমরা ছোটবেলা থেকেই এই গান শুনে এসেছি, এই গানকে আমরা ভুলতে পারবো না, এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, শুধুমাত্র ভারতের এক হিন্দু এই গান লিখেছে বলে এই গানকে ভুলতে পারি না.. এই রকম আবেগী কথা না বলে, যথাযথ যুক্তি পেশ করবেন। আর হ্যাঁ, এই গান নিয়ে যখন সমালোচনা তীব্র হয়েছে, তার মানে, এই গানটি এখন সংশোধন বা পরিবর্তন প্রয়োজন, তা না হলে প্রতিনিয়ত এটা নিয়ে দ্বন্দ চলতে থাকবে। আর আমরা যারা জাতীয় সংগীত পরিবর্তন করার পক্ষে, দয়া করে আমাদের নিয়ে এমন মন্তব্য করবেন না যে, আমরা ভারত বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষী, আমরা মূলত কেন জাতীয় সংগীত পরিবর্তন করতে চাচ্ছি, তা এখানে স্পষ্ট ভাবে তুলে ধরেছি। অন্যদিকে এই গানটির অনেক লাইন ‘ইসলাম’ ধর্মকে আঘাত করেছে। আর আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক দেশ। তাই আমরা কখনো চাইব না যে, আমাদের দেশের জাতীয় সংগীত কোনো ধর্মকে আঘাত করুক।

[১০] এখন করণীয় কী, আমার মতে, নতুন করে জাতীয় সংগীত লেখা হোক। বর্তমানে অনেকেই উক্ত জাতীয় সংগীতকে পরিবর্তন করে, আমাদের দেশের কয়েকটি গান ও কবিতাকে নতুন জাতীয় সংগীত করার মন্তব্য করেছে। আমি সেই মন্তব্যের ঘোর বিরোধী। আমার মতে, বাংলাদেশে এখনো দক্ষ, অভিজ্ঞ, পারদর্শী সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক রয়েছে। তাই বর্তমান সরকারের উচিত দেশ ও দেশের মানুষের কল্যাণের স্বার্থে, জাতীয় সংগীত নতুন করে তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হোক। যেখানে বাংলাদেশের বিখ্যাত সব সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও ইতিহাসবিদ থাকবেন, যারা গবেষণা করে একটি নতুন জাতীয় সংগীত এই দেশের মানুষের জন্য উপহার দিবে, যে গানে পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্য, সম্পদের তথ্য থাকবে এবং যে গানটি কোনো ধর্ম বা জাতির প্রতি আঘাত আনবে না।

[এডিটর: শেখ মুসাফির]

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের মশাল মিছিল...বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলে...
05/09/2024

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের মশাল মিছিল...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলে নিহত স্কুল ছাত্র মারুফ হাসানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ইউপি চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ছাত্রদের দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনুর বক্তব্য দেওয়াকে ঘটনার সূত্রপাত হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।

কিন্তু উপস্থিত ছাত্ররা মজনু চৌধুরীর গ্রেপ্তার দাবি ও হত্যাকাণ্ডের জড়িত ইউপি চেয়ারম্যানকে শহীদ মারুফের মায়ের উপস্থিতিতে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার প্রত্যাহার দাবি করে স্লোগান দিতে শুরু করে। জেলা প্রশাসক উপস্থিত সবাইকে জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

পরে দুপুরে ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে না গিয়ে কার্যালয়ের সামনে বসে পরে। সেখানে জেলা প্রশাসক উপস্থিত হয়ে ছাত্রদের জানান টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীকে টাঙ্গাইল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে। কিন্তু উপস্থিত ছাত্ররা হাসান বিন মোহাম্মদ আলীকে সেখানে উপস্থিত হয়ে শহীদ মারুফের মায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ছাত্র-ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মুখে প্রত্যাহারকৃত ইউএনও সেখানে উপস্থিত হয়ে মারুফের পরিবার ও উপস্থিত সকলের কাছে ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষ...
05/09/2024

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদের সামনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবী করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফাজিল হাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল হক, নুরুল ইসলাম, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, সেন্টু মিয়া, লুৎফর রহমান, রফিক মিয়া, জাফর মিয়া, শাহিন মিয়া, মাসুদ মিয়া, আবুল কালাম প্রমুখ। মানববন্ধনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। এখন বিগত সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে যারা এই ইউনিয়ন পরিষদকে কুলশিত করছে তাদের দ্রুত পদত্যাগ দাবী করছি। ফাজিলহাটী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আজিজুল হক বলেন, অবৈধ সরকারের আমলে অবৈধ নির্বাচনে শওকত আলী জাল ভোটে পাশ করে ইউনিয়নের নামে অনেক প্রজেক্ট এনে কাজ না করেই টাকা উত্তোলন করেছে। বিজিবি, বিধবা কার্ড, মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন খাত থেকে শওকত চেয়ারম্যান অবৈধ পন্থায় টাকা উত্তোলন করেছেন জনসাধারণের ক্ষতি করেছে। আমরা তার পদত্যাগ চাই।
শফিকুল ইসলাম বলেন, গত (৫ আগস্ট) ছাত্রজনতার আন্দোলনের ফলে হাসিনার দেশ ত্যাগে এদেশে নতুন বাংলাদেশ ফিরে এসেছে। কিন্তু তার অন্যায় কাজের দোসর শওকত আলী এখনও ইউনিয়ন পরিষদের স্থানে রয়ে গেছে। জাল ভোটে পাশ করা শওকত চেয়ারম্যান দ্রুত পদত্যাগ দাবী করছি।
এছাড়া মিছিল ও মানবন্ধনে অংশগ্রহনকারী জনসাধারণের বক্তব্য থেকে জানা গেছে, চেয়ারম্যান শওকত আলী আওয়ামী লীগ সরকারের আমলে জাল ভোটে পাশ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন খাতে দুর্নীতি করেছেন। এ সময় মানববন্ধনে তিন শতাধিক জনসাধারণ ও বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

congratulation...Bangladesh 2 - 0 Pakistan in Test Series
03/09/2024

congratulation...
Bangladesh 2 - 0 Pakistan in Test Series

আসসালামু আলাইকুম,ইদানিং কিছু অনুমোদনহীন অসাধু প্রতিষ্ঠানগুলোস্পন্দনবি ইন্সটিটিউটের নাম ভাঙ্গিয়ে শিক্ষার্থী ভর্তি করতে চা...
03/09/2024

আসসালামু আলাইকুম,
ইদানিং কিছু অনুমোদনহীন অসাধু প্রতিষ্ঠানগুলো
স্পন্দনবি ইন্সটিটিউটের নাম ভাঙ্গিয়ে শিক্ষার্থী ভর্তি করতে চাচ্ছে। এদের হতে সাবধানে থাকার অনুরোধ রইলো এবং যদি কেউ স্পন্দনবি ইন্সটিটিউটের নাম ভাঙ্গিয়ে ভর্তি করতে চায় বা করে তাহলে উপযুক্ত তথ্য দিন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে,
দেলদুয়ার সদরে একমাত্র স্পন্দনবি ইন্সটিটিউট-ই হচ্ছে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। যার কোড নম্বর - 54207
যোগাযোাগ: মোঃ রাশেদ সরকার (কোর্স ইন্সট্রাক্টর)
প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত)
01920856633, 01515607120

সকলেই সচেতন হোন এবং বার্তাটি প্রচার ও প্রসার করুন....
14/08/2024

সকলেই সচেতন হোন এবং বার্তাটি প্রচার ও প্রসার করুন....

ব্রিজের কাজ চলছে, দুল্যা রামদেব, দেলদুয়ার, টাঙ্গাইল। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করুন।
14/08/2024

ব্রিজের কাজ চলছে,
দুল্যা রামদেব, দেলদুয়ার, টাঙ্গাইল।
যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করুন।

23/05/2023

দেলদুয়ার এর Fire Service সঠিক সময়ে এসে,
আগুন নেভাতে সক্ষম হয় (স্থান: দেলদুয়ার উত্তরপাড়া)।

23/05/2023

দেলদুয়ার উত্তরপাড়ায় খড়ের পালা-তে আগুন লাগে!
Fire Service দ্রুত এসে আগুন নেভায়..

SSS & HSC পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা তৈরি করা হয়,খুবই যত্ন সহকারে। ফি = আলোচনা সাপেক্ষ। Inbox করুন অথবাদ্রুত যোগাযোগ ...
04/05/2023

SSS & HSC পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা তৈরি করা হয়,
খুবই যত্ন সহকারে।
ফি = আলোচনা সাপেক্ষ।
Inbox করুন অথবা
দ্রুত যোগাযোগ করুন!
01581115008, দেলদুয়ার, টাঙ্গাইল।

ঐতিহ্যবাহী দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদে,পবিত্র ঈদুল ফিতরের ছালাত অনুষ্ঠিত হবে,আগামীকাল সকাল ৭:১৫ মিনিট।
21/04/2023

ঐতিহ্যবাহী দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদে,
পবিত্র ঈদুল ফিতরের ছালাত অনুষ্ঠিত হবে,
আগামীকাল সকাল ৭:১৫ মিনিট।

20/04/2023

দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৩

Address

Delduar, Tangail
Delduar
1910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delduar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Delduar

Show All